নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

করোনা ভাইরাস নিয়ে মানুষের চিন্তা ভাবনার শেষ নেই

১৪ ই মার্চ, ২০২০ দুপুর ২:০৮



১। ক‌রোনা ঠেকা‌তে মক্কা বন্ধ, আর আমা‌দের এখা‌নে মস‌জি‌দে জমা‌য়েত ক‌রে মোনাজাত চল‌ছে! ওয়াজ কর‌তে না দি‌লে হুম‌কি চল‌ছে! স্কুলও খোলা।

২। আচ্ছা যদি মন্ত্রী মহোদয়েরা করোনায় আক্রান্ত হন তাহলে কোন দেশে চিকিৎসা করাতে যাবেন ? নাকি দেশেই চিকিৎসা করাবেন? ওনারাতো আবার দেশে চিকিৎসা করান না। এদিকে দেশে দেশে ফ্লাইট বন্ধ হচ্ছে। মহাবিপদে পড়ে যাবেন যে।

৩। এই যে সচেতনতার কথা বলা হচ্ছে এসব কি দিনমজুর খেটে খাওয়া মানুষজন জানে? যারা রাস্তাঘাটে কফ থুতু ফেলে তাদের মাঝে সচেতনতা সৃষ্টির কোন উদ্যোগ নেয়া হয়েছে ?আমার যদি সামর্থ্য থাকত তবে এই মুহূর্তে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরণ করতাম ....।

৪। দোহাই লাগে, স্কুল-কলেজ বন্ধ করুন৷
আর এই করোনা-পরিস্থিতিতে যাঁরা ক্লাস টেস্টের তারিখ দিয়ে রেখেছেন, সেসব বেকুব শিক্ষকের শাস্তির দাবি জানিয়ে রাখছি।

৫। করোনা ভাইরাস প্রতিরোধের পরামর্শের সঙ্গে খাপ খাইয়ে নিতে এক রকম লড়াই করছেন প্রিন্স চার্লস। ছেড়েছেন পেশাদার হ্যান্ডশেকিং। তবে কখনও কখনও আনমনে হাত বাড়িয়ে দিচ্ছেন রাজ পরিবারের সদস্য।

৬। রেমিট্যান্স এর সাথে ভাইরাসও আসতেই পারে।
সাবধানে থাকতে অসুবিধা কি?

৭। মাস্ক হোক আর ওষুধ হোক, অথবা যা-ই হোক। মানুষের বিপদে কিংবা দুর্দিনে ৮ টাকার জিনিস ৮০ টাকায় বিক্রি করাকে ব্যবসা বলে না। ওটা ডাকাতি, প্রতারণা। প্রতারণায় মুনাফা করা অর্থ একজন ব্যবসায়ী কাকে খাওয়াবে? তার পরিবারকে? কিংবা তার সন্তানকে?

৮। # চীনের উহানের তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রির নিচে ও কাছাকাছি।
# ইরানে ১০ ডিগ্রির কাছাকাছি।
# দক্ষিণ কোরিয়ায়ও ১০ ডিগ্রির অনেক নিচে।
# ইতালিতে ১৫ ডিগ্রির নিচে।
অর্থাৎ মোটামুটি ১৫ ডিগ্রির উপরে তাপমাত্রা আছে এমন ক্ষেত্রে করোনা খুব একটা প্রভাব ফেলতে পারেনি।

৯। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ুক সকল মৌলবাদ ধর্মান্ধ সাম্প্রদায়িক অপশক্তির বিনাশী শক্তি হিসেবে।

১০। প্যানিক ছড়ানো বা আতঙ্কিত হওয়ার দরকার নেই। স্বাভাবিক জীবনযাপন করুন। যদি এখানে করোনার রোগী বাইরে থেকে ভাইরাস নিয়ে আসেও আর তাপমাত্রা এমনই থাকে তাহলে ভাইরাস প্রাকৃতিকভাবে নির্মূল হয়ে যাবে। তবে নিজেকে সম্পূর্ণ নিরাপদ রাখতে পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। পরিবার-পরিজন সবাই সুস্থ থাকুন। সচেতন হোন, ভালো থাকুন,আল্লাহ্ ভরসা।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২০ দুপুর ২:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
দোহাই লাগে, স্কুল-কলেজ বন্ধ করুন৷ সকল প্রকার জমায়েত বন্ধ করুন কিছুদিনের জন্য। কয়েকটি মুসলিম দেশে মসজিদে জুম্মা/ জামাত বন্ধ আছে।

১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫৫

রাজীব নুর বলেছেন: ইয়েস।

২| ১৪ ই মার্চ, ২০২০ দুপুর ২:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




প্যানিক ছড়ানো বা আতঙ্কিত হওয়ার দরকার নেই। স্বাভাবিক জীবনযাপন করুন। যদি এখানে করোনার রোগী বাইরে থেকে ভাইরাস নিয়ে আসেও আর তাপমাত্রা এমনই থাকে তাহলে ভাইরাস প্রাকৃতিকভাবে নির্মূল হয়ে যাবে। তবে নিজেকে সম্পূর্ণ নিরাপদ রাখতে পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। পরিবার-পরিজন সবাই সুস্থ থাকুন। সচেতন হোন, ভালো থাকুন,আল্লাহ ভরসা।

১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: ইয়েস। ইয়েস।

৩| ১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৯

করুণাধারা বলেছেন: ভালো লাগলো আট নাম্বারে দেয়া তথ্য। এটা জানা ছিল না।

১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

৪| ১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৯

রোহান খান বলেছেন: আল্লাহ তা'য়ালা সবাই কে হেফাজত করুন। আমিন।

১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: খোদার খেলা বড় জটিল!

৫| ১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪৪

মাহমুদুর রহমান বলেছেন: মানুষ উৎসুক প্রকৃতির তাই চিন্তাভাবনারও শেষ নেই।

১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: "The Eyes of Darkness" নামক একটি পুস্তক। যেটা 1981 সালে প্রকাশিত হয়। লেখকের নাম "Dean Koontz"

উক্ত পুস্তকের 353 থেকে 356 নম্বর পৃষ্ঠায় করোনা ভাইরাস সম্বন্ধে আলোচনা করা হয়েছে।

বইটিতে লেখা রয়েছে, করোনা ভাইরাস বুহান এলাকার একটি ল্যাবরেটরিতে গোপনে সংরক্ষণ করে রাখা হয়েছে। পরবর্তীকালে চীন এটা ব্যবহার করবে সে দেশের গরীব জনগণকে হত্যা করতে। করোনা-র কারণে চীনের বহু দরিদ্র মানুষ মারা যাবে।

৬| ১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
করোনা আতঙ্কে ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের সব স্কুল ও কলেজ বন্ধের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। জিনিউজ জানিয়েছে, শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য দেওয়া হয়েছে। ওই পত্রিকার প্রতিবেদনে বলা হয়, করোনার আতঙ্কের জের। করোনার হানা শিক্ষায়। আগামী সোমবার থেকে পশ্চিমবঙ্গের সব স্কুল ও কলেজ বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার।

নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে স্কুল কলেজ এবং মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান।

১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: কুয়েতে দুই সপ্তাহ ছুটি ঘোষনা করা হয়েছে।

৭| ১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমার কি হালকা ভাবে নিচ্ছি !! আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না। সময় এখনো আছে। দুই দিন পর হয়তো এই সময়ের জন্য হাহাকার করতে হবে। উপায় থাকবে না। :(

১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: এই ভাবনা আমরা ভাবলে হবে না।
সরকারকে ভাবতে হবে।

৮| ১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:



দেশে কি সরকার এখনো আছে?

১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: আছে মানে!
হাসিনার সরকার আছে। আছে বলেই আমরা বেঁচে আছি। টিকে আছি।

৯| ১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমাদের ভাবতে হবে এবং সরকার কে ভাবাতে হবে।
কি ভাবে সেটাই এখন ভাববার বিষয়।

১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: ইয়েস মেরে ভাই।
আই এগ্রি।

১০| ১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

এতো গুলো ব্লগার থাকতে সরকার ভাববে না কেন ? সরকার কে ভাবতে হবে। ব্লগিং করে লাভ কি ?
আমার দুই একটা কবিতা আর রাশিয়ান শৈশব দিয়ে করোনা ঠেকানো যাবে না। স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ হবে না।

১৪ ই মার্চ, ২০২০ রাত ১১:৫৬

রাজীব নুর বলেছেন: সৌরভ ভাই দেশে বহু জ্ঞানী গুনী, যোগ্য আর দক্ষ লোক আছে। তাদের উপর ভরসা রাখুন।
আমার বিশ্বাস তারা যথাসময়ে প্রয়োজনীয় কাজটা করে ফেলবেন।

১১| ১৪ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫০

আমি সাজিদ বলেছেন: আপনি যে বইয়ের নাম বললেন আর চীন ভাইরাস বানাবে রেফারেন্স দিলেন, এইটা অথেনটিক মনে হচ্ছে না । আপনি নিজেও গুজব বিশ্বাস করলেন না তো ?

১৪ ই মার্চ, ২০২০ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: বিশ্বাসে মিলায় বস্তু,তর্কে বহুদূর।

১২| ১৪ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৪

নিভৃতা বলেছেন: উপস্থিতি জানান দিলাম। পরে পড়িয়া মন্তব্য করিব।

১৫ ই মার্চ, ২০২০ রাত ১২:০০

রাজীব নুর বলেছেন: এই যে জানান দিয়ে গেলেন এতটুকুতেই মন ভরে গেছে।

১৩| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১২:২৩

নিভৃতা বলেছেন: ভয় পাবো না, ভয় পাবো না বলেও কিন্তু ভয় লাগছে। আল্লাহ জানেন কী আছে ভবিষ্যতে। আল্লাহই ভরসা।

১৫ ই মার্চ, ২০২০ রাত ১২:৫৯

রাজীব নুর বলেছেন: পৃথিবীর অন্যান্য দেশের অনেক ক্ষতি হলেও আআমদের কিচ্ছু হবে না।
টেনশন ফ্রি থাকেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.