নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

পাপিয়াকে নিয়ে সাধারণ মানুষ যা ভাবছেন

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৫৩



১। ধরা পড়ল পাপিয়া
দেশ উঠল কাঁপিয়া
কথা বলবে মাপিয়া
নইলে কিন্তু তোমার টুটি
ধরবে ওর চাপিয়া।

২। পতিতাবৃত্তি নিয়ে ভারতে বেশকিছু চলচ্চিত্র নির্মিত হয়েছে। পাকিজা, উমরাও জান, তাওয়াইফ,মান্ডি, বেগমজান, শরাবী, চাঁদনীবার, চামেলি, লাগা চুনরি মে দাগ ইত্যাদি ছবিতে দেখানো হয়েছে পতিতাদের জীবন সংগ্রামকে প্রাধান্য দেয়া হয়েছে। সাথে আমরা দেখেছি পতিতালয়ের মাসী বা সর্দারনীর গুরুত্বপূর্ণ ভূমিকাও।

৩। এমন অসংখ্য নেত্রী সমাজে ভরপুর। কারোটা প্রকাশ পায়। কারোটা পায় না। ধরা খাইলেই সম্রাট আর পাপিয়া হয়। না হয় তারাই হয় যোগ্য নেতা নেত্রী কি সমাজের মুক্তির কোনো মানুষ!

৪। নেতা খেতা হুজুর মন্ত্রী আমলা সবার প্রিয় পাপিয়া পিউ, পতিতাবৃত্তিতে বিশেষ অবদানের জন্য পিউ মেডাম কে বিরল সন্মানে ভূষিত করা হউক।

৫। পাপকে ঘৃণা করো, পাপিয়াকে নয়...

৬। সাকিব খান বিয়ের জন্য ' পরহেজগার' পাত্রী খুঁজতেছে, সানাই নামাজ পড়া শুরু করছে, পাপিয়া চৌধুরী নিজের বায়োতে নিজেকে সৃষ্টিকর্তার বেস্ট ক্রিয়েশন দাবি করছে!!
সবাই ' ভালো' হই যাচ্ছে, যাইতেছে....... এ জাতির উন্নতি আর ঠেকায় কে?

৭। কয়েকদিন জেল খানায় তারপর আবার ছুটি।
এমন পাপিয়া হাজারো এ দেশে ঘুরে বেড়ায়, শুধু মাত্র আইনের শাসন সঠিক ভাবে বাস্তবায়ন হলে এগুলো ধরা সম্ভব।

৮। লাভ নাই, বাংলাদেশের আদালত তাদের শাস্তি দিতে পারবে না, বড়জোড়া ১-২ মাস জেলে থাকবে, তারপরেই জামিন পেয়ে যাবে। বাংলাদেশের old law change করতে হবে।

৯। ধন্যবাদ প্রশাসনকে , এই ধরনের হাজার হাজার পাপিয়ারা , সরানো ছিটানো বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে আছে , এদের আইনের আওতায় এনে , উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

১০। যুবলীগ নেত্রী পাপিয়াকে তার যাবতীয় পাপের প্রায়শ্চিত্যের জন্য কোন দেশে নির্বাসনে পাঠাবেন?
পাপিয়া নিউগিনি?

মন্তব্য ৭২ টি রেটিং +১/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাজনীতির অঙ্গনে পা দিয়েই নানা অপরাধ কাণ্ডের হাতেখড়ি। রাজনীতিবিদদের সঙ্গে ছবি তুলে তা প্রচারের মাধ্যমে নিজের অবস্থান জানান দেয়ার কৌশল। ক্রমে নেতাকর্মীদের মাঝে পরিচিতি পাওয়ার সঙ্গে বাড়ে অপরাধমূলক কর্মকাণ্ড। প্রভাব খাটিয়ে বনে যান যুব মহিলা লীগ নরসিংদী জেলার সাধারণ সম্পাদক। মাস ছয়েক আগে গুরুত্বপূর্ণ এই পদ পাওয়ার পর যেন আলাদীনের চেরাগ হাতে মিলে। কয়েক মাসে অন্ধকার জগতে বিশাল সম্রাজ্য গড়ে তুলে কামিয়েছে কোটি কোটি টাকা। তিনি শামিমা নূর পাপিয়া ওরফে পিউ। যুব মহিলা লীগ নেত্রীর পরিচয়ে অভিজাত ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে হেন অপরাধ নেই যা পাপিয়া করেননি।

পাপিয়া ও তার স্বামী সুমনের যত সম্পদঃ
র‌্যাব ইতিমধ্যে দেশের বাইরে পাপিয়ার স্বামী সুমনের একটি বার থাকার তথ্য পেয়েছে। দেশের সম্পদের মধ্যে রয়েছে ঢাকার ফার্মগেটের ২৮ ইন্দিরা রোডে ‘রওশন ডমিনো রিলিভো’ ভবনে কয়েক কোটি টাকা মূল্যের ২টি বিলাসবহুল ফ্ল্যাট। নরসিংদী শহরে রয়েছে ২টি ফ্ল্যাট। রয়েছে বিলাসবহুল বাড়ি। নরসিংদীর বাগদী এলাকায় ২ কোটি টাকা মূল্যের ৬ কাটা ও ১০ কাটার দুটি প্লট। তেজগাঁও এফডিসি এলাকায় কার একচেঞ্জ নামক একটি গাড়ির শো-রুমে প্রায় ১ কোটি টাকা বিনিয়োগ আছে। নরসিংদী জেলায় কেএমসি কার ওয়াস এন্ড অটো সলিউশন নামক প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা বিনিয়োগ। তার শশুর বাড়ি বাহ্মণদীতে একটি দোতলা বাড়ি আছে। চলাফেরা করার জন্য তাদের কালো ও সাদা রঙ্গের দুটি হাইয়েস মাইক্রোবাস, ১টি হ্যারিয়ার, ১টি নোহা ও ১টি প্রাইভেট কার আছে। র‌্যাব সূত্র জানায়, থাইল্যান্ডে সুমনের একটি মদের বার রয়েছে। নরসিংদীর বাগদী মারকাজ মসজিদ এলাকায় একটি পাকা ও আরেকটি সেমিপাকা টিনশেড বাড়ি রয়েছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪৫

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের সব অপরাধীরা এখন শেখ হাসিনার দলে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৪৩

ইফতেখার ভূইয়া বলেছেন: কিছু কিছু মানুষের চেহারায় লিখা থাকে যে আমি একটা বদমাইশ। এই মহিলাদের এবং তাদের সহযোগীদের চেহারা দেখেও আমার তেমনটাই মনে হয়ছে, কেন মনে হয়েছে তা জিজ্ঞেস না করার অনুরোধ রইলো। রিমান্ডে নিয়ে সবগুলোকে ডিম্ব থেরাপী দেয়া হোক।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: তাদের কিছুই হবে না। ১৫ দিনের মধ্যে জামিনে বের হয়ে যাবে।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:১০

অনল চৌধুরী বলেছেন: অবস্থা দেখে মনে হয়,এইসব নষ্ট আর নিকৃষ্টদের জন্যই বাংলাদেশের স্বাধীনতা্
রাজনীতি,ব্যবসা-বাণিজ্য,সাহিত্য-সংস্কৃতি-টিভি,চলচ্চিত্র-সবজায়গাতেই এরা মহা ক্ষমতা নিয়ে আছে।
বাংলাদেশের টিভি চলচ্চিত্র আর মঞ্চ পুরোপুরি নিয়ন্ত্রণ করে এইসব পাপিয়া আর তাদের জামাই নামধারীরা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: যুগ যুগ ধরে তো এমনই হয়ে আসছে।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৪:৫৮

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: একদিন সবকিছুই কি তবে নষ্টদের দখলে যাবে?

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: অলরেডি সব কিছু নষ্টদের অধিকারে চলে গেছে।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৩৪

ফারহানা শারমিন বলেছেন: ভেতরে ভেতরে আরও কত শত পাপিয়া আছে কে জানে

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: ভেতরে বাহিরে আছে। বহু আছে।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৫১

হাসান কালবৈশাখী বলেছেন:
ব্যাপারটা একটু পজিটিভলি দেখুন। দলীয় লোক হওয়া সত্তেও গ্রেফতার হচ্ছে।

১ দিনে পত্রিকার তিনটা খবরের হেডলাইন -
ট্রাকে চাঁদাবাজি করতে গিয়ে ঢাবির দুই ছাত্র হাতেনাতে ধরা, কারাগারে”
এক গডফাদারকে হত্যা করতে দুবাই থেকে এসে গ্রেপ্তার শাকিল“
অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে যুব মহিলা লীগের নেত্রী পাপিয়া সহ গ্রেপ্তার ৪

মানুষ এখন আইনে আস্থা পাচ্ছে।
ট্রাকওয়ালা বিলম্ব না করে নিকটস্থ শাহাবাগ থানায় আইনের আশ্রয় নিয়েছে।
ছাত্রলীগ হওয়ার পরও পুলিশ কয়েক ঘন্টার ভেতর তথ্যপ্রযুক্তি মারফত সব আসামী গ্রেফতারে সক্ষম হয়েছে। কয়েক ঘন্টার ভেতরে আদালতে সপর্দ করেছে।
ধর্ষনকারিরা ৯৯% ক্ষেত্রে গ্রেফতার হছে।
পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে। পুলিশে আস্থাও বৃদ্ধি পাচ্ছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: ইয়েস। ঠিক বলেছেন। আমি আশাবাদী মানুষ।

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৮

আলমগীর সরকার লিটন বলেছেন: এক পাপিয়া লুকান্তরে
হাজার পাপিয়া ঘরে- ঘরে

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: আপনি কোনো পাপিয়াকে চিনেন নাকি?

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাংলাদেশের সব অপরাধীরা এখন শেখ হাসিনার দলে।


চাঁদগাজী সাহেবের মন্তব্যটি রিপিট করলাম।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: আমি চাঁদগাজীর মন্তব্যের সাথে আর একটু যোগ করি- বর্তমানে সকল নব্যধনী, সন্ত্রাসী, দূর্নীতিবাজ শেখ হাসিনার দলে।

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩২

ইসিয়াক বলেছেন: আর ভালো লাগে না ........।এতো এতো খারাপ খবর শুনে শুনে আমি ক্লান্ত বোধ করছি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশে ভালো খবর পাবেন কই?

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৯

কাওছার আজাদ বলেছেন: রাজীব ভাই, ৩ নং আর ৬ নং পয়েন্টটা হেব্বি হৈছে!

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া আজাদ ভাই।

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫০

আলমগীর সরকার লিটন বলেছেন: এটা শ্লোগান দিয়েছি

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২২

রাজীব নুর বলেছেন: হে হে---

১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সব অপরাধী এখন আওয়ামী লীগে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২২

রাজীব নুর বলেছেন: সব দলেই অপরাধী আছে। শুধু একচেটিয়া আওয়ামীলকে দোষ দিলে হবে না।

১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৪

রাশিয়া বলেছেন: আমি চাঁদগাজীর মন্তব্যের সাথে একমত। সেইসাথে আরো যোগ করছি, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে হাসিনার দল না করলে এত এত অন্যায় করেও পার পাওয়া সম্ভব নয়। পাপিয়াও হয়ত পার পেত, কিন্তু ক্ষমতাশালী কারও সাথে সম্ভবত ফাউল করে ফেলেছে - তাই এই করুণ পরিণতি।

হাসান কালবৈশাখির কথা বিশ্বাস করে ব্যাপারটা পজিটিভলি নেব আর মাত্র এক বছর অপেক্ষা করে। ২০২১ সালের ২৪ শে ফেব্রুয়ারি পাপিয়া কই কি অবস্থায় থাকে - সেটা দেখে। যদি জেলেই থাকে, তাহলে আমি আওয়ামী লীগে যোগ দেব।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর একটা ভালো মন্তব্য করেছেন।

১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫৭

বোকা পুরুষ বলেছেন: কিছুদিনের মধ্যে জামিনে বের হবে, আর যে মার্কেটিং পাইছে এবার ক্লাইন্ট ২ থেকে ৩ গুন বেশি পাবে, যারা জানতনা এই দোকানের খবর তারাও এখন এখান থেকে শপিং করার সুযোগ পাবে :P

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৫

রাজীব নুর বলেছেন: কথাটা ভালোই বলেছেন।

১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২০

বাকপ্রবাস বলেছেন: B-))
পড়ল সবাই ঝাপিয়া
ইস্যু যখন পাপ ইয়া

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৫

রাজীব নুর বলেছেন: হে হে---

১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪০

একাল-সেকাল বলেছেন:
অপরাধী হয়ে আওয়ামীলীগ করা যতটা কঠিন, আওয়ামীলীগ করে অপরাধী হওয়া ততটাই সহজ ও নিরাপদ।

পাপিয়াকে এত রান করতে টেস্ট ক্রিকেট খেলতে হয়েছে !
এতদিন সব কিছুই ঠিক ঠাক ছিল, কাকে অখুশি করতে গিয়ে আজ বেচারির এই দশা সেটা সামনে আসবে না।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: এরকমই হয়। একদিন অড়া ওরাই এরকম ফাইট করতে করতে মরবে।

১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০০

একাল-সেকাল বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন: ব্যাপারটা একটু পজিটিভলি দেখুন। দলীয় লোক হওয়া সত্তেও গ্রেফতার হচ্ছে।

আই ওয়াশ শব্দটা হয়ত শুনেন নি।

সারা দেশে বর্তমানে ৫ লক্ষ ছোট খাট চুরি ছ্যাঁচড়ামির ফৌজদারি মামলা চলমান আছে। এদের চুরিকৃত মালামালের সমষ্টি র চাইতেও বেশী অর্থ শুধু মাত্র বেসিক ব্যাংক কেলেঙ্কারির হোতা বাচ্চু সাহেবের নিকট। যা আমাদের দেশের অর্থনীতিতে বিরুপ প্রভাব ফেলেছে, অপর দিকে ৫ লক্ষ চুরের চুরি কৃত অর্থ রাষ্ট্রীয় অর্থনীতিতে কোন অবদান রাখেনা।
সেই ১ জন কে না ধরে ৫ লক্ষ লোক কে বিচারের আওতায় এনে বলবেন সংখ্যা বেশী, সেটা হবে অর্বাচীনের যুক্তি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: হাসিনা নব্য ধনীঁদের ধরছে না কেন?

১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০৩

নীল আকাশ বলেছেন: রাশিয়া বলেছেন: হাসান কালবৈশাখির কথা বিশ্বাস করে ব্যাপারটা পজিটিভলি নেব আর মাত্র এক বছর অপেক্ষা করে। ২০২১ সালের ২৪ শে ফেব্রুয়ারি পাপিয়া কই কি অবস্থায় থাকে - সেটা দেখে। যদি জেলেই থাকে, তাহলে আমি আওয়ামী লীগে যোগ দেব। উনার সাথে আমিও এই দলে যোগ দিবো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: আমিও।

২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১১

নেওয়াজ আলি বলেছেন:

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৮

রাজীব নুর বলেছেন: এটা নাকি এডিট করা ছবি?

২১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৫

রানার ব্লগ বলেছেন: নেওয়াজ আলি @ ভাই ছবি খানা দিয়া কি আত্মতৃপ্তি পাইলেন ? একজন প্রেসিডেন্ট এক মহিলার সাথে হাত মিলিয়েছেন এতে কি প্রমান করতে চাইলেন? প্রেসিডেন্ট পচে গেলো না পাপিয়া জাতে উঠলো??

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: ছবি তো আমার সাথেও থাকতে পারে। তাতে কি?

২২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৬

সাইন বোর্ড বলেছেন: ধরে নিলাম ভাগ বাটোয়ারায় একটু এদিক ওদিক হওয়ায় পাপের পাপিয়াকে হয়ত তাদেরই কেউ একজন ফাঁসিয়ে দিয়েছে, বাকীদের খোঁজ নিলে দেখা যাবে পশম বাছতে চাদর ফুরিয়ে গেছে । সুতরাং এসব চলছে এবং চলবে, মানুষের চেয়ে দেখা ছাড়া কিছু করার নেই ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: পাপিয়ার সাথে ছবি থাকলে আমিও কি মন্ত্রী কোটায় পড়ে যাব? কি বিপদ!!!

২৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: পাপিয়াকে দেখে আর মনতা জানি জানি কেমন কেমন করতেছে । =p~ ওয়া থু পাপিয়ার মুখে /:)

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৬

রাজীব নুর বলেছেন: থু দেওয়ার দরকার নাই।
আর যাই হোক, মানুষ তো।

২৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০১

মা.হাসান বলেছেন: মেয়েটিকে দেখে আমার খুব সহজ সরল মনে হচ্ছে। সম্ভবত সে কোন আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার। এমনও হতে পারে তার স্বামী ঘাপটি মেরে থাকা জামাত শিবিরের লোক।সে ক্ষেত্রে মেয়েটির উচিত হবে এই স্বামীকে পরিত্যাগ করা করা ।হয়তো কোন হৃদয়বান ব্লগার তাকে ভালোবাসা দিয়ে তার জীবন ভরিয়ে দিতে পারবেন ।

তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো আমার কাছে হাস্যকর মনে হয়েছে। অর্থ বছর ৩০ জুন তারিখে শেষ হয়েছে । এরপর নতুন কোন উৎস থেকে তার কাছে টাকা আসতেই পারে। ৫০-১০০ ডলার সাথে থাকা কোন বড় ব্যাপার না। অনেক সাধারন লোকের ব্যাগ ঝাড়া দিলে ২-৪ হাজার টাকার বৈদেশিক মুদ্রা পাওয়া যাবে । বর্তমান আইন অনুসারে ঘোষণা ছাড়া ১০হাজার ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা রাখা কোন অপরাধ না ।

@ নীল আকাশ ভাই, রাশিয়া ভাই- আপনাদেরকে দেশপ্রেমিক' মনে করতাম । আপনারা এখনো আওয়ামী লীগ করেন না জেনে কষ্ট পেলাম । দেশের ৯৮ শতাংশ লোক আওয়ামীলীগ করে । আমি আগে শিশুলীগ করতাম এখন কিশোর লীগ করি । ২০৪১ সাল নাগাদ আওয়ামী লীগে যোগ দিতে পারব বলে আশা রাখি । সবাই দোয়া রাখবেন ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: চরম বিনোদন।

২৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩০

আসোয়াদ লোদি বলেছেন: পাপকে ঘৃণা কর পাপিয়াকে নয়-- বাণীটা চমৎকার।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২২

রাজীব নুর বলেছেন: হে হে

২৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫৩

মানবিক_মানব বলেছেন: ""আজকে আমি বলব বাংলার জনগণকে এক নম্বর কাজ হবে দুর্নীতিবাজদের বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। আমি আপনাদের সাহায্য চাই।
:
কেমন করে করতে হবে? আইন চালাবো। ক্ষমা করবো না। যাকে পাব ছাড়ব না। একটা কাজ আপনাদের করতে হবে। গণআন্দোলন করতে হবে। আমি গ্রামে গ্রামে নামবো। এমন আন্দোলন করতে হবে, যে ঘুষখোর, যে দুর্নীতিবাজ, যে মুনাফাখোর, যে আমার জিনিস বিদেশে চোরাচালান দেয় তাদের সামাজিক বয়কট করতে হবে। একথা মনে রাখতে হবে। গ্রামে গ্রামে মিটিং করে দেখতে হবে, কোথায় ঐ চোর, ঐ ব্ল্যাকমার্কেটিয়ার, ঐ ঘুষখোর। ভয় নাই কোন ভয় নাই আমি আছি। ইনশাআল্লাহ আপনাদের উপর অত্যাচার করতে দিব না। কিন্তু আপনাদের গ্রামে গ্রামে আন্দোলন করতে হবে।
:
আন্দোলন করতে পারে কে ছাত্র ভাইরা পারে, পারে কে যুবক ভাইরা পারে, পারে কে বুদ্ধিজীবীরা পারে, পারে কে জনগণ পারে। আপনারা সংঘবদ্ধ হন। ঘরে ঘরে আপনাদের দুর্গ গড়তে হবে। সে দুর্গ গড়তে হবে দুর্নীতিবাজদের খতম করার জন্য, বাংলার দুঃখী মানুষের দুঃখ মোচন করার জন্য। এই দুর্নীতিবাজদের যদি খতম করতে পারেন তা হলে বাংলাদেশের মানুষের শতকরা ২৫ থেকে ৩০ ভাগ দুঃখ চলে যাবে।
:
এত চোরের চোর, এই চোর যে কোথা থেকে পয়দা হয়েছে তা জানি না। পাকিস্তান সব নিয়ে গিয়েছে কিন্তু এই চোর তারা নিয়ে গেলে বাঁচতাম। এই চোর রেখে গিয়েছে। কিছু দালাল গিয়েছে, চোর গেলে বেঁচে যেতাম।""
,,,,,বঙ্গবন্ধু ; ২৬শে মার্চ,১৯৭৫

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: এটা সম্ভব না।

২৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: ভায়ের পোস্টের সঙ্গে কিছু ভালো কমেন্ট পড়ে মনে মনে উৎফুল্ল হয়েছি।সব দেশেই দুনম্বরীরা সহজে পার পাবার জন্য শাসকগোষ্ঠীর উঁচুদরের পদ নিয়ে সমানে দানধ্যান করে একজন যোগ্য সমস্যাগুলো তুলে ধরা। আর এর আড়ালেই চলে তাদের নানান আকাম-কুকাম।
@মাহাসান ভাইয়ের মন্তব্যটি বেশ ভাল লেগেছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: ভারত আর আমাদের দেশের দুষ্টলোকদের কর্ম কান্ড একই রকম।

২৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০০

একাল-সেকাল বলেছেন:
"চোরের খনি" বঙ্গবন্ধুর মুখ নিঃসৃত বাণী ঐতিহ্য স্বরূপ আওয়ামীলীগ চলমান রেখেছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: সকলেই চোর নয়। কেউ কেউ চোর।

২৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৭

একাল-সেকাল বলেছেন:
বঙ্গবন্ধুই ভাল বলতে পারবেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৫

রাজীব নুর বলেছেন: এটা গবেষনা করে বুঝে নিতে হবে।

৩০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২৪

নাসির ইয়ামান বলেছেন: সকলেরই ব্যক্তি সংশোধনের প্রয়োজন ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৬

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

৩১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:০৫

অনল চৌধুরী বলেছেন: বড় বড় অপরাধীরা প্রকাশ্যে ঘুরছে,চুনোপুটি ধরে বাহবা নেয়া পুরানো কৌশল।
জুয়ার বিরাট ৫ গডফাদারের কেউ কি ধরা পড়েছে?
ফেসেছে নির্দেশ পালনকারী ফেনীবাসী।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৬

রাজীব নুর বলেছেন: এরকমই হয়।

৩২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩০

এস সুলতানা বলেছেন: সময়ের আপর্তনে হারিয়ে যায় সময়। তবু মীরজাফর ও ঘোসেটি বেগমেরা হারায় না। স্বার্থ চরিতার্থের তেমনই দৃষ্টান্ত রাখলেন শামিমা নূর পাপিয়া। এক একটি ঘটনা সামনে আসে তা নিয়ে হুজুগে মাতে মানুষ। কিছুদিন পর থেমে সে জের থামাতে আবার শুরু হয় নতুন হুজুগ। জানিনা এর পর কি আছে, অপেক্ষা জনগণ

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: এভাবেই তো চলছে দেশ যুগ যুগ ধরে।

৩৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩২

এস সুলতানা বলেছেন:

রুবাই-১.২.৩.৪.৫.৬

(সময়ের আপর্তনে হারিয়ে যায় সময়। তবু মীরজাফর ও ঘোসেটি বেগমেরা হারায় না। স্বার্থ চরিতার্থের তেমনই দৃষ্টান্ত রাখলেন শামিমা নূর পাপিয়া। এক একটি ঘটনা সামনে আসে তা নিয়ে হুজুগে মাতে মানুষ। কিছুদিন পর থেমে সে জের থামাতে আবার শুরু হয় নতুন হুজুগ। জানিনা এর পর কি আছে, অপেক্ষা জনগণ )

১.
পিউকাঁহা পাপিয়া, ঝড় ওঠেছে কাঁপিয়া
ছোটবড় ধড়পড় সব পড়েছে ঝাঁপিয়া।
হুজুগের কাঙালি আমরা হলাম বাঙালি
পিউকাঁহা পাপিয়া উঠে পড় সব ছাপিয়া ।

২.
শোনো বলি কানে কানে, সুরেলা সুর-তানে
ভাঙা রেকর্ড বেজে যায় মনুষ্য কানেকানে
ফেসবুক ফলোয়ার হয়ে গেলো তলোয়ার
এতো এতো হাকডাক কুফলই বয়ে আনে!

৩.
আহা, বাঘা তেঁতুল বুনো ওল আর আমড়া
যোগ বিয়োগে কষে যায় ঘসামাজা চামড়া
সারিবাঁধা নেতাদের বাজাল ডুগডুগি ছেতারা
চলছে হৈচৈ শোরগোল ধরা খেলো ধামড়া।

৪.
কি হতে কি হলো রাতারাতি ডিঙিয়ে প্রাচীর
হল নেতাদের চক্ষু ছানাবড়া জনগণ অস্থির
কতকথা কতজন বলবে মাতামাতি চলবে।
ওরাই হয় মহাজন, বাক্য বিভাজন খিস্তির।

৫.
হতাশার দোলাচলে তামাশার খেলা-ছলে
খোশে গিয়ে ঘোমটা সবটা মিশলো জলে
আৎকাল মনটা খাড়া হলো নেত্রির লোমটা
ওরে কিবা দোষে সব কিছু গেলো রসাতলে?

৬.
হুজুগ হুজুগ চলছে জনগণ কত কথা বলছে
পিউকাঁহা পাপিয়া রবরব জনগণ দোলছে
হাবভাব এমনি, এতো আর কিছু নয় তেমনি
জাতির জাতীয়তায় বাংলা এভাবেই চলছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: বাহ!

৩৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৮

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: এমন কয়েকটা পাপি ধইরে দেশর দূর্নীতির পরিমাণগত কোন পরিবর্তন হবে বলে মনে হয় না। তাছাড়া যারা দুই নাম্বারি করে পাপি দুই নাম্বারি করেছে, কৃষক শ্রমিকের টাকাতো আর খায়নি। কিন্তু যারা কৃষক শ্রমিকের টাকা খাচ্ছে তাদের ধরবে কে?

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: তাদের বিচার ইহকালে হবে না।

৩৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৯

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: এমন কয়েকটা পাপি ধইরে দেশর দূর্নীতির পরিমাণগত কোন পরিবর্তন হবে বলে মনে হয় না। তাছাড়া যারা দুই নাম্বারি করে পাপি দুই নাম্বারি করেছে তাদের সাথে, কৃষক শ্রমিকের টাকাতো আর খায়নি। কিন্তু যারা কৃষক শ্রমিকের টাকা খাচ্ছে তাদের ধরবে কে?

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: কারন তারা অনেক বড় রুই কাতলা।

৩৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

একাল-সেকাল বলেছেন:
আসুন সন্ধি বিচ্ছেদ করে পাপিয়ার অপরাধের পোস্টমর্টেম টা সেরে ফেলি।

পাপ্+ইয়া (বড়/ বৃহৎ অর্থে) = পাপিয়া।

নামে নয়, গুনে পরিচয়। এই প্রবাদ প্রবচনের নতুন সংস্করন, নামে ও গুনে পরিচয় চালু করে উনি এখন বাংলা সাহিত্যে মাইল ফলক সৃষ্টি করেছেন।
তাকে সকল অভিযোগ থেকে মুক্তি দিতে বাংলা ভাষা ভাষীদের ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানাচ্ছি। :P

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: ও মাই গড।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.