নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

পুরো পৃথিবী যুদ্ধ ছাড়াই অবরুদ্ধ!

১৮ ই মার্চ, ২০২০ রাত ১০:৫৫



১। জানা গেছে মালয়েশিয়ায় ৬৭৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে ৪০০ জন তাবলীগ জামাতের কারণে। সোউদী আরব, কুয়েত কাতার ইত্যাদ্যি বড় বড় মুসলিম দেশে মসজিদে নামাজ পড়া বন্ধ করা হয়েছে অথচ আমাদের দেশের ঝুনা ঈমানদার গণ করোনা প্রতিরোধে লাখো মানুষের ঢল নামাইয়া দোয়া খয়রাত করছে।

২। ঢাকা মহানগরে প্রতি বর্গকিলোমিটার জায়গায় বাস করে ৪৭ হাজার ৪০০ মানুষ। এত বেশি জনঘনত্ব পৃথিবীর আর কোনো শহরে নেই।

৩। স্বেচ্ছা নির্বাসনেই আছি বহুদিন। আমাকে সেল্ফ কোয়ারেন্টাইনের ভয় দেখিয়ে লাভ নেই।

৪। আচ্ছা ২৮ তারিখ চট্টগ্রাম সিটি নির্বাচনে কারা কারা ভোট দিয়ে ভি দেখাতে প্রস্তুত? চট্টগ্রামের লোকজন একটু হাত তুলুন। নির্বাচনী প্রচারণা তো জোরেশোরেই চলছে।

৫। বিদেশ ফেরত কাউকে বাইরে দেখলে এবার নিজ দায়িত্বে পুলিশে ধরিয়ে দিন।
যদি বাঁচতে চান।

৬। অন্তত দুই সপ্তাহের জন্য সরকারি-বেসরকারি সকল প্রকার অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হোক।

৭। মাননীয় প্রধানমন্ত্রী, সাফল্যের ভাগ সবাই নেয়। ব্যর্থ হলে তার ভাগ কেউ নেয় না। আপনার দিকে চেয়ে দেশবাসী। সময় চলে যাচ্ছে । কঠোর হোন।

৮। আব্বু আম্মু আমার বাইরে যাওয়ার উপর ১৪৪ ধারা জারি করে দিল। আব্বু সারাদিন নিউজের চ্যানেল দেখতে দেখতে নিজেও আতঙ্কিত হচ্ছিল, আমাদেরকেও আতঙ্কিত করছিল। কিছুক্ষণ আগে বিটিভি চালু করে দিয়ে আসছি। অন্তত একটু শান্ত থাকুক।

৯। সচেতন করার লোকের চেয়ে ভয় দেখানোর লোক বেশি।
ফাউল প্রকৃতির মানুষ আমরা।

১০। সারা পৃথিবীর তুলনায় বাংলাদশের কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেখে স্বস্তি জেগেছিলো কিন্তু এখন দেশের জন্য শংকা জাগছে! দেশের সবার ঢিলেঢালা ভাবটি মহামারী ডেকে আনবেই!

১১। অসুখ হলেই এখন যেহেতু আর বিদেশ যাওয়া যাবে না, তাই দেশের চিকিৎসা ব্যবস্থাটাই উন্নত করুন। আমরা বাঁচি।

১২। বাংলাদেশের উচিত দ্রুত কিউবার সাথে যোগাযোগ করা। করোনাকে ওরা সাফল্যের সাথে মোকাবিলা করছে।

১৩। কোটি কোটি প্রার্থনা।
ঈশ্বর ব্যতিব্যস্ত হয়ে দূত পাঠালেন পৃথিবীতে, সরেজমিনে দেখে করোনার বিষয়ে রিপোর্ট করার জন্য।
দূত বাংলাদেশ ঘুরে গিয়ে ঈশ্বরকে জানালেন, সব ঠিক আছে। পুরোটাই গুজব! মানুষ আমোদফুর্তিতে বাজারঘাট করছে, বেড়াচ্ছে।
সব শুনে ঈশ্বর স্বস্তির সঙ্গে শীত নিদ্রায় গেলেন।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২০ রাত ১১:২৪

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




বাহ.... কি চমৎকার দেখা গেলো!

------- আমাদের দেশের ঝুনা ঈমানদার গণ করোনা প্রতিরোধে লাখো মানুষের ঢল নামাইয়া দোয়া খয়রাত করছে।

------- বিদেশ ফেরত কাউকে বাইরে দেখলে এবার নিজ দায়িত্বে পুলিশে ধরিয়ে দিন। যদি বাঁচতে চান।

--------দূত বাংলাদেশ ঘুরে গিয়ে ঈশ্বরকে জানালেন, সব ঠিক আছে। পুরোটাই গুজব! মানুষ আমোদফুর্তিতে বাজারঘাট করছে, বেড়াচ্ছে।
সব শুনে ঈশ্বর স্বস্তির সঙ্গে শীত নিদ্রায় গেলেন।

তা আপনি কি দুঃখে স্বেচ্ছা নির্বাসনে আছেন ? সুরভী ও পরী বাড়ীতে নেই বুঝি ? :)

১৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:০৪

রাজীব নুর বলেছেন: সুরভি পরী গতকাল এসেছে।

২| ১৮ ই মার্চ, ২০২০ রাত ১১:৩৭

সাহাদাত উদরাজী বলেছেন: সরকার বুঝলেই সব ব্যবস্থা হয়ে যেত।

১৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:০৫

রাজীব নুর বলেছেন: সরকার বুঝে।

৩| ১৮ ই মার্চ, ২০২০ রাত ১১:৫৫

শের শায়রী বলেছেন: লাখো মানুষ জমায়েতের বিপরীত চিত্র দেখুন করোনা আতঙ্কে আরব আমিরাতে আজানে পরিবর্তন

১৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:০৬

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৪| ১৯ শে মার্চ, ২০২০ রাত ১২:১৭

নেওয়াজ আলি বলেছেন: সরকার করোনা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে, দাবি তথ্যমন্ত্রীর । বালো খবর। :D

১৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:০৭

রাজীব নুর বলেছেন: লজ্জাহীণ মিথ্যাবাদী। ছিঃ।

৫| ১৯ শে মার্চ, ২০২০ রাত ১২:৪৬

নিভৃতা বলেছেন: ফেবুতে আজ দেখলাম একজন পোস্ট দিয়েছে, করোনায় মৃত্যু হলে জানাজার লোকও থাকবে না। হায় রে বাঙালি! আতঙ্ক আর কীভাবে ছড়ানো যায়!

১৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

৬| ১৯ শে মার্চ, ২০২০ রাত ১:৪৯

সুপারডুপার বলেছেন: ধর্ম যে মানুষের তৈরি, এটাই স্পষ্ট হয়েছে।

১৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: দামী একটা কথা বলেছেন।

৭| ১৯ শে মার্চ, ২০২০ রাত ৩:৪০

সোহানী বলেছেন: হায় হায় এতো লোকজন? এটা কি ইদানিং কালের ছবি???

১৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: জ্বী।

৮| ১৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:৫৭

সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: আপনার এই ধরনের পোস্ট আমার খুব ভালো লাগে ভাইয়া।।

১৯ শে মার্চ, ২০২০ সকাল ১০:০৬

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৯| ১৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৩

ঈশান মাহমুদ বলেছেন: ......অন্তত দু সপ্তাহের জন্য সরকারি-বে সরকারি অফিস-আদালত বন্ধ ঘোষনা করা হোক।
দেশ যখন 'উন্নয়নের মহাসড়কে'। 'অলস' 'কর্ম বিমূখ' বাঙালি তখন লকডাউন চায়। :) ;) :D

১৯ শে মার্চ, ২০২০ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: হা হা হা---

১০| ১৯ শে মার্চ, ২০২০ রাত ১০:১৯

বিষাদ সময় বলেছেন: ভালো লাগলো। সত্যি আপনি আনপ্রেডিকটেবল...................হাঃ হাঃ হাঃ

১৯ শে মার্চ, ২০২০ রাত ১০:৫৬

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.