নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। উনিশ তারিখ রাত্রে স্বপ্নে দেখি-
জাহাজে করে কোথায় যেন যাচ্ছি। জাহাজের কেবিনে শুয়ে আছি। হঠাৎ খুব হৈচৈ শুনতে পেলাম- জাহাজ ডুবে যাচ্ছে। জানি না সাঁতার। একটু একটু করে ডুবে যাচ্ছি আমি। ডুবে যাওয়ার পর, একটা হাঙর আমার কাছে এসে বলল- স্যার কোনো চিন্তা নাই আমি আছি। আপনি আমার পিঠে উঠে বসুন। আমি বললাম- মশকরা করো- তোমার পিঠে তো কাঁটা। হাঙরটি হাসতে হাসতে বলল- স্যার, কাঁটার আঘাত সইবেন না মরে যাবেন সিদ্দান্ত আপনার।
২। খ্রিস্টের জন্মেরও আগে ভারতের রাজা ছিলেন সম্রাট অশোক। তিনি প্রজাদের জন্য পাথরের বইয়ে অনেক কথা লিখে রেখে গেছেন। তার মধ্যে কয়েকটি কথা হলো-“সৎপথে থেকে পিতা-মাতাকে ভক্তি করবে। সব সময় সত্য কথা বলবে। অযথা পশু হত্যা করবে না। কখনো অন্যায় কাজ করবে না।”--- এরকম আরও অনেক কথা তিনি লিখে রেখে গেছেন তার পাথরের বইয়ে ।
৩। আজ থেকে ৪০০০ বছর আগে বঙ্গোপসাগরের পাড় ছিল ঢাকার শ্যামলীর আদাবরের কাছে!
৪। কুমির এর সবসময় পুরনো দাঁতের পরিবর্তে নতুন দাঁত জন্মায়... সব মিলে একটি কুমির তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় ৩০০০ দাঁত ব্যাবহার করতে পারে!!!
৫। উইপোকা দেখলে আমরা টিপে মারি না, মায়া হয়। নিরীহ নরম প্রানী। ওর শক্তি কত টুকু? কিন্তু একটা উইপোকা থেকে লক্ষ লক্ষ উই পোকা জন্ম নেয়। কেটে ছারখার করে সব কিছু।
৬। প্রতিদিনের চিত্র। সব গুলো লোক বাসের গেটের সামনে জট পাকিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু বাসের ভেতরে খালি। আমি বুঝি না সব গুলো লোক বাসের গেটের সামনে দাঁড়িয়ে থাকে কেন? একটু সরে দাঁড়ালে, চেপে দাঁড়ালে আরো কিছু লোক উঠতে পারে। এতটূকু মানবতা আজ মানুষের মধ্যে নেই।
সকালে অফিস টাইম, সবার'ই খুব তাড়াহুড়া থাকে। কিন্তু কিছুতেই বাসে উঠা যায় না। সব লোক বাসের গেটের সামনে জট পাকিয়ে থাকে। ভিতরে বেশ খালি। তারা যদি একটূ চেপে দাঁড়ায়, তাহলে কিছু লোক উটঠতে পারে। কিন্তু নিজে একবার উঠার পর জমিদার হয়ে যায়।
আমি বাসের জানালার সামনে গিয়ে বললাম, প্লীজ আপনারা একটু চেপে দাঁড়ালে আরও দুইজন লোক উঠতে পারে। আপনাদের যেমন গন্তব্যে যাওয়া জরুরী, অন্যেরও জরুরী। শুধু নিজেরটা বুঝলে হবে? মন মানসিকতা পরিবর্তন করুন। তারা আমার কথা শুনেও না শোনার ভান করে। প্রতিটা দিন একই অবস্থা। একই ঘটনা। কিন্তু আমি যদি একবার বাসে উঠতে পারি তাহলে গেটের সামনে দাড়িতে থাকি না। একদম পেছনে গিয়ে দাঁড়াই। আরেক জনকে উঠার সুযোগ দেই।
ওই বদ গুলো কেন বাসের গেটের সামনে জট পাকিয়ে দাঁড়িয়ে থাকে তা আমি বুঝতে পেরেছি। ওখানে মেয়েদের সিট। জটলা পাকিয়ে দাঁড়িয়ে থাকলে মেয়েদের সাথে গা ঘষাঘষি করতে পারে। একদম নোংরা মন মানসিকতা। এগুলোকে ধরে থাপ্পড়ানো দরকার।
০১ লা মার্চ, ২০২০ বিকাল ৫:০৮
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
২| ০১ লা মার্চ, ২০২০ বিকাল ৪:২১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বেশ ভালো লাগলো রাজীব ভাই। ৩ আর ৪ জানতাম না। জানা হয়ে গেল।
আর লেখা বরাবরের মতোই সহজ সরল সুন্দর।
০১ লা মার্চ, ২০২০ বিকাল ৫:০৯
রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।
৩| ০১ লা মার্চ, ২০২০ বিকাল ৫:৫০
শের শায়রী বলেছেন: বেশ কয়েক দিন পর পোষ্ট পেলাম রাজীব ভাই। পোষ্টে ভালো লাগা।
০১ লা মার্চ, ২০২০ বিকাল ৫:৫৭
রাজীব নুর বলেছেন: এখন থেকে আমি প্রচুর পোষ্ট দিব। মাসে কমক্ষে ৬০ টা।
৪| ০১ লা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৩
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো ।
০১ লা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৫
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৫| ০১ লা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১০
চাঁদগাজী বলেছেন:
বাসের দরজার কাছ থেকে 'মহিলা সীট' সরায়ে, ড্রাইভরের সীটের পেছনে নিয়ে গেলে কেমন হয়?
০১ লা মার্চ, ২০২০ রাত ১০:৪০
রাজীব নুর বলেছেন: হা হা হা---
আপনাকে অনুরোধ করবো একদিন আপনি ঢাকা শহরের যে কোনো বাসে উঠবেন। তারপর নিজের চোখে দেখবেন। তখন বিষয়টা আপনার কাছে পরিস্কার হবে।
৬| ০১ লা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৪
নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো
০১ লা মার্চ, ২০২০ রাত ১০:৪১
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৭| ০১ লা মার্চ, ২০২০ রাত ৮:৩০
একাল-সেকাল বলেছেন:
বাসের দরজায় দাঁড়ানোর আমি ৩ টি কারন পেয়েছিঃ
১ মেয়েদের কাছা কাছি থাকা (বদঅভ্যাস)
২ যত্র তত্র নামার ধান্দা (স্বার্থপরতা)
৩ পকেট মার (প্রয়োজনীয়তা)
০১ লা মার্চ, ২০২০ রাত ১০:৪২
রাজীব নুর বলেছেন: ৩ পয়েন্টই আপনি ঠিক ধরেছেন।
৮| ০১ লা মার্চ, ২০২০ রাত ৮:৪৭
ঢাবিয়ান বলেছেন: বাংলাদেশের লোকাল বাসের নামকরন মুড়ির টিন কি আর এমনি এমনি হয়েছে!
০১ লা মার্চ, ২০২০ রাত ১০:৪৩
রাজীব নুর বলেছেন: গজব অবস্থা।
৯| ০২ রা মার্চ, ২০২০ রাত ১২:২৯
নিভৃতা বলেছেন: আমিও সাঁতার জানি না। আমার যে কী হবে।
অনেক তথ্য জানা হলো। আজ থেকে চার হাজার বছর আগে বঙ্গপোসাগরের পাড় ছিল শ্যামলির আদাবরের কাছে, এইটা কি সত্যি?
০২ রা মার্চ, ২০২০ সকাল ৯:০৬
রাজীব নুর বলেছেন: অবশ্যই সত্যি।
১০| ০২ রা মার্চ, ২০২০ বিকাল ৪:১০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি আসলে মারাত্মক চিন্তক!
০২ রা মার্চ, ২০২০ বিকাল ৫:১৫
রাজীব নুর বলেছেন: ছোটবেলা থেকেই।
১১| ০৫ ই মার্চ, ২০২০ দুপুর ১:১৭
আমি সাজিদ বলেছেন: ৬ নং টা সত্য। আমি নিজেও এমনটা ভেবেছি অনেকবার।
০৫ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: ওকে।
১২| ০৫ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩৪
আমি সাজিদ বলেছেন: ৬ নং টা সত্য। আমি নিজেও এমনটা ভেবেছি অনেকবার।
০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৩:০৩
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০২০ বিকাল ৪:১২
ম্যাড ফর সামু বলেছেন: ভালো লাগলো।