নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মানুষ শুধু ভেবেই যায় (করোনা নিয়ে আরো কিছু কথা)

১৯ শে মার্চ, ২০২০ রাত ১১:০০


করোনা প্রতিরোধে হাত ধোয়ার ব্যাবস্থার "উদ্বোধন" করার কি আছে, বুঝলাম না। এমন মহা বিপদের সময়ও কি মেয়র সাহেবের হাসি মুখে হাত তালি আর মেডিয়া কাভারেজ খুবই দরকার!!

১। কোনো অলৌকিকতার উপর নয়, আপনার জীবন আপনারই হাতে।
ঘরে থাকা, একা থাকাই সুরক্ষা দিবে।

২। মানুষের মনে আনন্দ ফূর্তি চলতেছে। সবকিছু বন্ধ করে দিচ্ছে একে একে ভাইরাস আতঙ্কে আর কিছু মূর্খ মানুষ ফোন দিয়ে বলে "কিরে বের হবি না?? ঢাকা তো ফাঁকা, চলে আয় ক্যাম্পাস, আরে ইন শাল্লাহ কিচ্ছু হবে না, ভাইরাস ধরবে না।"
আল্লাহ কোন জায়গার মাটি দিয়ে যে এদের বানাইছে।

৩। ফ্রেন্ডলিস্টের কয়েকজন জানাইলেন মাসখানেক আগে তাদের পরিবারের সকলের এইসব উপসর্গ ছিল পরে লেবুর শরবত খেয়ে তারা ভাল হয়ে গেছেন।
হায় আল্লাহ!

৪। Bangla Tribune ও Dhaka Tribune দেশের প্রথম গণমাধ্যম যারা সাহসের সঙ্গে নিজেদের কর্মীদের বাসায় থেকে কাজ করার পরামর্শ দিয়েছে।

৫। যতোই বলি বাসায় থাকেন বাসায় থাকেন, কিন্তু রিকশাওয়ালারা বাসায় থেকে খাবেটা কী? এমন জাতীয় পেশার কত মানুষ আছে দেশে হিসাব আছে?

৬। ভারতে আক্রান্ত ১৬৯, বাংলাদেশে ১৪, ইতালিতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৭৫ জনের। আর আমরা দিব্যি ঘুরছি, বেড়াচ্ছি। আরেকজন তো লন্ডন থেকে এসে দুদিন পরই প্রধানমন্ত্রীর সঙ্গে কর্মসূচিতে যোগ দিলেন। আসলে দারুণভাবে সুরক্ষিত আছে গোটা জাতি!!

৭। কাছের বন্ধুদের তালিকা করুন, একসাথে এক বাসায় হন, বিপদ না কাটা পযন্ত বের হবেন না, আড্ডাবাজি করুন। ড্রাইভার, বাসার কাজের হেল্পার সবকে ছুটি দিন। দেখেন সৈকত সৈকত ভাব আসবে।

৮। এই বাঙালী লকডাউন, হোম করেন্টাইন কিছুই বুঝতেছে না, মানতাছেও না। সেনাবাহিনী নামাইয়া দিলে এক মিনিটেই সব বুইঝা-মাইনা সারবো।

৯। আপনি দৃঢ় বিশ্বাস রাখুন, আপনার চারপাশে করোনা মাকড়সার মত কিলবিল করছে আপনার শ্বাসনালীতে প্রবেশের অপেক্ষায়। আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে আপনার শহরে করোনা ভাইরাসের জীবাণু রয়েছে।

১০। বাংলাদেশে এখন যা চলছে সেটা চূড়ান্ত রকমের একটা সার্কাস ছাড়া কিছু না। মানুষজন স্যানিটাইজার মেখে মেখে হাতের চামড়া উঠিয়ে ফেলছে। নানা পদের মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে আবার কিছুক্ষণ পরপর সেই মাস্ক খুলে রাস্তায় ছ্যাপ ফালাতেও ভুলছে না। এই শহরের মানুষের মুখে এত ছ্যাপ কীভাবে উৎপন্ন হয় সেটা নিয়ে গবেষণা হওয়া উচিত।

১১। সরকার সন্তানের নিরাপত্তার জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করতে পারে কিন্তু অভিভাবকদের বাঁচার জন্য অফিস আদালত বন্ধ করতে পারে না।

১২। রক্তের গ্রুপ এ-পজেটিভ। কত আশা ছিল সংসার করমু, পিএইচডি করমু, মানুষ ও প্রাণীর জন্য কাজ করমু। প্রকৃতির জন্য কাজ করমু। মহাকাশে ডাটা সাপ্লাইয়ের ব্যবসা করমু। বাঁচমুতো নাকি এ যাত্রায় কাহিনী শেষ!!!

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০২০ রাত ১১:২৫

চাঁদগাজী বলেছেন:


ইডিয়ট মেয়র করলে সকাল বিকেল সার্কাস দেখা যায়

১৯ শে মার্চ, ২০২০ রাত ১১:৪১

রাজীব নুর বলেছেন: ইয়েস।

২| ১৯ শে মার্চ, ২০২০ রাত ১১:৫১

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমার রক্তের গ্রুপ এ+। প্রতিবেদনটা পড়ে আমিও চিন্তিত।

২০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: চিন্তিত হবার মতোই পরিস্থিতি।

৩| ১৯ শে মার্চ, ২০২০ রাত ১১:৫২

শের শায়রী বলেছেন: বাহ হাত ধোয়ায় হাত তালি? এর থেকে নির্মম কৌতুক আর কি হতে পারে? ওদিকে করোনা সনাক্ত করনের কিট নাই।

২০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪৫

রাজীব নুর বলেছেন: সত্য কথা হলো- আমাদের দেশে দক্ষ যোগ্য আর পরিশ্রমী লোক নেই।

৪| ১৯ শে মার্চ, ২০২০ রাত ১১:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




হুম

২০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: শুধু হুম বললে হবে না।
কিছু বলুন।

৫| ২০ শে মার্চ, ২০২০ রাত ১২:০৭

সুবোধ বালক বলেছেন: পড়ে ভালো লাগলো।

২০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪৮

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৬| ২০ শে মার্চ, ২০২০ রাত ১২:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তোমরা তোমার রবকে ভয় কর
যিনি তোমাকে সৃজন করেছেন।

২০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: না আমি ভয় করবো না। ভয় করবে পাপীরা।

৭| ২০ শে মার্চ, ২০২০ রাত ১২:৪০

নিভৃতা বলেছেন: এইসব ঘটনা না ঘটলে ফেবু আর ব্লগ পোস্টের টপিক আসবে কোত্থেকে?

২০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: পোষ্টের টপিকের চেয়ে করোনা বড্ড মারাত্মক। কত মানুষের মৃত্যু হয় দেখুন।

৮| ২০ শে মার্চ, ২০২০ রাত ২:৪০

নেওয়াজ আলি বলেছেন:

২০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: এরা নির্বোধ শ্রেনীর মানুষ।
জনগনের এদের প্রতি আস্থা নেই।

৯| ২০ শে মার্চ, ২০২০ সকাল ৭:১৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কেঊ দেখায় সার্কাস কেঊ করছে ধর্ম প্রচার ।

২০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: এই তো !

১০| ২০ শে মার্চ, ২০২০ সকাল ৯:১২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ইডিয়ট নেতাদের পক্ষে এই সব সার্কাস ছাড়া আর কি করারই বা আছে |

২০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: বড় দুঃখজনক।

১১| ২০ শে মার্চ, ২০২০ সকাল ১০:১১

ইসিয়াক বলেছেন: আমার রক্তের গ্রুপ এ+।

২০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: গুড।

১২| ২০ শে মার্চ, ২০২০ সকাল ১১:১৩

একাল-সেকাল বলেছেন: উনি যে জনগনের মেয়র, তা জনগণকে বুঝাতে হবে যে,
দেশে কার্টুন দেখতে আর টিভি লাগবেনা।

২০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১৩| ২০ শে মার্চ, ২০২০ বিকাল ৫:২২

ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: গুড।
গুড মানে কি? যদিও আমি সাহসী তবু একটু ঘাবড়ে গেছি? আমাকে তো কাজের প্রয়োজনে বাইরে যেতে হয়। কি একটা অবস্থা!!!

২১ শে মার্চ, ২০২০ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: আগে বাঁচতে হবে।

১৪| ২০ শে মার্চ, ২০২০ রাত ৯:৪১

সন্ধ্যা প্রদীপ বলেছেন: হা হা হা।
আপনার দশ নাম্বার পয়েন্টটা অস্থির!!
সত্যও বটে।
দেশে একটা সার্কাসই চলছে বটে।অনেকদিন পর বাঙালি জাতিগত উত্তেজনার মত একটা জিনিস পেয়েছে--আমাদের আর ঠেকায় কে?

২১ শে মার্চ, ২০২০ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.