নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সাধারণ মানুষ শুধু বলতে চায়

২১ শে মার্চ, ২০২০ রাত ১১:১৩



১। নির্বাচন কমিশন বলে, একজন ভোট দিলেও নির্বাচন হবে! উনারা ভুলে গেছেন নির্বাচন কারে কয়।

২। বাংলাদেশ লকডাউন এবং জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO

৩। এই দেশে 'আল্লাহ ভরসা'ই সর্বমহলে এখন পর্যন্ত করোনা মোকাবেলার পয়লা নম্বর দাওয়াই! এই জাতিকে কেউ দাবায়া রাখতে পারবে না!

৪। পৃথিবীতে একটি রাষ্ট্র আছে, যে রাষ্ট্র জন্ম থেকে ৫০ বছর ধরে 'রাজনৈতিক কোরোনায়' আক্রান্ত।

৫। দেশে যা কিছুই ঘটুক সব দোষ শেখ হাসিনার। আর বাসায় সব দোষ আমার।

৬। করোনা আতঙ্কের মধ্যেও কিভাবে নির্বাচন করতে হয় বাংলাদেশ থেকে এই শিক্ষা নিয়ে অন্যান্য দেশগুলো নাকি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে?

৭। নিউজ পেপার ঘরে নেবার আগে পেপারের উপর হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করুন এবং পেপার পড়া হয়ে গেলে হাত ধুয়ে ফেলুন অথবা পেপার নেয়াই বন্ধ করুন।

৮। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ, পদবি...নির্বিশেষে আমরা সবাই যে এক, সেটা প্রমাণ করে দিল করোনা।

৯। যারা বস্তা ভ'রে খাদ্যপণ্য কিনে দোকান খালি করেছেন, দ্রব‌্যমূল্য বাড়িয়েছেন, তারা মানুষের শত্রু। খুনিতুল্য। জানোয়ার।

১০। মিরপুর ১১ তে বাজারে পুলিশ ক্রেতা ও দোকান্দার উভয়কেই ঠেংগাইয়াছে! বেশি কেনার লাইগা, বেশি বেচার লাইগা!
দেখেও সুখ!

১১। কানাডার প্রধানমন্ত্রীর সাথে নিজের দেশের প্রধানমন্ত্রীর তুলনা করা শেষ হলে কানাডার নাগরিকদের সাথে নিজের তুলনা করুন দেখবেন অদৃশ্য একটা চড় আপনার চকচকে গালে এসে পড়ছে।

১২। ওয়াজ-মাহফিলে যে বক্তারা করোনা বিষয়ক মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তৃতা দিয়ে সাধারণ মানুষকে ভয়াবহ ঝুঁকির মুখে ফেলছেন, সরকার তাঁদের শরীরে একটা ফুলের টোকাও দেবেন না। তাঁরা পবিত্র মানুষ; তাছাড়া, বিভিন্ন সময়ে সরকারের কাজে আসেন।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২০ রাত ১১:৩৮

নেওয়াজ আলি বলেছেন: Win mohi uddin (c c ;)

২২ শে মার্চ, ২০২০ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: !

২| ২২ শে মার্চ, ২০২০ রাত ১২:১৭

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,





তিক্ত বাস্তবের ভাবনা।

ট্রুডোর সাথে শেখ হাসিনার যারা তুলনা করেন তারা আরো উচ্চতর পদপদবীর আশায়, হাসিনার সু-নজরের আশায় তা করেন কিন্তু তারা নিজেরাও এমন তুলনায় বিশ্বাস করেন না।

মহামারীর মধ্যেও নির্বাচন আয়োজনের জন্যে বাংলাদেশ অবশ্যই একমাত্র রোল মডেল । কারন ১ জন ভোট দিলেও তা নির্বাচন। এটাও মনে হয় নির্বাচন বিষয়ে বিশ্বের প্রথম এবং যুগান্তকরী সূত্র। "নিক" এর "নি" মানে " নির্বোধ" আর "ক" থেকে " কচকচি" সব মিলিয়ে নির্বোধের কচকচানি।

২২ শে মার্চ, ২০২০ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।

৩| ২২ শে মার্চ, ২০২০ রাত ১:৫২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ইডিয়ট নির্বাচন কমিশনারকে কোয়ারান্টাইনে পাঠানো হোক - অবিলম্বে !

২২ শে মার্চ, ২০২০ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: হা হা হা----

৪| ২২ শে মার্চ, ২০২০ রাত ৩:২৭

সোহানী বলেছেন: নির্বাচন কমিশনার প্রথম শ্রেণীর পাঠা। ওরে আগে ছাগলের খোয়ারে পাঠানো হোক ১৪ দিন। তারপর পাঠানো হবে পাবনায় আরো ১৪ দিন। তারপরেও ঠিক না হলে..... আসবো নেক্সট্ বুদ্ধি নিয়ে।

ট্রুডো কি জিনিস তা বুঝতে হলে বুদ্ধি লাগে। শত্রু, মিত্র, বিরোধী দল, সাধারন জনগন, ব্যবসায়ী, এমন কি রাস্তার ফকিরের কাছেও সে হিরো। সিনেমার হিরো নয় সত্যিকারের সুপারম্যান। দেশের সব কাজ বন্ধ করে ঝাঁপিয়ে পড়েছে করোনা মোকাবেলায়। প্রয়োজনীয় লোকবলের ছুটি বাতিল করে আর বাদ বাকি সবাইকে ঘরে থাকার বন্দেবস্ত করেছে। এমন কি আমি এখন ফোন করলে আধা ঘন্টার মাঝে আমার চাল ডাল ওষুধ টিস্যু হ্যান্ডসেনিটাইজার সহ সব বাসায় পৈাছায়ে দিবে বিনা টাকায়। বাড়ি ভাড়া, বেতন সহ সব কিছুর ব্যবস্থা করেছে বিনা কাজে। এর নাম প্রধানমন্ত্রী, এর নাম গণতন্ত্র!

২২ শে মার্চ, ২০২০ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: আমাদের দেশটা তো দরিদ্র। তা না হলে আমাদের দেশের প্রধানমন্ত্রীও ফোন করলেই ঘরে এসে খাবার দিয়ে যেতেন।

৫| ২২ শে মার্চ, ২০২০ ভোর ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


আপনার দাদার বাড়ী, কিংবা শ্বশুর বাড়ীতে (গ্রামে ) চলে যাওয়া ঠিক হবে।

২২ শে মার্চ, ২০২০ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: হা হা হা---
না গ্রামে যাবো না।

৬| ২২ শে মার্চ, ২০২০ ভোর ৬:৫২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: তিন নং পরের সেনটেনসটা না লিখলেও পারতেন। নির্বাচন সম্পর্কিত আইন কানুনের কিছু পরিবর্তন দরকার।যাকিছু হারায় গিন্নী বলেন কেষ্ট বেটাই ।

২২ শে মার্চ, ২০২০ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: নির্বাচন করেই বা লাভটা কি ফয়ালফল তো শূন্য।

৭| ২২ শে মার্চ, ২০২০ সকাল ৭:৪৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আমরা যারা প্রবাসী তারা একদম স্বর্গরাজ্যে আছি বলে যারা ভাবেন তারা বোধহয় জানেন না আমরা কি পরিমান চরম অনিশ্চয়তায় বসবাস করছি | এই করোনা অনেক প্রবাসীর জন্যই চরম দুর্যোগ বয়ে আনবে | এই লকডাউনে অনেকের চাকরি চলে যাবে মর্টগেজ ও অটোলোন পরিশোধ করতে না পারার কারণে অনেকের বাড়ি গাড়ি যাবে | সুতরাং সরকারি সাহায্য সহায়তা সাময়িক স্বস্তি দিলেও এর শেষ পরিণতি কারো জন্যই খুব একটা ভালো হতে যাচ্ছে না বলেই অর্থনীতিবিদরা ধারণা করছেন |

ট্রুডো আপনার আমার মতোই একজন মানুষ, তাই তার কিছু ভুলত্রুটি থাকবেই | আর তা আছে বলেই তিনি সংসদে আগেরবারের মতো সংখ্যাগরিষ্টতা পান নি | কিন্তু এই সংকটময় মুহূর্তে দেশ পরিচালনায় তার আন্তরিকতার কোনো ঘাটতি নেই | আর তার এই আন্তরিকতা ও কর্তব্যপরায়ণতার কারণেই কানাডা এই সংকট কাটিয়ে উঠতে পারবে বলে আশা করি |

২২ শে মার্চ, ২০২০ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: কানাডা সংকট কাটিয়ে উঠতে পারবে, আমরাও পারবো।

৮| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪৯

বাকপ্রবাস বলেছেন: 11

২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: কিছু গুরুত্বপূর্ণ খবর জেনে নিন

রানীগঞ্জের পতিতাপল্লী বন্ধ এক মাসের জন্য। জানিয়েছেন জেলা প্রশাসক। সাব্বাশ স্টে সেইফ।

বাসায় স্যানিটাইজার বানিয়েছেন বাঁধন। মাশাল্লাহ।

কে বাঁচল কে মরলো! কিন্তু মিথিলার স্বামী স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে। জরুরি খবর।

পরিমনি চতুর্থ বিয়ে করেছেন। সো নিশ্চয় তিনি স্বামী নিয়ে কোয়ারেন্টাইনে আছেন।

হাতধোয়া শেখালেন অভিনেত্রী নাদিয়া। মিনা যে ২৫ বছর চেচাইছে ঐটা ভুলে নাদিয়ার কথা ভেবে হাত পরিস্কার রাখুন।

মেকাপ করলে করোনা থেকে রক্ষা পাবেন। যুগান্তর পড়ুন যুগান্তকারী খবর পাবেন।

নিষেধাজ্ঞা মানছেন না রোনালদোর প্রেমিকা। শপিং করতেছেন ধুমায়ে । বেয়াদ্দপ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.