নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সাধারন মানুষ শুধুই ভেবেই যায়, এছাড়া তাদের আর কিচ্ছু করার নেই!

১৮ ই মার্চ, ২০২০ সকাল ৯:২৭

একটা বদ্ধ উম্মাদ জাতির 'করোনাছুটি' উপভোগে মেতে থাকা......

১। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কোনো ভাবেই 1700 এর বেশি হবে না। কারন বাংলাদেশের করোনা নিরুপনকারী টেস্টিং কিট আছে মাত্র 1700টি। আর একটি টেস্টিং কিট দিয়ে একজনকেই পরীক্ষা করা যাবে। অতএব হিসাব অত্যন্ত সোজা। চিল্লায়া বলেন... ঠিক বললাম কি না?

২। আজ অত্যন্ত জরুরী কাজে পরপর দুইবার পাঠাও রাইডে চড়তে হলো। সংক্রমন থেকে রক্ষা পেতে এসব রাইডে এখন হেলমেট ব্যবহার কতটুকু নিরাপদ? ট্রাফিক আইনে আরোহীর জন্য কিছুদিন হেলমেট ব্যবহার বন্ধ রাখা ভাল বলে মনে করি। সংক্রমনের এই বিষয়টা নিয়ে কেউ কি ভাবছেন?

৩। গণস্বাস্থ্য কেন্দ্র করোনা ভাইরাস সনাক্তে কিট বানাতে সক্ষম হয়েছে। খরচ পরবে ২০০ টাকা।
এখন পর্যন্ত সরকার বাহাদুর কি ছিড়লো??

৪। করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়া বা করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়াকে যারা মনে করে অকারণ প্যানিক হওয়া, তারা বরং ভ্যাকেশন, ফুল,পাখি, লতাপাতা, প্রেম বিরহ কবিতা,লুতুপুতু হাসি ঠাট্টা মশকরা,সেলফি নিয়ে থাকুক।

৫। ৯ মার্চ থেকে ১৬ মার্চ এক সপ্তাহে বিদেশ থেকে এদেশে ফিরেছেন ১ লাখ ৪ হাজার মানুষ। তাঁরা এমন ৬০টি দেশ থেকে ফিরেছেন, যেগুলোতে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। তাঁদের অধিকাংশ বাংলাদেশের বিভিন্ন জেলায় নিজ নিজ বাড়িতে চলে গেছেন। করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত করার একমাত্র কেন্দ্রটি ঢাকায় অবস্থিত। প্রয়োজন প্রতিটা জেলায় শনাক্তকরণ কেন্দ্র খোলা এবং প্রত্যেক বিদেশফেরত ব্যক্তিকে অন্তত দুই সপ্তাহ কারেন্টিনে রেখে পরীক্ষা করার উদ্যোগ নেওয়া।

৬। মুজিববর্ষকে ঘিরে মুজিবের এত অবমাননা আপনি কিভাবে সহ্য করছেন মাননীয় শেখ হাসিনা?নাকি কোনটা শ্রদ্ধা আর কোনটা অবমাননা আপনি বোঝেন না? নাকি জাতির পিতাকে মহিমান্বিত করার সঠিক পন্থা আপনি জানেন না?
আমারই তো কষ্ট হচ্ছে, আপনার হচ্ছে না? লজ্জা লাগছে,আপনার লাগছে না?
# ১৬ কোটি মানুষের সাথে প্রতারনা করে ক্ষমতায় থাকা মানুষের লজ্জা থাকলে তো লজ্জা করবে?!
লজ্জাহীনতাই এদেশে শক্তির প্রতীক।

৭। করোনার কারণে বাজার থেকে চাল, ডাল এনে মজুত করছেন, অথচ ওয়াক করে থুতু ফেলা বন্ধ করছেন না। এই চাল, ডাল খেয়ে মরতে পারবেন তো...

৮। মার্কিন চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, বাংলাদেশে করোনাভাইরাস আরো ১০ থেকে ১৫ গুণ ভয়ঙ্কর হবে। বঙ্গবন্ধুকন্যা কোটি কোটি টাকা ঢেলে আতশবাজিতে করেছেন। ভরপুর উৎসব আনন্দ করেছেন। কিন্তু জীবনঘাতি মহামারীমার্কিন চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, বাংলাদেশে করোনাভাইরাস আরো ১০ থেকে ১৫ গুণ ভ'য়ঙ্কর হবে।

৯। দল মত ধর্ম নির্বশেষে সবার চরম অসতর্কতাই পারে করোনা ভাইরাসকে আরো দ্রুত ঘরে ঘরে পৌঁছে দিতে।

১০। আজকে জাতিরপিতা বেঁচে থাকলে গালে দুইটা বন চটকানা দিয়া জন্মদিন পালন ছুটায় দিতো!

১১। ফজরের আযানের সুরটা ভীষণ মোহনীয়তায় মোড়া! পাখির কলকাকলিতে সুরভিত! অসীম করুণাময় স্রস্টা মানব জাতিকে এই অকুল পাথার থেকে মুক্তির পথ দেখাক..

১২। বাঙালীদের চিন্তার প্যাটার্ন যেন কেমন । এরা টিকে থাকার জন্যে যা যা করতে হয়, তা করে ।
এই যেমন, সাগর সাঁতরে অন্য দেশে পাড়ি দেওয়া, যেকোনো কাজ করা। অন্যকে ঠকিয়ে লাভবান হওয়া ইত্যাদি ।
যেকোনো মহামারীতে উৎসব পালন করা --- এ এক অদ্ভুত জাতি।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২০ সকাল ১০:১০

ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: আপনার স্কুলের অনুষ্ঠান কেমন হলো??

অনুষ্ঠান খুব ভালো হয়েছে,অনুষ্ঠান আরো বড় করে হতো । সব কাট ছাট করতে হয়েছে। যাহোক কেকের ভিতরে লেখায় বানান ভুল ছিলো, বাক্যগঠনও ভালো হয়নি। আমার যা লিখে দিয়েছিলাম সেটা না লিখে নিজেদের মতো করে লিখেছে। কি একটা অবস্থা। আপাতত স্কুল টিউশন কোচিং সব বন্ধ।

এই নিন কেকের ছবি।ফেবুতে ভিডিও আপলোড করেছি। দেখেননি হয়তো।

১৮ ই মার্চ, ২০২০ সকাল ১০:১৯

রাজীব নুর বলেছেন: ভিডিও দেখব।
বাহ, বেশ সময় পেয়েছেন হাতে। পড়ুন আর লিখুন।

২| ১৮ ই মার্চ, ২০২০ সকাল ১০:২১

ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: ভিডিও দেখব।
বাহ, বেশ সময় পেয়েছেন হাতে। পড়ুন আর লিখুন।


নাহ ব্লগে শুধু পড়বো আর কমেন্ট করবো ভাবছি আপাতত কোন লেখা দেবো না।

১৮ ই মার্চ, ২০২০ সকাল ১০:২৬

রাজীব নুর বলেছেন: পাকনামি কম করেন।

৩| ১৮ ই মার্চ, ২০২০ সকাল ১০:২২

রাশিয়া বলেছেন: ২। আপনার নাক মুখকে হেফাজতে রাখাতে পারলে আপনি নিরাপদ।
৩। করোনার প্রতিষেধক যদি আবিষ্কার না হয়, কিট দিয়ে নির্ণয় করে লাভ হবে কি?
৪। আতঙ্কিত না হতে আপনিই এক ব্লগে পরামর্শ দিয়েছিলেন। যে কটা দিন বাঁচবেন, আতঙ্কিত না হয়ে আনন্দ নিয়ে বাঁচবেন - এখন আবার ইউ টার্ন নিলেন কেন?
৬। মুজিব বর্ষ নিয়ে মুজিবের কোন অবমাননা হয়নি। মুজিবকে সম্মান দেখানো আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব। পরপর তিন নির্বাচনে জনগণের রায় এই সরকারকে সেই দায়িত্ব বর্তেছে। সরকার টেস্ট কিট না কিনে কেন আতশবাজি কিনল - এই প্রশ্ন তোলা মানে সেই রাষ্ট্রের অবমাননা।
৭। বাংলাদেশের যে জনগণ আর যে সরকার - করোনা পরিস্থিতি ভয়ংকর হওয়াই উচিত।
১০। জাতির পিতা মোটেই তা করত না। চাটুকারিতা ঊনারও পছন্দ ছিল।

১৮ ই মার্চ, ২০২০ দুপুর ১:০৬

রাজীব নুর বলেছেন: আপনার মতামতকে আমি সম্মান করি।
তর্ক করবো না। আপনার মতামত সঠিক বলেই মনে হচ্ছে।

৪| ১৮ ই মার্চ, ২০২০ সকাল ১০:২৯

ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: পাকনামি কম করেন।
সত্যি সত্যি।পত্রিকায় লেখা ছাপানোর চেষ্টায় আছি ।ফেবুতে নক করবো সময় নিয়ে।আপনার পরামর্শ খুবই জরুরী।

১৮ ই মার্চ, ২০২০ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: আছি আমি।

৫| ১৮ ই মার্চ, ২০২০ সকাল ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:


দেশে সরকার আছে বলে মনে হয় না

১৮ ই মার্চ, ২০২০ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: না আছে।
বতর্মানে সবাই দেশেই আছে।
এই পরিস্থিতে আর কোথায় যাবে?

৬| ১৮ ই মার্চ, ২০২০ দুপুর ১:০৪

ভুয়া মফিজ বলেছেন: সরকার বাহাদুরের কিছু ছিড়ার দরকার নাই। আল্লাহর মাল আল্লাহর হাতে সপে দিয়ে উনারা নিশ্চিন্ত। বরাবরের মতোই, যা করার আল্লাহই করবে।

মানুষ মাত্রই চাটুকারিতা পছন্দ করে। তবে পছন্দ করতে করতে বোধবুদ্ধি লোপ পেলেই সমস্যা।

১৮ ই মার্চ, ২০২০ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: মানুষ মাত্রই চাটুকারিতা পছন্দ করে। তবে পছন্দ করতে করতে বোধবুদ্ধি লোপ পেলেই সমস্যা।



একদম রাইট বলছেন।

৭| ১৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:০২

একাল-সেকাল বলেছেন: চাটুকারিতায় তৃপ্ত হওয়া বংশানুক্রমিক জিন দ্বারা নিয়ন্ত্রিত প্রক্রিয়া।

১৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: ভাই চাটুকারিতা কেউ শখ করে না।
চাটুকারিতা করতে বাধ্য হয়। হয়তো তার ঘর সংসার আছে। ছেলে মেয়ের স্কুলের বেতন আছে। প্রাইভেট টিউশোনির বেতন আছে। আছে বাড়ি ভাড়া। বাজার সদাই।

৮| ১৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:২৭

নেওয়াজ আলি বলেছেন: আইইডিসিআর এর ৬টি নাম্বারে কয়েক জন মিলে ১ ঘন্টা ফোন করে পাইনি, তখন খুব অসহায় বোধ হচ্ছিল। আইইডিসিআর এর টিভি ক্রিনের সেজেগুজে ভাষ্য আর বাস্তবতা মিলাতে পারছিলাম না। (একজন ভুক্তভুগির মন্তব্য,এবং আজকের মানবজমিনে পড়ুন “তাহলে কেন আম্মুকে হাসপালে নিবো”।

১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: হুম।

৯| ১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১৪

একাল-সেকাল বলেছেন:
@লেখক,
আমি চাটুকারিতা পছন্দ করা ব্যক্তির কথা বলেছি, চাটুকার কে নয়।

১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন: ওকে।

ধন্যবাদ।

১০| ১৯ শে মার্চ, ২০২০ ভোর ৬:৩৫

ইমরান আশফাক বলেছেন: জাতী হিসাবে আমরা আসলেই অদ্ভূত।

১৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:০৬

রাজীব নুর বলেছেন: আগে অদ্ভুত ছিলাম। এখন বদমাইশ।

১১| ১৯ শে মার্চ, ২০২০ সকাল ৮:০৭

সোহানী বলেছেন: আপনার প্রতিটা পয়েন্টে সহমত।

নামটা ভালো দিয়েছেন, করোনাছুটি...।

৬ নং পয়েন্ট নিয়ে চিন্তায় আছি। অপমান অবমাননা এ শব্দগুলো কেমন যেন!!!!!!!!!!

১৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: ৬ নং চিন্তা বাদ দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.