নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ৪৭

১৩ ই মার্চ, ২০২০ রাত ১০:৫৭



আমার আরেকটা বিয়ে করতে ইচ্ছা করে।
দুইটা বউ থাকলে তো অনেক সুবিধা। অনেক আনন্দ। সুরভি কাপড় আয়ন করতে পারে না। দোকান থেকে মাসে অনেক টাকার কাপড় আয়রন করিয়ে আনতে হয়। আরেকটা বিয়ে যেটা করবো সেটা আগেই জেনে নিবো মেয়েটা কাপড় আয়রন করতে জানে নাকি। ঘর ধোয়া মুছা করতে জানে কিনা। সুরভি ঘর মুছে না। কাপড়ও ধোয় না। এমন কি থালা বাসনও ধোয় না। এজন্য বুয়া রাখতে হয়েছে। বুয়া রাখা মানে বাড়তি খরচ। কাজেই আরেকটা বিয়ে করতে হবে। স্ত্রীলোক নিজ সংসারের কাজ করবে এটা স্বাভাবিক নিয়ম। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম- দুইজন থাকলে সুবিধাই- সুবিধা। একটা সংসারে অনেক কাজ থাকে। দুইজন মিলেমিশে ঘরের কামকাজ ভাগ করে নিবে। বাহ!

সুরভি যদি অনুমতি দেয়, তাহলে করে ফেলব।
অবিশ্বাস্য হলেও সত্য যে, আমাদের বুয়া মাসে ১৫ দিন আসে না। হিসাবে ছোট সংসার, বুয়ার কোনো দরকার নাই। দুই বউ যদি মিলে মিশে থাকে তাহলে সংসারে শান্তিই শান্তি। একদিন সুরভির সাথে থাকবো, একদিন নতুন বউয়ের সাথে থাকবো। না আমি বেঈমানি করবো না। দু'জনকে ভরণপোষণ সমান সমান দিবো। মরতে তো হবে, আল্লাহর কাছে কি জবাব দেব- যদি দুই চোখ দুইরকম করি! একটা গ্রামের দরিদ্র মেয়ে বিয়ে করবো। ইন্টার পাশ হলেই চলবে। মেয়েটার ভালো রান্নার গুন অবশ্যই থাকতে হবে। প্রচুর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। কোনো চাহিদা থাকা যাবে না। স্বামীর কথাই হবে তার শেষ কথা।

বাসা ভরতি মেহমান।
এই মেহমান একবেলা খেয়েই চলে যাবে- এরকম না। এরা সাত দিন থাকবে। আমি সাত দিনের জন্য ভরপুর বাজার করেছি। অতি মাত্রায় বাজার করেছি। বাজার এত বেশি করেছি যে সুরভি রেগে গেছে। ফ্রিজেও নাকি জায়গা নেই। শ্বশুর বাড়ির মেহমান কম বাজার করলে হয়! দুই হালি কক মূরগী কিনেছি। সাথে দুইটা ফার্মের মূরগী। তিন কেজি গরুর মাংস। বিশাল এক রুই মাস (বাজার থেকেই কাটিয়ে এনেছি। দুইটা বড় শোল মাছ। লাউ দিয়ে রান্না হবে। দুই কেজি চিংড়ি মাছ (বড় টা)। সব রকমের সবজি। চার রকমের ফল। নানান রকম বিস্কুট। অথচ এইসব আমি খাই না। গত একমাস ধরে রাতে ভাত খাই না। শুধু মুড়ি খাই।

সেদিন মার সাথে খুব ঝগড়া হয়ে গেল।
গত চারদিন মার সাথে কোনো কথা নেই। সেদিন রাতে মার শরীর হঠাত খুব খারাপ করলো। একদম যায় যায় অবস্থা। অবশ্য তখন আমি বাসায় ছিলাম না। রাতে বাসায় ফিরে শুনেছি। সুরভি বলল, যাও মার সাথে দেখা করে আসো। আমি যাই নি। আজ বাসায় কেমন একটা উৎসব উৎসব ভাব। ঘটনা কি? ঘটনা হলো আজ মায়ের জন্মদিন। সুরভি সকালে বিশাল এক ফুলের তোড়া মাকে দিয়েছে। হয়তো মার জন্য একটা শাড়িও কিনে রেখেছে। রাতে দিবে। আমরা চার ভাই। সবাই মাকে শুভেচ্ছা জানিয়েছে। শুধু আমি ছাড়া। আমার খুব রাগ। বংশ থেকে লোকজন জমিজমা, টাকা পয়সা পায়। আমি পেয়েছি শুধু রাগ। সীমাহীন রাগ।

এদিকে আমার মন ভালো নেই।
পরী অসুস্থ। মামস হয়েছে। দুই গাল ফুলে গেছে। গলা ব্যথা। বেচারি আরাম করে খেতেও পারছে না। ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বলেছেন, ভয় নেই। দুই তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। গত দুই দিন পরী স্কুলেও যায় নি। সন্ধ্যায় আরবী পড়তেও যায় নি। এলোহা ক্লাশেও যায় নি। শিশু একাডেমীও যায় নি। সারাদিন বাসায় বন্ধী। বাসায় মেহমানের মধ্যে দুইজন কিউট পিচ্চি আছে। তাদের পেয়ে পরী ভীষন খুশি। ওদের সাথে পরী খেলছে। সুরভি রান্না নিয়ে ভীষন ব্যস্ত। শুধু মেহমানদের জন্য রান্না না, পুরো বাড়ির সবার জন্যই রান্না করতে হচ্ছে। এটা আমাদের বাসার অলিখিত নিয়ম।

মন্তব্য ৩৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০২০ রাত ১১:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন: অবস্যই বিয়ে করবেন। আমাদের দাওয়াত দিবেন তো?

১৩ ই মার্চ, ২০২০ রাত ১১:৩৫

রাজীব নুর বলেছেন: অবশ্যই দাওয়াত দিবো।
বিয়ে শাদী আনন্দের ব্যাপার।

২| ১৩ ই মার্চ, ২০২০ রাত ১১:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাহেব কি আমার উপর রেগে আছেন?
গোমরা মুখ করে আছেন মনে হয়!!

ইচ্ছাটা যে দুষ্টভারি
বিয়া করতে চান।
দুই কান কাটা যাবে
খোয়াবেন মান!!

পরী মা'টা কষ্ট পাবে
আসলে সৎমা
ইচ্ছাটা তাই ছুড়ে ফেলুন
বিয়েকে বলুন না !

১৩ ই মার্চ, ২০২০ রাত ১১:৩৬

রাজীব নুর বলেছেন: মুরুব্বী আমি মোটেও আপনার উপর রেগে নেই।
আমি জানি আপনি আমকে ভালোবাসেন। স্নেহ করেন।

৩| ১৩ ই মার্চ, ২০২০ রাত ১১:১০

ইসিয়াক বলেছেন: ছি!!

১৩ ই মার্চ, ২০২০ রাত ১১:৩৬

রাজীব নুর বলেছেন: কি হলো ???!!!

৪| ১৩ ই মার্চ, ২০২০ রাত ১১:১৬

Hasan Robiul বলেছেন: আপনি কি ভাই লুলা খাওয়ান ? না কি বউ মানেই সেক্স আর সন্তান জন্মের মেশিন ! [ ভুল ক্ষমা করবেন যদি আপনার বউ কোন টাকা আয় করার মত চাকরি করে ]

১৩ ই মার্চ, ২০২০ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: ওকে।

৫| ১৩ ই মার্চ, ২০২০ রাত ১১:৩৯

নেওয়াজ আলি বলেছেন: নন্দিত উপস্থাপন ।

১৩ ই মার্চ, ২০২০ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: হুম।

৬| ১৩ ই মার্চ, ২০২০ রাত ১১:৪১

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,





চার চারটি বিয়ে পর্যন্ত জায়েজ। আপনার যে সমস্যা তাতে আরো গোটা দশেক বিয়ে করলেও সমস্যা মেটে কিনা সন্দেহ আছে। এই তো সুরভীর ( ভাবীর) গাল ফুলে গেছে । তার ফোলা গালে গরম পানির পল্টুস দিতেও তো আর একটা বউ লাগবে..... এগারো নম্বর............. :( B-)) :``>>

১৩ ই মার্চ, ২০২০ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: এত গুলা বিয়ে করলে বউ কে খায়াবো কি??
আবেগকে কাজ করলে হবে। বিবেকটাকে জাগ্রত রাখতে হবে।

৭| ১৩ ই মার্চ, ২০২০ রাত ১১:৪৩

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




থুক্কু................. সুরভী নয়, পরী।

১৩ ই মার্চ, ২০২০ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন: বুঝতে পেরেছিলাম।

৮| ১৩ ই মার্চ, ২০২০ রাত ১১:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: Hasan Robiul বলেছেন: আপনি কি ভাই লুলা খাওয়ান ? না কি বউ মানেই সেক্স আর সন্তান জন্মের মেশিন !

হাসান রবিউল খুব মাইন্ড করেছে!! সে আপনাকে খুব পছন্দ করে, সুরভী, পরীকেও । তাই আপনার দ্বিতীয় বিয়ের কথা শুনে
মাথা ঠিক রাখতে পারেনাই। আপনার দুষ্ট খায়েশটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। সম্প্রতি আপনার মাথাটা আউলা হয়ে গেছে।
বসন্তের বাতাসে এমন হতেই পারে । কারণ বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ খানের বাড়ি আসে !!

১৩ ই মার্চ, ২০২০ রাত ১১:৫৬

রাজীব নুর বলেছেন: আসলেই মাথা আউলায়ে গেছে।
অনেকদিন সমুদ্রে যাই না,পাহাড়ে যাই না।
মনটা আনচান করছে!
কিছু দিন সমুদ্রে আর পাহাড়ে বেড়াতে পারলে মনটা শান্ত হতো।

৯| ১৩ ই মার্চ, ২০২০ রাত ১১:৫৬

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




খাওয়াবেন কি মানে ? রিজিকের মালিক উপরওয়ালা। খাওয়াবেন তিনি। আপনি কে যে বান্দাকে খাওয়া যোগানোর দুঃসাহস করেন ? ;)
চক্ষু বুঁজে করে ফেলুন..................

১৪ ই মার্চ, ২০২০ রাত ১২:০০

রাজীব নুর বলেছেন: সাহস পেলাম।
ভরসা পেলাম।
আজকাল সাহস আর ভরসা কেউ দেয় না।

১০| ১৪ ই মার্চ, ২০২০ রাত ২:২৯

অনল চৌধুরী বলেছেন: একাধিক বউ যখন নিজেদের মধ্যে চুলাচুলি করবে আর আপনার অসুস্থতার সময় সম্পত্তি লিখে দেয়ার জন্য মারামারি করবে,তখন বুঝবেন,২/৮ বিয়া করার মজা কতো !!!!!

১৪ ই মার্চ, ২০২০ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: চুলাচুলি করে বাংলা সিনেমায়। বাস্তবে না।
আর আমার কোণো সম্পত্তি নাই।

১১| ১৪ ই মার্চ, ২০২০ রাত ২:৩৩

সোহানী বলেছেন: ভেরি গুড...। জি এস ভাই চমৎকার সাজেশান দিয়েছেন। বলে করবেন চারটা, আর না বলে করবেন এগারোটা ;)

তবে একটা প্রশ্ন, বিয়ের আগে সুরভি ভাবী ঘরের কি কি কাজ করতে পারে তার পরীক্ষা নিয়েছেন? উনি কি পাশ করেছেন সে সব পরীক্ষায়? উনি আপনার কি কি পরীক্ষা নিয়েছিল? যাইহোক, এখনো সুযোগ আছে দেশে অনেক কাজের লোক পাওয়া যায় .... দেখে শুনে একটা কাজের লোক বিয়ে করে ফেলেন B-))

১৪ ই মার্চ, ২০২০ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: বোন আমি কাজের লোক বিয়ে করবো???!!!!!!!!!!

১২| ১৪ ই মার্চ, ২০২০ রাত ২:৩৬

চাঁদগাজী বলেছেন:


আপনি কি এখনো বেকার, নাকি ফ্রি-ল্যান্সিং করছেন?

১৪ ই মার্চ, ২০২০ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: বেকার।

১৩| ১৪ ই মার্চ, ২০২০ সকাল ১১:৪০

রোকসানা লেইস বলেছেন: বউ কি ঘরের কাজের লোক? এই মানসিকতা আউলা ছাউলা আর ফাজলামো করে লেখা হলেও তোমার থেকে এমন লেখা দেখে তোমার মানসিকতার সংকির্ণতাই প্রকাশ পেলো।
যদিও সবাই ফান হিসাবেই নেয়ার চেষ্টা করছে। কিন্তু যে কারণ দেখিয়ে বিয়ে করতে চাচ্ছ সেটা খুবই বাজে মানসিকতার প্রকাশ পেয়েছে।
বিদেশে কাজের লোক ছাড়া মানুষ হাজার রকম কাজ নিজের হাতে করে আর বাংলাদেশে এখনো বিয়ে করে বউদিয়ে কাজ করানোর মানসিকতা সব জায়গায় আছে তুমি সেটাতে বেশ প্রাণ দিচ্ছো। আরেকটা বিয়ে না করে নিজে কাজ করার চেষ্টা করো। যে বউটা আছে তাকেও যেন কিছু করতে না হয় যদি সে ইচ্ছা না করে।
যারা জনপ্রিয় ব্লগার হয় তাদের দায়িত্ব অনেক।

১৪ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: আমি এরকম না। এই পোষ্ট মজা করেই দিয়েছি।
যারা আমার লেখা নিয়মিত পড়েন তারা ভালো করেই জানেন- আমার মানসিকতা এমন নয়।

১৪| ১৪ ই মার্চ, ২০২০ সকাল ১১:৪৪

রানার ব্লগ বলেছেন: বসন্তের বাতাস লাগছে আপনার উপরে !!!

১৪ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: খারাপ বাতাস লাগছে।
পানি পড়া খেতে হবে।

১৫| ১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৩:০৯

অজ্ঞ বালক বলেছেন: পোস্ট দেইখা ফেসবুকের বিখ্যাত গ্রুপ কি জানি নাম, মাসনা সুলাসা রুবায়া-র কথা মনে পইড়া গেলো। যোগ দিয়া পোস্ট পইড়া আরো যুক্তিসংগত লেখা দিতে পারবেন। কেউ ছি ছি করার চান্স পাইবো না।

১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পরামর্শের জন্য।

১৬| ১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাজিব খান অমন পোলা না,
তবে একটু লুল !! কখন কি বলে
তার ঠিক ঠিকানা নাই, তবে একটু
উত্তম মাধ্যম দিলে ম্যাওপ্যায় বন্ধ হয়ে যায়।
মেরুদণ্ড দূর্বল, যা বিশ্বাস করে তা বলেনা। যা
বলে তা বিশ্বাস করেনা। যা করে তা করতে চায়না
কিন্তু করে ফেলে আফসোস করে।

১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: সাইক্রিয়াটিস্ট বা জ্যোতিষি হতে চেষ্টা করবেন না মুরুব্বী।
যা আছেন তাই থাকেন। হে হে--
নইলে রাতে সর্বনাশ হবে।

১৭| ১৪ ই মার্চ, ২০২০ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:


স্যরি, আমার প্রশ্নে 'বেকার' শব্দটা ব্যবহার করা ঠিক হয়নি; বলার দরকার ছিলো, "আপনি কি চাকুরী পেয়ে গেছেন, নাকি এখন ফ্রি-ল্যান্সিং করছেন"।

১৪ ই মার্চ, ২০২০ রাত ১১:৫৭

রাজীব নুর বলেছেন: বেকার থাকা এবং কাউকে বলা আমি বেকার এটা খুব কষ্টের। খুব যন্ত্রনার। অপমানের বটে।

১৮| ১৪ ই মার্চ, ২০২০ রাত ১০:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: সাইক্রিয়াটিস্ট বা জ্যোতিষি হতে চেষ্টা করবেন না মুরুব্বী।
যা আছেন তাই থাকেন। হে হে--
নইলে রাতে সর্বনাশ হবে।

তান্ত্রিক বিদ্যা মানে যাদু টোনা করেন নাকি? একবার অবশ্য নাগাদের দেশে গেছিলেন।
বা ন মেরে সর্বনাশ ঘটাবেন না।

১৪ ই মার্চ, ২০২০ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: সর্বনাশ বলতে আমি বুঝিয়েছি রাতে আপনার কাছে ভূর পাঠাবো। সেই ভূত আপনার ঘুম হারাম করে দিবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.