নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৩৫

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৮


আমার প্রিয় ভাই। যারে মারে, তার আবার জানাজা পড়ে।

১। নদীর পাড়ে রোদ পোহাচ্ছে এক কুমীর।
পাশ দিয়ে যেতে যেতে এক শেয়াল দেখে কুমীরের সারা গায়ে জোঁক, রক্ত খাচ্ছে। শিয়াল বলল, আরে ব্যাটা কুমীর, লেজটাও ঝাড়লে তো পারিস। কিছু জোঁক তো ঝাপটা খেয়ে মরে পালিয়ে যায়। রক্ত শূন্য হয়ে মরে যাবি তো শেষে।
কুমীর বলল, রক্ত যা খাবার খেয়ে নিঃসাড়ে পড়ে আছে, এখন গা থেকে এগুলোকে আর সরিয়ে দিতে চাই না, সরালে আবার নতুন জোঁক আসবে, নতুন করে রক্ত খাবার পালা শুরু হবে, কাজ নেই তাতে।
আমাদের এই দেশে তো- এক রাজাকে তাড়িয়ে আরেক রাজা...

২। মুসলমান সমাজের বয়স নিতান্ত কম নয়। কিন্তু এত দীর্ঘকালের মধ্যে, একজন রুশো, একজন পিকাসো, একজন নিউটন বা আইনস্টাইন জন্মান নি। এই সমাজ একজন রাজা রামমোহন, একজন বিদ্যাসাগর, একজন রাম তনুলাহিড়ী তৈরি করতে পারে নি। তার কারন, আমাদের সু-শিক্ষা নাই। জ্ঞানের মর্যাদা বুঝি না। সাহিত্যের আদর করি না। তাই আমাদের মধ্যে বিদ্বান নাই, বৈজ্ঞানি নাই, সাহিত্যিক-দার্শনিক ঐতিহাসিক নাই।

৩। সাধু বা শুদ্ধ মানুষ হওয়ার জন্য দূরে কোথাও যেতে হয় না। অন্তরের কয়েকটা ময়লা জিনিস বাইরে ফেলে দিতে পারলেই একজন শুদ্ধ মানূষ হওয়া যায়।

৪। একটা গোপন কথা বলি, ১৮ কোটি মানুষের এদেশে ১৮ হাজার সিরিয়াস পাঠক নাই। এখানে লোকজন খেটে খুটে লিখবে কেন?

৫। আমাদের ধর্মপন্ডিত এবং মোল্লা ভাইয়েরা,খুব অসুস্থ হলে কী পানি পড়া,তাবিজ,পীরের থুথু'তে সুস্থ হন,নাকি কাফের'দের আবিষ্কৃত চিকিৎসা নেন।জানতে ইচ্ছে করে।

৬।

৭। বিয়ে করার একশো একটি উপকারিতার মধ্যে একটি হলো- আপনি শিখতে পারবেন, কীভাবে মশারি টাঙানোর পর শিল্পসম্মত উপায়ে এর কোণাগুলো গুঁজতে হয়।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১৭

রাশিয়া বলেছেন: আবারও ধর্মীয় খোঁচা। না দিলে আর ভালো লাগেনা। মুসলিমরা যখন ক্ষমতায় ছিল, তারাই যুগে যুগে জ্ঞানের বার্তা নিয়ে বিশ্বের চতুর্দিকে ছড়িয়েছে। এর আগে জ্ঞান চর্চা বলতে সক্রেটিস, প্লেটো মার্কা দার্শনিক জ্ঞান ছিল। ইসলামী পন্ডিতেরাই প্রথম ভৌত জ্ঞান ব্যবহারিক জ্ঞানের ভিত্তিতে শিক্ষার সংস্কার করেন। আধুনিক চিকিৎসা বিদ্যার শুরু ইবনে সীনার হাত ধরে। আধুনিক রসায়নের শুরু জাবের ইবনে হাইয়ানের হাতে। ভূগোল এবং ইতিহাসকে সমৃদ্ধ করার পেছনে ইবনে বতুতার অবদান আছে। কিন্তু সেই সময়ে ইলেকট্রনিক মিডিয়ার প্রচলন ছিলনা বিধায় তাদের জ্ঞানের উপকার ভোগীর সংখ্যা ছিল খুব কম। কিন্তু আধুনিক বিজ্ঞানীদের চিন্তার অনেক রসদ তারাই জুগিয়েছিলেন।

ধর্ম পণ্ডিত ও মোল্লারা যাদের ধর্ম সম্পর্কে জ্ঞান আছে, তারা জীবনেও পানি পড়া বা পীরের থুতু খেতে যাবেনা। যাদের চিকিৎসা করার পয়সা নেই অথবা জ্ঞান অর্জনের ইচ্ছা নেই, তারাই পানি পড়া বা থুতু খেয়ে সুস্থ হবার আশা করে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: ঠিক ঠিক।
ইহুদি নাসারা'রা কোরআন রিসার্চ করেই বিজ্ঞানকে এগিয়ে নিয়ে গেছে।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫২

বোকা পুরুষ বলেছেন: ২ নং এর সাথে একমত হতে পারলাম না, আপনি ইবনে সিনা, ওমর খৈ্য়াম, জাবের ইবনে হাইয়ান ওনাদের নাম জানেন না?? ব্যাপারটা হলো ভিন্ন ধর্মি দার্শনিক দের নিয়ে যতটা লাফালাফি হ্য় মুসলিম দার্শনিক দের ঠিক ততটা অবহেলা করা হ্য়, তাদের ইতিহাস মানুষের সামনে আনা হয়না, আসলে ইতিহাস নির্ভর করে ইতিহাস টা কে বা কারা লেখছে তাদের উপর

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: জ্ঞান বিজ্ঞানে সব মুসলমানদের অবদান।
মোবাইল, ইণ্টারনেট, ফেসবুক, ভ্যালেন্ডার মেশিন, টিভি, ফ্রিজ সব। জাহাজ, প্লেন, রকেট ইত্যাদি সব কিছু মুসলমানদের অবদান। সব মুসলমানদের মাথা থেকে বের হয়েছে।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১৭

পদ্মপুকুর বলেছেন: উইনস্টন চার্চিল বলেছেন- হিস্টোরি ইজ রিটেন বাই দ্য ভিক্টরস। সুতরাং আপনার ২ নম্বর পয়েন্ট নিয়ে আর্গুমেন্ট থেকেই যায়। বাকিটা ব্লগার রাশিয়া এবং বোকা পুরুষ সুন্দর করে বলেছেন।

ধন্যবাদ স্যার।

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: জ্বী জনাব।
তাদের মন্তব্য আমাকে মুগ্ধ করেছে!

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩৯

ইমরান আশফাক বলেছেন: ২ নং পয়েন্টের সাথে একমত হতে পারলাম না ভাইয়া।

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।
তবে আমি মনে করি একমত হওয়াই উচিত।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১০

বোকা পুরুষ বলেছেন: দয়া করে নিচের লিংক গুলা পড়ে দেখেন, আর আমি বলিনি "জ্ঞান বিজ্ঞানে সব মুসলমানদের অবদান", বলতে চেয়েছি মুসলমান বিজ্ঞানিরা ইতিহাসে অবহেলিত

Muslim scientist list and there invention_1

Muslim Scientists

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
আসল সমস্যা হলো- আপনি মানুষকে ধর্ম দিয়ে বিচার করছেন।
আর আমি মানুষকে মানুষ হিসেবে দেখছি।
হিন্দু হোক, মুসলমান অথাব বৌদ্ধ সবাই আমার কাছে মানুষ।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৫

রাশিয়া বলেছেন: আপনি এর মধ্যে কুরআনকে নিয়ে এলেন কেন? আমি কি কুরআন নিয়ে কিছু বলেছি? আপনার মত বেআক্কেলের জন্ম যে কেন দুনিয়াতে হয়!

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: আমার বাবা মা যদি মানুষকে আজে বাজে কথা বলতে শিখাতো তাহলে আজকে আপনাকে কিছু আজে বাজে কথা বলতাম।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৯

বাকপ্রবাস বলেছেন: ৭ নম্বর বেশ মজার
২ নাম্বারটায় অনেকের আপত্তি বা অপছন্দ কাজ করবে কিন্তু যুক্তি যেটা দেয়া যাবে সেটা চর্বিত চর্বণ, ইসলামের ইতিহাস ঘাটবে আর অতীতে যাবে তবুও বর্তমানে মুখ গুজে থাকবে। আমি সহমত পোষণ করলাম।

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: আপনি ভালো মানুষ।
এবং একজন আধুনিক চিন্তার মানুষ।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪০

চির চেনা বলেছেন: জোশ তো --- এক নাম্বার আর ৫ নাম্বার টা বেশী ভালো

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনানর ২ নম্বর মন্তব্যের প্রতিউত্তরে বলছিঃ
মুসলিম মনীষীরা আমাদের জন্য অনুপ্রেরণা। তাঁদের জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো
আমাদের জন্য শিক্ষা হতে পারে। বর্তমানে ইসলামী শিক্ষা ও প্রচারের অভাবে আমরা
আমাদের মনীষীদের ভুলতে বসেছি। আজ আমাদের জাতিগত পরিচয় জানি না।
বর্তমানে মুসলিম সন্তানরা মুসলিম মনীষীদের আইডল বা আদর্শ মনে না করে
বিভিন্ন অনৈসলামিক চরিত্রকে আইডল মনে করছে। তাদের অনুসরণ করছে।
জাতিগত পরিচয়ের যে গর্ব তা ভুলতে বসছে।

এখানে দেখুন মুসলিম বিজ্ঞানীদের তালিকা

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৫

রাজীব নুর বলেছেন: মুরুব্বী ঠিক বলেছেন।

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৭

রাশিয়া বলেছেন: আমার লেখা আজেবাজে কথাগুলো আমার বাবা মা শেখায়নি। আপনাদের মত উজবুকদের কর্মকান্ড দেখে নিজে নিজেই শিখেছি।

আপনি বললেন, মুসলিম সমাজে রুশো, পিকাসো বা নিউটনের জন্ম হয়নি। আমি বললাম মুসলিম সমাজে ইবনে সীনা, বতুতা আর জাবির ইবনে হাইওয়ানের জন্ম হয়েছে। এর জবাবে আপনি কি বললেন? কোরআন রিসার্চ করে নাকি ইহুদিরা বিজ্ঞানকে এগিয়ে নিয়ে গেছে। এটা কোন আক্কেলে বললেন? বেয়াক্কেলকে বেয়াক্কেল বললে সেটা কি আজেবাজে কথা হয়?

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০৯

রাজীব নুর বলেছেন: যদি শিখতেই হয়। ভালো কিছু শিখুন।
ধার্মিকেরাই দাবী করেন কোরআন রিসার্চ করেই ইহুদি নাসারা সব আবিস্কার করেছে।

ভালো থাকুন।

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২১

রাশিয়া বলেছেন: এই দাবি ধার্মিকেরা করেনা। সস্তা ওয়াজ করে যারা জনপ্রিয় হতে চায়, তারা করে। এরা ধার্মিক নয় - বক ধার্মিক। প্রকৃত সত্য হল নিরন্তন গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা এমন কিছু ব্যাপার আবিষ্কার করেছেন, যারা ইঙ্গিত দেড় হাজার বছর পূর্বে কুরআনে দেয়া ছিল। এই কথাটিকেই পেঁচিয়ে ঘুরিয়ে বক ধার্মিকেরা আপনার বলা ঐ কথায় নিয়ে গেছে। তাই তাদের উদ্ধৃতি দিয়ে আপনি তো কুরআন বা সমগ্র মুসলিম জাতিকে ছোট করতে পারেন না।

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: পবিত্র কোরআন এবং মুসলিম জাতিকে ছোট করার প্রশ্নই আসে না।
শুধু মুসলিম জাতিকে না আমি পৃথিবীর সব জাতিকেই শ্রদ্ধা করি, সম্মান করি এবং ভালোবাসি।
আর আল কোরআন, আমাকে শান্তি দেয়। আনন্দ দেয়,ভরসা দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.