নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমরা ঢাকায় থাকি।
হুমায়ূন আহমেদের এই নামে একটা বই আছে। টিভিতে নাটকও হয়েছিলো অনেক আগে। আমিও ঢাকায় থাকি। জন্ম ঢাকায়, মৃত্যুও আশা করি ঢাকায় হবে। তুলনা করতে গেলে ঢাকার চেয়ে গ্রাম ভালো। মাঝে মাঝে গ্রামে যাই। ভালো লাগে। যদিও আমাদের গ্রামে গেলে ভালো লাগে না। কারন গ্রাম আর গ্রাম নাই। আমাদের গ্রামে বিউটি পার্লার আছে, ইংলিশ মিডিয়াম স্কুল আছে, কমিউনিটি সেন্টার আছে, বড় বড় দোকানপাট, ফাস্ট ফুডের দোকান আছে, সবাই পাকা বাড়ি করেছে। অনেকে তো ৫/৬ তলা বাড়ি করেছে। বিশাল বিশাল সব বাড়ি। ইন্টারনেট ব্রডব্যান্ড লাইন, রেস্টুরেন্ট, চায়নিজ রেস্টুরেন্ট, এসি মসজিদ।
আজকাল কেউ মাটির চুলায় রান্না করে না। সবাই সিলিন্ডার ব্যবহার করে। আমি চাই শান্ত পরিবেশ, গাছপালা, পুকুর নদী, খাল-বিল, খেলার মাঠ, হাঁট। মেঠোপথ, মাইলের পর মাইল জমি। জমিতে কৃষক কাজ করবে, রাখাল গরু চড়াবে। আজকাল বেশিরভাগ গ্রামই বড় যান্ত্রিকময় হয়ে গেছে। দূর ছাই একটুও ভালো লাগে না।
১।
রমনা পার্ক। কুকুরটা অনেকক্ষন ধরে একই জায়গায় এভাবে বসে আছে।
২।
এই ট্র্যাঙ্ক টা হাতিরঝিলে। দীর্ঘদিন ধরে হাতিরঝিলে যাতায়াত। অথচ আজই প্রথম দেখলাম।
৩।
দেয়ালে লাগানো পত্রিকাগুলো আজও মানুষ মন দিয়ে পড়ে। পত্রিকার নাম গুলোও বেশ। দৈনিক নয়া পয়গাম, প্রভাত, নতুন সূর্য, আজকের জীবন ইত্যাদি।
৪।
ছোটবেলা এরকম চলকেট দেখলে খুশি হতাম। এখন বিরক্ত লাগে।
৫।
বাচ্চাটা শহীদ মিনার বানাচ্ছে। কথা হলো- বাচ্চাটা একা কেন? ওর সঙ্গী সাথীরা কই? আমি ওদের ১০০ টাকা দিয়েছি।
৬।
দৈনিক বাংলা মোড়ে। লোকজন শশা খাচ্ছে। বেশ ভালো বিক্রি হচ্ছে।
৭।
হাতে গোনা কয়েকটা পত্রিকার নাম জানি। এছাড়া দেশে আরো অনেক পত্রিকা আছে। এদের সার্কুলেশনও নাকি ভালো। এবং সরকারের নথিভুক্ত।
৮।
এখনও পেঁয়াজের দাম কমে নি। দুঃখজনক। ২৫/৩০ টাকা কেজি ছিলো। এখন ১০০ টাকার বেশি।
৯।
মাশাল্লাহ। এত এত মুকুল। এর অর্ধের বেশি ঝরে যাবে।
১০।
স্টেডিয়াম। একসময় কি জম-জমাটই না ছিলো।
১১।
পিকআপ এ করে আটা বিক্রি করছে। ৫ কেজি একশ' টাকা। এত সস্তা কিভাবে বিক্রি করছে?
১২।
তাইয়েবা। এই শহরে জন্ম। মেয়েটা ভালো থাকুক। সুস্থ থাকুক।
০২ রা মার্চ, ২০২০ বিকাল ৩:২৯
রাজীব নুর বলেছেন: অনেক শুকরিয়া।
২| ০২ রা মার্চ, ২০২০ বিকাল ৩:০৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সকলের মঙ্গল হোক।
০২ রা মার্চ, ২০২০ বিকাল ৩:৩০
রাজীব নুর বলেছেন: না সকলের মঙ্গল হওয়ার দরকার নাই।
শুধু ভালো মানুষদের মঙ্গল হোক।
দুষ্টলোকেরা জাহান্নামে যাক।
৩| ০২ রা মার্চ, ২০২০ বিকাল ৩:৩২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওদের খরব আমি জানি না, না জানার কারণ আমি তাদের একজন।
আজ আকাশ মেঘলা।
নাতনিরা এসেছে, এখন কে ডক্তর হবে আর কে হবে রোগী নিয়ে ঝগড়া চলছে।
০২ রা মার্চ, ২০২০ বিকাল ৩:৩৫
রাজীব নুর বলেছেন: নাতনিদের সাথে আনন্দময় সময় পার করুন।
৪| ০২ রা মার্চ, ২০২০ বিকাল ৩:৩৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, তাই করছি।
কবিদেরকে যে কত কষ্টভোগ করতে হয় তা আপনারা জানেন না।
০২ রা মার্চ, ২০২০ বিকাল ৫:১৫
রাজীব নুর বলেছেন: কষ্ট পাওয়া ভালো। স্বর্ন আগুনে যত পুড়ে, তত খাঁটি হয়। তেমনি মানুষও যত কষ্ট পায়, তত খাটি হয়।
৫| ০২ রা মার্চ, ২০২০ বিকাল ৩:৪৪
আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ ছবিগুলো
০২ রা মার্চ, ২০২০ বিকাল ৫:১৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ০২ রা মার্চ, ২০২০ বিকাল ৪:১৬
চাঁদগাজী বলেছেন:
৫ নং, শহীদ মিনার।
নতুন নতুন শহীদ মিনার কেন?
০২ রা মার্চ, ২০২০ বিকাল ৫:১৬
রাজীব নুর বলেছেন: বাচ্চারা ২১ শে ফেব্রুয়ারীতে মাটি আর ইট দিয়ে বানায়। সবার কাছ থেকে চাঁদা নিয়ে খিচুরি রান্না করে। সবাই মিলে খায়। একসময় আমিও এই কাজ করেছি।
৭| ০২ রা মার্চ, ২০২০ বিকাল ৪:৩২
একাল-সেকাল বলেছেন:
পি এম গ্রামকে শহর বানাচ্ছেন,
গ্রাম থাকবে আমাদের সৃতিতে আর শিশুদের অংকনের খাতায়।
১০। স্টেডিয়াম ফাঁকা। ওয়াজ মাহফিলে ভিড় হয়।
০২ রা মার্চ, ২০২০ বিকাল ৫:১৯
রাজীব নুর বলেছেন: ওকে, তাহলে দেশ সত্যিই এগিয়ে যাচ্ছে।
স্টেডিয়াম জমজমাট হবে। মুজিব বর্ষে।
৮| ০২ রা মার্চ, ২০২০ বিকাল ৫:২১
একাল-সেকাল বলেছেন:
০২ রা মার্চ, ২০২০ বিকাল ৫:২৬
রাজীব নুর বলেছেন: হুম।
৯| ০২ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৩
ভুয়া মফিজ বলেছেন: ১ নং ছবি......প্রেমিকার জন্য অপেক্ষা। এই অপেক্ষার ক্ষণ কতোটা দীর্ঘ হবে বলে আপনার মনে হয়?
০২ রা মার্চ, ২০২০ রাত ১০:৪২
রাজীব নুর বলেছেন: না। প্রেমিকার জন্য না।
ক্ষুধায় কাতর হয়ে আছে কুকুরটা।
প্রেম ভালোবাসার চেয়ে হাজার গুন বেশি গুরুত্বপূর্ন খাবার।
সেক্স ছাড়া মানুষ বাঁচে কিন্তু খাবার ছাড়া নয়।
১০| ০২ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৫
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো্ আপনার ছবি ব্লগ।
০২ রা মার্চ, ২০২০ রাত ১০:৪৪
রাজীব নুর বলেছেন: শুকরিয়া বন্ধু।
১১| ০২ রা মার্চ, ২০২০ রাত ৮:১৮
নেওয়াজ আলি বলেছেন: দারুণ ,বেশ ভালো লাগলো ।
০২ রা মার্চ, ২০২০ রাত ১০:৪৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জনাব আলি সাহেব।
১২| ০২ রা মার্চ, ২০২০ রাত ৯:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মুজিব বর্ষ
শুভ হোক
০২ রা মার্চ, ২০২০ রাত ১০:৪৬
রাজীব নুর বলেছেন: মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখার জন্য আপনি দশটা গাছ লাগাতে পারেন মুরুব্বী।
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০২০ বিকাল ৩:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার ছবি ব্লগ মানেই বৈচিত্র
ভালো লাগলো