নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
বেঁচে থেকে আর কি হবে-
এই ধরনের ভাব নিয়ে দিব্যি বেঁচে আছি
কতশত রঙিন স্বপ্ন দেখে সাদাকালো চোখ।
দেশের এই অবস্থার জন্য দায়ী কে?
সরকারী দল নাকি বিরোধী দল?
এখানে আমাদের দোষটা কোথায়?
জেনে গেছি আমি সাফল্যের তিনটি শর্ত
অন্যের থেকে বেশী জানুন
অন্যের থেকে বেশী কাজ করুন
অন্যের থেকে কম আশা করুন
আল্লাহ আমাকে বটবৃক্ষ'র মতো ধৈর্য্য দাও
তা নাহলে আমি বিশ্বসংসার তছনছ করে দিবো
পরে আমারে কিন্তু কিছু বলতে পারবা না
জানি ঈশ্বরে বিশ্বাস আর ভূতে বিশ্বাস একই কথা!
১১ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৮
রাজীব নুর বলেছেন: হে হ---
২| ১১ ই মার্চ, ২০২০ বিকাল ৩:০৫
আলমগীর সরকার লিটন বলেছেন: আপনি বলে কবিতা লেখতে পারেন না
এই চমৎকার লেখেছেন স্যালুট জানাই
১১ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৯
রাজীব নুর বলেছেন: দূর-- এটা কোনো কবিতা হলো!!!!
৩| ১১ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১১
হাসান মাহবুব বলেছেন: ছাড়াছাড়াভাবে ভালো। বিক্ষিপ্ত।
১১ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২২
রাজীব নুর বলেছেন: এটা কোনো ক্ষিপ্তই না।
৪| ১১ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২১
রাজীব নুর বলেছেন: দূর-- এটা কোনো কবিতা হলো!!!!
৫| ১১ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৩৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ছবি দেখেই ভয় পেয়েছি। পুতুল দেখলেই ভয় লাগে।
মাঝে মাঝে কবিতা চাই রাজীব ভাই। অনেক ভালো লাগলো।
আল্লাহ আমাকে বটবৃক্ষ'র মতো ধৈর্য্য দাও
জানি ঈশ্বরে বিশ্বাস আর ভূতে বিশ্বাস একই কথা!
এই দুটিলাইন কিছুতেই মেলাতে পারলাম না। আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন আবার ঈশ্বরে বিশ্বাস নিয়ে সন্দিহান। তবে এটা সত্যি , আল্লাহ কে বিশ্বাস করলে ভূতে নয় জ্বিনে বিশ্বাস করতেই হবে। এখন আপনার বিবেচনা।
১১ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১১
রাজীব নুর বলেছেন: মিল নাই।
মিল ছাড়া।
৬| ১১ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪৫
ইসিয়াক বলেছেন: কেমন কেমন যেনো।
ভালো তবে বড্ড অগোছালো।
১১ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১১
রাজীব নুর বলেছেন: আমার লেখা মানেই বড্ড অগোছালো।
৭| ১১ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
১১ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১১
রাজীব নুর বলেছেন: শুকরিয়া বোন।
৮| ১১ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০৩
নেওয়াজ আলি বলেছেন: ভাবনা অনন্য।
১১ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১২
রাজীব নুর বলেছেন: হে হে---
৯| ১১ ই মার্চ, ২০২০ বিকাল ৪:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি আধুনিক মানুষ না
তাই আধুনিক কবিতা বুঝিনা,
তার জন্য মনে কোন ক্ষেদ না
তাই আধুনিক কবিতাও খুঁজিনা।
১১ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১২
রাজীব নুর বলেছেন: তাহলে তো আপনি অচল হয়ে যাবেন।
১০| ১১ ই মার্চ, ২০২০ বিকাল ৪:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহ আমাকে বটবৃক্ষ'র মতো ধৈর্য্য দাও
জানি ঈশ্বরে বিশ্বাস আর ভূতে বিশ্বাস একই কথা!
স্ববিরোধী স্বত্তার জন্য আমি লেখকতে অছন্দ করি।
কি বিশ্বাস আর কি প্রকাশ তা তিনি নিজেই বোঝেন না
তবে রাজীব নুর খান একটা মাঝারি ধরনের বোকা মানুষ
নয়তো আধা চালাক। বোকা ভালো, চালাক ও ভালো তবে
আধা চালাক কিম্বা আধা বোকা মানুষ হয় সাংঘাতিক!!
আমি যা বিশ্বাস করি তাই প্রকাশ করি, হয়তো আমার
কথায় অনেকেই আহত হয় তবুও সত্যে থাকতে চাই।
১১ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৩
রাজীব নুর বলেছেন: মানুষ কোনো একসময় বিশ্বাস আর অবিশ্বাসের মাঝামাঝি থাকে।
১১| ১১ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২৩
নতুন বলেছেন: কবিতার নাম করে কিছু লিখলেই তা কবিতা হয়ে যায়
তাই কিছু মানুষ কিছু ক খ গ লিখেই কবি হয়ে যায়
তাতে যদি কেউ ব্যঙ্গ করে তবে সেটা জনপ্রিয় হয়ে যায়
তখন কবি সেটাকে আধুনিক কবিতা বলে চালু হয়ে যায়।
১১ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৪
রাজীব নুর বলেছেন: একদম ঠিক বলেছেন।
১০০% রাইট।
১২| ১১ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৩
আসোয়াদ লোদি বলেছেন: জীবনানন্দ বলেছেন, কবিতা বুঝবে কবিতা বোদ্ধাগণ। কবিতা সবার জন্য লিখা হয়না।
১১ ই মার্চ, ২০২০ রাত ১০:৩০
রাজীব নুর বলেছেন: ১৯৯০ সালে সাপ্তাহিক পূর্ণিমা ম্যাগাজিনে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ এক সাক্ষাতকারে বলেছেনঃ ''অকবিদের হাত থেকে কবিতাকে রক্ষা করুন।''
১৩| ১১ ই মার্চ, ২০২০ রাত ১০:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহ আমাকে বটবৃক্ষ'র মতো ধৈর্য্য দাও
তা নাহলে আমি বিশ্বসংসার তছনছ করে দিবো
পরে আমারে কিন্তু কিছু বলতে পারবা না
জানি ঈশ্বরে বিশ্বাস আর ভূতে বিশ্বাস একই কথা!
এই প্যারাতে আপনি কি বোঝাতে চেয়েছেন??
আল্লাহর কাছে চাইছেন কিছু আবার বলছেন
ঈশ্বরে বিশ্বাস আর ভূতে বিশ্বাস একই কথা।
কি নামে ডাকবো আপনাকে আস্তিক না নাস্তিক !!!
১১ ই মার্চ, ২০২০ রাত ১০:৩২
রাজীব নুর বলেছেন: এই লাইন আপনি বুঝবেন না। আস্তিকেরা এই লাইন বুঝবে না।
১৪| ১১ ই মার্চ, ২০২০ রাত ১১:২৫
কিরমানী লিটন বলেছেন: ভাই, আল্লাহর দোহাই- আপনি কবিতা বাদ দিয়ে পথের পয়াঁচালি নিয়েি ভালো থাকুন। উল্টা পাল্টা লিখে চালিয়ে দিয়ে নিরীহ কবিতার আজাব ডেকে আনবেন না
১২ ই মার্চ, ২০২০ সকাল ৯:০২
রাজীব নুর বলেছেন: হে হে---
১৫| ১২ ই মার্চ, ২০২০ ভোর ৪:৪২
কাছের-মানুষ বলেছেন: সফ্যল্যের তিনটি শর্ত যেটা দিয়েছেন সেটা আমার কাছে সাফল্যের সূত্র মনে হয়নি বরং সুখের তিনটি সূত্র হতে পারে। প্রত্যাশা বেশী থাকলে হতাশ হতে হয়।
শেষের যুগল লাইনে আপনার আপনার ধর্ম বিশ্বাস ফুটে উঠেছে, এটা আপনার ব্যাক্তিগত ব্যাপার।
কবিতা ভালো হয়েছে।
১২ ই মার্চ, ২০২০ সকাল ৯:০৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
১৬| ১২ ই মার্চ, ২০২০ সকাল ৯:১৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কবিতাও না গল্পও না তবে স্ববিরোধী।
১২ ই মার্চ, ২০২০ সকাল ৯:৩৩
রাজীব নুর বলেছেন: রাইট।
১৭| ১২ ই মার্চ, ২০২০ সকাল ১০:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতার মত হয়েছে কবিতা হয়নি । শেষের প্যারায় পরস্পরবিরোধী কথা বলেছেন ?
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৪
রাজীব নুর বলেছেন: কবিতা হলো আবেগের খেলা। এই রাত, এই দিন। এই আচমকা আস্তিক, এই নাস্তিক।
১৮| ১২ ই মার্চ, ২০২০ সকাল ১১:০৫
নীল আকাশ বলেছেন: আল্লাহ আমাকে বটবৃক্ষ'র মতো ধৈর্য্য দাও
জানি ঈশ্বরে বিশ্বাস আর ভূতে বিশ্বাস একই কথা!
স্ববিরোধিতা অন্য কারও চেয়ে নিজেকেই পথভ্রষ্ট করে আর ক্ষতি করে বেশি।
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৫
রাজীব নুর বলেছেন: যেটাকে ক্ষতি বলছেন সেটা আসলে উন্নতি।
১৯| ১২ ই মার্চ, ২০২০ সকাল ১১:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: এই লাইন আপনি বুঝবেন না। আস্তিকেরা এই লাইন বুঝবে না।
আপনি কি তা হলে স্বঘোষিত নাস্তিক !!
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৬
রাজীব নুর বলেছেন: আস্তিক নাস্তিকের মধ্যে আমি নাই।
২০| ০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ১১:০৫
Subdeb ghosh বলেছেন: ভালো উপলদ্ধির সময়োচিত কবিতা।
০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০২০ দুপুর ২:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাধারণ একটি কবিতা।