নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। দীপু মনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন তিনি দেখতাম শুধু বিদেশ বিদেশ ঘুরতেন। এখন তিনি শিক্ষামন্ত্রী, এখন তিনি জেলায় জেলায় ঘোরেন।
২। আজ সকালে অফিসে আসার পথে বনানীতে এক ওষুধের দোকানে গিয়েছিলাম লিকুইড স্যাভলন কিনতে। বিক্রেতা সরাসরি বললেন- নেই। আমার বিশেষ অনুরোধের প্রেক্ষিতে দোকানি একটু ভেবেচিন্তে বললেন- কয়টা লাগবে? আমি বললাম- পাঁচটি। পরবর্তীতে তিনি পাঁচটি নয় তিনটি লিকুইড স্যাভলনের বোতল দিতে রাজি হলেন। তাই আমি নিতে বাধ্য হলাম। বিষয়টি আমাকে হতবাক করলো। সুযোগে চড়া দামে বিক্রি করবে, নয়তো স্টক করে রাখবে।
৩। সড়ক দুর্ঘটনায় প্রতিদিন কমপক্ষে ১০জন করে নিহত হচ্ছেন। অথচ, তিনজন করোনা আক্রান্ত তাতেই হুলস্থুল কাণ্ড।
৪। সাতই মার্চ সরকারি ছুটি'র দাবি জানাচ্ছি ।
৫। উষ্ণ চুম্বন নয়, তোমার ওড়না কেটে দু'টো মাস্ক বানিয়ে দাও।
৬। করোনায় সারা পৃথিবীতে ৩,৮৩১ জন মারা গেছেন।
বাংলাদেশে গতবছর সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৭,৮৫৫ জন।
৭। "মুজিব বর্ষ নিয়ে কেউ অতি উৎসাহিত হবেন না।
এত উৎসাহী থাকলে ৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর লাশ সেখানে পড়ে থাকত না। আমার মা (বেগম ফজিলাতুন্নেছা মুজিব) এবং পরিবারের সদস্যদের রেড ক্রিসেন্টের শাড়ি দিয়ে দাফন করা লাগতো না। এখন আমি মারা গেলে কী হবে, তাও জানি। কাজেই কোনো বাড়াবাড়ি নয়।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
৮। মনের পর্দা বড় পর্দা হইলে, মনে মনে মাস্ক পরিধান করা যায় না ?
দিনে ৫ বড় ওযু করতে কষ্ট হয়, বার বার হাত ধুইতে কষ্ট হয় না ?
৯। বাংলাদেশ করোনায় আক্রান্ত - এই কথাটা ভুল। তিনজন প্রবাসী এই রোগ নিয়ে দেশে প্রবেশ করলে তাদের পৃথক করা হয়েছে। নতুন কেউ শনাক্ত হয়নি। এই সত্যটুকু উপলব্ধিতে আসা দরকার।
১০। পাসপোর্ট অফিসে গেলে মনে হয় ওরা দয়া করে মাগনা পাসপোর্ট দিচ্ছে।
১১। বাইক চালাইতেছে এক লোক দেখলাম, হেলমেট নাই কিন্তু মাস্ক ঠিকই পরসে!
১২। বাংলাদেশ করোনা মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।
তবে একটুখানি সমস্যা। দেশের এতোগুলো বন্দরের মধ্যে শুধুমাত্র শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাকা একমাত্র থার্মাল স্ক্যানারটিও বিকল হয়ে পড়েছে।
১০ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫০
রাজীব নুর বলেছেন: হুম।
২| ১০ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
৩। সড়ক দুর্ঘটনায় প্রতিদিন কমপক্ষে ১০জন করে নিহত হচ্ছেন। অথচ, তিনজন করোনা আক্রান্ত তাতেই হুলস্থুল কাণ্ড।
=== দুর্ঘটনা , নানা রোগে মানুষ মারা যায়। বিনা রোগেও মারা যায়। বয়স হলেও মারা যায়। আপনি যখন জানবেন একটি নির্দিষ্ট কারণে আপনার মৃত্যু হতে পারে তখন ওই কারণ নিয়ে আপনি আতংকিত হবেন। দেশে যদি যুদ্ধ চলতো আমরা কিন্তু যুদ্ধে মারা যাবার ভয়ে থাকতাম।
সুন্দর পোস্ট। ভালো লাগলো।
১০ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৮
রাজীব নুর বলেছেন: ৩। ভালো বলেছেন।
৩| ১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৫
চাঁদগাজী বলেছেন:
দীপুমনি: বানরের হাতে জাতির শিক্ষার দায়িত্ব
১০ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৯
রাজীব নুর বলেছেন: বানর বললেন!!!!!!!!!!!!!! বলতে পারলেন!!!!!!!!!!!!?
৪| ১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৯
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ৭ই মার্চ সরকারি ছুটি হলে ভালোই হয় ।
১০ ই মার্চ, ২০২০ রাত ১০:০০
রাজীব নুর বলেছেন: না ভালো হয় না।
সরকারী ছুটি হওয়া উচিত একদিন।
৫| ১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০০
নীলসাধু বলেছেন: বহু কিছু দেখি এক পোষ্টেই
১০ ই মার্চ, ২০২০ রাত ১০:০০
রাজীব নুর বলেছেন: ই য়ে স !
৬| ১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৪
কৃষ্ণ কমল দাস বলেছেন: ৩। সড়ক দুর্ঘটনায় প্রতিদিন কমপক্ষে ১০জন করে নিহত হচ্ছেন। অথচ, তিনজন করোনা আক্রান্ত তাতেই হুলস্থুল কাণ্ড
চরম সত্য বলেছেন।
১০ ই মার্চ, ২০২০ রাত ১০:০১
রাজীব নুর বলেছেন: এই জন্যই আমরা বাঙ্গালী।
৭| ১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৭ নং পয়েন্টটা ফেসবুক ছাড়া অন্য কোথাও দেখিনি। কোন লিঙ্ক আছে রাজিব ভাই।
১০ ই মার্চ, ২০২০ রাত ১০:০৩
রাজীব নুর বলেছেন: না লিংক নাই।
৮| ১০ ই মার্চ, ২০২০ রাত ৮:২৫
সোহানী বলেছেন: আমরা কিছু একটা নিয়ে বিজি থাকতে পছন্দ করি। সব ঠিক হয়ে যাবে.....
১০ ই মার্চ, ২০২০ রাত ১০:২০
রাজীব নুর বলেছেন: ঠিক কথা।
৯| ১০ ই মার্চ, ২০২০ রাত ৯:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সারা বছরই ছুটি ঘোষণা করা হোক।
১০ ই মার্চ, ২০২০ রাত ১০:২২
রাজীব নুর বলেছেন: হা হা হা---
১০| ১০ ই মার্চ, ২০২০ রাত ৯:৩৩
ঢাবিয়ান বলেছেন: াবাংলাদেশের মানুষকে আতংকিত মোটেও মনে হচ্ছে না
১০ ই মার্চ, ২০২০ রাত ১০:২৩
রাজীব নুর বলেছেন: তবে হুজুকে লাফাচ্ছে।
১১| ১০ ই মার্চ, ২০২০ রাত ১০:০৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিয়মিম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন অন্তত ৫বার হাত ধোয়া হবে আর তাতে
করোনা হওয়ার সম্ভবনা ৫০% কমে যাবে। বাকী ৫০% কমে যাবে আল্লাহর
কাছে গুনাহ মাফের জন্য তওবা করলে। নামাজ পড়ুন, তওবা করুন আর
আল্লাহর উপর ভরসা রাখুন। গজব উঠিয়ে নিবেন সৃষ্টিকর্তা।
১০ ই মার্চ, ২০২০ রাত ১০:২৫
রাজীব নুর বলেছেন: এই ''করোনা'' গজব কি আল্লাহ দিয়েছেন??
১২| ১০ ই মার্চ, ২০২০ রাত ১০:২৫
নেওয়াজ আলি বলেছেন: সুপাঠ্য, সুশোভন লেখা ।
১০ ই মার্চ, ২০২০ রাত ১০:২৯
রাজীব নুর বলেছেন: আমি নিজেও বেশ শোভন।
১০ ই মার্চ, ২০২০ রাত ১০:৩০
রাজীব নুর বলেছেন: আমি নিজেও বেশ শোভন।
১৩| ১০ ই মার্চ, ২০২০ রাত ১১:০৩
মাহমুদুর রহমান বলেছেন: কিছু বলার নেই
১১ ই মার্চ, ২০২০ সকাল ৯:২৬
রাজীব নুর বলেছেন: এটাই ভালো।
১৪| ১১ ই মার্চ, ২০২০ রাত ১২:১৮
এ্যাক্সজাবিয়ান বলেছেন: একজনকে নতুন দেখা যাইতেছে।
১১ ই মার্চ, ২০২০ সকাল ৯:২৭
রাজীব নুর বলেছেন: কে??
কার কথা বলছেন?
১৫| ১১ ই মার্চ, ২০২০ দুপুর ২:৪২
ইসমত বলেছেন: এ্যাক্সজাবিয়ান বলেছেন: একজনকে নতুন দেখা যাইতেছে।
নূর মোহাম্মদ নূরু কি?
১১ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৪
রাজীব নুর বলেছেন: আমি জানি না।
১৬| ১১ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন: লেখক বলেছেন: এই ''করোনা'' গজব কি আল্লাহ দিয়েছেন??
গজব দেবার সাধ্য কি চীনের বা আমেরিকার আছে??
ইসমত বলেছেন: এ্যাক্সজাবিয়ান বলেছেন: একজনকে নতুন দেখা যাইতেছে।
নূর মোহাম্মদ নূরু কি?
সম্ভবত আপনার চোখের সমস্যা !!
১১ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০৩
রাজীব নুর বলেছেন: হুম ঠিকই বলেছেন, ইদানিং চোখে সমস্যা দেখা দিচ্ছে।
তবে আরেকটা কথা, ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে।
১৭| ১১ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২০
হাসান রাজু বলেছেন: আপনি ৫ টি (!) লিকুইড সোপ কিনতে গেলেন কেন ?
১১ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৪
রাজীব নুর বলেছেন: লাগে। দরকার লাগে।
আমরা চার ভাই। আর মার জন্য একটা।
১৮| ১১ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৩২
জে.এস. সাব্বির বলেছেন: সড়ক দুর্ঘটনা নিয়েও দেশের মানুষ উদ্বিগ্ন কিন্তু সচেতন না। nকরোনা নিয়েও পাবলিকের সেম অবস্থা। হুজুগ! বাঙালী শব্দের সমার্থক।
১১ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৫
রাজীব নুর বলেছেন: বাঙ্গালীরা নির্বোধ।
১৯| ১১ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০১
মনিরা সুলতানা বলেছেন: হ মনের পদ্দা বড় পদ্দা !!
১১ ই মার্চ, ২০২০ রাত ১০:৩২
রাজীব নুর বলেছেন: ওকে।
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৫
ইসিয়াক বলেছেন: ভালো