নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নারী দিবস নিয়ে সাধারন মানুষ যা ভাবছেন

০৮ ই মার্চ, ২০২০ সকাল ১০:৩৫



১। ২২ বছর বয়সে আমি যখন প্রথম চাকরি করতে যাই, তখন নারী দিবস কী জিনিস আমি জানতাম না। শুধু জানতাম আমার বাপ রিটায়ার্ড। আমারে এখনো টাইনা নিয়া যাইতে তার বেজায় কষ্ট হইতেসে। আমি চাইতেসিলাম যত তাড়াতাড়ি পারি বাপের কান্ধ থিকা নাইমা নিজের পায়ে দাঁড়াইতে।

২। ভারতের বিস্তীর্ণ অঞ্চলে মেয়ে হওয়ার অপরাধে জন্মের পরেই নুনের পুঁটলি মুখে ঠেসে খুন করা হয় অগুনতি শিশুকে।
__ আজ ১১১তম নারী দিবস।

৩। যেখানে পুরুষ ব্যর্থ হয়, আমি সেখানে নারীকে দায়িত্ব দিতে বলি।
মানসিকভাবে যে নারী যতো বেশি শিক্ষিত, তাঁকে ততো বড় দায়িত্ব দিতে বলি।

৪। মেয়েরা যখন অফিসে বা বাইরে যায় তখন তাদেরকে বাহনের জন্য অপেক্ষা করতে হয়। কখনো রিক্সাওয়ালা,কখনো গাড়ীওয়ালা,কখনোবা বাড়ীওয়ালার জন্য। এক কঠিন ব্যপার। আমি মনে মনে চাই সকল নারী তার সাধ্য অনুযায়ী নিজের বাহন যেন নিজে চালিয়ে কাজে যেতে পারে।সাইকেল, মোটর সাইকেল, গাড়ি নারী নিজেই চালাতে পারে। ইদানীং অনেক মেয়েদের দেখি মেয়েরা মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে। খুব ভালো লাগে।

৫। ফেনী নদীর পানি এখন 'জল' হয়ে আকাশে উড়ে! আর সীমন্তে পা রাখা সাধারণ মানুষগুলোকে দেখলেই—অন্যকেউ অনেকে 'পাখি' মনে করে!
তবু আসো, আমরা নারী পুরুষ মিলেমিশে পৃথিবীটাকে প্রতিদিন বড় করি...

৬। নারী দিবসে অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা প্রবাসী বাংলাদেশি পুরুষদের বলছি-- "পুরুষের নয়, নারীর প্রেমেই মগ্ন থাকুন।"

৭। আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের কল্যাণময়ী রূপটাই ফুটে ওঠে । পাপিয়ার মত ভয়ঙ্কর রূপ আমাদের প্রত্যাশায় বড় রকমের ধাক্কা দেয়।

৮। পারিবারিক সহিংসতায় প্রতিদিন অপমানিত,নিপীড়িত,নির্যাতিত হয়েও সোহাগিনী হওয়ার চেয়ে অবিবাহিত থাকা অনেক ভালো। নারী দিবসের শুভেচ্ছা।

৯। মেয়েদের শুনুন, বিশ্বাস করুন, সমর্থন করুন, সহিংসতা থেকে বেঁচে থাকার জন্য মানসিক স্বাস্থ্যসেবা ও শক্তির যোগান দিন..
নারীদিবসে কাম্য।

১০। বাঙালি পুরুষের আসলে মানুষ হওয়া উচিত।
সেটা তখনই সম্ভব হবে, যখন তারা নিজেদের দেখে লজ্জিত হবে। এই যে আমি এদেশের অধিকাংশ পুরুষের দিকে আঙ্গুল তুলে কথা বললাম, একটা ক্ষুদ্র অংশ ছাড়া এদেশের পুরুষদের, এই দায় এড়ানোর সাধ্য আসলে অধিকাংশ বাঙালি পুরুষের নেই।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২০ সকাল ১১:১৬

খাঁজা বাবা বলেছেন: এই সব দিবস কি নারীর প্রতি পুরুষের সহিষ্ণুতা কমিয়ে দিচ্ছে না?

০৮ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: এই দিবসটা হাস্যকর হয়ে গেছে।

প্রেস ক্লাবে দেখলাম- কোথা থেকে বিভিন্ন বয়সের অনেক গুলো মেয়ে নিয়ে এসেছে- তারা বিকট সাজ দিয়েছে। এই সাজ দিয়েও তারা তাদের দারিদ্রতা ডাকতে পারি নি।
মাইকে তারা নানান রকম হাসকর কথা বলছে।

২| ০৮ ই মার্চ, ২০২০ সকাল ১১:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ৪। মেয়েরা যখন অফিসে বা বাইরে যায় তখন তাদেরকে বাহনের জন্য অপেক্ষা করতে হয়। কখনো রিক্সাওয়ালা,কখনো গাড়ীওয়ালা,কখনোবা বাড়ীওয়ালার জন্য। এক কঠিন ব্যপার। আমি মনে মনে চাই সকল নারী তার সাধ্য অনুযায়ী নিজের বাহন যেন নিজে চালিয়ে কাজে যেতে পারে।সাইকেল, মোটর সাইকেল, গাড়ি নারী নিজেই চালাতে পারে। ইদানীং অনেক মেয়েদের দেখি মেয়েরা মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে। খুব ভালো লাগে।

এটাতো মান্দাতার আমলের কথা =p~

মেয়েরা এখন বিমান চালায়, দেশ চালায়, সংসার চালায়, পুরুষ চালায় !! এটা ডিজিটাল যুগের কথা :((

০৮ ই মার্চ, ২০২০ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: যাক আপনি কিছুটা আধুনিক হয়েছেন।

৩| ০৮ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
'' আউজ মেয়েকে বলল, রোদে কষ্ট হচ্ছেরে মা?
শামা বলল, না।

তবে শামার কষ্ট হচ্ছিল। কিন্তু সে না বলল শুধু বাবাকে খুশি করার জন্যে।
-বাবা!
-হুঁ।
-আমরা কোথায় যাচ্ছি?
-তোমাকে অদ্ভুত একটা জিনিস দেখাব।
-সেটা কী?
-আগে বললে তো মজা থাকবে না।
-তাও ঠিক। বাবা, অদ্ভুত জিনিসটা শুধু আমি একা দেখব? আমার মা দেখবে না?
-বড়রা এই জিনিস দেখে মজা পায় না। আউজ মেয়েকে ঘাড় থেকে নামাল। সে সামান্য ক্লান্ত। তার কাছে আজ শামাকে অন্যদিনের চেয়েও ভারী লাগছে। পিতা এবং কন্যা একটা গর্তের পাশে এসে দাঁড়াল। কুয়ার মতো গর্ত, তবে তত গভীর না…

আউজ বলল, অদ্ভুত জিনিসটা এই গর্তের ভেতর আছে। দেখো ভালো করে। শামা আগ্রহ এবং উত্তেজিত হয়ে দেখছে। আউজ মেয়ের পিঠে হাত রাখল। তার ইচ্ছা করছে না মেয়েটাকে ধাক্কা দিয়ে নিচে ফেলতে। কিন্তু তাকে যে ফেলতেই হবে। তাদের গোত্র বনি হাকসা আরবের অতি উচ্চ গোত্রের একটি। এই গোত্র মেয়েশিশু রাখে না। তাদের গোত্রের মেয়েদের অন্য গোত্রের পুরুষ বিবাহ করবে? এত অসম্মান?
ছোট্ট শামা বলল, বাবা, কিছু তো দেখি না।

আউজ চোখ বন্ধ করে দেবতা হাবলের কাছে মানসিক শক্তির প্রার্থনা করে শামার পিঠে ধাক্কা দিল। মেয়েটা ‘বাবা’ ‘বাবা’ করে চিৎকার করছে। তার চিৎকারের শব্দ মাথার ভেতরে ঢুকে যাচ্ছে। আউজকে দ্রুত কাজ সারতে হবে। গর্তে বালি ফেলতে হবে। দেরি করা যাবে না। একমুহূর্তও দেরি করা যাবে না। শামা ছোট্ট হাত বাড়িয়ে ভীত গলায় বলছে, বাবা, ভয় পাচ্ছি। আমি ভয় পাচ্ছি বাবা।''
'নবীজি' - হুমায়ুন আহমেদ।

০৮ ই মার্চ, ২০২০ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদ বিশাল এবং মহৎ একটা কাজে হাত দিয়েছিলেন।
দারুন একটা বই হতো। কিন্তু তিনি বইটা শেষ করতে পারলেন না।

৪| ০৮ ই মার্চ, ২০২০ দুপুর ১:০৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যারা মেয়েদেরকে মায়ের মতো, বোনের মতো এবং মেয়ের মতো ভালোবাসতে পারেনা তারা পুরুষই না।

০৮ ই মার্চ, ২০২০ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৫| ০৮ ই মার্চ, ২০২০ দুপুর ১:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মেয়েদের শুনুন, বিশ্বাস করুন, সমর্থন করুন, সহিংসতা থেকে বেঁচে থাকার জন্য মানসিক স্বাস্থ্যসেবা ও শক্তির যোগান দিন..
নারীদিবসে কাম্য।
চমৎকার !
সবগুলি পয়েন্টই ভাল লেগেছে।

০৮ ই মার্চ, ২০২০ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।

৬| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫০

জাহিদ হাসান বলেছেন: দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যারা মেয়েদেরকে মায়ের মতো, বোনের মতো এবং মেয়ের মতো ভালোবাসতে পারেনা তারা পুরুষই না।


সহমত

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

৭| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:২৫

নেওয়াজ আলি বলেছেন: নারীকুলকে সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা ।

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.