নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
এক শিকারি একবার একটা পাখি ধরেছিল।
সে পাখি সাধারণ পাখি না। ৭০টা ভাষায় কথা বলতে পারে এবং অসামান্য জ্ঞানী। তাই শিকারির হাতে ধরা পড়ে সে মিনতি করল- "আমায় ছেড়ে দাও। আমি তোমায় মূল্যবান ৩ টা উপদেশ দেব। যা তোমার জীবনে চলার পথ সহজ করে দেবে।" শিকারি একটু ভেবেচিন্তে রাজি হল। ৩টা মূল্যবান উপদেশের বদলে জ্ঞানী পাখির স্বাধীনতা।
১। যে সুযোগ হাতছাড়া হয়েছে, তার জন্যে শোক করো না।
২। অন্যের মুখে শুনে অসম্ভব কিছু বিশ্বাস করো না।
৩। যা তোমার নাগালের বাইরে, তা পেতে চেষ্টা করো না।
পাখির এই ৩ টা উপদেশ শুনে শিকারি তাকে মুক্তি দিল।
ছাড়া পেয়ে পাখিটি উড়ে গিয়ে বসল একটা উঁচু গাছের ডালে। সেখান থেকে সে চেঁচিয়ে বলল -- "বোকা লোক। তুমি আমার মুখের কথায় ভুলে আমায় ছেড়ে দিলে। কিন্তু আমায় ছেড়ে না দিলে জানতে পারতে আমার শরীরের মধ্যে বহুমূল্য একটা মণি আছে, যা আমার জ্ঞানের উৎস।" পাখির কথা শুনে শিকারি মাথা চাপড়াতে লাগল। বুদ্ধি করে পাখিটা বন্দি করে রাখলে ৩টা উপদেশের বদলে একটা দামী রত্ন পেতে পারত। নিজের বোকামিতে সে পাখিটার ওপর রেগে গিয়ে দাঁত কিড়মিড় করে বলে উঠল- "ধূর্ত পাখি! তোকে ধরে ঐ মণি আমি নেবই নেব।"
উঁচু গাছটার যে ডালে পাখিটা বসে ছিল শিকারি সেখানে চড়তে গেল। কিন্তু গাছের সে ডাল ছিল পলকা। পাখির ভার সহ্য করতে পারে, মানুষের নয়। তাই শিকারি ডাল ভেঙে উঁচু গাছ থেকে পড়ে পা ভাঙল। আর জ্ঞানী পাখি উড়ে গেল নিজের আস্তানার দিকে।
যে সুযোগ চলে গেছে তার জন্যে শিকারি রাগে পাগল হয়ে গিয়েছিল।
তার থেকেও বড় কথা সে বিশ্বাস করে বসল পাখিটার শরীরে একটা আশ্চর্য মণি আছে। অন্যের মুখে শুনে অসম্ভব জিনিসে বিশ্বাস করল শিকারি। আর শেষে উঁচু গাছের ডাল বসা একটা পাখি তার নাগালের বাইরে জেনেও তাকে খালি হাতে ধরতে গিয়েছিল সে। পাখির ৩টা উপদেশ মন দিয়ে শুনলে শিকারির ঐ হাল হত না।
২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৩:০৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম খুব গ্যানের কথা ছিল ।
২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: হে হে হে---
৩| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৩:০৪
মোবারক বলেছেন: শিক্ষনীয়
২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:০৬
মাহমুদুর রহমান বলেছেন: চতুর পাখি।বোকা শিকারী।
উভয়েই আমাদের সমাজে গণহারে বসবাস করে।একটু খোঁজ করলে আমাদের ধারে কাছেই পাওয়া যাবে।
২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: আহা কি দৃশ্য!
আমরা কি কিছু শিখব?
৫| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ।
২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৩৯
রাজীব নুর বলেছেন: এখনো মানবতা আছে। এখনো মানবিক মানুষ চারপাশে আছে।
শুনতে পাচ্ছি অনেক বাড়িওয়ালা ভাড়াটেদের এক-দুই-তিন মাসের বাড়িভাড়া মাফ করে দিয়েছেন।
তাঁদের প্রতি শ্রদ্ধা ও শুভ কামনা।
৬| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৯
চাঁদগাজী বলেছেন:
আপনার পোষ্ট পড়তে হলে কমপক্ষে বাংলা জানতে হবে, ব্লগে আসতে হবে; আমাদের ব্যুরোক্রেটরা মানুষকে পড়ালেখা থেকে বন্চিত করেছে।
২২ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩২
রাজীব নুর বলেছেন: ওরাও কিন্ত ভালো নেই।
রাতে ওদের ঘুম হয় না।
কোনো খাবার খেয়ে স্বাদ পায় না।
শরীরে নানান অসুখ।
৭| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৫:২৩
নেওয়াজ আলি বলেছেন: অনন্যসাধারণ লেখা।
২২ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩৩
রাজীব নুর বলেছেন: প্রভুর রহম ছাড়া
মানুষ কতটা অসহায়
৮| ২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রতীকি...
২২ শে মার্চ, ২০২০ রাত ৯:২৭
রাজীব নুর বলেছেন: হুম।
৯| ২২ শে মার্চ, ২০২০ রাত ৮:৩৪
মৌরি হক দোলা বলেছেন: ভাই, গল্পটা কি আপনার তৈরি?
২২ শে মার্চ, ২০২০ রাত ৯:২৮
রাজীব নুর বলেছেন: না।
©somewhere in net ltd.
১| ২২ শে মার্চ, ২০২০ দুপুর ২:৫৭
আর. হোসাইন বলেছেন: খুবই বাস্তব সম্মত।