নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মায়ের ভাষার প্রতি ভালোবাসা

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৭



পৃথিবীতে এখন প্রায় সাত হাজার ভাষা রয়েছে।
আমরা শুধু সবকিছুতেই খুব করে উদযাপন করতে শিখেছি। রঙ চোঙ মেখে। বিশেষ দিনে বিশেষ রকম জামা পাওয়া যায়। সেই সব জামা কেনার ধূম পরে যায়। সমাজের বেশির ভাগ লোকজন আধুনিক সাঁজতে চেষ্টা করে। তাদের চেষ্টা বিফলে যায়। ভেতর থেকে না এলে যত চেষ্টাই করুক ফলাফল শূন্য। ভারতবর্ষে প্রতিটি শিশুর তিনটি ভাষা শেখার কথা- একটি হিন্দি, একটি ইংরেজি এবং অন্যটি নিজেদের মাতৃভাষা।

৭৫% এর অধিক লোকেরা বাংলা শুদ্ধরুপে উচ্চারণ করতে পারে না।
কবিতা বলছে ভুল উচ্চারণে, প্রবন্ধ পাঠ করছে ভুল উচ্চারণে আর লিখে যাচ্ছে ভুল বানান। বাংলা ভাষা শেখার পরিবেশ যেন বেগবান হয় সেদিকে দায়ীত্বশীলদের মাথা ঘামাতে হবে। স্কুল কলেজে শব্দ এবং বানানের দিকে বিশেষ ব্যবস্থা নেওয়া খুব প্রয়োজন। অর্নাস পাস্টার্স পাশ করা লোকজনও অতি সাধারন বানানও ভুল করে। ভাষা নিয়ে আমাদের একটা আবেগ আছে বটে, কিন্তু ভাষা নিয়ে কোনো পরিশ্রম করতে আমরা রাজি নই। বর্তমানে বাংলা ভাষার শব্দভান্ডারও অনেক সমৃদ্ধ। বাংলা একাডেমির অভিধানই আছে ২৪টির বেশি।

আজকের যে শিশু, আজকের যে কিশোর সে কোথা থেকে জানবে একুশ কী? সে কোথা থেকে বুঝবে ফেব্রুয়ারির মর্মকথা? তার মধ্যে কী করে প্রেম জাগবে? সালাম রফিক জব্বার কারা সে তা কোথা থেকে শুনবে? সে তো সংগ্রাম দেখেনি, যুদ্ধ দেখেনি, ত্যাগ দেখেনি, দাউ দাউ পুড়ে যাওয়া গ্রাম-নগর দেখেনি, তবে সে কেমন করে যা দেখেনি তার প্রতি অনুরাগী হবে, প্রেমময় হবে, ভালবাসায় ব্যথিত হবে? যে শিশুটি তার মা’কে অসুন্দর বাংলায় বা মিশ্রিত বাংলায় কথা বলতে শোনে, যে কিশোর তার বাবাকে স্টারপ্লাস বা ডিসকভারি দেখতে দেখে সারাক্ষণ সে কী করে শিখবে আঁধার আর আধারের পার্থক্য, নীচ আর নিচ এর পার্থক্য?

যতদিন সব বাঙালি সঠিকভাবে পড়তে ও লিখতে পারবেনা, ততদিন শহীদ মিনারে যাওয়া বন্ধ থাকুক। এমনটি হলে কেমন হয়? যারা বাংলায় কবিতা লিখেন, বই লেখেন, বাংলার প্রফেসরেরা শহীদ মিনারে গিয়ে ফুল দেয়, মুল দেয়; যারা বাংলা পড়তে পারেন না, তাদের জন্য কিছুই করেন না, ওখানে গিয়ে ওদের ম্যাঁওপ্যাঁও বক্তৃতা শুনে কি হবে জাতির? ফুল দিয়ে ভাসিয়ে দিলেও কিচ্ছু হবে না। পৃথিবীর কোন ভাষাই ছোট নয়। লোক দেখানো ফুল না দিয়ে দোয়া ও শহীদ পরিবারের জন্য অবদান রাখলে ভালো হতো। ডাক্তারের ছেলে ডাক্তার হচ্ছে, বস্তির ছেলে বস্তিতে থেকে যাচ্ছে; অথচ জাতির কাছে সম্পদ আছে, ক্যাশ টাকা আছে! কে যাবে শহীদ মিনারে তাদের বস্তাপঁচা বাণী শুনতে? শতকরা কজন শহীদ মিনারে সেলফি তুলতে যায় আর কজন ভালোবেসে যায়, সেটাও প্রশ্ন।

একটি বিশেষ ঘোষনাঃ
আগামী পাঁচ দিন আমি কোনো পোষ্ট দিবো না। অর্থ্যাত এমাসে আর কোনো পোষ্ট দিবো না। শুধু পড়বো আর মন্তব্য করবো।

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২০

নেওয়াজ আলি বলেছেন: মননশীল ভাবনা । ভালো থাকুন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: এই সমাজে ভালো থাকা যায় না।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:


একুশ ভুলে গেলে কিছু ঘটবে না; একুশের ফুল দেয়া, মুল দেয়া ইত্যাদি জাতিকে কোনভাবে সাহায্য করেনি; ঢাকা ইউনিভার্সিটির ছেলেদের চরম মনোভাবের কারণে গোলাগুলি হয়েছিল ও নিরীহ কিছু মানুষকে প্রাণ দিতে হয়েছিলো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৯

রাজীব নুর বলেছেন: জীবন দিয়ে হলেও আমরা ভাষা পেয়েছি। দেশ পেয়েছি।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

রোকনুজ্জামান খান বলেছেন: বাংলা আমার জান
বাংলা আমার প্রাণ।

আসুন আমরা সবাই মিলে বাংলা ভাষা শিখি এবং অপর কেও শেখাই। গঠন মূলক ভাবে বাংলা লিখা এই ব্লগের অনুপ্রেরণাই আমাকে সাহায্য করেছে। তবুও মাঝে মাঝে ভূল করে ফেলি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: বাঙালির ভাষা বাংলা।
বাংলাকে অবজ্ঞা করা মানে নিজেকে ছোট করা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি লিখুন। সবকিছু পড়ার দায়িত্ব কাভা ভাইয়ের।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৮

রাজীব নুর বলেছেন: না কয়েকটা দিন বিশ্রাম নিই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: তারপরে পুরোদমে আবার শুরু করবো।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪২

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: সহমত!

বাংলাতেই সব অনুপ্রেরণা,
বাংলাতেই শব্দ,কাব্য,রচনা!

বাংলা আমার অংহকার!
আমার প্রথম বুলি,জ্ঞান,প্রথম প্রেম,প্রথম ভালোবাসার স্থান!

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাংলা সারা জীবন চলেনা ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: একদম ঠিক কথা।

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: লিখতে লিখতে কি হাপায়ে উঠেছেন?

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: না।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: মোটেও না।

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: দুই দিন ধইরা আপনার পোস্ট নাই ক্যারে ভাই

আপনারে নিয়া একটা স্ট্যাটাস পড়ে আসলাম

জাদিদ ভাইয়ের

আপনি আমাদের সকলের প্রিয় মানুষ । ভালো থাকুন

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: আমি আগামী কয়েকদিন কোনো পোষ্ট দিব না।
আমি নাকি অনেক পোষ্ট দেই। অনেকে বিরক্ত হয়।

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা আপনার অমূলক ধারণা। আপনি তো আর প্রথম পেইজে দুইটা করে পোস্ট দেন না। আপনার পোস্ট সবারই পছন্দ। অনেক পোস্ট সময়ের জন্য পড়তে পারি না সেজন্য সরি

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: তা হতে পারে।
বোন এমাস আর ৩ দিন বাকি আছে শেষ হতে।
৩ দিন কোনো পোষ্ট না দেই।

তারপর থেকে আবার পুরোদমে শুরু করবো।
আপনি ভালো থাকুন।

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৫৮

নিভৃতা বলেছেন: পোস্ট দেয়া কমাবেন না। আপনি ব্লগের প্রাণ। সবার অনুপ্রেরণা। কে কী বলল তা শুনে নিজেকে বদলানোর চেষ্টা করবেন না। আপনি আপনার স্বকিয়তা বজায় রেখে চলুন।
নীচ আর নিচের পার্থক্য তো আমিও জানি না। কী পার্থক্য বলেন তো।

লেখা ভালো লেগেছে। লিখতে থাকুন। থামবেন না।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: আরো দুই দিন কোনো পোষ্ট দিব না।
তারপর নতুন উদ্যোমে শুরু করবো।

১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২৭

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: খুব ভালো লাগল লেখাটা পড়ে ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৩

প্রেক্ষা বলেছেন: আপনার লেখার মান অসাধারণ।ক্লাস সিক্স থেকে আপনার ব্লগ পড়ছি।অনেক আগে থেকেই ইচ্ছে ছিলো রেজিষ্ট্রেশন এর পর প্রথম মন্তব্য আপনার পোস্ট এ করবো।দোয়া করি বিশ্রাম এর পর যেন নতুন উদ্যম এ ফিরে আসতে পারেন।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।

১৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কিছুদিন আগে আমার এক রাইডারের সাথে কথা হচ্ছিল, মাতৃভাষা কত গুরুত্বপূর্ণ তা তারা জানে যাদের মাতৃভাষা নেই।

জয় বাংলা!

আপনি কেমন আছেন?

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: আমি ভালো আছি।

১৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
চমৎকার ভাবনা। ভালো লাগলো রাজীব ভাই।
আশাকরি আগামীকাল পোস্ট পাবো। :)

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

১৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৬

মানবিক_মানব বলেছেন: শ্রদ্ধেয় ব্লগারবৃন্দ,
অনুগ্রহ করে আমার ব্লগে ঘুরে আসুন।
আমার ১ম পোস্ট ২০১৩-১৯ সাল পর্যন্ত বাংলাদেশে সংঘটিত ধর্ষণের পরিসংখ্যান বিষয়ক।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৯

রাজীব নুর বলেছেন: ওকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.