নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সাধারন মানুষের নানান রকম ভাবনা

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১৬



১। হারিয়ে যাওয়া দিন ফেরত পাওয়ার কোন গ্যাজেট থাকলে ভাল হইতো।
কে কোন দিনে ফেরত পেতে চাইতেন?
আমি বিয়ের আগের দিন।

২। মুজিববর্ষে দেশের এক কোটি নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হবে
মুজিববর্ষে প্রশিক্ষণ পাওয়ার পর এ এক কোটি নারী আর বেকার থাকবেন না। তারা নিজেরাই বিভিন্ন কাজের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করে স্বাবলম্বী হয়ে উঠবেন। এর ফলে দেশের মাথাপিছু আয় বাড়বে। দারিদ্র্য কমবে। নারীরাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৩। হে চিলে কান নেয়া জাতী, আপনাদের কচুড়িপানা খাওয়ার এত শখ কেন বলেনতো? পরিকল্পনা মন্ত্রী আসলে কি বলছে সেইটা ভালো করে শুনছেন? বুঝছেন?

৪। শোভা দে বলেছেন money is seriously unsexy ।
ঘটনা হল কাউকে সিরিয়াসলি অনেক দিন ভোগ করার পর ওটাই মনে হয়।

৫। বইমেলার একপাশে নাগরদোলা, বায়স্কোপ, বান্দর নাচ সেট করে নিলেই ষোলোকলা পূর্ণ হয়।

৬। গ্রামীণ হাট-বাজার এক সময়ে ছিল বিনোদনের অন্যতম উৎস। আর সেসব বিনোদনের উপকরণ শিশু, যুব, বৃদ্ধ সকলকেই সমানভাবে আকর্ষণ করেছে। কেনাবেচা, দেখা সাক্ষাতের পাশাপাশি অনেকে যেমন ফাঁকফোকরে বিনোদন উপভোগ করেছে। আবার বহু মানুষ সপ্তাহের একটা দিনের হাটে কেবলমাত্র বিনোদনের জন্যই গেছে।

৭।

৮। আমি জীবনানন্দের বনলতা হতে চাইনি কোনদিন,
হইওনি। আমি হতে চেয়েছি তাঁর রূপসী বাংলা। যার প্রত্যেকটি পঙক্তিমালায় এমন হাজারো স্নিগ্ধ বনলতার আনাগোনা।
ভালো থেকো জীবনানন্দ, ভালো থেকে রূপসী বাংলা, ভালো থেকো বনলতা, ভালো থেকো লক্ষ্মীপেঁচা, শঙ্খচিল, ঝিঁঝিঁ পোকার দল আর সেই খইরঙা হাঁসটি। ভালো থেকো কাঞ্চনমালা, কলমীর ফুল, পদ্মের দীঘি, ভালো থেকো হিজল, তমাল, জারুলের বন।

৯। ব্যাংকে গ্রাহকের যত টাকাই থাকুক ব্যাংক দেউলিয়া হলে গ্রাহককে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে!!
এটা যদি আমানত সুরক্ষার আইন হয় তাহলে আমানত খিয়ানতের আইন কোনটা!?

১০। সকাল থেকে ফেইসবুকে একটা ভিডিও ঘুরতেছে। বিদেশ থেকে আসা এক পর্যটকের সাথে আমাদের দেশীয় কিছু অমানুষের অভদ্র আচরণের ভিডিও। এতো বাজে আচরণ আমার মনে হয়না পৃথিবীর আর কোন দেশের মানুষ অতিথিদের সাথে করে। কিছুদিন আগে অস্ট্রেলীয় এক মহিলা পর্যটকের সাথে ও অশালীন আচরণ করা হয়েছিল।

মন্তব্য ৪২ টি রেটিং +১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২৭

বিষন্ন পথিক বলেছেন: বিয়ের আগের দিন পেলে কি করতেন?
বিয়েই করতেন না নাকি অন্য কাউকে....
ভাবী জানে এই পোষ্ট? ওনারে দিয়ে প্রুফ রিডিং করান

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: তাহলে মাইর মাটিতে পড়বে না।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৩

নেওয়াজ আলি বলেছেন: কোনটা ফেলনা নয়, চরম লেখা সব। তাই অশিক্ষিত রাজনীতির গরু খাদে পড়ুক।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: ওকে।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৬

কথার ফুলঝুরি! বলেছেন: পোস্ট এর ছবিটা কোথায় পেলেন ভাইয়া। এমন একটা ভুল কিভাবে সম্ভব B:-)

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: অতি সাধারন ভুলই মানুষ বেশি করে।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৮

পদ্মপুকুর বলেছেন: নয় নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখন সময়টাই এমন যে সবাই এখন জীবনানন্দ নিয়েই মজে থাকতে ভালোবাসে। নিঝর্ঞ্ঝাট, ফুল পাখি-চাঁদ-জোৎস্না নিয়ে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: মানুষ কি করবে। মানুষের এত এত দুঃখ কষ্ট।
তাই কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা ভালো।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০১

একাল-সেকাল বলেছেন: রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বানান যদি এই হয়, ওরা তো বিরিয়ানি কর্মী !

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: ভুলটা জানার পর কেন শুধরে নিচ্ছে না??

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এসব দেখে আশ্বস্ত হয়েছি, আমি যথেষ্ট শিক্ষিত।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: শুধু শিক্ষিত হলে হবে না।
আধুনিক হতে হবে চিন্তা ভাবনায়। হৃদয়বান হতে হবে। মানবিক হতে হবে।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এতসব হতে পারব না, যা হয়েছি তাতেই মেলা বিপদে আছি! :D

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: না।হতে হবে। পারতে হবে।
জীবনের পথ সহজ নয়। আঁকা বাঁকা। তাই বিপদ থাকবেই। বিপদ ঝামেলা হতাশা ইত্যাদি মেনে নিয়েই আপনাকে জীবন যাপন করতে হবে।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০০

পদ্মপুকুর বলেছেন: সাধারণ মানুষের কেরামতি


কর্তৃপক্ষীয় কেরামতি


পলিটিক্যাল কেরামতি

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: বিনোদন। ভালো বিনোদন।

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০২

পদ্মপুকুর বলেছেন: জাতি গঠনের মহান কারিগরদের কেরামতি


ইন্ডিয়ানরাও কম যায় না


এইবার আন্তর্জাতিক

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: ওরে বিনোদন।

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আর কিচ্ছু করতে পারব না। দেশের জন্য এমনিতেই আমি আতঙ্ক হতে চাই না।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৩

রাজীব নুর বলেছেন: এই স্বিদ্ধান্তে অটল থাকতে পারবেন না।

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহা, আপনাকে বলি, BBC.

বিবিসি আমাকে আমন্ত্রণ করেছিল তাদের একটা ডুকেমণ্ট্রিতে কাজ করার জন্য, আমার কবিতা পড়ে প্রযোজক বলেছিল, তোর কবিতা প্রকাশ করলে মারামারি শুরু হবে। অন্য একটা দে। আমি বলেছিলাম প্রকাশ করলে এটা কর না করলে বাদ দে।

অখন আামি দেশের হর্তাকর্তাকে ডরাই, খামোখা মরতে চাই না ভাইজান।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: আপনাকে মারতে পারবে না।
আপনি তো প্রবাসী।

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: আপনি এডিট তো করতে পারেন!!!

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনেক ধন্যবাদ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: ওকে।

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ১।

২।



১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: হুম।

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
৩।

৪।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: হা হা হা--------

১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

৫।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: হে হে---

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

১২ নম্বরের প্রতিউত্তরে লেখক বলেছেন: আপনি এডিট তো করতে পারেন!!!

তাতো আপনিও পারেন !!

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: না পারি না।
আমি শুধু আলো কমাতে- বাড়াতে পারি।

১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হি হি হি । B-) B-)

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৫

রাজীব নুর বলেছেন: হে হে হে---

১৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৩

কনফুসিয়াস বলেছেন: ১. আমি ৩০ই নভেম্বর ২০১৭ তারিখটিতে ফেরতে চাইতাম।

২. শুধু নারীদের জন্যই এমন হাজারো পদক্ষেপ নিয়েছে, উন্নতি তেমন পরিলক্ষিত নয়। তবে কিছু হয়েছে সেটা অস্বীকার করার ক্ষমতা নেই। বিপরীত লিঙ্গদেরকেও সুযোগ দেয়া উচিত।

৩. পরিকল্পনামন্ত্রীতো পরে। খোদ প্রধানমন্ত্রীর উপরও মানুষের বিশ্বাস নেই।

৯. আমানত খিয়ানতের আইন হল, আপনাকে আওয়ামীলীগে যোগ দিয়ে দিনরাত পূজা করতে হবে এবং মাঝে মাঝে গন্ধযুক্ত পা চাটতে হবে।

১০. এগুলো অমানুষ। এরা সমাজের নিচুস্তরের পোকা-মাকড়।

সবগুলো লেখাই যথার্থ। ধন্যবাদ জানবেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পয়েন্ট ধরে ধরে মন্তব্য করার জন্য।

২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৫:৫৬

কাছের-মানুষ বলেছেন: কিছু নির্মম বাস্তবতা তুলে ধরেছেন। ৭ নম্বরটা দেখে টাস্কি খেলাম! বাকিগুলোও যথার্থ!

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: হে হে---

২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৫৫

সন্ধ্যা প্রদীপ বলেছেন: হা হা---সেই বিনোদন।
কচুরিপানা দিয়ে যে শোল মাছ রান্না করা যায় তা অবশ্য জানা ছিলনা।কাল ফেসবুকে রেসিপি দেখলাম।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: আমিও দেখেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.