নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
লোকজন ফেসবুকে নানান রঙ ঢং করে।
সেই সব রঙ ঢঙয়ের উত্তর আমি দিয়েছি।
১। বিকেল ৪ টা থেকে থাকবো কামনন্দ প্রকাশনীর ০১২৭ নং স্টলে। স্টলে বই কিনতে এসে, বই না কিনে আর ফেরত যেতে হবে না।
উত্তরঃ তোর কাছে কেউ জানতে চাইছে, তুই কখন স্টলে থাকবি? যে তোর বই কেনার সে তুই না থাকলেও কিনবে। এরকম নাটক বন্ধ কর। ফাজিলের ফাজিল। ভন্ড কোথাকার।
২। আজ বইমেলায় যাচ্ছি প্রথম। কার কার বই কিনব, আপনি কিনেছেন, সে বিষয়ে জানাতে পারেন।
উত্তরঃ আরে হারামখোর। ঢং বন্ধ কর। বইমেলার ২০ দিন পার হয়ে গেছে। যাস নাই। এখন কি যাবি? গেলে যাবি না গেলে না যাবি। তোরে কেউ জোর করছে হারামী?
কার বই কিনবি মানে? যার বই ভালো লাগে তার বই কিনবি।
আমি কি বই কিনেছি, এটা জেনে তুই কি করবি নির্বোধ? আমি প্রবন্ধের বই কিনেছি। এবার নে কিন প্রবন্ধের বই।
৩। বইমেলায় আছি। বিকাশের সামনেই থাকবো অধিকাংশ সময়।
উত্তরঃ বইমেলায় গিয়ে তুই কই থাকবি এটা একান্তই তোর ব্যাক্তিগত ব্যাপার। ঢাকঢোল পিটানোর কি আছে? তুই কি বিখ্যাত কেউ? কেনো সেধে সেধে নির্বোধ সাঝিছ? তোরা ঢাকা শহরে এসে কেন শহরের পরিবেশ নষ্ট করিস?
৪। আমার মতে এবারের বইমেলার সেরা বই রকিব হামজার " কুকুর বিড়াল আর পিঁপড়া"।
উত্তরঃ জীবনে দুইটা বই পড়িস নাই। অথচ বইমেলার সেরা বইয়ের সার্টিফিকেট দিয়ে দিলি? কেন তোরা ঢাকা শহরে আসিছ? আহাম্মক কোথাকার। যা ভাগ!
৫। আজ কে কে বইমেলায় আছেন-ইনবক্স করেন।
উত্তরঃ বইমেলায় যাবো কি যাবো না- এজন্য তোকে কেন ইনবক্স করবো? যদি ইনবক্স করি তাহলে কি তুই আমাকে দু'টা বই কিনে দিবি? এত পিরীত ক্যান? বেশি পিরীতে পেট বাজে। বদমাইশ।
৬। আগামীকাল বই মেলায় যাব। শুধু এবছর বইমেলায় (২০২০) প্রকাশিত বই গুলো অনুগ্রহ করে সাজেস্ট করুন।
উত্তরঃ আহাম্মকের বাচ্চা- তুই তো বইই পড়িস না। আরে গাধা তুই তো মেলায় গেলেই জানতে পারবি কি কি নতুন বই বের হয়েছে। তোরা কোনো দিনই মানুষ হবি না। তুই যদি বইই পড়িস এটা জানিস না- প্রতিটা স্টলে গেলেই ওদের ক্যাডালগ পেয়ে যাবি।
৭। আপনার পড়া সেরা বইটি আমাকে সাজেস্ট করুন।
উত্তরঃ আমার পড়া সেরা বই দিয়ে তুই কি করবি? ক্যান নিজের পছন্দ অপছন্দ নাই? অন্যের মুখের স্বাদ কেন খাবিরে ছাগল? এখনো সময় আছে, মানুষ হ। ভালো হ। ভন্ডামি বাদ দে।
৮। গত বেশ কয়েকদিন ধরে অনেকেই মেসেজ করেছেন ‘আপু আপনি মেলায় কবে আসবেন? আপনার অটোগ্রাফসহ আপনার বইটা নিতে চাই’। কান্না চেপে (হয়তো আশায় বুক বেঁধেই) বলেছি, ‘আচ্ছা মেলায় গেলে পোস্ট দিয়ে জানিয়ে যাবো’।
গতকাল প্রকাশক আবুল মালেক দু:খ করে বললেন, ‘আপা কেউ বই নিতে আসলেই সবার আগে আপনাকে খোঁজেন। অনেকেই বইটা হাতে নিয়েও কেবল লেখককে না পেয়ে বই না নিয়ে ফিরে যান’।
উত্তরঃ তুই তো মহান লেখিকা হয়ে গেছিস বান্দী। এইভাবে নিজের দাম বাড়াতে গিয়ে যে হাসির পাত্র হয়ে যাচ্ছিস তা কি বুঝিস না? আবার নিজেকে লেখিকা দাবী করিস। এই তোদের লজ্জা নেই? তোদের নির্লজ্জতা দেখে আমার লজ্জা করে। প্রকাশক আবুল মালেক তেলবাজি করে আর কতদিন?? টাকা হাতে নিয়ে তারপর বই বই ছাপিস। ভাব কম নে।
৯। আমার দৌড় বইমেলা পর্যন্ত। আজও থাকবো মেলার "লেখক বলছি" মঞ্চে। আমার সাথে থাকবেন কলিমউল্লাহ খান। শুনবো তাঁর "বেহায়া" উপন্যাস নিয়ে অনেক অজানা গল্প!
উত্তরঃ মেলা শেষ হলে তুই কি করবি? তখন কই দৌড় দিবি? যাদের লেখক বলছি মঞ্চে উঠিয়েসিছ তাদের কাছ থেকে টাকা নিয়ে মাল খাবি? লেখক বলছি মঞ্চে গত ২১ দিনে একজনও দক্ষ ও যোগ্য লেখক দেখলাম না। সব তেলবাজদের দেখলাম। ভালো মানুষ, ভালো লেখক তো দেখলাম না।
১০। আজ সন্ধ্যা থেকে বইমেলায় থাকব। উৎসাহী আড্ডাবাজরা নক দিয়েন! *** সঙ্গে বলে রাখি মেলায় 'মূত' নামে আমার একখানা নতুন পুস্তক এসেছে। বারিঝাত প্রকাশনী, প্যাভেলিয়ন -০৩০১, স্টল নং ৯৫১- ৯৫৪ ।
উত্তরঃ তুই মেলায় সন্ধ্যায় যা, বা দুপুরে যা এটা তোর ইচ্ছা। ধান্দা বাদ দে হারামি। এখনোও সময় আছে ভালো হ। তোর 'মূত' তুই খা। তোর বই না কিনে। ঐ টাকা দিয়ে বিরানী খাবো। বইমেলায় ঢোকার যোগ্যতাই তো তোর নেই।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৮
রাজীব নুর বলেছেন: মেজাজ প্রচন্ড খারাপ। এখন নিজের বাপকেও তুই করে বলে ফেলতে পারি।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৭
নীল আকাশ বলেছেন: রাজীব ভাই, এত ক্ষেপেছেন কেন? কোন লেখক এত মেজাজ খারাপ করে দিয়েছে?
শনিবার ঘুড়ির স্টলে আসলে আপনার সাথে দেখা হতো। আপণ ব্লগারদের মাঝে একমাত্র আপনার সাথেই দেখা হলো না।
ভাবী আর আপনি ভালো থাকুন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৯
রাজীব নুর বলেছেন: আগামী শুক্রবার আমার বাসায় আসেন।
দু'টা ডাল ভাত খান গরীবের সাথে।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৩
চাঁদগাজী বলেছেন:
বইমেলা কেন প্রানের মেলা হবে? ওখানে কি ভালোবাসাবাসি হচ্ছে, বা ভালোবাসা বিক্রয় হচ্ছে? হতে পারে, জ্ঞানের মেলা।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪০
রাজীব নুর বলেছেন: বইমেলায় সবই হয় ওস্তাদ।
প্রেম হয়, ভালোবাসা হয়, কনে দেখা হয়, পরকিয়া হয়, ধান্দা হয়, তেলামি হয়, দালালি হয়, চাটুকারিতা হয়।
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৩
ঊণকৌটী বলেছেন: কলকাতা এবং বাংলাদেশ এর বই শেষ হলে, প্রতি বছর ফেব্রুয়ারি শেষ থেকে মার্চ অব্দি দশ দিনের বই মেলা হয় আগরতলায়। ভারত বাংলা সংস্কৃতিটিক অনুষ্টান রোজ হয়। গত তিন ধরে চলছে,বাংলাদেশ ত্রিপুরা নিয়ে পর্যটন উৎসব, বাংলাদেশ এর এবং ভারতের নামীদামী শিল্পীরা পর্যটন উৎসব এর মঞ্চ মাতিয়ে রেখেছেন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪১
রাজীব নুর বলেছেন: এটা ভালো।
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৬
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,
প্রানের মেলা নিয়ে মনে হয় অনেকেরই প্রানের অনুচ্চারিত কথা বলে ফেলেছেন।
@ চাঁদগাজী
আজকাল বই মেলায় জ্ঞানের চেয়ে প্রানের মিলনেরই জয়জয়কার। বই উঞ্ছ মাত্র।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪২
রাজীব নুর বলেছেন: কিসের প্রানের মিলন??
সব লোক দেখানো।
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৫
নীল আকাশ বলেছেন: লেখক বলেছেন: আগামী শুক্রবার আমার বাসায় আসেন। দু'টা ডাল ভাত খান গরীবের সাথে।
খুব সম্মানিত বোধ করলাম। আমি ঢাকায় থাকি না। থাকলে সত্য সত্যি আমি আপনার বাসায় যেয়ে ভাবীর হাতের ডালভাত খেয়ে শুকুর আলহামদুল্লিল্লাহ বলে চলে আসতাম।
ভাবীকে আমার সালাম পৌছে দেবেন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০০
রাজীব নুর বলেছেন: ঠিক আছে দাওয়াত পাওয়া রইলেন।
ঢাকা এলে আমাকে আওয়াজ দিবেন।
খাবার মেন্যু অতি সামান্য থাকবে- গরম গরম সাদা ভাত। সাথে গরম গরম ডিম ভাজা। ডাল। ডাল ও আলু ভরতা।
৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৫১
নিভৃতা বলেছেন: হা হা হা। আপনি এক কাজ করেন। কয়েকটা কাঁচের গ্লাস নিয়ে বসেন। একটা একটা করে ভাঙেন। দেখবেন মাথা ঠাণ্ডা। এইটা হুমায়ুন আহমেদের প্রেসক্রিপশন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৫৬
রাজীব নুর বলেছেন: আর এই কাজ করলে সুরভি আমাকে ভাঙ্গবে।
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৪৭
ইসিয়াক বলেছেন: আমার কেন জানি খুব হাসি পাচ্ছে । হো হো হো........
@আমার তো প্লান আছে আপনার সাথে প্রথম দেখা বইমেলাতে করবো ।
পোষ্ট ভালো হয়েছে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৯
রাজীব নুর বলেছেন: ওকে বইমেলাতেই দেখা হবে।
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৭
করুণাধারা বলেছেন: এত মেজাজ খারাপ কেন? উত্তর পড়ে খুব হাসলাম। ধন্যবাদ এমন সুন্দর পোস্টের জন্য।