নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
যমানার শেষ নবী রাসূল (সাঃ) বাচ্চাদেরকে অত্যন্ত পছন্দ করতেন। আদর করতেন। কখনও বাচ্চাদের সাথে ধমক দিয়ে বা রাগ করে কথা বলতেন না। একদিন রাসূল(সাঃ) এর প্রিয় নাতি হযরত হোসাইনকে আদর করছেন। বললেন, প্রিয় নাতি বলত, তুমি বড় না আমি বড়? হোসাইন বলছেন, নানাজি আমি আপনার চেয়ে বড়।
-- আশ্চর্য কথা! তুমি আমার চেয়ে বড় কিভাবে!
হোসাইন বলছেন, বলুনতো আপনার পিতার নাম কি?
হুজুর বলছেন, আবদুল্লাহ।
হোসাইন বলছেন, এই আবদুল্লাহ এই পর্যন্তই শেষ। আপনি তো আমার পিতার মত পিতা পান নাই। আমার আব্বার মত আব্বা আপনার আছে? আমার আব্বাকে বলা হয় আসাদুল্লাহিল গালিব। সমস্ত কাফেরদের জন্য বিজয়ী বীর, বাঘ। এবং আমার আব্বা সম্পর্কে আপনি বলেছেন, আমি হচ্ছি জ্ঞানের রাজ্যে আর আলী হচ্ছে সেই রাজ্যের তোরণ। আমার আব্বার মত আব্বা আছে আপনার?
হুজুর আশ্চর্য হয়ে গেলেন। বাচ্চা বলে কি!
হোসাইন বলছেন, এবার বলুনতো আপনার মায়ের নাম কি?
হুজুর বলছেন, আমার মায়ের নাম আমেনা।
হোসাইন বলছেন, এই আমেনা পর্যন্তই শেষ। কয়জনে চিনবে বলুন? আমার মায়ের মত একটা মা আপনার আছে? আমার মাকে চেনেন? আমার মা হচ্ছে সৈয়দাতুন নেসা! জান্নাতের সমস্ত নারীদের প্রধান আমার মা। ফাতেমা তুজ জোহরা (রাদিয়াল্লাহু তায়ালা)। আমার মায়ের মত মা আপনি পেয়েছেন?
হোসাইন বলছেন, নানাজি আরো বলব নাকি?
রাসূল(সাঃ) বললেন, বল!
হোসাইন বললেন, বলুন তো আপনার নানার নাম কি?
নবীজী বললেন, আমার নানার নাম আবদুল ওহাব।
হোসাইন বললেন, এবার আপনি মানুষকে জিজ্ঞাসা করুন কয়জনে আবদুল ওহাবকে চেনে।
আপনি কি আমার নানার মত একটা নানা পেয়েছেন? আমার নানা কে আপনি জানেন? আমার নানা হচ্ছেন সৈয়্যাদুল মুরছালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল্লিল আলামিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাছুলুল্লাহ (সাঃ)।
রাসুলে কারীম (সাঃ) হোসাইনকে বুকে নিয়ে চুমু খেতে লাগলেন, আর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, নানা আজকে আমি তোমার কাছে হেরে গেলাম!
০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৮
রাজীব নুর বলেছেন: আরবের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো- ওরা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতো অথবা কুয়ায় ফেলে দিতো।
২| ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: শুধু বাবা মা নানা বড় হলেই হয় না। আল্লাহ তায়ালা সর্ব কালের সর্বশ্রেষ্ঠ মানব মহামানব সর্ব শেষ নবী র বাবা মা ও এমন নানা থাকা সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন।
শিয়ারা বিভ্রান্ত হয়েছেন রসুলের উপর আলীর প্রাধান্য দিতে গিয়ে মনে রাখতে হবে। আর এটি শিশু হোসেনের আইকিউ কেমন তা প্রমাণ করে।
সুন্দর শেয়ারে অনেক ধন্যবাদ।
০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৮
রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৭
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।
০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৮:৩৭
রাজীব নুর বলেছেন: ওকে।
৪| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুবহানাল্লাহ।
০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৮:৩৮
রাজীব নুর বলেছেন: আমিন।
৫| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১০:৪৫
খায়রুল আহসান বলেছেন: নানা-নাতির কথোপকথন এবং সুমধুর সম্পর্কের কথা জেনে ভাল লেগেছে।
০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ২:১৬
চাঁদগাজী বলেছেন:
সৌদীরা তেল তোলার আগে (১৯৩৮ সাল) মক্কা, মদীনায় ও পুরো আরবের মানুষদের জীবন কেমন ছিলো? বেদুইনরা ভয়ংকর লোকজন ছিলো: গাছে নীচে পড়ে থাকা খেজুর ধরলে হাত কেটে দেয়ার নিয়ম ছিলো, অন্যের কুপের থেকে পানি খেলে প্রাণ যেতো।