নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
পুরুষ মানুষের সকল ভোগান্তির কারণ- নারী
সক্রেটিস কি বলেছিলো মনে নেই তোমাদের?
নারী জগতে বিশৃংখল ও ভাঙ্গনের সর্বশ্রেষ্ঠ উৎস
পৃথিবীর ধর্মগ্রন্থ গুলোও নারীদের নিয়ে খেলেছে।
খৃষ্টধর্ম মতে নারীরাই নরকের প্রবেশ দ্বার-
ইহুদীধর্ম মতে নারীর চেয়ে পাপিষ্ট পুরুষও শতগুণে ভালো
বৌদ্ধধর্ম মতে নারীকে সকল পাপের জন্য দায়ী করা হয়েছে
হিন্দুধর্ম মতে, নারীদের অতীব হীন ও নীচু প্রাণী মনে করা হতো
মুসলিমরা দাবী করে তারা সবচেয়ে বেশি নারীকে সম্মান দিয়েছে
এই আধুনিক যুগে সবাই জানে, ধর্মগ্রন্থ লিখেছে মূর্খ পুরুষ মানুষ।
পুরুষের চেয়ে নারীর সাহস বেশী
বেশী সাহসের কারনে নারীর দুঃখ-কষ্ট পেতে হয়
তবু বেঁচে থাকুক সমস্ত নারী।
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৩
রাজীব নুর বলেছেন: হুম।
২| ১২ ই মার্চ, ২০২০ সকাল ১০:৩৮
নীল আকাশ বলেছেন: এই আধুনিক যুগে সবাই জানে, ধর্মগ্রন্থ লিখেছে মূর্খ পুরুষ মানুষ।
মূর্খতা আপেক্ষিক বিষয়। অনেক বড় বড় বিজ্ঞানীদের'কেও সমসাময়িক এবং পরবর্তি কালে মূর্খ ভাবা হতো।
পরে সেটাই আহাম্মকের কাজ বলে প্রমানিত হয়েছে।
আমি জানি না দেখেই সেও জানে না সেটা ভাবা ভুল এবং অজ্ঞতার লক্ষণ।
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৭
রাজীব নুর বলেছেন: আমি যে অজ্ঞ এই বিষয়ে আমার কোনো দ্বন্দ নাই।
আমি স্বীকার করি।
৩| ১২ ই মার্চ, ২০২০ সকাল ১১:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মোটা মুটি নয় !! আমার ধারণা আপনার জীবনের
লিখিত সব চেয়ে উত্তম "সনেট" এটি!!
কি করে এমন সুন্দর করে লিখেন?
হিংসে হয় !!!
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৮
রাজীব নুর বলেছেন: মুরুব্বী আপনাদের ভালোবাসা।
৪| ১২ ই মার্চ, ২০২০ সকাল ১১:১৯
আখেনাটেন বলেছেন: আমি-আপনি আমরা সবাই কি নারীদের সঠিকভাবে (মানুষ) মূল্যায়ণ করছি? নিজ নিজ ঘর থেকেই শুরু হোক কী বলেন?
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২০
রাজীব নুর বলেছেন: ভাই আমার ঘরে নারী ঘঠিত কোনো সমস্যা নাই। সুরভি আছে সেই রকম। তার কোনো কাজে আমি বাধা দেই না। এবং আরেকটা কথা বলি- আমাদের বাসার সবাই আধুনিক চিন্তার মানুষ। তাদের মধ্যে কোনো প্রকার কুসংস্কার নেই।
৫| ১২ ই মার্চ, ২০২০ সকাল ১১:২৭
আলমগীর সরকার লিটন বলেছেন: মন্তব্যের ভাষা খুঁজে পেলাম রাজীব দা
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৫
রাজীব নুর বলেছেন: খাইছে আমারে!!!!
৬| ১২ ই মার্চ, ২০২০ সকাল ১১:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন: লেখক বলেচেনঃ
এই আধুনিক যুগে সবাই জানে, ধর্মগ্রন্থ লিখেছে মূর্খ পুরুষ মানুষ।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো. আফজল বলেছেন
"কোরান-হাদিসের বিধানমতে এবং চৌদ্দশো বছরের ইসলামিক বিধিবিধান অনুসারে
যেভাবে পৃথিবীতে এবাদত বন্দেগী চলছে তাতে নারী সম্প্রদায়ের ইমামতি
করার কোনও বিধান নেই।"
কিন্তু যারা নারী ইমামতিতে নামাজের ব্যবস্থা চালু করেছেন তারা বলছেন
নবীর মুহাম্মদের সময় আরবের মসজিদে আয়েশা রা: নারীদের নামাজে
ইমামতি করতেন, যেটি নবী নিজেও অনুমোদন করেছিলেন।
এ প্রসঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বলছেন "এটা সম্পূর্ণ মিথ্যা ও ভ্রান্তিমূলক কথা।
মি: আফজল বলছেন "নারীদের জন্য পর্দার আড়াল থেকে একজন পুরুষ ইমামতি করেন। বিশ্বের কোনও
মুসলিম দেশে এমন কিছু নাই। নবী করিম জীবনদশা যে বিধান রেখে গেছেন এটা পরিপূর্ণ, তার সাথে
যোগ করা বা বিয়োগ করার কোন এখতিয়ার নেই"।
বিশেষ কিছু কারনে মেয়েরা নবুয়তীও লাভ করো নাই
সুতরাং ধর্মগ্রন্থ পুরুষেরাই লিখেছেন এবং তসলীমাদের
মত নারীরা ছড়া সব মহিলারাই তা মেনে নিয়েছেন।
পুরুষদের বিরুদ্ধে বিষোদগার করার হেতু বুঝলাম না।ল
এই আধুনিক যুগে সবাই জানে, ধর্মগ্রন্থ লিখেছে মূর্খ পুরুষ মানুষ।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো. আফজল বলেছেন
"কোরান-হাদিসের বিধানমতে এবং চৌদ্দশো বছরের ইসলামিক বিধিবিধান অনুসারে
যেভাবে পৃথিবীতে এবাদত বন্দেগী চলছে তাতে নারী সম্প্রদায়ের ইমামতি
করার কোনও বিধান নেই।"
কিন্তু যারা নারী ইমামতিতে নামাজের ব্যবস্থা চালু করেছেন তারা বলছেন
নবীর মুহাম্মদের সময় আরবের মসজিদে আয়েশা রা: নারীদের নামাজে
ইমামতি করতেন, যেটি নবী নিজেও অনুমোদন করেছিলেন।
এ প্রসঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বলছেন "এটা সম্পূর্ণ মিথ্যা ও ভ্রান্তিমূলক কথা।
মি: আফজল বলছেন "নারীদের জন্য পর্দার আড়াল থেকে একজন পুরুষ ইমামতি করেন। বিশ্বের কোনও
মুসলিম দেশে এমন কিছু নাই। নবী করিম জীবনদশা যে বিধান রেখে গেছেন এটা পরিপূর্ণ, তার সাথে
যোগ করা বা বিয়োগ করার কোন এখতিয়ার নেই"।
বিশেষ কিছু কারনে মেয়েরা নবুয়তীও লাভ করো নাই
সুতরাং ধর্মগ্রন্থ পুরুষেরাই লিখেছেন এবং তসলীমাদের
মত নারীরা ছড়া সব মহিলারাই তা মেনে নিয়েছেন।
পুরুষদের বিরুদ্ধে বিষোদগার করার হেতু বুঝলাম না।
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২২
রাজীব নুর বলেছেন: মুরুব্বী রাখেন আপনার ইসলামিক ফাউন্ডেশন। আপনি জানেন ইসলামী ফাউন্ডেশনে বছরে কত কোটি টাকা ঘুষ লেনদেন হয়? কাজেই যারা অসৎ তাদের কোনো কথার মূল্য নেই আমার কাছে।
৭| ১২ ই মার্চ, ২০২০ দুপুর ১:৫০
নেওয়াজ আলি বলেছেন: সুনিপুণ ও বস্তুনিষ্ঠ লেখা।
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৮| ১২ ই মার্চ, ২০২০ দুপুর ২:০৫
চাঁদগাজী বলেছেন:
ধর্মগ্রন্হ যারা লিখেছে, তারা ব্লগিং করার সুযোগ পায়নি; পেলে নারী হতো উপাসনার যোগ্য, সন্তান তো পুরুষের পেটে জন্মে না!
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৯
রাজীব নুর বলেছেন: শতাব্দীর সেরা কথা বলেছেন।
আপনি আসলেই ওস্তাদ লোক।
৯| ১২ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১০
নিভৃতা বলেছেন: খুব সুন্দর লিখেছেন। ভালো লাগা জানিয়ে গেলাম।
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৫
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
১০| ১২ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৩৩
আখেনাটেন বলেছেন: লেখক বলেছেন: ভাই আমার ঘরে নারী ঘঠিত কোনো সমস্যা নাই। সুরভি আছে সেই রকম। তার কোনো কাজে আমি বাধা দেই না। এবং আরেকটা কথা বলি- আমাদের বাসার সবাই আধুনিক চিন্তার মানুষ। তাদের মধ্যে কোনো প্রকার কুসংস্কার নেই। -- জেনে ভীষণ খুশি হলুম রাজীব দা।
তবে সুরভী ভাবীর সোয়ামীটার বাষট্টি স্ক্রুর মধ্যে দু-তিনটা যে আলগা বা ঢিলা হয়ে গেছে তা কি ভাবীজান জানে।
ভালো থাকুন পরিবার, পরিজন ও পরীকে নিয়ে।
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪৭
রাজীব নুর বলেছেন: না সুরভি জানে না।
আমার ব্লগ জীবন সুরভির কাছ থেকে দূরে রাখি। রাখতে হয়।
১১| ১২ ই মার্চ, ২০২০ রাত ১০:৫০
Subdeb ghosh বলেছেন: অপূর্ব কবিতা। মুগ্ধ।
১২ ই মার্চ, ২০২০ রাত ১১:৩১
রাজীব নুর বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০২০ সকাল ১০:২৫
ইসিয়াক বলেছেন: একটি মোটামোটি আধুনিক কবিতা<একটি মোটামুটি আধুনিক কবিতা