নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৩৮

১৪ ই মার্চ, ২০২০ সকাল ৯:৩৮



১। আমাদের দেশে ডাক্তার আর পুলিশদের সবাই খারাপ চোখে দেখে। কিন্তু বিপদের সময় এই দুইজনই আমাদের সবচেয়ে বড় বন্ধু।

২। এক জীবনে যতটুকু ভালো ব্যবহার করবেন, ততটুকু ভালো ব্যবহার ফেরত পাবেন।
যতটুকু খারাপ ব্যবহার করবেন, ততটুকু খারাপ ব্যবহার পাবেন। এটাই অলিখিত নিয়ম।

৩। ঈশ্বরের কাছ থেকে ক্ষমা পাওয়া যায়। কিন্তু প্রকৃতি কাউকে ক্ষমা করে না। সে কঠিন প্রতিশোধ নেয়।

৪। বিশ্ব বিখ্যাত ডাচ আর্টিষ্ট 'Vincent van Gogh'। বিশ্বখ্যাত এই আর্টিষ্ট নিয়ে আমাদের শেখানো হয়, জীবনের শেষ দিকে সে তার মানষিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং যার ফলে সে নিজের কান নিজেই কেটে ফেলে। কথাটা কিন্তু একদম ভূল। কান কেটে ছিল ঠিকই কিন্তু তার বন্ধু আর্টিষ্ট 'Paul Gauguin' এর সাথে তরবারি খেলায় দূর্ঘটনাক্রমে কান কেটে যায়। তবে এই সত্য Vincent van Gogh এর মৃত্যুর আগ পর্যন্ত কেউ জানতে পারেন নাই। কোন এক অজ্ঞাত কারনে দু'জনেই এই বিষয়ে চুপ ছিল।

৫। আমি বুঝতে পারি গভীর, গভীর সংকট আমার, আর তার স্থায়িত্ব এবং কদর্য্তা এতো বেশী যে তা চিন্তা করে স্না্যুগুলো আর বশে থাকছে না। মাঝে মাঝে স্নায়ু এতোই অস্বাভাবিক ও উত্তেজিত হয়ে পড়ে যে ঘুম-ই আসে না। প্রথমে আমার চিন্তা গুলোর মধ্যে যুক্তি থাকে। তারপর একসময় যুক্তিগুলো ছিন্ন-ভিন্ন হয়ে যায়। এবং সাময়িক মস্তিস্ক বিকৃত ঘটে। আমি আমার ভবিষৎ জানি।

৬। আজ আমাকে একজন বলল- সর্বশ্রেষ্ঠ ফল হচ্ছে- তরমুজ।

৭। করোনাভাইরাসের কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় "ন্যাশনাল ইমার্জেন্সি" ঘোষণা দিয়েছেন। কদিন ধরে দেখছি করোনাভাইরাস নিয়ে কিছু মানুষ ইউরোপ আমেরিকার মানুষদের নিয়ে সমানে ব্যাঙ্গাত্মক কথাবার্তা বলছে। আমেরিকানদের "করোনা" হলে তারা যেন খুশি হবে। কেউ কেউ এতবেশি আবেগী যে ইউরোপিয়ান আমেরিকানদের "করোনা দন্ডে" দন্ডিত করে দেয়। চারদিকে অমানুষ আর অমানুষ।

৮। যুক্তরাজ্যে দশ হাজার মানুষ করোনা ভাইরাস আক্রান্ত, চিকিৎসা সেবা পরিহার করার কথা বলেছেন বরিস জনসন।
দেশের ৬০% মানুষ বেঁচে যাবে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়া, বৃদ্ধদের মৃত্যু ক্ষতির কিছু নেই এমনই মনোভাব।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪৪

ইসিয়াক বলেছেন: হুম!

১৪ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: !

২| ১৪ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
১ নং এর জন্য হাজার ভালোলাগে।

১৪ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ১৪ ই মার্চ, ২০২০ সকাল ১০:২৬

রাশিয়া বলেছেন: ১ নং এর সাথে একমত নই। সারা জীবন খারাপ ব্যবহার করেও মানুষের কাছে থেকে ভালো ব্যবহার পেয়েছে - এরকম অনেক নজীর আমি দেখেছি এন্ড ভাইস ভার্সা। প্রকৃত পুরষ্কার/শাস্তির স্থান পরকাল।

৬। সর্বশ্রেষ্ঠ ফল বলে কিছু নেই। একেক ফলে একেক পুষ্টি উপয়াদান থাকে। ভিটামিন সি সবচেয়ে বেশি থাকে আমলকিতে

৭। এই বিশ্বে হাজার রকম মানসিকতার মানুষ আছে। সবার কথা আপনার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, কিন্তু সবার কথা সহ্য করতে না পারলে টিকে থাকা খুব কঠিন হবে।

১৪ ই মার্চ, ২০২০ সকাল ১০:৩৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনার চিন্তিত মতামতের জন্য।

৪| ১৪ ই মার্চ, ২০২০ সকাল ১০:৫২

নেওয়াজ আলি বলেছেন: মোল্লাদের কে নিয়ে অনেকে মজা করে, আর মানুষ মরলে তাদেরই দরকার হয়।

১৪ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: তাও ঠিক।

৫| ১৪ ই মার্চ, ২০২০ সকাল ১১:৩৬

মাস্টারদা বলেছেন: সবটাই দু নম্বরে

১৪ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: হে হে---

৬| ১৪ ই মার্চ, ২০২০ দুপুর ১:১৭

Subdeb ghosh বলেছেন: ২ নং মিলাতে পারিনি এখনো।

১৪ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: দেরী হোক, যায় নি সময়।

৭| ১৪ ই মার্চ, ২০২০ দুপুর ২:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন:





৥৥৥ বিপদে পরলে পুলিশ সবচেয়ে বড় বন্ধু - স্যার - ভাই - এমনকি বাপ ! পাত্র খুঁজতে বাংলাদেশের টপ ফাইভ অব ওয়ান পাত্র পুলিশ ! আর আন্দোলনে জনৈক লম্পট নারীর প্লেকার্ডে পুলিশ কোন - - - - - - -

১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০০

রাজীব নুর বলেছেন: হুম !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.