|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রাজীব নুর
রাজীব নুর
	আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
 
  
৮ই মার্চ বিশ্ব নারী দিবস।
সারা বিশ্বের সমস্ত নারীজাতি আমার নমস্যা, আমার চেতনা, আমার জ্ঞান। আমি ঘরে-বাইরে, অফিস আদালতে, বাসে, ট্রেনে, পথে সব জায়গায় সব সময় নারীকে সম্মান করি। তাদের সম্মান করতে আমার ভালো লাগে। নারী, ধনী নাকি গরীব না ভিক্ষুক সেটা বিবেচ্য নয়।  বাংলাদেশসহ বিশ্বের সব নারীকে অভিনন্দন জানাচ্ছি। সারা বিশ্বজুড়ে আন্তর্জাতিক বিশ্ব নারী দিবস পালিত হবে, তাদের অনুপ্রেরণা দিতে আমি একটি কবিতা লিখলাম। পৃথিবীর সমস্ত নারী ভালো থাকুক। সুস্থ থাকুক। ভালো থাকুক নারীদের প্রিয় মানুষেরা।  
আমি আসলেই জানিনা কবিতা কিভাবে লিখতে হয়- 
শুধু জানি এই বিশ্বসংসার টিকে আছে নারীদের জন্য 
তাদের প্রতি আমার-আপনার আজীবনের বহু ঋণ
নারী তো কখনো মা, কখনো প্রেমিকা, কখনো বউ, 
কখনো বন্ধু, আবার কখনো মেয়ে হয়ে জীবনে আসে  
তাদের নিশ্চিত করতে হবে- হিমালয় সমান সম্মান  
জাগো নারী, জেগে উঠো আর কতকাল চুপ থাকা 
নারী তুমি ওদের বুঝিয়ে দাও- 'মা' শব্দের মানে-  
পুরুষদের বুঝতে হবে, জানতে হবে, জানাতে হবে 
নারীকে সম্মান করলে বেড়ে যায় নিজের সম্মান। 
  
 
(সামুকে ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ। নারী দিবসে সুন্দর ব্যানার করার জন্য।) 
 ১৮ টি
    	১৮ টি    	 +৩/-০
    	+৩/-০  ০৮ ই মার্চ, ২০২০  সকাল ৯:১৯
০৮ ই মার্চ, ২০২০  সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশে এরকমই হয়। 
তবে এরশাদ সাহেব ক্ষমতা থাকাকালীন চাকরানী হয় নি। সবার গার্মেন্টেসে গিয়েছে।
২|  ০৭ ই মার্চ, ২০২০  রাত ১১:৪১
০৭ ই মার্চ, ২০২০  রাত ১১:৪১
maraj chowdhury movin বলেছেন: নারীকে সম্মান করা মানে নিজের মা বোন কে সম্মান করা ।
তাই আমাদের সকলের উচিত তাদের সাথে সম্মান দিয়ে কথা বলা।
  ০৮ ই মার্চ, ২০২০  সকাল ৯:২০
০৮ ই মার্চ, ২০২০  সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
৩|  ০৮ ই মার্চ, ২০২০  সকাল ৯:৫৬
০৮ ই মার্চ, ২০২০  সকাল ৯:৫৬
ইসিয়াক বলেছেন: নারীকে সম্মান করুন 
অবশ্যই নারীকে সম্মান করুন । করতে হবে।
  ০৮ ই মার্চ, ২০২০  সকাল ১০:৪৬
০৮ ই মার্চ, ২০২০  সকাল ১০:৪৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪|  ০৮ ই মার্চ, ২০২০  সকাল ১০:৩২
০৮ ই মার্চ, ২০২০  সকাল ১০:৩২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: 
অসাধারণ পোস্ট রাজীব ভাই। 
সামু কে ধন্যবাদ চমৎকার ব্যানারের জন্য।
  ০৮ ই মার্চ, ২০২০  সকাল ১০:৪৭
০৮ ই মার্চ, ২০২০  সকাল ১০:৪৭
রাজীব নুর বলেছেন: শুকরিয়া ভাইজান। 
ভালোবাসা নিরন্তর।
৫|  ০৮ ই মার্চ, ২০২০  সকাল ১১:৪০
০৮ ই মার্চ, ২০২০  সকাল ১১:৪০
ইসিয়াক বলেছেন: আমার জন্য কোন ভালোবাসা নাই। শুধুই ধন্যবাদ।
  ০৮ ই মার্চ, ২০২০  দুপুর ১:৪৯
০৮ ই মার্চ, ২০২০  দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: আপনি তো আমার হৃদয়ে আছে।
৬|  ০৮ ই মার্চ, ২০২০  সকাল ১১:৪৪
০৮ ই মার্চ, ২০২০  সকাল ১১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। 
শুধু একদিন নয় প্রতিদিন নারীদের হোক ।
  ০৮ ই মার্চ, ২০২০  দুপুর ১:৫১
০৮ ই মার্চ, ২০২০  দুপুর ১:৫১
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
৭|  ০৮ ই মার্চ, ২০২০  সকাল ১১:৫২
০৮ ই মার্চ, ২০২০  সকাল ১১:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
চাঁদগাজী বলেছেন: বাংগালী জাতি গরীব ঘরের কিশোরীদের চাকরাণী বানায়ে যে জগন্য কাজ করেছে, ইহা জাতির মগজহীনতার সাক্ষী,
গাজীসাবের এই প্যানপ্যানানি আর সহ্য হয় না। কে কি করেছে, কি দোষ করেছে,ভুল করেছে তাই নিয়ে ম্যাওপ্যাও!! আরে আপনি কি করেছেন?  মসৃন রাস্তায় গাড়ি চালিয়ে আর নিয়ন বাতির নিচে শীতল ঘরে থেকে বহুত উপদেশ দেওয়া যায়, বাস্তবতায় নামুন, বাংলাদেশের রাস্তায় জ্যাম ঠেলে বস্তিতে গিয়ে কিশোরীদের বাস্তবতার ঘ্রান নিন, তখন বুঝবেন কত ধানে কত চাল।  
নন্দলাল হয়ে অনেক ভাবা যায়, আপনি মরিলে দেশের সর্বনাস হবে ভেবে যদি কাদা জল না মাখেন বা ভাইরাসের ভয়ে নিজেকে কোয়ান্টারাইন করে রাখেন তা হলে আপনার উপদেশ আপনার মগজেই রাখুন।
শিকারী তাকে বলে যে প্রাকৃতির সাথে যুদ্ধ করে উত্তাল সমু্দ্রে মৎসা শিকার করে। শান্ত পুকুরে ছিপ ফেলে মৎস শিকার করা কোন ভাবেই শিকারী নন।
  ০৮ ই মার্চ, ২০২০  দুপুর ১:৫২
০৮ ই মার্চ, ২০২০  দুপুর ১:৫২
রাজীব নুর বলেছেন: মুরুব্বী এতটা উত্তেজিত হবেণ না। প্রেসার বেড়ে যাবে।
৮|  ০৮ ই মার্চ, ২০২০  বিকাল ৩:৪৬
০৮ ই মার্চ, ২০২০  বিকাল ৩:৪৬
নেওয়াজ আলি বলেছেন: অনুপম, অতুলনীয় লেখা।
  ০৮ ই মার্চ, ২০২০  বিকাল ৫:৪৯
০৮ ই মার্চ, ২০২০  বিকাল ৫:৪৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৯|  ০৮ ই মার্চ, ২০২০  বিকাল ৪:২৮
০৮ ই মার্চ, ২০২০  বিকাল ৪:২৮
নেওয়াজ আলি বলেছেন: নারীকুলকে সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা ।
  ০৮ ই মার্চ, ২০২০  বিকাল ৫:৪৯
০৮ ই মার্চ, ২০২০  বিকাল ৫:৪৯
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০২০  রাত ১১:১৪
০৭ ই মার্চ, ২০২০  রাত ১১:১৪
চাঁদগাজী বলেছেন:
বাংগালী জাতি গরীব ঘরের কিশোরীদের চাকরাণী বানায়ে যে জগন্য কাজ করেছে, ইহা জাতির মগজহীনতার সাক্ষী,