নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

\'করোনা\' দিনে সাধারন মানুষ যা ভাবছেন

২৪ শে মার্চ, ২০২০ সকাল ১০:০৯



১। ভদ্রলোকের নাম ডা. নুরুল হাসান।
গত তিন দিন ধরে তিনি রাজধানীর উত্তরায় রিকশাওয়ালাদের চাল-ডাল-লবণ-আলু এবং সাবান দিয়ে যাচ্ছেন। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গেছে। ধন্য ধন্য করছে সবাই। নুরুল হাসানের এমন উদ্যোগ দেখে অনেকেই এসে তার পাশে দাঁড়িয়েছেন। এমনিতেই করোনা আক্রান্ত রোগীদের পর সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন ডাক্তাররা। কারণ তারা সরাসরি রোগীদের সেবা করেন। এর মাঝে নুরুল হাসানের এমন অনবদ্য উদ্যোগ, চোখে জল এনে দেয়।

২। ট্রল করা রেখে ঘর সামলান আর সমালোচনা রেখে দেশের জন্য প্রার্থনা করুন। নিশ্চয় আমরা সব বিপদ কাটিয়ে উঠব।

৩। অনেক রকম ভুল শুধরে এবার অন্যান্য জেলার সঙ্গে ঢাকা শহরের যোগাযোগ বন্ধ রাখার বিষয়টি নিয়ে প্রশাসন ভাববেন কি?

৪। আগামীকাল ছুটির পর একটি মানুষও ঢাকা থেকে বের হতে না পারে সে ব্যবস্থা করতে হবে তানাহলে করোনা সারাদেশে আরো ছড়িয়ে পরবে।

৫। যাক বুদ্ধিটা ছিল বলে আর ভাগ্যটা ভালো বলে দু’প্যাকেট সিগারেট বেশি নিয়ে বাসায় ঢুকেছি।

৬। মানব সভ্যতার ইতিহাসে এক বিভীষিকাময় সময় পার করছি। এ কেমন জীবন? একে কি জীবন বলে? জীবনের পরিণতি মৃত্যু , কিন্তু এমন পরিণতির জন্যে কেউই তো প্রস্তুত নই, ছিলাম না।

৭। করোনা ভাইরাসের চিকিৎসাঃ
# হাত-মুখ পরিস্কার রাখুন
# ঘরে থাকুন
# ঘরে থাকুন

৮। গুগল আর্থ কইরা ভাসন চর দেখলাম। ভালোই। সমুদ্রঘেঁষা দ্বীপ। দ্বীপে রোহিঙ্গাদের থাকার ছোটো-ছোটো ঘরদোর। যেতে পারলে ভালোই হতো। রোহিঙ্গারা ক্যানো গেলো না বুঝলাম না। যাই হোক, ঢাকার চেয়ে ভাসন চরকেই আমার সবচেয়ে বেশি নিরাপদ মনে হইতেছে। আরও দুয়েকজন রাজি থাকলে আমি যেতে রাজি আছি।

৯। যারা কয়েকটা দিন কোয়ারেন্টাইনে থেকে হাপায়ে উঠসেন, তারা এই সময়টায় চিড়িয়াখানার প্রাণিদের কথা ভাবতে পারেন।
একদিন, খুব শিজ্ঞিরি, পৃথিবী থেকে চিড়িয়াখানার মত অমানবিক জিনিস উঠে যাবে।

১০। টেলিভিশন,, সংবাদপত্র, রেডিও সতর্কতামূলক যে প্রচারণা চালাচ্ছে, তা মন দিয়ে শুনলে নিজে থেকেই মানুষ রুখে দিতে পারে করোনাকে। কিন্তু কে কার কথা শোনে! এই বিপুল বিদ্রোহী জাতিকে মহামারীর হাত থেকে রক্ষা করা সহজ কথা নয়। এই বিপ্লবীরা বোঝেও না, তারা শুধু নিজের জন্য শঙ্কা টেনে আনছেন না, পরিবার ও লোকালয়ের জন্যও টেনে আনছেন।

১১। আজ প্রকৃতির হানাতে মানুষের হানাহানি কমে গেছে, যখন প্রকৃতি মুক্তি দেবে তখন নিজেরাই আবার হানাহানি বাড়িয়ে দেবে।

১২। গার্মেন্টসসহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা যারা সারা বছর কামিয়ে অঢেল সম্পদ করেছেন তারা এই ক্রাইসিসে ৬ মাসের দায়িত্ব নিতে পারে না !

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২০ সকাল ১০:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বেশীরভাগ মানুষই ভাবছে তেনার কিছুই হবে না!!!

২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১২:০৮

রাজীব নুর বলেছেন: এই ভাবনাটাই বেশি ক্ষতিকর।

২| ২৪ শে মার্চ, ২০২০ সকাল ১১:২৭

মাহমুদুর রহমান বলেছেন: ২। ট্রল করা রেখে ঘর সামলান আর সমালোচনা রেখে দেশের জন্য প্রার্থনা করুন। নিশ্চয় আমরা সব বিপদ কাটিয়ে উঠব।

২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১২:০৯

রাজীব নুর বলেছেন: আপনার কি ধারনা যারা মারা গেছে তারা মহান প্রভুর কাছে প্রার্থনা করে নি??

৩| ২৪ শে মার্চ, ২০২০ সকাল ১১:৪০

পদ্মপুকুর বলেছেন: ভাসানচরে যাওয়ার জন্য আবেদন চাচ্ছেন ডিসিরা, এরকম একটা খবর দেখলাম। ট্রাই মার্তে পারেন!

একটা বিষয় আমার মনে হয়- আমরা পাব্লিকরা যতটা গ্যাজাচ্ছি, ততটা মানছি না নিজেরাই। এটাই কিউট বাঙালি, ট্রল তো করবেই।

ভালো থাকুন। সুস্থ্ থাকুন।

২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১২:০৯

রাজীব নুর বলেছেন: তা ঠিক। তবে বেশির ভাগ মানুষই সচেতন হয়েছে। চারপাশ দেখলে তা বুঝা যায়।

৪| ২৪ শে মার্চ, ২০২০ সকাল ১১:৫৬

ভুয়া মফিজ বলেছেন: ৫ নং এ আপনার বুদ্ধি দেখে আমি মুগ্ধ!!! =p~

৮ আর ৯ ভালো লাগলো।

২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১২:১০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৫| ২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৪৫

ফয়সাল রকি বলেছেন: বছর খানেক হলো ধূমপান ত্যাগ করেছি, না হলে হয়তো আমিও কয়েক প‌্যাকেট খরিদ করতাম।

২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: আপনি ভাগ্যবান।

৬| ২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১:২৫

ফয়সাল রকি বলেছেন: ভাগ্যের তেমন কিছু নাই, আপনি যদি ধূমপায়ী হোন, তাহলে চেষ্টা করুন- আপনিও ছাড়তে পারবেন। কঠিন কিছু না।

২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: এক পেকেট ২৫০ টাকা।

৭| ২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১:৫০

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: দারুন কথা

২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: অবশেষে শর্তসাপেক্ষে মুক্তি পেলেন খালেদা জিয়া ।

৮| ২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৩:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গত শনিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের
লোহাগাড়ায় ট্রাক ও টেম্পোর সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন।
আর ১৮ কোটি মানুষের মাঝে তিনজন মারা গেছে করনায়।
তার পরেও কি বলবেন আল্লাহ আমাদের করুনা করছেন না?

২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: গর্দভের দল পালে পালে মিছিল করবে, মসজিদে গিয়ে নামাজ পড়বে আর করোনা ছড়িয়ে পড়লে দোষ দেবে হাসপাতালের!

৯| ২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৩:১৭

নেওয়াজ আলি বলেছেন: রাজশাহীর কাঁকনহাট পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুল মজিদ। ভারত ফেরত মজিদ বিয়ে, জনসভা ও ঢাকায় নেতাদের তেল দেওয়া। এবং দলবল নিয়ে মাস্ক বিতরণ সবই করছেন । সরকারী নির্দেশ কে মানবে বলুন।

২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: আলহামদুলিল্লাহ!
আলহামদুলিল্লাহ!!
আলহামদুলিল্লাহ!!!

খালেদা জিয়া মুক্ত হচ্ছেন। অনেক দিন পরে খুশি লাগছে।

১০| ২৪ শে মার্চ, ২০২০ রাত ৮:৫৫

আশরাফুলআলয়াম২ বলেছেন: দিন আ‌নে দিন খাওয়া সাধারণ মানু‌ষের আর্তনাদ কিছুটা হ‌লেও সরকার‌কে অব‌হিত করুন। ক‌রোনার অ‌তিরঞ্জ‌ন ও গুজ‌বে সারা‌দেশ লকডাউন হ‌লে দু‌র্ভিক্ষ নে‌মে আস‌বে। তখন ক‌য়েক কো‌টি সাধারণ মানুষ না খে‌য়ে মারা যা‌বে। স‌ন্দেহভাজন‌দের এবং বি‌দেশ‌ ফেরত‌দের পরীক্ষা করে ক্য়ো‌রেন্টাই‌নে রে‌খে সব‌কিছু খু‌লে দি‌য়ে স্বাভাবিক ক‌রে দি‌লেই তো সমস্যার সমাধান হ‌য়ে যায়। এ‌তে ক‌রোনার ছড়াছ‌ড়িও হ‌বে না, সাধারণ মানুষও বাঁচ‌বে

https://youtu.be/HrPgpww7zB8

২৪ শে মার্চ, ২০২০ রাত ৯:৪৫

রাজীব নুর বলেছেন: বাইরে সবার অবস্থা দেখে মনে হচ্ছে...বেশীর ভাগ মানুষই ঈদের আমেজে আছে!

১১| ২৪ শে মার্চ, ২০২০ রাত ৯:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাঙালী একবার যদি কোন হিসু (ইস্যু) পায় !!
একেতো নাচুনি বুড়ি তার উপর ঢোলের বড়ি!!
খবর অতিরঞ্জিত হবার কারনে ভূগবে সাধারণ
খেটে খাওয়া মানুষ। কতিপয় বাড়িওয়ালা ভাড়া
মওকুফ করলেও অফিসের মালিকরা বেতন না
দেবার পায়তারা করছে।

২৪ শে মার্চ, ২০২০ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের সক্ষমতাকে নিয়ে গেছে এ গ্রহ থেকে বিলিয়ন আলোকবর্ষ দূর পর্যন্ত ।

১২| ২৪ শে মার্চ, ২০২০ রাত ৯:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: নতুন করে আর কিছু বলার নেই।
সরকারের সচেতনতার গুরুত্ব উপলব্ধি করে যত বেশি সম্ভব হোম স্টে থাকাই উত্তম।

২৪ শে মার্চ, ২০২০ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: অামি বাঁচতে চাইলে কী হবে, রাষ্ট্রযন্ত্রের অদূরদর্শীতা ও বাঙালির প্রবণতা অামাকে বাঁচতে দেবে না!

১৩| ২৫ শে মার্চ, ২০২০ রাত ২:৪৮

কাছের-মানুষ বলেছেন: এটা মহামারী, সবাইকে সচেতন হতে হবে এবং ঘরে থাকতে হবে, এটা শেষ চিকিৎসা আপাতত, কারণ এক নাগারে অনেক মানুষ আক্রান্ত হলে আমাদের দেশের চিকিৎসা দেবার সামর্থ নেই!

আজ দেখলাম একটি ভিডিও পুলিশ মাইকিং করছে এবং বাহিরে কাউকে দেখলে পশ্চাতদেশে লাঠি দিয়ে রাম দোলাই দিচ্ছে, এটা ভাল সিদ্ধান্ত, আরো আগে এই সিদ্ধান্ত নিলে ভাল হত।


২৫ শে মার্চ, ২০২০ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: গুরু সদাই দত্তের লেখা- ‘মানুষ হ' মানুষ হ'/ আবার তোরা মানুষ হ’ গণসংগীত দুর্যোগকালীন জাতীয়সংগীত হিসেবে নেওয়া যেতে পারে। কী বলেন?

১৪| ২৫ শে মার্চ, ২০২০ রাত ২:৫৯

সুপারডুপার বলেছেন: ভাইরাস ভাইরাসকে আক্রমণ করে না। তাই দেশের মানুষের চিন্তার কোনো কারণ নাই। ;)

২৫ শে মার্চ, ২০২০ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: সম্ভবত, পৃথিবী‌তে জলবায়ুর প‌রিবর্তন যত হ‌বে, তাপমাত্রা যত বাড়‌বে, তত বরফের ন‌ীচে চাপা পড়া হাজার বছ‌রের পু‌রো‌নো মানুষ ও পশু পা‌খির মৃত‌দে‌হ থে‌কে ভীন্ন ভীন্ন ভাইরাস বরফ গ‌লে বের হ‌য়ে অ‌তি শ‌ক্তিশা‌লি রুপ নি‌য়ে পা‌নি‌তে বা লোকাল‌য়ে এ‌সে মানুষ‌কে ধ্বংস কর‌বে..

১৫| ২৫ শে মার্চ, ২০২০ রাত ৩:৫৯

সোহানী বলেছেন: সবাই ঢাকা থেকে সারা দেশে ছড়ানো কঠিন বন্দোবস্ত করছে এই বন্ধে।

১৬| ২৫ শে মার্চ, ২০২০ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.