নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। রাত একটা।
বাইরে বেশ ঝড় তুফান হচ্ছে। তীব্র বাতাসের শোঁ শোঁ শব্দ মনে ভয় ঢুকিয়ে দেয়। ধূম ধূম বাজ পড়ছে। মনে হচ্ছে সারা শহর আজ ধ্বংস হয়ে যাবে। আমি দরজা জানালা বন্ধ করে কুন্ডুলী পাকিয়ে বিছানায় শুয়ে আছি। আজ বাসায় কেউ নেই। আমি একা। ঘুমাতে চেষ্টা করছি। কিন্তু কিছুতেই ঘুম আসছে না। এমন সময় শুনতে পেলাম দরজায় কে যেন নক করছে।
এত রাতে কে এলো? তাও এই ঝড় তুফানের রাতে। আমি বিরক্ত হয়ে বললাম, কে? কে? কোনো সাড়া শব্দ পেলাম না। কিন্তু আবার দরজায় খট খট শব্দ। মেজাজ খুব খারাপ হলো। দরজা খুললাম। দরজা খুলে আমি প্রচন্ড অবাক! রফিক এসেছে। আমার বাল্য বন্ধু। স্কুল কলেজে আমরা একসাথে পড়েছি। রফিককে দেখে আমি সীমাহীন ভয় পেলাম। আমার মাথা কাজ করছে না। সমস্যা হলো রফিক আজ থেকে তিন বছর আগে সড়ক দূর্ঘটনায় মারা গেছে।
২। এক লোক খুব বিরক্ত।
তার খুব শখ ভূত দেখবে। সারারাত, কবরস্থান, বনে জঙ্গলে ঘুরেও সে ভূতের দেখা পায় নি। এই নিয়ে তার দুঃখের শেষ নেই। সে চায় ভূত দেখে এমন ভয় পাবে যে- ভয়ের চোটে কাঁপতে কাঁপতে তার জ্বর এসে যাবে। কলিজা কেঁপে উঠবে। যাই হোক, ভূতের দেখা না পেয়ে সেই লোক ভূতের বই আর ভূতের মুভি দেখা শুরু করলো। ভূতের বই এবং মুভি দেখে তার মেজাজ আরো খারাপ হয়ে যায়। প্রচন্ড ভূতের বই আর মুভি দেখে তার হাসি পায়।
লোকটির বাসার সামনেই একটা কবরস্থান।
একদিন রাতে ভূতের মুভি দেখে তার মেজাজ খুব খারাপ হলো। মেজাজ খারাপ ঠিক করার জন্য সে কবরস্থানে গেলো। চিৎকার করে বলল, হে ভূত আমাকে দেখা দাও। মৃত্যুর আগে আমি ভূত দেখে মরতে চাই। প্লীজ আসো। আসো। জোছনা রাত ছিলো সেদিন। হঠাত বিশাল এক খন্ড মেঘ এসে চাদটা ঢেকে দিলো। চারপাশ মুহুর্তের মধ্যে অন্ধকার হয়ে গেল। হঠাত চারিদিকে খুব বাতাস বইতে শুরু করলো। গাছের আড়ালে লোকটা হয়তো কিছু একটা দেখেছে। তারপর লোকটার মৃত্যু হয়।
৩। বাসায় কেউ নেই।
বউ বাচ্চা সব বেড়াতে গেছে। আমি চাকরির খাতিতে যেতে পারি নি। বউ রান্না করে রেখে গেছে। আমি ফ্রিজ থেকে খাবার গরম করে খেয়ে নিই। রাত এগারোটা বেজে গেছে। কম্পিউটারে মেইল চেক করে ঘুমাতে গেলাম। আমার ঘুমের কোনো সমস্যা নাই। মুহুর্তের মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেলাম। হঠাত তীব্র বেলী ফুলের ঘ্রানে ঘুম ভেঙ্গে গেল। কয়টা বাজে জানি না। তবে আনুমানিক রাত তিনটা হবে হয়তো। মনে হচ্ছে ঘরে কেউ একজন আছে। সে হাঁটছে। তার হাতের কাঁচের চুড়ির শব্দ পাচ্ছি। মেয়েটা হয়তো চুলে বেলী ফুলের মালা পড়েছে। আমি যে লাইট জালিয়ে দেখব ঘটনা কি, সেই সাহস পাচ্ছি না। ভয়ে আমার হাত পা কাপছে।
আমি বালিশ দিয়ে মাথা ঢেকে রেখেছি।
কিন্তু খুব বুঝতে পারলাম মেয়েটা আমার মাথার কাছে বসেছে। আমার মাথার উপর থেকে বালিশটা সরিয়ে দিলো। মেয়েটা এক আকাশ ভালোবাসা নিয়ে আমার মাথায় হাত রাখলো। স্পর্শে বুঝলাম মেয়েটা ভালোবাসা নিয়ে মাথায় হাত রেখেছে। আমি গভীর ঘুমের ভাব ধরে মটকা মেরে আছি।
খুব ভোরে ঘুম ভাঙ্গলো। মনে মনে ভাবছি রাতের স্বপ্নটা বেশ সুন্দর ছিলো। ঘরে কেউ নেই অথচ বেলী ফুলের গন্ধ ঠিকই আছে। বেলী ফুলের গন্ধটা আমার ভীষন প্রিয়। বিছানা থেকে নামার সময় দেখি- আমার বালিশের পাশে দু'টা বেলী ফুলের মালা পড়ে আছে।
০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১২:১৮
রাজীব নুর বলেছেন: আজ রাতে সাবধান থাকবেন।
কোনো অশরীরি আসতে পারে আপনার কাছে।
২| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ২:০৫
চাঁদগাজী বলেছেন:
মোটামুটি ধরণের।
০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৬
রাজীব নুর বলেছেন: এগুলো কোনো লেখাই না। এগুলো জাস্ট ফান করেছি।
৩| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ২:১৭
ঠাকুরমাহমুদ বলেছেন: প্রথম ও শেষ গল্পটি সুন্দর। দুটো গল্পেই বাস্তবতা আছে মনে হচ্ছে।
০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৭
রাজীব নুর বলেছেন: আমার ধারনা কোনো মানুষই পুরোপুরি মিথ্যা লিখতে পারে না।
৪| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ২:১৮
সোহানী বলেছেন: হেহেহেহেহে আমিও আসছি আপনার জন্য ভুত নিয়ে
০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৭
রাজীব নুর বলেছেন: পাবেন ভয়, কিন্তু হাসছেন!!!!!!!!
মাই ব্যাড লাক।
৫| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ২:৪৬
নেওয়াজ আলি বলেছেন: খুবই ভালো লাগলো।
০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ০৩ রা এপ্রিল, ২০২০ ভোর ৫:৫৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
ব্লগ জগত হচ্ছে কম্পিউটার জগত। ব্লগার রা ততোটুকু জানবেন যতোটুকু ইন্টারনেটে আপলোড দেয়া আছে। এখন ইন্টারনেট আর বাস্তব জগত তো এক নয়। বাস্তবতা সম্পর্কে সেদিন জানবেন যেদিন হাতে আর সময় পাবেন না। আর ইন্টারনেটে ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই, ইন্টারনেট হচ্ছে ইনফরমেশন এন্ড এন্টারটেইনমেন্ট।
মৃত মানুষ বাস্তবে না আসলেও স্বপ্নে তাড়া করেন অনেককে সেই তাড়া করাও কম ভয়ঙ্কর নয়। আমি জ্বীন ভূত প্রেত রাক্ষস সব বিস্বাস করি। তাতে পরিবার সমাজ বা দেশের ক্ষতি হচ্ছে না।
০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৯
রাজীব নুর বলেছেন: আমি জ্বীন ভূত রাক্ষস কিছু বিশ্বাস করি না। তাতেও দেশ বা সমাজের কোনো ক্ষতি হচ্ছে না।
৭| ০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ৭:৪০
ইসিয়াক বলেছেন: ভয় পেলাম না।
০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: আমি কাউকে ভয় দিতে চাই না।
৮| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৪
ইসিয়াক বলেছেন: সে যতই খারাপ হোক না কেন।
কেউ মন্তব্য করলে কিছু না হোক ধন্যবাদ তো দিতে হয়। নাকি?
০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৮:৩৮
রাজীব নুর বলেছেন: অবশ্যই ধন্যবাদ।
৯| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভুতের গল্প পড়ে খুবই আনন্দ পেলাম।
শুকরিয়া।
০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৮:৩৯
রাজীব নুর বলেছেন: আনন্দ নয় ভয় পাওয়ার কথা।
১০| ০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১২
রূপক বিধৌত সাধু বলেছেন: চুড়ি পরা, বেলি ফুলের মালা পরা মেয়েটা আমার কাছে এলে ভয় পেতাম না, সুখ-দুঃখের গল্প করতাম।
০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৮:৪০
রাজীব নুর বলেছেন: একটা ভূতের সাথে সুখ দুঃখের গল্প!!!!
১১| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৮:০৬
Subdeb ghosh বলেছেন: ভূত-পেত্নী দেখিনি তবে তাদের অনেক গল্প শুনেছি -
০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৮:৪২
রাজীব নুর বলেছেন: দেখেন নি দেখবেন। সময় এখনও আছে।
১২| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৮:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আজ রাতে সাবধান থাকবেন।
কোনো অশরীরি আসতে পারে আপনার কাছে।
আসুক ক্ষতি নাই, তবে যেন হোদল কুত কুত না হয়
একটু সুদর্শিনী যেন হয়
০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৮:৪৩
রাজীব নুর বলেছেন: ইফ আল্লাহ!!
এত বয়স হয়েছে আপনার তবু রস কমে না।
দাড়ান চাচীরে বলতে হবে।
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১২:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভুতের গল্প না মজার গল্প ?
আমার ভয় লাগেনি তবে মজা
পেয়েছি। তাই বললাম মজার
গল্প নয়তো!!