নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। আমি আগেই বুঝতে পারছি, কি ভাষণ দিবে উনি,তাই শুনিই নাই।
২। ভাষণ শেষে আমার মনে হইসে- আচ্ছা, উনি কী বললেন?
৩। আবেগের ভাঙা রেডিও আর কতোকাল বাজানো হবে?
৪। ভালো ছিলো, শুনতে শুনতে ঘুম পাইসে অনেক। পুরাই ফেইরি টেলস।
৫। এক লাইন বলতে পারতেন, কেউ অনাহারে মরবে না। অনাহারে মরতে দেব না।
৬। আশা করি ধর্মপ্রাণ জেলাপ্রশাসকরা নেত্রীর নির্দেশনা অনুযায়ী বিপদকালীন এই মুহূর্তে সততার সঙ্গে জনগণের কাছে সরকারীসাহায্য সহযোগীতা প্রদানের মহান দায়িত্ব কর্মটি সম্পাদন করবেন।
৭। আগেই হতাশ ছিলাম। আর নতুন করে হতাশ হতে হয়নি! যাক্!
৮। মাননীয় প্রধান মন্ত্রী- যারা কোটি টাকা খরচা করে নাচ-গানের আয়োজন করত ; তাদেরকে করোনার জন্য টাকা দিতে চাপ দিন প্লিজ।
৯। বেশ কয়েক বছর আগে একটি বই পড়েছিলাম ‘বঙ্গভবনে পাঁচ বছর'। লেখক মাহবুব তালুকদার। তো তখনই আমার জানা হইছে, রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের বক্তব্য কারা লেখেন!
১০। প্রধানমন্ত্রীর ভাষোণ পাশাপাশি সেফুদার ভাষণও শুনলাম। জাতির জন্য অবশিষ্ট মায়া যেটুকু আছে দেখলাম সেফুদারই।
১১। 'মিথ্যা তুমি দশ পিঁপড়া' এই অদ্ভুত বাক্যে নিয়ে অনেক রকম গল্প চালু আছে। এরকম একটা হলো- মার্চপাস্ট করতে করতে ডান পা ফেলে মিথ্যা, তারপর বাম পা ফেলে তুমি, তারপর আবার ডান পা ফেলে দশ, তারপর বাম পা ফেলে পিঁপড়া। এই করতে করতে শেষে যা অবশিষ্ট থাকে তার সমষ্টি হলো, মিথ্যা, মিথ্যা, মিথ্যা!
প্রধানমন্ত্রীর ভাষণ শোনে কেনো জানি লেফট-রাইট-লেফট, মিথ্যা, মিথ্যা, মিথ্যাই খুব জোরেশোরে কানে বাজছিল!
১২। লীগ শিবির ছাত্র দল একই বৃক্ষের তিনটি ফল। এই দূর্যোগে এরা গর্তে…
২৫ শে মার্চ, ২০২০ রাত ১০:১৭
রাজীব নুর বলেছেন: আমি আশাহত।
২| ২৫ শে মার্চ, ২০২০ রাত ৯:৫৭
ঢাবিয়ান বলেছেন: ৪ নংং মন্তব্যটা এক লাইনেই বলে দিয়েছে ভাষনে কি ছিল!!! যাই হোক সরকারী দলের বিনোদনে যোগ দিয়েছে খালেদা জিয়াও। মেকআপের কারণে মুক্তি নিতে তিন ঘণ্টা দেরি বেগম জিয়ার।
২৫ শে মার্চ, ২০২০ রাত ১০:১৮
রাজীব নুর বলেছেন: মিডিয়া খুব বেশি করে ফেলেছে। স্যকর লেগেছে তাদের কর্ম কান্ড।
৩| ২৫ শে মার্চ, ২০২০ রাত ৯:৫৯
অনল চৌধুরী বলেছেন: লীগ শিবির ছাত্র দল একই বৃক্ষের তিনটি ফল। এই দূর্যোগে এরা গর্তে…
যেখানে নাই টাকার গন্ধ,সেখানে ছাত্র রাজনীতির গর্জন বন্ধ !!!!!
২৫ শে মার্চ, ২০২০ রাত ১০:১৮
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৪| ২৫ শে মার্চ, ২০২০ রাত ১০:০৩
ভুয়া মফিজ বলেছেন: অনলাইনে পুরা বক্তৃতাটা পড়লাম। আবেগে আমি কাইন্দালাইছি!!!
২৫ শে মার্চ, ২০২০ রাত ১০:১৯
রাজীব নুর বলেছেন: হে হে---
৫| ২৫ শে মার্চ, ২০২০ রাত ১০:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিছু মানুষ আছে যারা কোন কিছুতেই
ইতিবাচক দেখেনা। রাতকানা না এরা
দিন কানা তাই বুঝিনা। প্রধানমন্ত্রী কিইবা
এমন দোষের কথা বলেছেন ভেবে পাইনা।
২৫ শে মার্চ, ২০২০ রাত ১০:২০
রাজীব নুর বলেছেন: মুরুব্বী একম মুরুব্বীর মতোই বলেছেন।
৬| ২৫ শে মার্চ, ২০২০ রাত ১০:১০
মলাসইলমুইনা বলেছেন: রাজীব নুর,
প্রধানমন্ত্রীর ভাষণ শোনার সৌভাগ্য হয় নাই । আপনার পোস্ট থেকে জলবৎ তরলং বুঝে গেলাম ভাষণে কি ছিল ! ঢাবিয়ানের লকডাউন বিষয়ক পোস্টের বিষয় সম্পর্কেতো মাননীয় প্রধানমন্ত্রী কিছু আলোকপাত করেন নাই ! ওটাইতো জরুরি ছিল বেশি । কুশলে থাকুন ।
২৫ শে মার্চ, ২০২০ রাত ১০:২১
রাজীব নুর বলেছেন: সাবধানে থাকবেন।
৭| ২৫ শে মার্চ, ২০২০ রাত ১০:৩৯
ঊণকৌটী বলেছেন: সব খারাপের ই কিছু না কিছু ভালো দিক থাকে, চলুন এই খারাপ সময়ের মধ্যেও করোনা আক্রান্ত মানবসভ্যতার ভালো দিক গুলো দেখে নিই।।
বিজ্ঞানীরা বলছেন এই কদিনে বিভিন্ন জায়গায় আংশিক বা পূর্ণ লকডাউনে পরিবেশ দূষণের মাত্রা মাত্রাতিরিক্ত ভাবে কমেছে, আকাশের দৃশ্যমানতা বেড়েছে, মুম্বাইয়ের সমুদ্রের ধারে অনেক দিন পর আবার ডলফিন দেখা গেছে, পরিযায়ী পাখিরা আবার ফিরে আসছে, হিমবাহের বরফের গলন কমেছে। প্রকৃতি আবার একটু শ্বাস নিতে পারছে।
কর্মব্যস্ততা, বন্ধু বান্ধব, পার্টি এসবের জন্য যারা পরিবারের লোকজনকে সময় দিতে ভুলে যাচ্ছিল তারা বহু দিন পর একে অপরকে সময় দিতে পারছে।
বহুদিন পরে অনেকে আলমারির ধুলো ঘেটে তার নাপড়া বইটা বা ভালোলাগার গল্পগুলো নিয়ে পড়তে বসতে পারছে।
পারমাণবিক বোমা, মিগ বা রাফায়েল বিমান দিয়ে যুদ্ধ যুদ্ধ খেলে মানুষের প্রাণ নেওয়া যে অনেক সোজা কাজ কিন্তু মানুষের প্রাণ বাঁচানো যে অনেক কঠিন কাজ সেটা আজ অনেক রাষ্ট্রনায়করাও বুঝতে পারছেন।
নানা আদর্শে অনুপ্রাণিত আত্মঘাতী জঙ্গি রাও আজ প্রাণ ভয়ে ডেরায় সেঁধিয়ে গেছে।
কাশ্মীর আজ সত্যিই শান্ত, কাশ্মীরের মানুষের আজ সেনাবাহিনী আর সরকারকেই দরকার।
নাগরিকত্বের প্রমাণ ছাড়াই আজ দেশজুড়ে লোকজন প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে নিজেদের নাগরিকত্বের কর্তব্য পালন করল, কোন সরকারী দপ্তর থেকে আজ তাদের নাগরিকত্বের প্রমাণ দিয়ে তারপর নাগরিকের দায়িত্ব পালন করতে গেজেট নোটিফিকেশন করেনি।
অনেক সংশোধনাগারের জেল বন্দীরা বাইরের মুক্ত মানুষদের জন্য লক্ষ লক্ষ মাস্ক তৈরী তে আজ ব্যস্ত।
ধর্মগুরুরা আজ নিজেদের মুখ লুকিয়েছে, পুরীর মন্দির, শ্রীনগরের হজরতবল দর্গা,রোমের ভ্যাটিকান আজ বন্ধ, আজ সবার সামনের সারিতে চিকিৎসক আর বিজ্ঞানীরা |
সারাবছর প্ররোচনা জোগানো নেতারা আজ সেল্ফ কোয়ারান্টাইন্ড, প্রকৃত জননেতারা আজ মানুষের নেতৃত্বে|
সোকল্ড ঘুষখোর ভূরিওয়ালা পুলিস আজ পথে নেমে নিজের দায়িত্ব পালন করছে জীবনের পরোয়া না করে|
কেউ আর ডাক্তার মারার কথা বলছেনা, ডাক্তারের সুস্হতা কামনা করছে|
দেশে হঠাৎ করে চুরি ডাকাতি বন্ধ|
নারীরা আজ অনেক বেশী সুরক্ষিত, ধর্ষন শূন্য আজ আমার দেশ|
যে মিনিমাম হাইজিনটা এতবছর কাউকে দিয়ে মানানো যায়নি সেটা আজ বেশীরভাগ লোকজন ই মানছে|
দুহাতে পয়সা অপচয় করা লোকজন আজ মিনিমাম জিনিষ দিয়ে জীবনযাপন করেই খুশি|
বিলেতফেরত স্ট্যাটাস আজ গ্রামের বাড়ি থেকে ফিরলাম হয়ে যাচ্ছে|
জ্যোতিষীদের আজ বিপদের মোকাবিলায় স্টোন গছাতে দেখা যাচ্ছেনা
দিদি মোদীর ছবি আজকাল একসঙ্গে দেখা যাচ্ছে|
ঘৃনার বদলে ভালোবাসা রাজ করছে চারদিকে|
মৃত্যুভয় ভীষন নিষ্ঠুর, জীবনের থেকে প্রিয় আর কিছু নেই| তাই আজ পৃথিবীটা খুব অচেনা লাগছে| কোভিড ১৯ পরবর্তী পৃথিবী এক নতুন পৃথিবী হবে এই যুদ্ধে জয়ী হওয়া মানুষদের জন্য|
২৬ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৩৬
রাজীব নুর বলেছেন: আপনাকে ংখ্য ধন্যবাদ।
বেশ শান্তি শান্তি লাগছে।
৮| ২৫ শে মার্চ, ২০২০ রাত ১১:০৭
নেওয়াজ আলি বলেছেন: সব কিছু রেড়ি। পদ্মা সেতুও রেড়ি। ভাইরাস রোগীরা উপর হতে নদীতে লাফ দিবে খুশিতে। গ্রামে বস্তায় ভরে তেল দিবে মাথায় দিতে।
২৬ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৩৭
রাজীব নুর বলেছেন: হা হা হা--
৯| ২৬ শে মার্চ, ২০২০ ভোর ৬:৩৬
চাঁদগাজী বলেছেন:
বর্তমান সভ্যতার জীবনযাত্রার মান অনুসারে ৩য় বিশ্বের একজন প্রাইম মিনিষ্টারের যে যোগ্যতা, দক্ষতা ও জ্ঞান থাকার দরকার, উনার কোনটাই নেই।
২৬ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৩৪
রাজীব নুর বলেছেন: এমন কঠিন কথা বলে দিলেন!!!
১০| ২৬ শে মার্চ, ২০২০ দুপুর ২:৫৫
তানভীরএফওয়ান বলেছেন: ছেলের তো আছে উনি কি করছেন এখন?
হঠাৎ করে চুরি ডাকাতি বন্ধ|নারীরা আজ অনেক বেশী সুরক্ষিত
২৬ শে মার্চ, ২০২০ রাত ৮:৩৮
রাজীব নুর বলেছেন: ইয়েস।
১১| ২৬ শে মার্চ, ২০২০ বিকাল ৪:০৬
বিষাদ সময় বলেছেন: ভাই রাজীব নুর স্রোতে গা ভাসাইয়েন না। নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগান........................
২৬ শে মার্চ, ২০২০ রাত ৮:৩৮
রাজীব নুর বলেছেন: ওকে।
ধন্যবাদ।
১২| ২৬ শে মার্চ, ২০২০ রাত ৮:১০
আসোয়াদ লোদি বলেছেন: ভাষণে সবকিছু দিয়ে দেয়া যায়, বাস্তবতা ভিন্ন।
২৬ শে মার্চ, ২০২০ রাত ৮:৩৯
রাজীব নুর বলেছেন: এটাও ঠিক কথা বলেছেন।
১৩| ২৬ শে মার্চ, ২০২০ রাত ১১:৪৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
বাংলাদেশ অনেকটা আফ্রিকার দেশগুলোর মতো দুর্ভাগা দেশ।
২৭ শে মার্চ, ২০২০ দুপুর ১২:২৭
রাজীব নুর বলেছেন: দূর্ভাগা হওয়ার কথা ছিলো না।
দেশের হর্তা কর্তাদের জন্য আজ এই অবস্থা।
১৪| ২৭ শে মার্চ, ২০২০ রাত ২:০৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনাদের কারো ভাষন দেয়ার অভ্যাস থাকেলে,লিখিত একটা ভাষন পোষ্টে দিন,জাতি উপকৃত হবে।
২৭ শে মার্চ, ২০২০ দুপুর ১২:২৮
রাজীব নুর বলেছেন: বাঙ্গালী বাষন দিতেও জানে না। ভাষন দিতে জানতেন একজন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৫| ২৭ শে মার্চ, ২০২০ সকাল ৭:২৯
সোহানী বলেছেন: সুরক্ষা সরন্জাম যথেস্ট মজুত আছে........গুড! তাহলে তা কেন হাসপাতালগুলোতে ডিস্ট্রিবিউন হচ্ছে না। প্রতিটি ডাক্তার আতংকে সময় কাটাচ্ছে। কোন সরন্জাম, কোন ট্রান্সপোর্ট নেই, হোটেল বন্ধ তাই কোন খাবার নেই, ইন্টার্নীরা ধর্মঘটে তাই হাফ ডাক্তারও নেই। তারউপর মিনিস্ট্রি থেকে আদেশ জারী হয়েছে কর্তব্যে অবহেলা হলে পানিসমেন্ট।
১৬| ২৭ শে মার্চ, ২০২০ দুপুর ১২:২৯
রাজীব নুর বলেছেন: এই হলো অবস্থা!!!
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০২০ রাত ৯:৫১
খাঁজা বাবা বলেছেন: আসল যে সমস্যা, মানে চিকিৎসা ও রোগ নিয়ন্ত্রন।
যা নিয়া মানুষ চিন্তিত সে ব্যাপারে তিনি কি বলেছেন?
আপনার মতামত কি?