নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৪০

০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৩



১। আজ আপনাদের এমন একটি আমল শিখিয়ে দেব যার দ্বারা সারাদিনের ক্লান্তি, অবসাদ দুর হয়ে যাবে ।যখন বিছানায় শুতে যাবেন তখন ৩৪ বার আল্লাহু আকবার, ৩৩ বার সুবহান আল্লাহ্ এবং ৩৩ বার আলহামদুলিল্লাহ্ পড়বেন। এটাকে তসবিহ ফাতেমী বলা হয়। আসুন আজ থেকেই আমল শুরু করি।

২। একটা মেয়ে পাঁচ মিনিটে একটি মালা গাঁথতে পারলে,ওই সময়ে পাঁচটি মেয়ে কয়টি মালা গাঁথতে পারবে?

৩। স্কুল-কলেজের সময় গুলোতে পার্কে, লেকে এবং বড় বড় শপিং মলের ফাস্টফুডের দোকান গুলোতে গেলেই দেখতে পাবেন- ছেলে-মেয়েরা কিভাবে বসে আছে। প্রশ্ন হচ্ছে এই ছেলে-মেয়ে গুলো কাদের? তাদের বাবা-মা কারা? সারারাত জেগে তারা ফোনে কথা বলে, ভিডিও চ্যাট করে। আর তাদের শেষ পরিণতি হলো- বন্ধুর ফ্ল্যাট বা কোনো হোটেলে। তারপর সম্পর্কের ছেদ।

৪। বিভূতিভূষণষ বন্দ্যোপাধ্যায় লিখেছেন-
বাংলাদেশের সাহিত্যের উপাদান বাংলার নর-নারী; তাদের সুঃখ-দারিদ্র্যময় জীবন, তাদের আশা-নিরাশা, হাসি-কান্না-পুলক-বহির্জগতের সঙ্গে তাদের রচিত ক্ষুদ্রজগৎগুলির ঘাত-প্রতিঘাত,বাংলার ঋতুচক্র, বাংলার সকাল সন্ধ্যা-সকাল, আকাশ বাতাস, ফলফুল। বাঁশবনের,আমবাগানের নিভৃত ছায়ায় ঝরা সজনে ফুল বিছানো পথের ধারে যে সব জীবন অখ্যাতির আড়ালে আত্নগোপন করে আছে-তাদের কথাই বলতে হবে, তাদের সে গোপন সুখ-দুঃখকে রূপ দিতে হবে।

৫। সুমন্ত আসলামের লেখা ভালো লাগে।
লেখকের এই বই গুলো পড়ুন। ভালো লাগবে।
অন্ধকারের আলোয় তুমি
ডানপিটে ডাবলু
তবুও একদিন
অলৌকিক
বাউন্ডুলে
তোমায় আমি দেখেছিলাম বলে

৬। আমি বাঙালি, আমি মুসলমান।
বদমাইশী করবো, ঘুষও খাব, নামাজও পড়ব। কোলাকুলিও করব, করোনাও ছড়াব। তারপর জিনিশের দাম বাড়াব। পারলে ঠেকাও।
আল্লাহু আকবর।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪০

বিভ্রান্ত পাঠক বলেছেন:
৩-- তাদের বাবা-মার ও একই হাল।। খোঁজ নিয়ে দেখেন।।
৪-- বাঙালীর দুষ্পরিবর্তনীয় এ জীবনচক্র খুব কম সাহিত্যিক উপলব্ধি করতে পেরেছে।।






০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: কি যে হচ্ছে!কি যে হবে!
কিছুই ভালো লাগছেনা ...

২| ০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তওবা করার সুযোগ আছে। কোনো সমস্যা নেই।

০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন:

৩| ০৪ ঠা এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৯

আমি রানা বলেছেন: আমল করব সাথে কোলাকুলি।

০৪ ঠা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: হে হে--

৪| ০৪ ঠা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৩

নেওয়াজ আলি বলেছেন: সহমত। সবাই যেন আপনার মত ভাবে।

০৪ ঠা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: না সবাইকে আমার মতো হওয়ার দরকার নাই।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৩

আমি রাছেল খান বলেছেন: শেষটা ভালো লাগছে

০৪ ঠা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।

৬| ০৮ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:২৫

ইসিয়াক বলেছেন: সুমন্ত আসলামের লেখা গুলো পড়তে ভালো লাগে ।

৭| ০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: কি কি বই পড়েছেন তার??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.