নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সাধারণ মানুষ ভাষা নিয়ে যা ভাবছেন

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫২



১। বাংলার পাশাপাশি আদিবাসী ভাষারও সাংবিধানিক স্বীকৃতি চাই !

২। অধিকাংশ বাঙালি ২১ ফেব্রুয়ারি সম্পূর্ণ বাঙালি হ'য়ে ওঠার চেষ্টা করেন।
বাকি ৩৬৪ দিন আন্তর্জাতিক হওয়ার।

৩। আমি বাংলায় কাশি, বাংলায় হাসি, বাংলায় গালি দেই, আমি এই বাংলার অবহেলা দেখে হারিয়ে ফেলেছি খেই।

৪। আজ একুশ, প্রিয় একুশ, বেদনা ও আনন্দের একুশ। বেদনা, কারণ এ দিনটি এসেছিল; আনন্দ, কারণ এ দিনটি আমাদের প্রিয় বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যত নির্ধারণ করে দিয়েছিল। সংগ্রাম চলছে এখনো, চলতেই থাকবে। রাজনৈতিক মুক্তি, অর্থনৈতিক মুক্তির সংগ্রাম নিরন্তর, এর শেষ নেই।

৫। জিন্না বলে উঠলো "ঊর্দু এবং ঊর্দুই হবে রাষ্ট্রের ভাষা" তখন সাড়ে সাত কোটি বাঙালির
শরীরে প্রতিবাদী রক্ত ধ্বণিত হয়ে উঠলো, না, রাষ্ট্রের ভাষা বাংলা হবে।

আপনি কি কখনো লক্ষ করেছেন ইংরেজিতে কাউকে 'I Love You' বলা যত সহজ, বাংলায় তাকে ভালোবাসি বলা কিন্তু তার চেয়ে অনেক বেশি কঠিন... কেন কঠিন জানেন, ইংরেজির চেয়ে বাংলা ভাষা অনেক বেশি আবেগময়।

রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দও এর মত অসাধারন সাহিত্যিক রয়েছে এই বাংলা ভাষায়, রয়েছে ১০০০ বছরের পুরানো সাহিত্য ভাণ্ডার।

৬। মানুষের চোখ আর দাঁতের ভেতর লুকিয়ে থাকে ভিন্ন ভিন্ন সকাল বিকালের কাকের চরিত্র! অথচ 'বাংলা ভাষা' ধরতে পারে না সেই আশ্চর্যবোদকদের! কারণ বাংলা ভাষা, আমার মতোই সরল সিধা।

৭। অথচ মাত্র ৩৬৪ দিন আগে ২০১৯ সালের ফেব্রুয়ারির ২১ তারিখ পুরান ঢাকায় জ্বলে পুড়ে অঙ্গার হয়েছিল ৭২টি মনুষ্য দেহ।
সে কথা বেমালুম ভুলে গেলেন অথবা মনে পড়লেও ভাবখানা দেখাচ্ছেন, এ আর এমন কি।

৮। বাচাল মানুষের কোনও গুণ নাই, একটা ছাড়া।
সে ভাষার চর্চা করে বেশি...

৯। Surviver-এর প্রমিত এবং সহজবোধ্য বাংলা কি হতে পারে-
একটু জানাবেন প্লিজ?

১০। শহীদ বুদ্ধিজীবি আনোয়ার পাশা তার অনন্য সাহিত্য কর্ম ' রাইফেল রোটি আওরাত' বইয়ে ২৫ মার্চ রাতের ভয়ঙ্কর চিত্র তুলে ধরেন। ওই উপন্যাসের একটা জায়গায আছে .... বিশ্ব বিদ্যালয়ের শিক্ষকদের রুম সার্চ করে তেমন গয়না গাটি টাকা না পেয়ে পাকিস্তান সেনা- রাজাকারদের আক্রোশ গিয়ে পড়ল ঘরভর্তি বইগুলোর উপর। ক্ষুদ্ধ পাকি আর্মি চিঃকার করে বলল ' বই শয়তানকা হাতিয়ার"। এরপর আগুনে পুড়ানো হল বইগুলোকে।

সবাইকে জানাচ্ছি মাতৃভাষা দিব্সের শুভেচ্ছা।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০০

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ৯)বেচে থাকা/যাওয়া।

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: হুম।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০৬

কালো যাদুকর বলেছেন: ২। আন্তর্জাতিক হলে সমস্যা নেই। সমস্যা হয় নিজের ভাষাকে ছোট করলে।
৯। কাছাকাছি মানে হল "ঢাকাবাসী"

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখায় ব্যবহৃত প্রথম ছবিতে শ্রদ্ধাঞ্জলি বানান ভুল !!

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: হায় হায়----

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০০

চাঁপাডাঙার চান্দু বলেছেন: দেখেন ভাই অবস্থা, মেট্রোপলিটন পুলিশ একটা ব্যানার বানায় সেটাতেও তারা ভাষা সৈনিকদের জায়গায় বীরশ্রেষ্ঠদের ছবি দিয়ে দেয়। আবার দেখবেন যে বাংলাদেশকে ভালোবাসে, বাংলাকে বুকে ধারণ করে তাকেই কোন কারণে থানা-পুলিশ, আদালতে হামলা-মামলা, হয়রানির শিকার হতে হচ্ছে। এসব দেখে মানুষের দেশের প্রতি আবেগ দেখানোর ইচ্ছাটাই লুপ্ত হচ্ছে। সবাই তো আর এই সরকারের বেনিফিশিয়ারি বা লুটপাটের অংশীদার নয়


২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৬

রাজীব নুর বলেছেন: অত্যন্ত দুঃখজনক।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভাষা দিবসে ভাষা নিয়ে আমার ভাবনা টি হচ্ছে নিম্নরূপঃ

সারা পৃথিবী জুড়ে যদি একটি মাত্র ভাষা ও একটি মাত্র ধর্ম থাকলে সব চেয়ে ভালো হতো । জ্ঞান-বিজ্ঞান চর্চা অনেক দূর এগিয়ে যেত খুবই সহজে । মানুষে মানুষে হিংসা বিদ্বেষ অনেকটাই কমে যেতে পারতো।

শত শত ভাষা হওয়াতে ইংরেজি ভাষা শিখতেই আমাদের গায়ের ঘাম বের হয়ে যাচ্ছে। তার উপরে রয়েছে ফরাসি ভাষা, আরবি ভাষা সহ আরো কত ভাষা।

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৭

রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।
তবে ভাষা শেখা খুব কঠিন কিছু না। সর্ব্বোচ দুই বছর লাগতে পারে।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


কিছু মানুষ সহজ লজিক বুঝে না, জিন্নাহ ছিলেন সেই ধরণের একজন

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৮

রাজীব নুর বলেছেন: জিন্নাহ দুষ্টলোক।

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
৪ নং এর সংশ্লিষ্টদের বলছি

হায়রে দেশের আজব পুলিশ
এতদিনেও হইলানা হুস!!
মাতৃভাষা দিবসে কেন
বীব শ্রেষ্ঠদের কর উপহাস!!

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: সচেতনার অভাব। এটা অত্যন্ত দুঃখজনক।

৮| ০১ লা মার্চ, ২০২০ সকাল ১০:০০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ১৯৪৭ সালে বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিলো চার কোটির মতো। ১৯৫১ সালের আদমশুমারী অনুযায়ী সে সংখ্যা ছিলো চার কোটি বিশ লাথ।
https://en.wikipedia.org/wiki/Demographic_history_of_Pakistan

০১ লা মার্চ, ২০২০ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: ওকে।

৯| ০১ লা মার্চ, ২০২০ সকাল ১০:০০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

০১ লা মার্চ, ২০২০ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: Demographic history of Pakistan

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.