|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রাজীব নুর
রাজীব নুর
	আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
 
  
১। আমার আবেদন- পদ্মা সেতুর নাম যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেই হয়।
প্রধানমন্ত্রী যদি সেতুটির ব্যাপারে আন্তরিকতা না দেখাতেন তাহলে তো এই সেতু নির্মান সম্ভব ছিল না।
সবচেয়ে বড় কথা- প্রধানমন্ত্রীর বিকল্প আর কেউ নেই। 
২। সুস্থ, স্বাভাবিকভাবে বেঁচে থাকার আগ্রহ এখন একটি নিষিদ্ধ আগ্রহ! প্রতিদিন সকালে বের হই একটা অজানা আতংক নিয়ে। মাঝে কয়েক দিন একটু ভয়ের পরিমান কমে আসলেও আবার শুরু হয়েছে আতংক। বড় বিপদেই আছি। 
৩। বুদ্ধিজীবীরা যা বলেছেন সেটা যদি জাতি শুনতো, তবে বাংলাদেশ কখনও স্বাধীন হতো না, আবার এখন যা বলছে তা যদি শুনে তবে জাতির মুক্তি আসবে না।
---ছফা 
৪। “৭১-এর সকালে তেজগাঁওয়ে নিজেদের বারান্দায় দাঁড়িয়ে এক শিশু বাংলাদেশের পতাকা উড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেয়। রাস্তায় টহলরত পাকিবাহিনী এই স্লোগান শুনে সাথে সাথে ছেলেটির বাসার মধ্যে ঢুকে যায় এবং পতাকার লাঠিটি তার মাথার তালুতে সজোরে সেঁধিয়ে দেয়। এরপর বাসায় অবস্থানরত ছেলেটির বাবা ও দাদাকে দড়ি দিয়ে বেঁধে তাদের সামনেই মা ও দাদীকে উপর্যুপরি ধর্ষণ করে। ধর্ষণ শেষে হতভাগ্য দাদা ও বাবাকে ব্রাশ ফায়ারে হত্যা করে রেখে চলে যায়।”
(যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ, ডা. এম এ হাসান, পৃষ্ঠা ৯) 
৫। একটি গোলটেবিলে দশজন খেতে বসেছে। প্রত্যেকের ডান দিকে এবং বামদিকে একটি করে গ্লাস থাকলে মোট কয়টি গ্লাস থাকবে?
৬। বিশ্বের সবচেয়ে বড় জমায়েত পবিত্র হজ্ব আসন্ন। প্রায় সব দেশের ৫০/৬০ লক্ষ লোক মক্কার ময়দানে হাজির হয়।
ইতিমধ্যেই করোনার প্রভাবে সমস্ত বিশ্বই টালমাটাল। প্রায় প্রতিদিনই নতুন নতুন নিষেধাজ্ঞা বা সিদ্ধান্ত আসছে। আমার মনে হচ্ছে এবারের হজ্বে করোনা ভাইরাস গভীর ও জঘন্য প্রভাব বিস্তার করবে। জরুরী প্রয়োজনে যে কোন সিদ্ধান্ত শরীয়া বোর্ড নিতে পারে। 
৭। আজ যদি মুজিববর্ষে সৌদি বাদশাহকে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশে? খুব সানন্দে নাঁচবে একটা গোষ্ঠী... যদিও তারা জানে - সৌদিরা নিয়মিত মুসলমান হত্যা করছে ইয়েমেনে। 
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রনব মুর্খার্জীকে প্রধান অতিথি করা হলে ভালো হতো। কারণ উনি একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি এবং বঙ্গবন্ধুর সাথে উনার ভালো জানাশোনা ছিল। নরেন্দ্র মোদি কিংবা সৌদি আরবের কেউ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বেমানান।
 ২০ টি
    	২০ টি    	 +০/-০
    	+০/-০  ০৫ ই মার্চ, ২০২০  সকাল ১০:১১
০৫ ই মার্চ, ২০২০  সকাল ১০:১১
রাজীব নুর বলেছেন: ইয়েস। 
সহমত।
২|  ০৫ ই মার্চ, ২০২০  সকাল ১০:০০
০৫ ই মার্চ, ২০২০  সকাল ১০:০০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: 
  আপনি জ্ঞানী ও ভাবুক । তবে কিছু সময়ে কিছু চিন্তা হাল্কা মনেহয় । 
এই পোস্টের দুই একটা লাইন তেমন । ভাল লেগেছে । শুভ কামনা রইল
  ০৫ ই মার্চ, ২০২০  সকাল ১০:১২
০৫ ই মার্চ, ২০২০  সকাল ১০:১২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
৩|  ০৫ ই মার্চ, ২০২০  সকাল ১০:০৬
০৫ ই মার্চ, ২০২০  সকাল ১০:০৬
চাঁদগাজী বলেছেন: 
১ নং:
পদ্মাসেতু ঈশা নবীর নামে দিলেও, মানুষ উহাকে পদ্মাসেতু বলবেন।  
৫ নং:
১০ টি গ্লাস
  ০৫ ই মার্চ, ২০২০  সকাল ১০:১৩
০৫ ই মার্চ, ২০২০  সকাল ১০:১৩
রাজীব নুর বলেছেন: ১ নং হা হা হা--- তা ঠিক। 
৫নং সিউর?
৪|  ০৫ ই মার্চ, ২০২০  সকাল ১০:১৩
০৫ ই মার্চ, ২০২০  সকাল ১০:১৩
সাইন বোর্ড বলেছেন: ৭ নং প্রনব ক্ষমতায় নেই, তার প্রয়োজন আপাতত ফুরিয়ে গেছে, মুদির হালে এখনো পানি, নৌকা চালনার দিক নির্দেশনা দিতে পারে এবং গন্তব্যে পৌছার ব্যবস্থাও করে দিতে পারে ।
  ০৫ ই মার্চ, ২০২০  সকাল ১০:২৫
০৫ ই মার্চ, ২০২০  সকাল ১০:২৫
রাজীব নুর বলেছেন: বড় নির্মম বাস্তব কথা বলেছেন।
৫|  ০৫ ই মার্চ, ২০২০  সকাল ১০:৫২
০৫ ই মার্চ, ২০২০  সকাল ১০:৫২
ইসিয়াক বলেছেন: ৪নং টা পড়লে ও ভাবলে এখনো গা শিউরে ওঠে। কি পরিস্থতি ছিলো সে সময়। মানুষ কিভাবে সব ভুলে যায়। 
কেন একটু অতীত নিয়ে ভাবে না।
  ০৫ ই মার্চ, ২০২০  দুপুর ১:৩১
০৫ ই মার্চ, ২০২০  দুপুর ১:৩১
রাজীব নুর বলেছেন: মানুষ অতীত ইচ্ছা করেই ভুলে যায়।
৬|  ০৫ ই মার্চ, ২০২০  দুপুর ১২:৩১
০৫ ই মার্চ, ২০২০  দুপুর ১২:৩১
মাস্টারদা  বলেছেন: ৭ নং- দেশের ভালো মন্দ না ভেবে নৌকার পালে সবার চোখ এখন।
৬ নং- উদ্বেগের বিষয়। এখনই জরুরী বৈঠক আবশ্যক।
৫ নং- ১০ টি।
৪নং- কেনো লোকে ভাবে না তার কারণ "লেবু যেভাবে খাবার কথা তার উল্টো খাওয়ানো হলে এমনি হয়। মুক্তিযুদ্ধের কাহিনী এমনি বইতে লেখা যে কারোই পড়লে গেলে বিরক্তি ধরবে। স্কুলের স্যারেরাও "বস্তা পঁচা গল্প" এমন ভাব ধরে। ফলাফলে পড়তে চায় না, জানতে চায় না।
১ নং- গুরুত্বপূর্ণ স্থাপনা এমন নামেই হওয়া উচিত যিনি/যা দল মত নির্বিশেষে সর্বজন শ্রদ্ধেয়। বিকল্প থাকুক আর নাই থাকুক, শ্রদ্ধা জিনিসটা সব রাজনীতিবিদের কপালে জোটে না। হাতে গোনা কয়েকজন।
  ০৫ ই মার্চ, ২০২০  দুপুর ১:৩৩
০৫ ই মার্চ, ২০২০  দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপানকে আপনার চিন্তিত মতামতের জন্য।
৭|  ০৫ ই মার্চ, ২০২০  দুপুর ১২:৩৪
০৫ ই মার্চ, ২০২০  দুপুর ১২:৩৪
নিভৃতা  বলেছেন: ৪নং শুধু এক রাশ স্তব্ধতা। কিছু বলার ভাষা নেই। 
৫নং দশ। সিওর। হাতে কলমে পরীক্ষা করে দেখেছি।  
  ০৫ ই মার্চ, ২০২০  দুপুর ১:৩৩
০৫ ই মার্চ, ২০২০  দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: অশেষ শুকরিয়া।
৮|  ০৫ ই মার্চ, ২০২০  দুপুর ১:২৫
০৫ ই মার্চ, ২০২০  দুপুর ১:২৫
ঠাকুরমাহমুদ বলেছেন: পদ্মা সেতু আদি পিতা হযরত আদম (আঃ) এর নাম দেওয়া হোক।
  ০৫ ই মার্চ, ২০২০  দুপুর ১:৩২
০৫ ই মার্চ, ২০২০  দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: হে হে---
৯|  ০৫ ই মার্চ, ২০২০  দুপুর ১:৪৮
০৫ ই মার্চ, ২০২০  দুপুর ১:৪৮
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ৩ নং 
আমদের স্বাধীনতা আগে দরকার, নাকি ন্যায়বিচার? বিচারহীন সংস্কৃতি ও ধর্মান্ধতা উভয়টি থেকেই যুগপৎ মুক্তির বাঞ্ছা করি!
  ০৫ ই মার্চ, ২০২০  বিকাল ৩:০৩
০৫ ই মার্চ, ২০২০  বিকাল ৩:০৩
রাজীব নুর বলেছেন: স্যলুট।
১০|  ০৫ ই মার্চ, ২০২০  দুপুর ২:২৩
০৫ ই মার্চ, ২০২০  দুপুর ২:২৩
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: ঠাকুরমাহমুদ বলেছেন: পদ্মা সেতু আদি পিতা হযরত আদম (আঃ) এর নাম দেওয়া হোক।
মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম (আঃ ) এর নামে দিলে বেশী সাপোর্ট  আসবে।
  ০৫ ই মার্চ, ২০২০  বিকাল ৩:০৪
০৫ ই মার্চ, ২০২০  বিকাল ৩:০৪
রাজীব নুর বলেছেন: এই নামে দেওয়ার প্রশ্নই আসে না।
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০২০  সকাল ৯:৫৫
০৫ ই মার্চ, ২০২০  সকাল ৯:৫৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: প্রনব মুখার্জীকে প্রধান অতিথি করলে ভালো হতো। মোদী কসাইকে না করে।