নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
দীর্ঘদিন ধরে আমার ইচ্ছা-
একটা ঔষধের দোকান দেব
দিনের শেষে- অফিস শেষে,
ফার্মেসীতে অনেক রাত পর্যন্ত
তুমি আসবে আমার কাছে-
মাথা ব্যাথা অথবা ঘুমের
ঔষধ নিতে।
একটা রিকশা কিনব, তুমি আরাম করে বসবে
বাতাসে উড়বে তোমার চুল আর শাড়ির আঁচল
ক্যাম্পাসে দেব নামিয়ে তোমাকে, তুমি ক্লাশ করবে
আমি অপেক্ষা করবো, ক্লাশ শেষে তোমাকে পৌঁছে
দিয়ে যাব তোমার বাড়িতে। ভাড়া কিন্তু নেব না।
অনেক দিন থেকে ভাবছি- একটা চশমার দোকান দেব
চারিদিকে লাল সাদা স্বচ্ছ আলো ঝলমল করবে-
এত এত দোকান থাকতেও, তুমি আসবে আমার দোকানে
কালো ফ্রেমের চশমা অথবা সোনালী ফ্রেমের চশমা
তোমার জন্য, ভেবে রেখেছি আমি।
তোমার বাড়ির সামনে ভোরবেলা ভ্যানগাড়িতে করে
টাটকা টাটকা সমস্ত সবজি বিক্রি করবো- এই আমি
তুমি নীলশাদা শাড়ি পড়ে- যেন একটুকরো আকাশ
আমার কাছ থেকে একঝুড়ি সবজি কিনে নিয়ে যাবে
এক কেজি আলু নিলে, আমি দিয়ে দিব দুই কেজি।
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৩
রাজীব নুর বলেছেন: এই কবিতা লিখতে আমার সময় লেগেছে সাত মিনিট। কোনো চিন্তা ভাবনা ছাড়ায় হুট করে লেখা।
কবিতাটা বহু আগে লেখা।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার এ্ই বদ ইচ্ছার কথা কি
সুরভী ভাবী জানে?
ফতুর হবার আগে
তার নজরে আসা
দরকার।
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৪
রাজীব নুর বলেছেন: সুরভি আমার এইসব কিচ্ছু জানে না।
অতি চতুরতার সাথে এই সমস্ত থেকে সুরভিকে দূরে রেখেছি।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০৬
সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: আহ কি নি:স্বার্থ ভাবে সব কিছু দিয়ে দিচ্ছেন ☺
অনেক ভালো লাগলো কবি ☺
সবসময় ভালো থাকবেন আর এইরকম কবিতা আমাদের উপহার দিবেন আশা করছি,আবদার ও বলতে পারেন
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জায়েদ ভাই। ভালোবাসা নিরন্তর।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১০
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভকামনা আপনার জন্য। আমরা নিশ্চয়ই উপকৃত হবো।
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৮
রাজীব নুর বলেছেন: হা হা হা---
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৪
নিভৃতা বলেছেন: ঘুমের ঔষধ খাওয়া মাইয়া তো অসুস্থ। চোখের নিচে নির্ঘাত কালি পড়েছে। নায়িকার চোখের নিচে কালি পড়লে তো সমস্যা। সবজির সাথে মেয়েটাকে এক কেজি শশাও ফ্রী দিবেন।
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩০
রাজীব নুর বলেছেন: চোখের নিচে কালি পরেছে কারন গতমাসে পরীক্ষা ছিলো। সারারাত জেগে পড়াশোনা করেছে। একমাস রাত জেগে থাকতে থাকতে এখন ঘুম আসে না। তাই ঘুমের ওষুধ।
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫৪
কালো যাদুকর বলেছেন: ম্যাও প্যাও বলতে কি বোঝায়?
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৩
রাজীব নুর বলেছেন: এই উত্তর শ্রদ্ধেয় চাঁদগাজী দিবেন।
৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০৬
নেওয়াজ আলি বলেছেন: রিক্সায় বসে ভালোবাসতে বাসতে ফতুর হবো । তারপর ঔষুধ..... হা হা I
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৪
রাজীব নুর বলেছেন: হে হে
৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩২
নূর আলম হিরণ বলেছেন: মানুষের কত কিছুই করার ইচ্ছে থাকে, সব করা সম্ভব হয়ে উঠে না।
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৫
রাজীব নুর বলেছেন: একখান দামী কথা বলেছেন।
৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩২
চির চেনা বলেছেন: কবিতা সে ভালো লিখে
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৭
রাজীব নুর বলেছেন: সবাই মিলে কবিতা লিখে কবিতাকে সস্তা বানিয়ে ফেলেছি।
১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা লেখার প্রচেষ্টা চলতে থাকুক...
তবে বিলাসিতা হিসাবে রিক্সা কেনার ইচ্ছা থাকতেই পারে। ভাড়া দিলে তো কোন ক্ষতি নেই...
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৬
রাজীব নুর বলেছেন: দাদা আমি দরিদ্র মানুষ আমাকে রিকশাই কিনতে হবে। প্যারাডো তো আর কিনতে পারবো না।
১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অত্যাধুনিক এবং অত্যন্ত ধনী প্রেমিক।
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৮
রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।
আপানর উপর শান্তি বর্ষিত হোক।
১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৫
চাঁদগাজী বলেছেন:
দেখলাম, আপনার সব্জি ব্যবসায় লালবাতি জ্বলছে
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৯
রাজীব নুর বলেছেন: ব্যবসা আমাকে দিয়ে হবে না। আসলে আমাকে দিয়ে কিছুই হবে না। আমি ভাঙ্গা কূলা। ভাঙ্গা কূলা সংসারের কোনো কাজে লাগে না।
১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৮
পৌষ বলেছেন: কবিতা সুন্দর হইছে। সবার জীবনের সব ইচ্ছা কি পূরণ হয় রাজীব ভাই
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩০
রাজীব নুর বলেছেন: দরিদ্রদের কোনো ইচ্ছা পূরন হয় না।
ধনীদের সব ইচ্ছা পূরন হয়।
১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৭
ইসিয়াক বলেছেন: হো হো হো..............।
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২১
রাজীব নুর বলেছেন: গুড। হাসুন।
১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: সুরভি আমার এইসব কিচ্ছু জানে না।
অতি চতুরতার সাথে এই সমস্ত থেকে সুরভিকে দূরে রেখেছি।
সরলতার ভান তা হলে আপনার মুখোশ !!!
প্রকৃত অর্থে তা হলে আপনি কপট !!
যার কারনে সহজ সরল পরীর মাকে
চোখে ধুলো দিতে সক্ষম হচ্ছেন !!
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৩
রাজীব নুর বলেছেন: উফ মুরুব্বী প্যাচাবেন না।
বাদ দিন। ভুলে যান।
১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঠিক আছে চশমার দোকান দেন
আর পা্ইকারীতে ছোট মাচ বেচুন।
এক সময় চোখের সমস্য কেটে যাবে।
২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের।
১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:২৬
অভি চৌধুরী বলেছেন: @মুরুব্বি, সালাম জানবেন।আপনি খুব চমৎকার রসিকতা জানেন, ভালোই্তো লাগে
২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: রসিকতার সাথে কিছুটা খোঁচাও থাকে।
১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:১৪
ফাহিম সাদি বলেছেন: Love এ লোকসান
২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: হোক।
১৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৬
এস সুলতানা বলেছেন: এতো দেখছি দেউলিয়া হবার লক্ষণ, দেখেন ভাই স্বপ্ন দেখতে গিয়ে আবার ডিমের ঝুড়িতে লাথি না মেরে বসেন ।
২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৬
রাজীব নুর বলেছেন: কাউকে ভালোবেসে দেউলিয়া হতেও রাজি।
২০| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪৩
রুদ্র আতিক বলেছেন: ভালবাসার ফেরিওয়ালা ! তা এই ক্রেতা কি একজনই ? একজন হলে মন্দ না, বহুজন হলে ভালো বাঁশ !
২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০৩
রাজীব নুর বলেছেন: একজন একজন করে অনেকজন। হে হে
২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩১
এস সুলতানা বলেছেন: বেশ , ফেরিওয়ালা তবে কাস্টমার আমি হতে চাই .........।
২২ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৯
রাজীব নুর বলেছেন: হা হা হা-------
অপেক্ষা করুন।
২২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৩
এস সুলতানা বলেছেন: তোর অপেক্ষায় গুনেগুনে দিন বয়স হলো পার
এখন শুধুই আমিই আমার ধারিনা কারো ধার ।
২২ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৮
রাজীব নুর বলেছেন: তাহলে আপনার ব্যাড লাক।
২৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৫
এস সুলতানা বলেছেন: হুম সেতো ......................। তবু কয়েকজন প্রিয় মানুষের জন্য বারবার ফিরে ফিরে আশা
২২ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১১
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৪
সাইন বোর্ড বলেছেন: এ তো দেখছি ফতুর হওয়ার চিন্তা-ভাবনা, কোন সমস্যা নেই; ভালোবানার জন্য মানুষ ফকির হয় আর ওষুধ, চশমার দোকানদার হয়ে মাঝে মাঝে কাঁচা তরকারী ফেরী করা কোন ব্যাপার না । কবিতা ভাল লেগেছে ।