নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। বাংলাদেশে ভারত থেকে ২১০০ জন হিজরা আসে প্রতিবছর চাদা তুলতে।
২। যে অর্থে পাকিস্তান মৌলবাদী রাষ্ট্র সেই অর্থে ভারতও কিন্তু মৌলবাদী রাষ্ট্র!
৩। এইবার বইমেলায় নতুন বই আসছে ৪৯১৯ টি। এর মধ্যে কবিতার বই প্রকাশ হয়েছে ১৫৮৫টি।
বাংলা একাডেমির বিবেচনায় এর মধ্যে মানসম্পন্ন বই ৭১৯ টা।
এবার মোট প্রায় ৮২ কোটি টাকার বই বিক্রি হয়েছে।
৪। লাখো সিরিয়ান মুসলমানকে দেশছাড়া করছে বীর এবং সময়ের মহানায়ক এরদোগান।
এবারে এরদোগানকে গালি দেয়া একজনকেও আপনি আতশি কাচ দিয়েও খুঁজে পাবেন না।
৫। মোদী মুজিববর্ষের চীফগেস্ট! প্রতিবাদ হবে কি?
৬। বাংলাদেশ ক্রিকেটকে একজন ধংস করে দিচ্ছে!!!
৭। দাঙ্গা চলাকালীন দিল্লি পুলিশের কাছে ১৩ হাজার ২০০টি ফোন কল যায়। কোথাও গুলি চলছিল, কোথাও গাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছিল, কোথাও রক্তের হোলিখেলা চলছিল বলে অভিযোগ যায়। তাতে দিল্লি পুলিশের টনক নড়েনি। ছিল নীরব। তাতে দাঙ্গার বিস্তার ঘটে।
৮। সন্ত্রাসী মোদী লিখে গুগলে সার্চ দিলে ২ লাখ ৮৮ হাজার লিংক আসে।Terrorist Modi লিখে সার্চ দিলে ৮৪ লাখ ৮০ হাজার লিংক আসে। এর মানে কী?
৯। ২০ বছর পর তালেবানের সঙ্গে চুক্তি করে আফগানিস্তান থেকে চলে যাচ্ছে আমেরিকা। এর মাঝে লাখ লাখ মানুষের জীবন চলে গেছে। অনেকেই বলছেন তার দায় কে নেবে? আমি মনে করি দায় নিবে পাকিস্তান আর সৌদি সহ মুসলিম বিশ্ব... কারণ এরা দুইটারই দালালি করেছে....
১০। কোথায় অনিয়ম হচ্ছে বের করেন, আমি কোন দল বুঝি না- সাংবাদিকদের প্রধানমন্ত্রী
১১। সারা পৃথিবীতে ধর্মানুভূতির চর্চার নামে বর্বরতার চর্চা চলছে!
১২। যে 'শিক্ষিত' মনে করে সে সব জানে, সে হল শিক্ষিত মূর্খ। কারণ, যখন সে মনে করলো সে সব জানে, তখন সে জানার সব দরজা বন্ধ করে দিলো।
০১ লা মার্চ, ২০২০ বিকাল ৩:১২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ০১ লা মার্চ, ২০২০ সকাল ১০:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট।
০১ লা মার্চ, ২০২০ বিকাল ৩:১২
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৩| ০১ লা মার্চ, ২০২০ সকাল ১১:০০
রাশিয়া বলেছেন: ২। পাকিস্তান আর ভারতের তুলনা হয়না। পাকিস্তানের সরকার ভালো, মানুষ খারাপ; আর ভারতের মানুষ ভালো, সরকার খারাপ।
৪। এরদোগান লাখো সিরিয়ানকে ঘরছাড়া করেছেন - এই খবর আপনি কই পেলেন? এরদোগানের কোন দোষের খবর পেলে তা আর যাচাই বাছাইয়ের প্রয়োজন পড়েনা - তাই না?
৫। প্রতিবাদ হবেনা। মোদী কেন, নেতানিয়াহু এসেও যদি বাঙালির পাছায় লাত্থি মেরে চলে যায় - কোন প্রতিবাদ হবেনা। বাঙালি প্রতিবাদ করার জাত না - এরা শান্তি প্রিয় জাতি।
৭। আপনি দাঙ্গা কাকে বলছেন? এনআরসি'র বিরুদ্ধে প্রতিবাদ সব সময়েই শান্তিপূর্ণ ছিল। কিন্তু সরকারের জবাবটা শান্তিপূর্ন নয়। একে বলে জাস্ট লেলিয়ে দেওয়া।
৮। কোন মুসলিম দেশে ধর্মানুভূতি চর্চার নামে বর্বরতা চলছেনা - আমি চ্যালেঞ্জ দিচ্ছি।
৯। হ্যাঁ, পাকিস্তান আর সৌদি আরব তো আমেরিকাকে ডেকে আফগানিস্তানে নিয়ে এসেছে, তাই না। ২০০৩ সালে আমেরিকা যখন বিভৎস বিমান হামলা শুরু করে - আপনি কি তখন শিশু ছিলেন?
১০। শিক্ষিত কখনোই মনে করতে পারেনা সে সব জানে। তবে কোন বিষয়ের উপর তার ভালো দখন থাকতেই পারে।
০১ লা মার্চ, ২০২০ বিকাল ৩:১৫
রাজীব নুর বলেছেন: ভাই রাশিয়া আসসালামু আলাইকুম।
আপনাকে অনেক ধন্যবাদ আপনি পয়েন্ট ধরে ধরে আপনার মন্তব্য ব্যক্ত করেছেন। তর্ক করবো না। আমি আপনার মন্তব্যকে সম্মান করি। ভালো থাকুন। সুস্থ থাকুন।
৪| ০১ লা মার্চ, ২০২০ সকাল ১১:০৫
ইফতেখার ভূইয়া বলেছেন: প্রায় প্রতিটি ইস্যুতেই আমার কিছু মতামত আছে, সবগুলো লিখা সম্ভব নয়। তবে চার নম্বরে যেটা বলা হয়েছে, সে ব্যাপারে বলছি, এরদোগান-কে পূর্ণ সমর্থন জানাই কয়েকটি কারণে। প্রথমত সিরিয়ানরা টার্কিশ নয়, আর খুব স্বাভাবিকভাবেই টার্কি সিরিয়ার জনগণের দায়িত্ব নেবে না এটাই স্বাভাবিক। তার চেয়েও বড় সমস্যা হলো, যারা সিরিয়া থেকে টার্কিতে এসেছে এদের বেশীরভাগই কুর্দি এবং কিছু বর্ডারের কাছাকাছি অঞ্চলের লোক। বর্ডারের কাছাকাছি এলাকার লোকজনের বেশ বড় একটা অংশ অনেক আগে থেকেই টার্কির মূল ভূ-খন্ডে থাকে বা ভৌগলিকভাবে টার্কিশ হলেও অরিজিন মূলত সিরিয়ান। বলতে পারেন অনেকটা রোহিঙ্গাদের মতো। ঠিক যেমন রোহিঙ্গাদের ভাষার সাথে চট্রগ্রামের অনেকের কথার উচ্চারণের সাথে মিল পাওয়া যায় তেমনটাই। টার্কিশ বংশদ্ভুত ঐ লোকগুলো এরদোগানের বিরোধী দলের সমর্থক। পাশাপাশি বর্ডার এরিয়াতে এরা সিরিয়ান মিলিশিয়াকে সাপোর্ট করে, এটা টার্কির মাথা ব্যাথা। এরদোগান চাচ্ছে উদ্বাস্তু হিসেবে যারা এসেছে তারা দীর্ঘমেয়াদে যেন না থাকতে পারে। আর তাই বর্ডার এরিয়াতে বাফার জোন তৈরী করে উদ্বাস্তু সিরিয়ানদেরকে নিজ দেশে পাঠিয়ে দেয়াই এরদোগানের লক্ষ্য। সবাইতো আর বাংলাদেশ না যে অনন্তকাল ধরে রোহিঙ্গাদের পুষবে আর দুনিয়ার কাছ থেকে ভিক্ষা চেয়ে কিছু লোক নিজেদের পকেট ভরবে। এরদোগান যা করছে, তা করার সাহস খুব বেশী মুসলিম দেশের নেই, বাংলাদেশ কল্পনাতেও সেটা চিন্তা করতে পারে না। শক্তি থাকলে বাংলাদেশেরও উচিত ছিলো আরাকন রাজ্য সাময়িকভাবে দখল করে রোহিঙ্গাদের পাঠিয়ে দেয়া আর যতদিন দুনিয়া এর বিহিত না করবে, ততদিন আরাকান দখলে রাখা। দুর্ভাগ্য বাংলাদেশের সেই সাহস বা সক্ষমতা নেই। আর তাই রোহিঙ্গারা এখন বাংলাদেশী হয়ে যাচ্ছে। বাংলাদেশে ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে। আসলেই সব সম্ভবের দেশ বাংলাদেশ। ধন্যবাদ।
০১ লা মার্চ, ২০২০ বিকাল ৩:১৬
রাজীব নুর বলেছেন: মন্তব্যটা বড্ড অগোছালো হয়ে গেছে।
৫| ০১ লা মার্চ, ২০২০ সকাল ১১:৩৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এরদোগানের ব্যাপারে ভুল ধারণা পোষণ করছেন।
০১ লা মার্চ, ২০২০ বিকাল ৩:১৭
রাজীব নুর বলেছেন: হতে পারে।
৬| ০১ লা মার্চ, ২০২০ সকাল ১১:৩৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ১১ নাম্বারের ব্যাপারটাতেও তর্কের অবকাশ আছে।
০১ লা মার্চ, ২০২০ বিকাল ৩:১৭
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৭| ০১ লা মার্চ, ২০২০ দুপুর ১২:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো মন্দ ভুল বেভোল
ভালো লাগলো পোস্ট
০১ লা মার্চ, ২০২০ বিকাল ৩:১৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
৮| ০১ লা মার্চ, ২০২০ দুপুর ১:৫২
ডেইলিবাংলাদেশ বলেছেন: ভাল লাগল । শুভ কামনা রইল
০১ লা মার্চ, ২০২০ বিকাল ৩:২২
রাজীব নুর বলেছেন: শুভ কামনা চাই না। এর বদলে বার্গার আর কোক খাওয়াতে পারেন।
৯| ০১ লা মার্চ, ২০২০ দুপুর ২:০৫
বাকপ্রবাস বলেছেন: ১০ নাম্বার পয়েন্টটাই আসল, কোথায় বৃষ্টি হচ্ছে? আমিতো দেখি রোদে ফকফকা
০১ লা মার্চ, ২০২০ বিকাল ৩:২৩
রাজীব নুর বলেছেন: হে হে হে
১০| ০১ লা মার্চ, ২০২০ দুপুর ২:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: নরেন্দ্র মোদী চিফ গেস্ট হ ও য়া অন্যায়। মুজিববর্ষ উদযাপনে গুজরাটের কসাইয়ের উপস্থিতি বেমানান। বাংলাদেশের মানুষ তার মত কলঙ্ক দেশের জন্য এতো নিবেদিত মানুষের অনুষ্ঠানে মেনে নেবে না। প্রধানমন্ত্রী এ বিষয়ে হা না ভোট নিলে বুঝতে পারবেন উত্তর পেয়ে যাবেন।
০১ লা মার্চ, ২০২০ বিকাল ৩:২৪
রাজীব নুর বলেছেন: প্রধানমন্ত্রী কারো কথা শুনেন না। উনার যা ইচ্ছা তাই হবে।
১১| ০১ লা মার্চ, ২০২০ বিকাল ৫:৫৪
নেওয়াজ আলি বলেছেন: সুশোভন লেখা।
০১ লা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৪
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১২| ০১ লা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৮
ইসিয়াক বলেছেন: পড়লাম।
০১ লা মার্চ, ২০২০ রাত ১০:৪৪
রাজীব নুর বলেছেন: খুব ভালো।
১৩| ০১ লা মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৬
গরল বলেছেন: সৌদি আরবের কারণে ইয়েমেনে লক্ষ লক্ষ শিশু মারা যাচ্ছে না খেয়ে, কোন বাংলাদেশী কি কোনদিন কোন প্রতিবাদ করেছে না মোল্লারা করেছে?
০১ লা মার্চ, ২০২০ রাত ১০:৫০
রাজীব নুর বলেছেন: না প্রতিবাদ করে নি।
১৪| ০১ লা মার্চ, ২০২০ রাত ৮:৪৯
আসোয়াদ লোদি বলেছেন: তালেবান আমেরিকারই সৃষ্টি। এখন আপোষ না করে আর উপায় কি !
০১ লা মার্চ, ২০২০ রাত ১১:০৩
রাজীব নুর বলেছেন: না আমেরিকার সৃষ্টি না তালেবান।
১৫| ০১ লা মার্চ, ২০২০ রাত ১০:৩৪
সায়েমুজজ্জামান বলেছেন: আইএস ধরা খাওয়ার পর ইসলামের নামে নৃশংস ঘটনা এখন বিশ্ব মিডিয়ার প্রকাশ হচ্ছেনা। এসব ঘটনা প্রকাশ না হলে বিশ্বে ইসলামাইশেন ঠেকানো কষ্টকর তা মোড়লরা জানে। কারণ এসব দেখিয়ে বলা যায়, ইসলাম ধর্ম নৃশংস। ওদের ধারে কাছে যেওনা। এ অবস্থায় বড়ই বিপদে আমেরিকানরা। তাদের একটা গ্রুপ লাগবেই। সেজন্য তালেবানকে বেছে নিয়েছে। তাদের পুরজ্জীবন দান করা হচ্ছে। এবার কয়েকদিনের মধ্যেই আবার গলাকাটা ভিডিও দেখতে পাবেন। এসবের বহুল প্রচারও করা হবে।
ধন্যবাদ।
০১ লা মার্চ, ২০২০ রাত ১১:০৪
রাজীব নুর বলেছেন: আপনার চিন্তিত মতামত আমার ভালো লাগলো।
১৬| ০২ রা মার্চ, ২০২০ সকাল ৮:৩২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভারতের মানুষ ভালো, সরকার খারাপ।
০২ রা মার্চ, ২০২০ সকাল ৯:০৯
রাজীব নুর বলেছেন: আসলে দরিদ্র দেশের রাজনীতিবিদরা ভালো হয় না।
১৭| ০২ রা মার্চ, ২০২০ সকাল ৯:৪৫
বোকা পুরুষ বলেছেন: সাধারণ মানুষের ভাবনা গুলো মাঝে মাঝে কিন্তু অসাধারণ হয়
০২ রা মার্চ, ২০২০ সকাল ৯:৪৯
রাজীব নুর বলেছেন: ইয়েস।
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০২০ সকাল ১০:৪১
আলমগীর সরকার লিটন বলেছেন: ভাল লেখেছেন বেশ ভাবনাময়