নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দেশে করোনা ভাইরাস, সাধারন মানুষ যা ভাবছেন

০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪১



১। শিক্ষা প্রতিষ্ঠানসহ জনসমাগম হয় এরকম স্থানগুলো আগামী পনের দিনের জন্য অন্তত বন্ধ রাখা হোক। শুরুতেই বিস্তার রোধের চেষ্টা করা উচিত।

২। এই দুর্যোগের সময়ে যারা মাস্ক এবং স্যানিটাইজার নিয়ে হীন ব্যবসা করার চেষ্টা করবে পিটিয়ে তাদের পাছার ছাল তুলে নিতে হবে।
আশাকরি র‍্যাব সেটা পারবে।

৩। বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ, অপরিচ্ছন্ন আর সামাজিক সচেতনতাহীন একটা দেশ হবার কারণে এই অঞ্চলে করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করতে পারে। দেশের জনসংখ্যার ঘনবসতি আর চিকিৎসা ব্যবস্থার মান যেহেতু রাতারাতি পরিবর্তন সাধন করা যাবে না, তাই আতঙ্কিত না হয়ে জনসচেতনতা বৃদ্ধিই এই দূর্যোগ মোকাবেলা করার একমাত্র উপায়।

৪। পেঁয়াজ ব্যাবসায়ীদের দিন শেষ...এখন মাস্ক ব্যবসায়ীদের বাংলাদেশ!

৫। কোম্পানির ‘প্রচারের স্বার্থে’ যে শহরে ৩০০ টাকার লাইট ১০০ টাকায় বিক্রি হয়, ঠিক সেই শহরে মানুষের বিপদে ৫ টাকার মাস্ক বিক্রি হয় ৪০ টাকায়!
--যে শহরের আকাশে বাতাসে দিনরাত আল্লাহর পথে আসার জন্য মানুষকে আহ্বান জানানো হয়, ঠিক সেই শহরে পবিত্র রমজান মাসে রীতিমতো পরিকল্পনা করে ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে দেয়া হয়!
হে পৃথিবী শুনে নাও, আমি সেই শহরের বাসিন্দা।

৬। করোনার চেয়েও বেশি লোক মারা যায় সড়ক দুর্ঘটনায়... সড়কে গণহত্যা ঠেকানোর কোন চেষ্টা বা জনসচেতনতা আছে?

৭। আক্রান্ত তিন জন বিএনপি করে কিনা খোঁজ খবর নিয়েছেন আপনারা? ড. হাছান মাহমুদ কি এইটাতে বিএনপির ষড়যন্ত্র খুঁজে পান নাই এখনো?

৮। ইতালি থেকে করোনা ভাইরাস আক্রান্ত মানুষ বিমান বন্দরের স্ক্যানার ফাঁকি দিয়ে বাংলাদেশে প্রবেশ করল কিভাবে, এই প্রশ্ন তুলছেন অনেকেই। ব্রাদার . সিস্টাররা এর উত্তরটা কি খুব কঠিন!

# জনাকীর্ণ বইমেলায় লেখককে খুন করে পালিয়ে যায় খুনীরা সিসি ক্যামেরায় ধরা পড়ে না।
# বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে যায় , হাজার হাজার কোটি টাকা পাঁচার হয়ে যায়।
# পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়।

**** সর্বত্রই লিক আর লিক। আসুন অজস্র লিককে আমরা হরলিকস বানিয়ে খেয়ে ফেলি ....
আর কোন বুদ্ধি দেখছি না!!!!

৯। ১০ টাকার মাস্ক ১০০ টাকায় বিক্রি করছে ধর্মপালন করা ব্যবসায়ী এরা করোনা ভাইরাসের সংক্রমণের চেয়েও মারাত্মক।এদের কি রাষ্ট্র রুখতে পারবে?

১০। প্রবাসীরা দয়া করে প্রবাসেই থাকেন। প্রবাসে এট লিস্ট চিকিৎসা পাবেন। সারা বছর গালি দিয়া করোনা উপহার নিয়ে দেশে আইসেন না! আমরা জনবহুল, গরীব দেশ।

মন্তব্য ৪৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৬

জাহিদ হাসান বলেছেন: করোনারে আর ডরাই না।

আল্লাহ ভরসা

০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: গ্রেট।

২| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কিচ্ছু বলার নেই শুধু দোয়া করি যেন সকলের মঙ্গল হয়।

০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: দোয়ায় কাজ হয় না।

৩| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১:৫৩

নীলসাধু বলেছেন: নিজে এবং পরিবারের সদস্য যারা আছেন সকলেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন!
সাবান দিয়ে হাত ধোয়া ব্যতিরেকে মুখে চোখে হাত দেবেন না।
হাঁচি কাশি দিতে হলে রুমাল চেপে নিন।
জনসমাগম এড়িয়ে চলুন।
ব্যস!
প্রাথমিকভাবে এই কাজগুলো করলেই আমি আপনি সহ আমাদের আশেপাশে থাকা সকলেই নিরাপদ। স্বাস্থ্য সচেতন থাকুন। নিরাপদ হোক সকলের জীবন।

০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
আসল কথা হলো_ সচেতন থাকা।
আমি সচেতন আছি।

৪| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ২:০০

নেওয়াজ আলি বলেছেন: আল্লাহ রহমত করো।

০৯ ই মার্চ, ২০২০ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: আমিন।

০৯ ই মার্চ, ২০২০ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: আমিন।

৫| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ২:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ঠিকাছে বাঁচার চেষ্ট করব।

০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: গুড।

৬| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ২:১৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যারা এইটাকে অজুহাত হিসেবে পন্যের দাম বাড়াতে সরকার তাদের পাছার ছাল তুলে দিক।

০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: দাম যারা বাড়াবে তারা সরকারের কাছের লোকজন।

৭| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ২:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Allah SWT bless you.

০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: হুম।

৮| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৩:০৩

ফয়সাল রকি বলেছেন: ব্যাপারটা এমন নয় যে, করোনা আক্রান্ত মানেই মৃত্য!! মৃত্যুর হার অনেক কম।
তবে আমাদের সচেতন হতে হবে এবং গুজব ছড়ানো ও বিশ্বাস করা হতে বিরত থাকতে হবে ।

০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ঠিক বলেছেন।

৯| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৩৮

শের শায়রী বলেছেন: তিন দিন আগে করোনা নিয়ে পোষ্ট দিয়েছিলাম সেখানে ঠিক এটাই উল্লেখ্য করছিলাম এক শ্রেনীর ব্যাবসায়ী মাস্কের ব্যাবসা করে শত কোটি টাকার মালিক হবে, আজকে দেখুন হাইকোর্ট ও সেটাই বলছে মাস্ক নিয়ে পেঁয়াজের মতো ব্যবসা হচ্ছে কি না, তদারকির আদেশ হাইকোর্টের । কথা হল এটা তদারকিতে হাইকোর্টের আদেশ লাগবে কেন? আর আদেশ দিলেই কি এটা কমে যাবে যদি না যথাযথ কর্তৃপক্ষ এর দিকে খেয়াল রাখে।

আর একটা ব্যাপার জানিয়ে যাই, অচিরেই দেখবেন এই করোনা উপলক্ষ্যে সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এক দফা বাড়বে। বয়স তো কম হল না, কম দেখি নি। দেখবেন লিখে রাখলাম এখানে।

০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: আপনার ভাবনা সঠিক।
আমি সহমত।

১০| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: অসাধু ব্যবসায়ী রোগ নিয়েও ব্যবসা করবে গলাকাটা ব্যবসা। এসব বন্ধ হওয়া উচিৎ ।

০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশে এসব বন্ধ হবে না।

১১| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১১

খাঁজা বাবা বলেছেন: ৭ নং ও ১০ নং লাইক দিলাম :)

০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১২| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৭

বোকা পুরুষ বলেছেন: আপনি তো দেখছেন মাস্ক ব্যবসা আর আমি চিন্তা করতাসি করোনার ভেক্সিন বের হলে সেটা নিয়ে কি ধরনের ব্যবসা হবে, মাঝে মাঝে মনে হ্য় ঐ ভেক্সিন ব্যবসার কারনে আবার করোনা আসলোনা তো? আল্লাহ ভরসা

০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: আল্লাহ আমাদের রক্ষা করবেন।

১৩| ০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:



১ টুকরা পরিস্কার কাপড় থেকে হাতে সেলাই করে মাস্ক তৈরি করা যায় ১০ মিনিটে।

০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: জানি।
ইউটিউবে ভিডিও টা দেখলাম।

১৪| ০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৭

ইসিয়াক বলেছেন: এমনিতে আমার সারাবছর আবহাওয়ার হেরফেরে যখন তখন সর্দি কাশি লেগেই থাকে। তবে কেন জানিনা করোনা চিন্তা খুব একটা মাথায় নেই্। জিনিসপত্রের দাম বাড়লে এবং না পাওয়া গেলে সমস্যায় পড়তে হবে।বেসরকারী স্কুলের চাকরি।
প্রাইভেট টিউশন হচ্ছে মূল আয়ের উৎস। বাচ্চাদের না পড়াতে পারলে আয়ের উৎস থমকে যাবে।আমার মনে হয় সরকার প্রথম থেকে আন্তরিক হলে আরো ভালো হতো। সামনে হয়তো বিপদ আসছে........

০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:২৩

রাজীব নুর বলেছেন: সামনে বিপদ কেটে যাবে।

১৫| ০৯ ই মার্চ, ২০২০ রাত ৮:৩১

ইসিয়াক বলেছেন:

০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: হায় হায়---

১৬| ০৯ ই মার্চ, ২০২০ রাত ৯:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আসুন করোনা ভাইরাসের ছোবল থেকে রক্ষা পেতে আমরা নিম্নোক্ত দোয়াটি পাঠ করি ও যত পারি শেয়ার করি।

০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:২৫

রাজীব নুর বলেছেন: লাভ নাই।
সূরা দিয়ে করোনা থেকে বাঁচা যাবে না।

তাহলে ৪০০০ লোক মারা যেত না।

১৭| ০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:৩২

জাহিদ হাসান বলেছেন: করোনা যদি হয়েই যায় তাহলে সিন্ডিকেটের ভাইদের, রাজনৈতিক নেতাদের ও সাম্প্রদায়িক লোকদের জড়িয়ে ধরুন। :D :D

০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: এইসব নিয়ে হাস্যরস করা ঠিক না ভাইজান।

১৮| ০৯ ই মার্চ, ২০২০ রাত ১১:১২

জাহিদ হাসান বলেছেন: আমি যখন এই ব্যাপারে সিরিয়াস ছিলাম, তখন আপনারা হেসেছিলেন।
এইবার আপনারা সিরিয়াস, আমি এই নিয়ে হাসাহাসি করবো।

০৯ ই মার্চ, ২০২০ রাত ১১:৩২

রাজীব নুর বলেছেন: উফ আল্লাহ !!!

১৯| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১০:০৬

রাশিয়া বলেছেন: মাস্ক কোন ব্যবসা করার জিনিস না। ১০০ টাকার মাস্ক যে কাজ কর, আপনার হাতের রুমালে দুইটা ফিতা লাগালেও একই কাজ করবে। হ্যান্ড স্যানিটাইজার কেবল সার্জারীতে ব্যবহারের জন্য তৈরি - যারা ইন্ডোরে কাজ করেন, তাদের জন্য উপযোগী। যারা বাইরে যান - তাদের জন্য দরকার হল সাবান বা লিকুইড হ্যান্ডওয়াশ। আম জনতার প্রয়োজনেই সাবান গবেষণা করে তৈরি হয়েছে। আশা করি সাবানে টান পড়বেনা। তাই হেক্সাসল কিনতে ফার্মেসিতে ভীড় না করে সাবান ব্যবহার করুন।

১০ ই মার্চ, ২০২০ সকাল ১০:২১

রাজীব নুর বলেছেন: ভালো কথা বলেছেন।

২০| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ১:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সর্বশেষ আর্ন্তজাতিক বিশ্লেষন :
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কিছু রোগের মধ্যে ২০০৩ সালের সার্স ভাইরাসের কথা মনে আছে সবার । ২০০৩ সালের এ ঘটনায় মৃত্যুর হার ছিল ১০ শতাংশ। এর পর ২০১২ সালে মার্সে ভাইরাসে মৃত্যুর হার ৩৫ শতাংশ, ২০১৪ সালে ইবোলায় ছিল ২৫ থেকে ৯০ শতাংশ পর্যন্ত। আর ২০১৯ এ শুরু হওয়ায় করোনায় মৃত্যুর হার ৩ শতাংশের কাছাকাছি।
তাহলে মাত্র মৃত্যুর হার ৩ শতাংশের কাছাকাছি হওয়া সত্বেও কেন এই আতংক ???

.................................................................................................................................................
আসুন নিজেরা সচেতন হই, অন্যকে সাহায্য করি ।

১০ ই মার্চ, ২০২০ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: মানুষ মরতে চায় না।

২১| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কয়েকজনের ভাবনার সাথে আমার ভাবনাও মিলে গেছে।

১০ ই মার্চ, ২০২০ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: খুব ভাল।

২২| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ২:৫৯

সুপারডুপার বলেছেন: আপনার জ্বীনদের খবর কি? জ্বীন দ্বারা করোনা ভাইরাস সনাক্ত ও নির্মূল করা যায় কি না !!! নূরু সাহেব মনে হয় এ বিষয়ে ভালো বলতে পারবেন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.