নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

\'খালেদা জিয়ার মুক্তি\' সাধারন মানুষ যা ভাবছেন

২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৪৬



১। সরকারের একটি যথোপযুক্ত সিদ্ধান্ত: বেগম খালেদা জিয়াকে মুক্তি দান।

২। করোনার মহামারীতে ১৮ কোটি মানুষ যখন ইয়া নাফসি ইয়া নাফসি করছে তখন খালেদা জিয়ার মুক্তি শেখ হাসিনার এক প্রশংসনীয় সিদ্ধান্ত।

৩। ভেতরে করোনায় আক্রান্ত সম্ভাবনা কম। আপনাকে ছয় মাস ছুটি দেওয়া হলো।

৪। খালেদা জিয়া মুক্ত! সরকার মুক্তি দিল কিভাবে? মুক্তি দিবে তো আদালত! বুঝলাম না।

৫। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত..করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে তার বয়স ও মানবিক বিবেচনায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

৬। দেশে আর কেউ নিরাপদ থাকলো না। খালেদা জিয়ার মুক্তি মানি না।

৭। সব মানুষরে আটকাইয়া খালেদা জিয়ারে ছেড়ে দিল বুঝলাম না।

৮। ইতিহাস জানবে, বিএনপি যখন খালেদা জিয়ার মুক্তির দাবী ফেলে দিয়ে কোয়ার‍্যান্টাইনে চলে গিয়েছিলো, তখন মানবতার খাতিরে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য মুক্তি দিয়েছিলো 'বাকশালী' সরকার।

৯। করোনা ভাইরাসে যেনো তার মৃত্যু হয় তার জন্যই এই মহা বিপদে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিছে।

১০। বাংলাদেশের কোন হসপিটালে ভর্তি হতে পারবে না , শুধু বঙ্গবন্ধু মেডিকেল ছাড়া এমনকি চিকিৎসার জন্য বিদেশে কোন দেশে যেতে পারবেনা। এটাই সাইন্স এটাই আওয়ামী লীগ।

১১। হঠাৎ ক‌রে খা‌লেদা জিয়ার মু‌ক্তি কেন ? সরকা‌রের শুভবু‌দ্ধির উদয়? না‌কি অন্য কোন বিপদ?

১২। অবশেষে তাহার মুক্তি!!! সরকারের এক ঢিলে দুই পাখি মারাটা জটিল লাগে....

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০৫

মানবিক_মানব বলেছেন: হে মানব মণ্ডলী (পড়ুন বাংলাদেশি) ,
আমি করোনাকে মহামারি করে পাঠিয়েছি; অতঃপর খালেদাকে (পড়ুন মোমেনাকে) দিয়েছি মুক্তি। আমি এই বাংলাদেশকে গুজব দ্বারা পরিবেষ্টিত করেছি এবং অসংখ্য নিদর্শন রেখেছি।
অতএব,
আওয়ামীলীগরা (পড়ুন মোনাফেকরা) আমার কোন নিদর্শনকে অগ্রাহ্য করবে!
বস্তুত,
আমি তাদের কানকে করেছি বধির মুখকে করেছি লাগামহীন, বস্তুত তারা বুঝেও বুঝবেনে।
এরাই ধর্মত্যাগী,
বস্তুত আমি এভাবেই বিবেককে আবেগ দ্বারা পরাজিত করি। এবং এভাবেই আমি তার (মোমেনার) দ্বারা ইসলাম কে বাংলার জমিনে কায়েম করবো এবং অতঃপর জয় করবো পশ্চিমবঙ্গ।

২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: হুম।

২| ২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৯

পদ্মপুকুর বলেছেন: ভালো সিদ্ধান্ত। দুর্যোগে ঝগড়া-বিবাদ না করাটাই উত্তম। বেঁচে থাকলে কোমরে গামছা বেঁধে ঝগড়া করা যাবে।

২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: খালেদা জিয়া নিজে কি শেখ হাসিনাকে ধন্যবাদ দিবেন?

৩| ২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৫:২৫

পদ্মপুকুর বলেছেন:

উনি কি করবেন আমি জানিনা, তবে আমি এরকম দৃশ্য চাই সবখানে সবসময়।

২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: খালেদা জিয়াকে জামিন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

৪| ২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩১

ফয়সাল রকি বলেছেন: ব্যাপারটা মন্দ মনে হচ্ছে না।

২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: শেখ মুজিবের রাজনৈতিক জ্ঞান কিছু অংশে মুজিবকন্যার চেয়ে কম ছিলো!
সেজন্যই তিনি মারা গেছেন, আর মুজিবকন্যা এখনো আমাদের মাঝে আছেন।

৫| ২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৪৮

ইফতি সৌরভ বলেছেন: কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত রেখে তাঁকে ছয় মাসের জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ–সংক্রান্ত সুপারিশ করে আইন মন্ত্রণালয় থেকে ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। - সরকারের হাত আইনের কাছে বাঁধা! তবু সাধুবাদ! দেরি করে হলেও সরকার খুব ভালো পদক্ষেপ নিয়েছে।

২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: এক করোনাভাইরাস
সবকিছু পাল্টে দিলো!
ঈশ্বরের কী লীলাখেলা
বোঝা বড় দায় !

৬| ২৪ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১১

মেটালক্সাইড বলেছেন:
শেখ মুজিবের রাজনৈতিক জ্ঞান কিছু অংশে মুজিবকন্যার চেয়ে কম ছিলো!
সেজন্যই তিনি মারা গেছেন, আর মুজিবকন্যা এখনো আমাদের মাঝে আছেন।


রাজীব ভাইয়ের এই কথাটির সাথে একমত আমি। বিপ্লব ও নেতা হিসেবে শেখ মুজিব অতুলনীয় যা স্বীকৃতি তারই মতো একজন বিপ্লবী তাকে দিয়েছিল, ফিদের ক্র্যাষ্টোর কথা বলছি।

শাসনতন্ত্র পরিচালনার ন্যূনতম যোগ্যতা শেখ মুজিবের ছিল না। বরং অস্থায়ী মুজিব সরকারের বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করেছিলেন (জাতীয় চার নেতা) তারাই রাষ্ট্র পরিচালনার সর্বাধিক যোগ্য ব্যক্তি ছিলেন এটা ইতিহাস স্বীকৃত।

২৪ শে মার্চ, ২০২০ রাত ৯:৩৬

রাজীব নুর বলেছেন: বেগম খালেদা জিয়ার মুক্তির খবরটা শুনে ভালো লেগেছে। কারণ বিষয়টি মানবিক। জানি অনেকেই বলবেন, এই মানবিকতা আগে কই ছিল? এখন কেন জেগে উঠলো? নানান হাবিজাবি চিন্তায় ভরপুর। চলুন এই সহজ হিসেবটা বুঝে নিই, খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকার এক্সিকিউটিভ পাওয়ার ব্যবহার করেছে। স্বাগত জানাই সরকারের সিদ্ধান্তকে। সুস্থ থাকুন বিএনপি চেয়ারপার্সন।

৭| ২৪ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কী হবে কেউ জানে না। পণ্যদ্রব্যের জুয়াড়িদেরকে ফাটকা ডাকা হয়, হয়তো খেলা শুরু হয়েছে, শেষ দানে কী হয় তা দেখতে হবে, এবার ফসল ভালো হয়নি।

২৪ শে মার্চ, ২০২০ রাত ৯:৩৭

রাজীব নুর বলেছেন: ঘরে বাইরে সবখানে রাজনীতি। দৃশ্যত দেশের বর্তমান পরিস্থিতিতে এমন সিদ্ধান্তকে স্বাগত জানাই।

৮| ২৪ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


উনার "কয়েদী" ষ্টেটাস বদলানো ভুল হবে।

২৪ শে মার্চ, ২০২০ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: ১। খালেদা জিয়ার মুক্তির সাথে সেনাবাহিনীর কোনো দূরবর্তী সম্পর্ক থাকলেও থাকতে পারে। এ বিষয়ে চিন্তার অবকাশ আছে।
অথবা
২। করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে, তাই শেখ হাসিনা তাঁর ইমেজ উদ্ধার করার চেষ্টা করছেন।

৯| ২৪ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যুগান্তকারী সিদ্ধান্ত!!
বিএনপির কৃতজ্ঞ থাকা উচিৎ।
আগামীতে জন্মদিন পালন না করে
এ্ই দিনে কেক কাটা কর্মসূচী পালন করুন।


২৪ শে মার্চ, ২০২০ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: প্লিজ মুক্তির খবরে করোনা যেন ভুলে না যাই

১০| ২৪ শে মার্চ, ২০২০ রাত ১১:৪০

হাবিব ইমরান বলেছেন:

৪ এর সাথে একমত ৷

২৫ শে মার্চ, ২০২০ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: ওকে।

১১| ২৫ শে মার্চ, ২০২০ সকাল ৯:১৩

খাঁজা বাবা বলেছেন: এর পিছনে অন্য খেলা আছে

২৫ শে মার্চ, ২০২০ সকাল ১০:৩৮

রাজীব নুর বলেছেন: মহামারীতে মানুষ যত কমবে, পৃথিবী তার পুরনো সৌন্দর্য, ঐশ্বর্য ও প্রাকৃতিক প্রাচুর্য ফিরে পাবে। মানুষ যদি পৃথিবীতে একজনও না থাকে তাতে পৃথিবীর কোন সমস্যা নেই। বরং সে আরো ভালো থাকবে। বিশ্বব্রহ্মাণ্ডও নিশ্চিন্ত হবে! এমন প্রাণী না থাকাই ভালো, যারা প্রকৃতির সাথে মিলেমিশে থাকতে পারে না। পৃথিবীর কাছে মানুষ মানে রাক্ষস, যে সবকিছু গিলে ফেলতে চায়। এমনকি নিজের দেহটাও।

১২| ২৫ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৫৬

মাহফুজা বেগম বলেছেন: ভালো লেখা।

২৫ শে মার্চ, ২০২০ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৫০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @ মানবিক_মানব কে বলছি আপনি বিকারগ্রস্থ?

২৫ শে মার্চ, ২০২০ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: অবশ্যই না।

১৪| ২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৪:০৮

অক্পটে বলেছেন: বিনা চিকিৎসায় যাতে করোনায় মারা যেতে পারে এই জন্যই এই মুক্তি সরকারের কৌশল বলেই মনে হয়। এই সরকার মানবিক নয় এটা বহুবার প্রমানীত হয়েছে। নতুন করে প্রমাণের দরকার হবেনা। এখনত বিদেশেও নেয়া যাবেনা। সরকার জানাতে চাইল তারা ভালো মানুষষ্য।

২৫ শে মার্চ, ২০২০ রাত ৮:৫১

রাজীব নুর বলেছেন: একদিন সব কিছু দিনের আলোর মতোন পরিস্কার হবে।

১৫| ২৫ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১০

পদাতিক চৌধুরি বলেছেন: খালেদা জিয়ার মুক্তি নিঃসন্দেহে ভালো খবর। গনতান্ত্রের পক্ষে আশাপ্রদ বৈকি। তবে এখন যে কোন দলের রাজনীতি না করে দলমত নির্বিশেষে করোনার মোকাবিলা করাই শ্রেয়। আশা করবো রাজনৈতিক দলগুলো এসময় আরো দায়িত্বশীলতার পরিচয় দেবে।

২৫ শে মার্চ, ২০২০ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: দাদা সুন্দর মন্তব্য করেছেন।

১৬| ২৫ শে মার্চ, ২০২০ রাত ৮:৫৬

ঢাবিয়ান বলেছেন: লকডাইনের মধ্যেেও মানুষ যেভাবে খালেদা জিয়াকে দেখতে ছুটেছে, তাতে মনে হল করোনা এই দেশে বেশি সুবিধা করতে পারবে না। মানুষ এইসব করোনা ফরোনাকে থোরাই কেয়ার করে।

২৫ শে মার্চ, ২০২০ রাত ৯:৫০

রাজীব নুর বলেছেন: আসলেই মানুষের আচরনে এরকমই মনে হলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.