নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। পৃথিবীর বেশির ভাগ মানুষেরই বস্তুগত জিনিসের প্রতি যে তীব্র মোহ,আকর্ষণ আর তা পাওয়ার প্রতিযোগিতার দৌড়ে নিজেকে যতটা ব্যস্ত রাখে ঠিক ততটাই অবজ্ঞা করে নিজের স্বাস্থ্য ও সুস্থতাকে! আমাদের সুস্থভাবে বেঁচে থাকবার জন্য প্রয়োজন খাদ্য,পানি,ঔসধ,চিকিৎসা!
২। করোনায় কেবল মৃত্যই একমাত্র সংবাদ নয়। তার বাইরে বলার মতো অনেক কিছুই তো আছে। ভাইরাসটা সম্পর্কে, ভাইরাসের মোকাবেলায় কারা কোথায় কিভাবে কতোটা সাফল্য পেয়েছে এগুলো মানুষকে জানানো দরকার। সঠিত তথ্য পেলে মানুষ নিজেই করোনাকে হারিয়ে দেবে।
এ লড়াইয়ে মানুষকে জিততে হবে।
৩। এপ্রিল একটি নিষ্ঠুর মাস।
৪। আচ্ছা, ফেসবুক যখন ছিল না, তখন কি ত্রাণ দেয়া হত না?
৫। আল্লাহর রহমতে প্রথম সন্তানের বাবা হলাম সবার কাছে দোয়াপ্রার্থী।
৬। অনুশাসন না মানলে আইনের প্রয়োগ প্রয়োজন। শৈথিল্য দেখানো আত্মঘাতী হবে। সময় হাতে বেশি নেই।
৭। প্রথম বলা হল মুসলিমদের করোনা হবে না। পরে বলা হল গ্রীষ্মকালীন দেশে গরম পরে সুতরাং করোনা হবে না। পরে বলা হল পাচ ওয়াক্ত ওজু করে নামাজ পরলে করোনা হবে না। এরপর বলা হল যেদেশে শেখ হাসিনা আছে সেদেশে করোনা হবে না। এরপর বলা হল, দেশের প্রধানমন্ত্রী রোজ ওজু করে ফজরের নামাজ পরে সেদেশে করোনা হবে না। এরপর বলা হল বাংলাদেশ করোনা মোকাবেলায় প্রস্তুত। এরপর বলা হল পর্যন্ত পিপিই আছে। এরপর বলা হল আমরা আমেরিকা কানাডা থেকে স্বাস্থ্য ক্ষেত্রে এগিয়ে এবং আমেরিকা আমাদের কাছে সাহায্য চাচ্ছে। এরপর বলা হল করোনা পরিস্থিতি মোকাবেলা সরকার একা করতে পারবে না। এরপর বলা হল দেশে পর্যন্ত পিপিই নাই, ডাক্তারদের নিজেদেরকেই পিপিই জোগাড় করতে হবে। এরপর বলা হল এখনো পিপিই সেভাবে প্রয়োজন নাই। এরপর বলা হল বাংলাদেশে ১০ -২০ লক্ষ লাশ পরবে। এরপর বলা হল আমরা উন্নত দেশ থেকে এগিয়ে আছি যা স্বয়ং WHO বলেছেন। এরপর বলা হল পর্যাপ্ত টেস্টিং কীট নাই। এরপর বলা হল গতকাল কোন রোগী সনাক্ত হয়নি। এরপর বলল আমাদের পর্যন্ত টেস্টিং কীট আছে।
আজ শুনছি ওয়ার্ল্ড ব্যাংকের কাছে ১০০ বিলিয়ন ডলার লোন চাওয়া হয়েছে করোনা মোকাবিলা করার জন্য।
ফাইনালী কি বুঝলেন?
করোনা তো সেই আশীর্বাদ জাতির জন্য!!
৮। মানুষের মুখের হাসি আমি বড়ই ভালোবাসি। ইদানিং কিছু মানুষের হাসিমুখ দেখতে ইচ্ছে করে না, মনে হয় খোলশ পরা..
৯। এলাকার এমপি নাই। সাবেক এমপিরাও নাই। যারা এমপি হতে চান তারাও নাই। অন্য জনপ্রতিনিধিরাও নাই। সব গর্তে ঢুকে গেছে। শুধু কিছু পোলাপান আর স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন কে দেখি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। গর্তজীবীরা গর্তে থাকুক। সাধারণ মানুষ থাকুক সাধারণ মানুষের পাশে....।
১০। বিশ্বনেত্রীত্ব কি বদলে যাবে? মানুষ কি বুঝতে পারবে যার হাতে পারমানবিক বোমার ফর্মূলা রয়েছে সে শক্তিশালী নয়? মানুষ কি বুঝতে পারবে মহাকাশে নতুন নভোযান উৎক্ষেপনই ক্ষমতা নয়? মানুষ কি বুঝতে পারবে অন্যদেশের আকাশ স্থল কিংবা সমুদ্রসীমায় লোকবল স্থাপন করাই ক্ষমতা নয়? জোর করে দখল, মুসলিম হিন্দু কিংবা বৌদ্ধ খ্রীস্টান হত্যা করাই ক্ষমতা নয়? কল কারখানার মালিক, দেশের ক্ষমতাধর নেতা-নেত্রী অন্য দেশ দখল করে তার তেল গ্যাস প্রাকৃতিক সম্পদ কুক্ষিগত করা প্রভু দেশগুলো আসলে প্রভু নয়? মানুষ কি বুঝতে পারবে যুক্তরাষ্ট্র কিংবা উন্নত বিশ্বের একটি দ্বিতীয় বা তৃতীয় শ্রেণির নাগরিকত্ব ম্যানেজ করাই সুখ বা সেটেলমেন্ট নয়? মানুষ কি বুঝতে পারবে সেটল্ বলে আসলে পার্থিব জীবনে কিছুই নেই? মানুষ কি আদৌ বুঝতে পারবে মানুষের ইতিহাস লিখবে প্রকৃতি আর কৃত সকল অপকর্মের ফলাফল এ জীবন দিয়েই সকলের ভোগ করে যেতে হবে?
০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৪
রাজীব নুর বলেছেন: ফেসবুক ভালৈ ছিলো।
মানুষ ফালতু বানিয়ে ফেলেছে।
২| ০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ১:৩০
কাউছার হোসেন বলেছেন: Congratulations for No:5
০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৪
রাজীব নুর বলেছেন: আরে না। আমার না। এটা সাধারণ মানুষের কথা।
৩| ০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ১:৫০
নেওয়াজ আলি বলেছেন: from Facebook
০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ২:৫২
রাজীব নুর বলেছেন: হুম।
৪| ০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ২:১৫
ঢাবিয়ান বলেছেন: পৃথীবি যদি এই মহাসংকট থেকে উত্ত্রন ঘটাতে সক্ষম হয়, বদলে যাবে অনেক কিছুই।
০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৩
রাজীব নুর বলেছেন: না, তেমন কিছু হবে না।
৫| ০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
৫। আল্লাহর রহমতে প্রথম সন্তানের বাবা হলাম সবার কাছে দোয়াপ্রার্থী।
পরী কি তা হলে আপনার সন্তান না !!!
০১ লা এপ্রিল, ২০২০ রাত ৮:৫৮
রাজীব নুর বলেছেন: ৫নং আমার কথা না। দেশের সাধারণ মানুষের কথা।
মুরুব্বী আমার কলিজা। আমার আনন্দ। আমার জীবন মরন।
৬| ০১ লা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৯
ইসিয়াক বলেছেন: নূর মোহাম্মদ নূরু বলেছেন:
৫। আল্লাহর রহমতে প্রথম সন্তানের বাবা হলাম সবার কাছে দোয়াপ্রার্থী।
পরী কি তা হলে আপনার সন্তান না !!!
আমারো প্রশ্ন
০১ লা এপ্রিল, ২০২০ রাত ৮:৫৯
রাজীব নুর বলেছেন: উফ আল্লাহ।
আমার একটাই কন্যা।
আর নাই। হবেও না।
৭| ০১ লা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নেওয়াজ আলি ভাই
বেটা ওই মেয়ের হাত
কোন যুগে ছাড়বে !!
৮| ০২ রা এপ্রিল, ২০২০ ভোর ৬:১৩
ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: উফ আল্লাহ।
আমার একটাই কন্যা।
আর নাই। হবেও না।
আর হবে না কেন? উত্তর চাই কিন্তু
০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৪
রাজীব নুর বলেছেন: এক সন্তান নিয়েই আমি খুশি।
©somewhere in net ltd.
১| ০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ১:২১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ফেসবুক একটা ফালতু বিষয় মনে হয়।