নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ (ওদের মেরো না, বুঝিয়ে বলো)

২৬ শে মার্চ, ২০২০ দুপুর ১:২২



সবাই খুব খুশি আর্মি নামানোতে।
বাঙ্গালীর জন্য মাইরের উপরে অষুধ নাই। আসলেও তাই। সেইদিন যদি ইতালি ফেরত সেই ফাক্কান্ট্রিসিস্টেম বলা রেমিটেন্স যোদ্ধাদের পুলিশের বদলে আর্মি দিয়ে বরন করা হতো তাহলে আজকে হয়তো করোনা নিয়ে এতো আতঙ্কিত হতে হতো না। আমাদের মাথাদের কখনো টাইম মতো মাথা কাজ করে না। সময়ের কাজ সময়েও করেন না। প্রোটেকশন ছাড়া নোংরা ভাইরাসের বিরুদ্ধে লড়তে নামা ডাক্তার-নার্স পুলিশ ম্যাজিস্ট্রেটদের পর এখন আমি আমাদের আর্মি ভাইদের নিয়ে চিন্তিত। বাংলাদেশের মানুষকে ঘরবন্দী হতে অসভ্য উপায়ে লাঠিপেটা করা হচ্ছে! অর্থ জরিমানা করলেই তো হয়। পৃথিবীর কোন সভ্যদেশে নাগরিকের উপর লাঠি চালানো আইনত অপরাধ। সরকারকে ধন্যবাদ জানাই আসুন ঘরে থাকি, সামর্থ্য অনুযায়ী যে যেভাবে পারি অসহায় মানুষদের সহযোগিতা করি। সবাই সাবধানে থাকুন। আমি সাবধানে আছি। ঘর বন্ধী আছি।

১।

২।

৩।
ভূমধ্যসাগরের বুকে দক্ষিণ ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া মেট্রোপলিটন সিটির প্রাণকেন্দ্রে সেনাবাহিনীর কঠোর নজরদারি।

৪।

৫।

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩০

তানভীরএফওয়ান বলেছেন: ৪ নং এবং ৫ নং ছবি খুব সম্ভব ভারতের। পাব্লিক যাতে NRC নিয়ে মিছিল-মিটিং না করে এজন্য আগেই লকডাউন করে দিয়েছে বুদ্ধিমান মোদি। বয়ারা ছাত্রকে বেতের বাড়ি না মারলে পড়া তৈরি করে না মাঝে মাঝে মারা দরকার।

২৬ শে মার্চ, ২০২০ রাত ৮:৩৭

রাজীব নুর বলেছেন: এই পরিস্থিতিতে কেউ শখ করে বের হয় না।

২| ২৬ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৮

Subdeb ghosh বলেছেন: মাইরের উপর ঔষধ নাই।

২৬ শে মার্চ, ২০২০ রাত ৮:৩৯

রাজীব নুর বলেছেন: যদি বুঝিয়ে কাজ হয়, তাহলে মারার দরকার হইবে না।

৩| ২৬ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৩৭

নতুন বলেছেন: জনগনকে পেটানোর সংস্কৃতি আমাদের দেশের অনেক পুরানো।

অন্যকে পেটানো দেখে অনেকেই মজা পায়। কিন্তু ভুলে যায় পুলিশের জনগন পেটানোর অভ্যাস হচ্ছে তাই ঐসব মানুষও কোন একটা সময় পুলিশের পিটানি খেতেই পারে।

সবাইকে বুঝিয়ে বলতে পারে। না গেলে গ্রেপ্তার করে জেল বা জরিমানা দেওয়ার ব্যবস্তা করতে পারে। পেটানো কখনোই সমাধান হইতে পারেনা।

আজ অন্যকে মাইর দিসে বলে যারা বাহবা দিচ্ছে তারা মাইর খাইলে পুলিশকে খারাপ বলতে পারবেনা পরে।

২৬ শে মার্চ, ২০২০ রাত ৮:৪০

রাজীব নুর বলেছেন: সহমত।

৪| ২৬ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা সঠিকভাবে ভাবতে পারে না, ভুল কাজ করে বেশীর ভাগ সময়ে।

২৬ শে মার্চ, ২০২০ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: আসলে ছোটবেলা থেকে সঠিক শিক্ষা না পাওয়ার কারনে এমন হয়।

৫| ২৬ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


কমেন্টে, ইডিয়ট নেওয়াজ আলীর দেয়া ছবিটি সরায়ে দেন; এই ধরণের "ক্যাপশানসহ" শিশুর ছবি দেয়া ঠিক নয়।

২৬ শে মার্চ, ২০২০ রাত ৮:৪৩

রাজীব নুর বলেছেন: ওকে।

৬| ২৬ শে মার্চ, ২০২০ রাত ৯:২২

সেলিম আনোয়ার বলেছেন: ঘরে থাকুন দেশ সেবা করুন।

২৬ শে মার্চ, ২০২০ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: ঘরেই আছি।

৭| ২৭ শে মার্চ, ২০২০ সকাল ৯:৫৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: যে সব দেশ বা জাতি বর্বর ও অসভ্য তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেমন হতে পারে তাই ছবিগুলোতে প্রকাশ পাচ্ছে |

২৭ শে মার্চ, ২০২০ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: মারামারি আমার পছন্দ না।

৮| ২৭ শে মার্চ, ২০২০ সকাল ১০:০৬

হাবিব ইমরান বলেছেন:

বাঙালিকে বুঝিয়ে কখনো কাজ হইতে দেখছেন ভাই? বাঙালির সাথে ভালো আচরণ যায় না। শুধু মাইর ই বাঙালির একমাত্র ওষুধ। সরকার বারবার সতর্ক করেছে। পত্রিকায় বিভিন্নরকম নির্দেশনা দিয়েছে, প্রশাসন দিয়ে সাধ্যমতো সচেতন হওয়ার তাগিদ দিয়েছে ৷কিন্তু কোন ফলই ভালো হয়নি।

* সারাদেশে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তব বন্ধ দিয়েছে। এসব বন্ধ দেয়ার একমাত্র কারণ ছিলো সবাই যাতে ঘরে থাকে।
কিন্তু বাস্তব চিত্র কি ছিলো? - সবাই কক্সবাজার ঘুরতে গিয়েছে।
* প্রবাসীরা দেশে আসছে, সবাইকে বুঝিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছিলো ৷
কিন্তু বাস্তব চিত্র কি ছিলো? - কেউ বাজারে আড্ডা দিয়েছে, কেউ বিয়ে করেছে, কেউ জম্পেশ আড্ডা দিয়ে নিজেকে গাধা প্রমাণ করেছে।
* বাজারের সকল দোকানপাট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। একাধিক ব্যক্তিকে একসাথে জড়ো না হওয়ার পরামর্শ দেয়ার পরেও কেউ তা মানেনি।

উপরোক্ত বিষয়গুলো প্রথমে বুঝিয়েই দায়িত্ব পালন করে ছিলো সরকার ৷কিন্তু কোন লাভ হচ্ছে না দেখে সেনাবাহিনী পুরাতন থেরাপি প্রয়োগ করেছে। এটা যৌক্তিক সিদ্ধান্ত।

আর কতদিন বুঝালে আপনার সচেতনতা বৃদ্ধি পাবে সেটা জানতে চাই ৷

২৭ শে মার্চ, ২০২০ দুপুর ১২:২৫

রাজীব নুর বলেছেন: এটা ঠিক বাঙ্গালী নিয়ম মানে না। নিয়ম না মানাটাই তারা ফ্যাশন মনে করে।

৯| ২৭ শে মার্চ, ২০২০ সকাল ১০:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাব কেমন আছেন!!
আজ শুক্রবারের কর্মসূচী কি আপনার?
আপনার গুরুতো সামুর কোয়ারেন্টাইনে আছেন বেচারা !!
তাকে মুক্ত করার মন্ত্র জানা আছে আপনার?

২৭ শে মার্চ, ২০২০ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: উনি মুক্ত হবেন। এবং খুব দ্রুত।

১০| ২৯ শে মার্চ, ২০২০ সকাল ১০:৫৩

ইসিয়াক বলেছেন: আপনি পোষ্ট না দিলে আমি আর পোষ্ট দেবো না। আপনি পোষ্ট দিন।

২৯ শে মার্চ, ২০২০ সকাল ১১:৪৯

রাজীব নুর বলেছেন: না। এরকম করবেন না।

১১| ২৯ শে মার্চ, ২০২০ রাত ৮:৫০

খায়রুল আহসান বলেছেন: ভাল কথায় চিড়ে ভিজেনি বলেই হয়তো ওরা এরকম করছে। তবে আমার বিশ্বাস, পেটাপিটি বেশীদিন চলবেনা। বার্তা পৌঁছে গেলেই হয়তো তা বন্ধ হয়ে যাবে।

২৯ শে মার্চ, ২০২০ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: তাই যেন হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.