নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সারা বিশ্বকে কাপিয়ে দিয়েছে 'করোনা'
বিশ্ব আজ 'করোনা' আতঙ্কে বড় অস্থির
পৃথিবীর সমস্ত মানুষ আজ দিশেহারা
বিশ্বসংসার তছনছ করে দিচ্ছে 'করোনা'
মানুষ অসহায় হয়ে পড়েছে বড্ড বেশি
তবে কি সৃষ্টির সেরা জীব কি হেরে যাবে?
করোনা ছোঁয়াচে, হতে হবে খুব সাবধান
সন্তানকে বুকে জড়িয়ে পিতার কপালে ভাঁজ
প্রিয় মানুষের জন্য বুকের মধ্যে করে হাহাকার
প্রতিটামুহুর্ত সচেতন থাকার সময় এসেছে আজ
সমস্ত রকম বন্যপ্রানী থেকে থাকতে হবে দূরে
ধুয়ে মুছে পরিস্কার রাখতে হবে ঘর দুয়ার সব।
হে দয়াময়, হে পরম করুনাময় মহান প্রভু
আমার ফরিয়াদ শোনো, শুনতেই হবে তোমাকে
চীন, যুক্তরাষ্ট্র প্রতিষেধক আবিস্কারের আগেই
হয়তো দেশে-দেশে লক্ষ কোটি মানুষ যাবে মরে
তাই তুমি এই ভাইরাস থেকে আমাদের মুক্তি দাও
মানুষ নিশ্চয়ই তোমার চেয়ে শক্তিশালী নয়।
১৬ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪০
রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশে ভালো কিছু আশা করা বোকামি।
আমি সব আশা ছেড়ে দিয়েছি।
খাক ওরা লুটেপুটে। সব তো নষ্টদের দখলে চলেই গেছে।
২| ১৬ ই মার্চ, ২০২০ সকাল ৯:৩৬
চাঁদগাজী বলেছেন:
মানুষ যদি নিজের জ্ঞান দিয়ে নিজকে রক্ষা করতে না পারে, অন্য কোন শক্তি তা করতে পারবে না, মানুষ থেকে শক্তিশালী কেহ নেই।
১৬ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪০
রাজীব নুর বলেছেন: মানূষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়। মানুষ অসহায় হয়ে পড়ে- তখন অদৃশ্য প্রভুই তার শেষ ভরসা।
৩| ১৬ ই মার্চ, ২০২০ সকাল ১০:০২
অলিউর রহমান খান বলেছেন: আমিন। দয়াময় প্রভু যদি রক্ষা না করেন আমাদের উপায় নেই।
১৬ ই মার্চ, ২০২০ দুপুর ১:৫৩
রাজীব নুর বলেছেন: দয়াময় এবার আমাদের মনে হয় দয়া করবেন না।
৪| ১৬ ই মার্চ, ২০২০ সকাল ১১:২৬
আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ লেখেছেন রাজীব দা
১৬ ই মার্চ, ২০২০ দুপুর ১:৫৩
রাজীব নুর বলেছেন: কি যে বলেন!!
৫| ১৬ ই মার্চ, ২০২০ দুপুর ২:০৪
খায়রুল আহসান বলেছেন: 'করোনা' থেকে বাঁচার জন্য মানুষের করণীয় সম্পর্কে লিখেছেন, এজন্য ধন্যবাদ।
প্রভুর উপর বিশ্বাস রাখার সাথে সাথে ধর্মীয় অন্যান্য অনুশাসনগুলিও মেনে চলতে হবে, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলা, ভোগবাদী মনোবৃত্তি পরিহার করা, মানবিক হওয়া, পর্যাপ্ত পরিমানে ঘুমানো, ইত্যাদি।
১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৩৭
রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আমি খুশি।
৬| ১৬ ই মার্চ, ২০২০ দুপুর ২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। করোনা করিও ক্ষমা শিরোনাম হলে আরও ভালো হতো।
১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৩৮
রাজীব নুর বলেছেন: করোনা করিও ক্ষমা
ইয়েস। ইউ রাইট।
৭| ১৬ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩৫
নেওয়াজ আলি বলেছেন: ভালো থাকুন। একমাত্র আল্লাহই রক্ষাকর্তা ।
১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৩৯
রাজীব নুর বলেছেন: করোনা নিয়ে এখন আর মজা করার সময় নেই।এই বিষয়টা এখনো অনেকের মাথাতেই ঢুকছেনা।বিশ্বের সবাই যেন সুস্থ হয়ে যায়,এটাই সবার প্রার্থনা হওয়া উচিত।
৮| ১৬ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৬
ইসিয়াক বলেছেন: আল্লাহ আমাদের সহায় হউক।
১৬ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৪
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
৯| ১৬ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৮
ইসিয়াক বলেছেন: যাক বাঁচলাম ,
আমি তো মনে করলাম কি না কি প্রতি মন্তব্য করেন।
নামাজ পড়েন বন্ধু্। আল্লাহর কাছে মাফ চান।
নিশ্চয় আল্লাহ আমাদের সহায় হবেন।
১৭ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪৩
রাজীব নুর বলেছেন: পাপ কি করেছি যে মাফ চাইবো?
১০| ১৭ ই মার্চ, ২০২০ রাত ১:২২
এস এ মেহেদী বলেছেন: গত মাসেইতো কইলাম আমাগোর লাগি দোয়া করতে!
১৭ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪৪
রাজীব নুর বলেছেন: হুম।
১১| ১৭ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৩৭
Subdeb ghosh বলেছেন: দাদা আপনি চমৎকার লিখেন।
১৭ ই মার্চ, ২০২০ রাত ৯:৪৬
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
১২| ১৮ ই মার্চ, ২০২০ রাত ১২:০৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
করোনার কি করুনা করার ক্ষমতা আছে?
যার কাছে করুনা চাইবেন তার কাছে না
চেয়ে বোকামীর পরিচয় দিলেন !!
১৮ ই মার্চ, ২০২০ সকাল ৯:১০
রাজীব নুর বলেছেন: অন্ধকারে আমি থাকতে চাই না।
১৩| ১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: অন্ধকারে আমি থাকতে চাই না।
অথচ অন্ধকারেই আপনার বসবাস।
১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২৩
রাজীব নুর বলেছেন: নো নেভার।
©somewhere in net ltd.
১| ১৬ ই মার্চ, ২০২০ সকাল ৯:৩৪
চাঁদগাজী বলেছেন:
দেশ রক্ষার জন্য যেমন মিলিটারীর দরকার, মহামারী থেকে জাতিকে রক্ষার জন্য নিয়মিত মেডিক্যাল বাহিনী দরকার, বাংলাদেশে সেটা কেহ ভাবেনি। হাসপাাতালের লোকজন মহামারীর রোগীর সেবা করার সম্ভাবনা নেই।