নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আজ আমার বইমেলায় যাওয়ার কথা ছিলো না।
পলাশ ভাই সন্ধ্যায় বললেন, মেলায় আসো। এক মুহুর্ত দেরী না করে বইমেলায় চলে গেলাম। পলাশ ভাই প্রতি বছর বইমেলা থেকে আমাকে প্রচুর বই কিনে দেন। আমি পাগলের মতো একটার পর একটা বই কিনতে থাকি। আমার বই কেনা শেষে পলাশ ভাই বলেন, আরো কিনো। আমি বেছে বেছে আরো বই কিনতে থাকি। পলাশ ভাইয়ের মতো এরকম হৃদয়বান মানুষ এই সমাজে খুব বেশি নেই। পলাশ ভাই ব্যাংকে চাকরী করেন। মতিঝিলে তার অফিস।
আমি প্রায়ই ভাইয়ের অফিসে যাই। অনেকক্ষন উনার সাথে গল্প করি। গল্প করতে করতে দুপুর হয়ে যায়। উনি হাজির বিরানী আনান। সাথে কোক। আমি বিরানী খাই। কোক খাই। আসার সময় পলাশ ভাই তার সংগ্রহ থেকে দুই চারটা বই দিয়ে দেন জোর করে। এমন কখনও হয়নি তার অফিসে গিয়েছি আর দুপুরে না খেয়ে ফিরেছি। যাই হোক, পলাশ ভাই ভালো থাকুক। সুস্থ থাকুক। বই কেনার ফাঁকে ফাঁকে কয়েকটা ছবি তুলেছি। এবার ছবি দেখুন। ছবি গুলো ভালো হয় নি। কারন মেলায় গিয়েছি সন্ধ্যার পর।
১।
একটার পর একটা কি সুন্দর করে বইগুলো সাজানো থাকে। দেখতে ভালো লাগে।
২।
প্রথমাতে বইয়ের দাম খুব বেশী মনে হয়। এত বেশি দাম কেন?
৩।
এখানে হুমায়ূন আহমেদের বই বেশি। এখান থেকে তিনটা বই কিনেছি।
৪।
বইমেলার বাইরেও নানান জিনিসপত্রের মেলা।
৫।
দেখে ভালো লাগলো। তাই ছবি তুলে নিলাম।
৬।
অনেককেই দেখলাম বেশ আগ্রহ নিয়ে বই কিনছেন।
৭।
অনেকে বই কিনতে এসে বেশ কয়েক পাতা পড়ে ফেলেন।
৮।
আজ মেলায় জটিল ভিড় ছিলো না। হালকা পাতলা। এটাই আরামধায়ক।
৯।
এই স্টল থেকে চার টা বই কিনেছি। অবশ্য এখন কেউ স্টল বলে না। প্যাভিলিয়ন বলে।
১০।
মেলায় লুঙ্গি পরে আসতে দেখেছি। আজ দেখলাম হাফ প্যান্ট পড়ে আসতে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৪
রাজীব নুর বলেছেন: আমি শুভ কামনা চাই না।
আমি বার্গার আর কোক খাই।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৭
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,
হা...হা...হা... পাগলের মতো একটার পর একটা বই কিনলেন আর ছবি দিলেন মাত্র দুইখানা হাতে নিয়ে ? তাও একখানা আপনার নিজের। ওটাও কি কিনতে হয়েছে ? তাজ্জব ব্যাপার!!!!!!!!!!!!
সব বই নিয়ে " দেখে ভালো লাগলো..." ছবিটির লাইটের মতো বইগুলো ছড়িয়ে একখানা পাখনা মেলা ছবি দিলে ভালো হোতনা............।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৬
রাজীব নুর বলেছেন: প্রথম ছবিতে আমার হাতে দুই খানা বই আমার লেখা। তাও ৪/৫ বছর আগের।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৯
সায়েমুজজ্জামান বলেছেন: বইমেলা ঘুরে এলাম।
আপনার জন্য শুভ কামনা।
ভালো থাকবেন। আরো লিখে যান।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই। ভালো থাকুন।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১০
এমজেডএফ বলেছেন: যাক শেষ পর্যন্ত বই হাতে নিয়ে আপনার ছবিটাও দেখলাম, ভালো লাগলো।
ব্লগে এখনও যে টুকরো টুকরো সত্য মিথ্যা সিরিজ লেখেন এটা কি আগের বই থেকে নাকি নিয়মিত নতুন সংযোজন হচ্ছে!
১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১৭
রাজীব নুর বলেছেন: বইয়ের সাথে ব্লগের টুকরো টুকরো মিথ্যার কোনো মিল নেই।
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৬
নেওয়াজ আলি বলেছেন: প্রিয় শুভ কামনা অহর্নিশি। ♥♥।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি নাকি বিরিয়ানি ফিরিয়ানি পছন্দ করেন না !!
নাকি বাইরেরটার স্বাদ বেশী !!
১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১০
রাজীব নুর বলেছেন: মুরুব্বী আসল জায়গায় হাত দিয়েছেন।
বাইরের টা ভালোই লাগে। বিশেষ করে হাজির বিরানী, হানিফ বিরানী আর ফখরুদ্দিনের টা।
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৫৪
অধীতি বলেছেন: শুভকামনা ভাই।কষ্টের ধন বড়ই আদুরে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১১
রাজীব নুর বলেছেন: হুম।
৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২০
করুণাধারা বলেছেন: যাক, আপনার বদৌলতে ভার্চুয়ালী আমার বইমেলা ভ্রমণ হল। অনেক ধন্যবাদ। ছবিগুলো চমৎকার।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১১
রাজীব নুর বলেছেন: না, ছবি গুলো ভালো হয় নি।
৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২৪
নিভৃতা বলেছেন: আপনার এ পর্যন্ত কটি বই বের হয়েছে? গল্পের বই বের করেন নি? না করলে, একটা বের করেন। আমি জানি আপনার ঝুলিতে অনেক গল্প আছে। শুধু গল্পগুলোকে ঝুলিয়ে রেখেছেন।
ছবিগুলো দেখে খুব ভালো লাগলো। মজাও পেলাম। সুরভী আর পরি মামনিকে নিয়ে যান নি?
১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: সুরভি আলাদা ভাবে গিয়েছে তিনবার।
আমি গিয়েছি একবার।
''টুকরো টুকরোস সাদা মিথ্যা'' গল্পের বই।
১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪৭
চাঁদগাজী বলেছেন:
আপনার বই ২টি ছাপাতে কত খহরচ হয়েছিলো? আনুমানিক কি পরিমাণ বই বিক্রয় হয়েছিলো?
১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৩
রাজীব নুর বলেছেন: দু'টা বই ছাপাতে ২০ হাজার টাকা খরচ হয়েছিল।
ক'টা বিক্রি হয়েছে সেই খোঁজ নিই নি।
কারন আমি জানি বিক্রি হওয়ার কথা না।
১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:১৮
কালো যাদুকর বলেছেন: শুভেচ্ছা। মেলায় যেতে পারি না বহু বছর,এ দু্ঃখ আছে। কাউকে মেলায় যেতে দেখলে ভাল লাগে। আপনাকে কোক আর বার্গার খাওয়াবো। রেইন চেক রইল। কখনো যদি দেখা হয়।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: অবশ্যই দেখা হবে,।
১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:০৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তো প্রথম ছবি হলো আসল কাহিনী! আপনিতো মিয়াভাই, কামেল মানুষ, আমারে একটা ফুঁ দিলে উপকৃত হব।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: ফু 'য়ে আমার বিশ্বাস নেই।
১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:২২
সোহানী বলেছেন: এতোদিনেতো আপনার বইয়ের বিশাল গোডাউন হবার কথা ।
নেক্সট দেশে আসলে সরাসরি আপনার বাসায় যেয়েই বই কালেক্ট করবো......হাহাহাহা
১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৫
রাজীব নুর বলেছেন: অবশ্যই বাসায় আসবেন। ঢাক শহরের সবচেয়ে ছোট বাসা আমাদের। নিজ চোখে দেখে যাবেন।
১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৪৮
সন্ধ্যা প্রদীপ বলেছেন: ভীষণভাবে মিস করি বইমেলা---ছবি দেখে ভাল লাগলো।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার বই বিক্রি হওয়ার কথা না কেন?
১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২১
রাজীব নুর বলেছেন: সস্তা লেখা আমার।
দুর্বল লেখা।
পরিচিত মানুষের সংখ্যা হাতে গোনা। তারা আবার বই পরে না।
১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১৪
নীল আকাশ বলেছেন: পাগলের মতো একটার পর একটা বই কিনলেন আর ছবি দিলেন মাত্র দুইখানা হাতে নিয়ে ?
কী কী বই কিনলেন আমাদের দেখান না কেন? আমরাও দেখে প্রিত হই?
১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২১
রাজীব নুর বলেছেন: ওকে দেখাবো।
১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: কত নাম্বার স্টল আপনার?
গেলে কিনবো নে ইনশাআল্লাহ
১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫৫
রাজীব নুর বলেছেন: জানি না কত নম্বর স্টল।
৪/৫ বছর আগের কথা তো মনে নেই।
১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫৮
এম এ হানিফ বলেছেন: ব্লগে আমার বয়স দেড় মাসেরও কম। এখানে একদম নবীন আমি। তবে এর মধ্যেই আপনার বেশ কিছু লেখা পড়েছি। ভাল লেখেছে আপনার লেখা। ভুল না হলে এটুকু বলতে পারি রোজ আপনি লেখেন। কেমনে এত বেশি লেখেন, এত এত বিষয় কেমনে আপনার মাথায় আসে চিন্তা করি। আপনি রোজ ব্লগটাকে প্রাণবন্ত করে রাখেন। আপনার এ প্রচেষ্টা অব্যাহত থাকুক। আপনার জন্য দোয়া ও শুভকামনা। বইমেলায় গেলে আপনার বই কিনব।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫৬
রাজীব নুর বলেছেন: কি আর লিখি!!
হাতি ঘোড়া ডিম।
১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪১
পদ্মপুকুর বলেছেন: সোহানী বলেছেন: এতোদিনেতো আপনার বইয়ের বিশাল গোডাউন হবার কথা ) ।
আমারও তাই মত।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫৬
রাজীব নুর বলেছেন: হা হা হা--
২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৭
অপু তানভীর বলেছেন: আপনে না পুস্ট দিয়া জানাইলেন যে এইবার বই মেলাতে যাইবেন না !!
১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪১
রাজীব নুর বলেছেন: না, যাওয়ার ইচ্ছা ছিলো না।
বড় ভাই বললেন,আর না গিয়ে পারলাম না।
২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৪
রূপক বিধৌত সাধু বলেছেন: গত শুক্রবার গ্রন্থমেলায় গিয়েছিলাম। কিছু গ্রন্থও খরিদ করেছি। কয়েকজনের সাথে দেখাও হয়েছে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫০
রাজীব নুর বলেছেন: আবার যান। বারবার যাওয়াই উচিত।
২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: রাজীব ভাই অনেক বই কিনেন, হয়তো অনেকে আপনাকে বিশ্বাস করতে পারছে না। আপনি যে মনে আরো একটি পোস্ট রেখেছে ওরা তা জানি না হয়তো।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫১
রাজীব নুর বলেছেন: করুক অবিশ্বাস। একদিন সব কিছু দিনের আলোর মতো পরিস্কার হবে।
২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৭
রায়হানুল এফ রাজ বলেছেন: আজ যেতে চেয়াছিলাম। যাওয়া হলো না।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৫
রাজীব নুর বলেছেন: আহহা!
২৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: ভাইয়ের বই দুটির ছবি দেখে খুশি হলাম। কোন পাবলিশিং কোম্পানি থেকে প্রকাশিত হয়েছিল বই দুটি? পাশাপাশি ভাইয়ের নুতন বইয়ের কালেকশনের ছবি পেতে আগ্রহী হলাম।
শুভকামনা রইলো।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৭
রাজীব নুর বলেছেন: বিকল্পহীন রবীন্দ্রনাথ রোদেলা আর টুকরো টুকরো সাদা মিথ্যা অনুপ্রানন প্রকাশনো।
আরো কিছু বই সংগ্রহ করে দেখাবো।
২৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৩
চাঁপাডাঙার চান্দু বলেছেন: ভালো লাগলো, আপনার লেখক সত্ত্বা জানতে পেরে আরও ভালো লাগলো।
আর আমার বাসার সামনে অরিজিনাল নান্নার শাখা আছে
২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১১
রাজীব নুর বলেছেন: আহা---
২৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩২
কাছের-মানুষ বলেছেন: আপনার সাথে আমারো ভার্চুয়ালি বইমেলা দেখা হল।
কি কি বই কিনেছেন সেগুলো জানতে ইচ্ছে করছে!! পড়ে রিভিউ দিয়েন।
২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১১
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
২৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: মুরুব্বী আসল জায়গায় হাত দিয়েছেন।
বাইরের টা ভালোই লাগে। বিশেষ করে হাজির বিরানী, হানিফ বিরানী আর ফখরুদ্দিনের টা।
বিরিয়ানির বেলায় না হয মেনে নিলাম
তবে অন্যকিছু (!!!) জন্য বাইরেরটার লোভ করবেন না,
তা যতই স্বাদের হোকনা কেন !! মাইর কিন্তু একটাও বাইরে পড়বেনা।
২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: মাইর তো সবাই দিতে পারে।
ভালোবাসতে কয়জন পারে?
©somewhere in net ltd.
১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩২
ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো।