নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

গল্প থেকে শিক্ষা

২৩ শে মার্চ, ২০২০ রাত ৯:৪৩



রাজা তার আবহাওয়া বিভাগের প্রধানকে ডেকে জিজ্ঞেস করলেন-
আমি মৎস শিকারে যেতে চাই, আজকের আবহাওয়া কেমন থাকবে বলে জানা গেছে?
সে বললো- আজকে অতীব সুন্দর, রৌদ্রোজ্জ্বল এবং চমৎকার আবহাওয়া থাকবে জাহাপনা! আপনি নিঃশংক চিত্তে যেতে পারেন।

রাজা বের হলেন। রাজা যখন সাগর পাড়ে গেলেন, সাগর পাড়ে এক জেলে ছাগল চড়াচ্ছিলো, সে বললো- মহারাজ আজকে কেন আপনি সাগরে যাচ্ছেন? একটু পরেই তাে ঝুম বৃষ্টি হবে!
রাজা রেগে বললেন- বেটা জেলের বাচ্চা! তুই কি জানিস আবহাওয়ার খবর? আর আমাকে কি মূর্খ পেয়েছিস! আমি খবর জেনে তবেই এসেছি।

রাজা সাগরে গেলেন, কিছুক্ষণ পর শুরু হলাে ঝুম বৃষ্টি!
রাজা প্রাসাদে ফিরে এসে আবহাওয়া বিভাগের প্রধানকে বরখাস্ত করলেন, তারপর ঐ জেলেকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন! জেলে তো পড়লাে মহা বিপদে! সে তাে আবহাওয়ার কিছুই জানে না! রাজ দরবারে গিয়ে জেলে কেঁদে বললো- মহারাজ আমাকে যেতে দিন! আমি আসলে আবহাওয়ার কিছুই জানি না।

রাজা বললো- তাহলে ঐ দিন আমার আবহাওয়া বিভাগে চেয়েও সঠিক খবর তুই কি করে দিলি!
জেলে উত্তর দিল, মহারাজ সেখানে আমার কোন কৃতিত্ব ছিল না! সব কৃতিত্ব আমার ছাগলের! বৃষ্টি আসার আধাঘন্টা আগে থেকে ছাগলটা ঘনঘন মুতে! এর থেকে আমি বুঝতে পারি একটু পর বৃষ্টি হবে!
তারপর রাজা জেলেকে ছেড়ে দিয়ে তার ছাগলটাকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন!

সেই থেকেই বড় বড় পদগুলােতে ছাগল নিয়ােগ দেওয়ার রীতি চালু হয়।

(সংগৃহীত)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২০ রাত ৯:৫২

রিনকু১৯৭৭ বলেছেন: আমি এই পোস্টটা পড়ে আধা ঘন্টা শুধু হাসছি। :D

২৪ শে মার্চ, ২০২০ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: হুম।

২| ২৩ শে মার্চ, ২০২০ রাত ৯:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই গল্পটা আগেও কোথায় একবার পড়েছি।
নাটের গুরু কি আপনি ছিলেন?

২৪ শে মার্চ, ২০২০ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: ্না আমি না।

না ওয়াজ মাহফিলের হুজুররা।

৩| ২৩ শে মার্চ, ২০২০ রাত ১০:৪০

নেওয়াজ আলি বলেছেন: কাওয়ার সরকার আলাপ হচ্ছে। কি করা যাবে।

২৪ শে মার্চ, ২০২০ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: কাক হচ্ছে পৃথিবীর প্রাচীন্তম পাখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.