নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। করোনার জন্য ঢাকায় যদি কোনো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় সে দায় কি গার্মেন্টস মালিকরা নেবেন?
২। সবাইকে ঘরে থাকতে বলে গার্মেন্টস শ্রমিকদের রাস্তায় নামায় দেয়ার কি মানে!
৩। কেন এই আত্মঘাতী সিদ্ধান্ত? গার্মেন্টস খোলা কি খুবই জরুরি হয়ে পড়েছিল?সরকার গার্মেন্টস মালিকদের ৫০০০ কোটি টাকা প্রণোদনা দেবার পরও মালিক পক্ষ কেনো সারা দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিলেন?তাহলে কেনো এই লকডাউন, কোয়ারান্টাইন?
৪। মানবজাতি আজ নিজেদের করুণ পরিনতির জন্য নিজেরাই দায়ী।
৫। ইতিহাস একসময় বলবে, 'সম্মিলিত আত্মহত্যার মিছিল দেখেছি।' ধর্মীয়, ব্যাবসায়িক, সামাজিক আত্মহত্যা!
৬। আগামীকাল থেকে ঢাকার গার্মেন্টসের একটা অংশ খুলে দেওয়ায়, ভুল হলেও আগের যে ক্ষতিটা হয়নি সেটি এখন হবে। আর মাত্র ১০/১৫ দিন যদি সরকার কঠোর সাধনার মাধ্যমে, জনগণকে ঘরে রাখতে পারত, যাদের ভবিষ্যৎ ১০/১৫ দিনে সিম্পটম প্রকাশ পেত তাদেরকে আলাদা করে আইসোলেশনে নিয়ে যেত, হয়তো আল্লাহর রহমতে বিপদ মুক্ত হওয়া যেত। ততদিনে রমজান এসে যেত, মানুষ এমনিতেই ঘরমুখো হয়ে যেত।
কিন্তু কি ভুলটাই ন করল! এই ভুলের মাশুল দিতে হবে কড়ায় গন্ডায়, আমাকে ও আপনাকে। সম্ভবত সরকারকেও।
৭। সব খুইলা দিলেই হয়। হুদাই দিনের পর দিন ঘরে আটকাই আছি আমরা। কিছু খুলবেন, কিছু আটকাবেন, এইভাবে কি নিজেরা বাঁচতে পারবো না কাউরে বাঁচাইতে পারবো? তার চেয়ে সব খুইলা দেন। যতোক্ষণ বাঁচি কাজ কর্ম কইরা, রোজগার ধান্ধা কইরা বাঁচি। মরলে সবাইরে লগে নিয়া মরবোনে।
৮। করোনা হলে গরীবেরই হবে। বড়লোকের হবে না। রুবানার হবে না। মন্ত্রী সচিব উপদেষ্টাদের হবে না। সরকার ভাবতেসে আরকি। উনারা ঘরে থাকবেন। এমনিতেও গরীবের গায়ে কেই বা ঘেষে। গরীব ফকিন্নিদের গায়ে না ঘেষলেই হৈল। তাছাড়া রুবানা শ্রেণির ইমিউনিটি পাওয়ার অন্নেক। প্রতিদিন ব্রেকফাস্টে কমলালেবুর জুস খান। স্ট্রবেরি খান। পচ্চুর ভিটামিন সি। বাচ্চারাও গায়ে গতরে বেশ। কারু কিচ্ছু হবে না। উনারা সবাই ফেবু প্রো পিকচারে স্টে হোম ফ্রেম দিয়েচেন। এরপর বাসায় আচেন।
৯। ৩০০ কোটি ডলারের অর্ডার নাকি বাতিল হলো। এরপরও এই মুহূর্তে উৎপাদনে যাওয়া কি জরুরি? হেঁটে গিয়ে কাজে যোগদান অমানবিক না। কিন্তু একজন শ্রমিককে ৫০, ৬০, ৯০, ১০০ বা ১৫০ কিলোমিটার পথ হাঁটতে হবে কেন? এত দীর্ঘ পথ হেঁটে কর্মস্থলে যোগ দেওয়া অমানবিক। সত্যি অমানবিক। আমাদের সমাজের ওপরওয়ালারা কবে মানবিক হবেন?
১০। গার্মেন্টস কারখানা খুলে, হাজারো লোককে রাস্তায় নামিয়ে ঘরে থাকা আর সামাজিক দূরত্বের বারোটা বাজিয়ে দিলেন। এখন শবে বরাতের নামাজ মসজিদে না গিয়ে ঘরে পড়ার আহবান চরম হাস্যকর!
০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৯:৪৫
রাজীব নুর বলেছেন: ওকে।
২| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৯:৩৪
ওহিদুর রহমান বলেছেন: যতসব খাম খেয়ালীপণা । দিন শেষে শ্রমিক শ্রেণীই দেবে প্রাণ বেঘোরে । আর দেখেন বিজিএমইএ’র ৩০০ কোটি ডলারের হিসেবের মধ্যে কত গরমিল!!
০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৯:৪৫
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৯:৪৫
মৈত্রী বলেছেন: ব্লগের ছবি ডাউনলোড করে কিভাবে??
০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৯:৪৬
রাজীব নুর বলেছেন: এইভাবে।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৯:৫৬
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
সত্য-মিথ্যার মিশেলে মানুষের জীবন। ক্ষোভ-দুঃখ নিয়েই মানুষকে চলতে হয়। তবুও, জীবন তো! তা আমাদের যতি চোখ রাঙাক, আমাদের হামাগুড়ি দিয়ে হলেও সামনে এগুতে হবে।
০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৪
রাজীব নুর বলেছেন: আমরা একটু একটু করে কিন্তু সামনে এগুচ্ছি।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১০:০৩
অদ্ভুত_আমি বলেছেন: সব গুলি পয়েন্টের সাথে সহমত প্রকাশ করছি । এই ভুলের কি ভয়াবহ মাসুল দিতে হয় সেটা সময়ই ঠিক প্রকাশ পাবে । বিভিন্ন দেশে রাস্ট্র প্রধানরা যেখানে জনগনের স্বাস্থ্য, অর্থনৈতিক ভবিষ্যত নিয়ে চিন্তিত সেখানে আমাদের এরা এখনও অপরাজনৈতিক আচরন করে চলছে ।
০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৪
রাজীব নুর বলেছেন: দুঃখজনক।
৬| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১০:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।
০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৫
রাজীব নুর বলেছেন: আমিন।
৭| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১০:১৬
চাঁদগাজী বলেছেন:
গার্মেন্টস এর মানুষদের উচিত ছিলো, আরও ১ মাস অপেক্ষা করা।
০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৫
রাজীব নুর বলেছেন: ওরা তো নইজের ইচ্ছায় চলে না।
৮| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১০:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মহা বিপর্যয়ের দোড়গোড়ায় আমরা।
আত্মঘাতি সিদ্ধান্ত বাতিল করা হোক এখনি।
তা না হলে আমও যাবে ছালাও খুঁজে পাবেন না।
০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৬
রাজীব নুর বলেছেন: পোষ্টের সাথে যে ছবিটা দিয়েছি, ছবিটার মানে কি? কিছু বুঝতে পেরেছেন?
৯| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১০:৩২
সোনালি কাবিন বলেছেন: নিদারুণ সত্য কথা
০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১০| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১২:২৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: শ্রমীক শ্রেনীর সার্থ দেখার জন্য ,শ্রমীক শ্রেনীকেই ক্ষমতায় আসতে হবে।
০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৭
রাজীব নুর বলেছেন: হুম।
১১| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১:০০
নেওয়াজ আলি বলেছেন: মিছিলে মিছিলে লোক ঢাকাতে আসতেছে তাদের দোষ নাই। তাদের জব করতে হবে
০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৭
রাজীব নুর বলেছেন: সেটাই।
১২| ০৫ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:২৩
সাদা মনের মানুষ বলেছেন: সামনের ভয়াবহ দিনের জন্য হয়তো আমাদের আর বেশী অপেক্ষা করতে হবে না।
০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: না তেমন কিছু হবে না।
১৩| ০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৬
কাছের-মানুষ বলেছেন: এই মাসটা আমাদের জন্য ক্রিটিকাল। পরিস্থিতি কোঠায় গিয়ে ঠেকে এটা চিন্তার বিষয়। গার্মেন্ট শ্রমিকদের নিয়ে যা হল সেটা বিস্ময়কর।
০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: আমার ধারনা আমাদের দেশে ইটালি বা আমেরিকার মতোন বিপদ হবে না।
১৪| ০৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৭
পদাতিক চৌধুরি বলেছেন:
নিঃসন্দেহে ঝুঁকির।
০৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৩
রাজীব নুর বলেছেন: দাদা ভালো লাগে না।
১৫| ০৮ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:০১
ইসিয়াক বলেছেন: আমাদের দেশের গার্মেন্টস মালিকরা প্রচুর লোভী ও নিচু মানসিকতার মানুষ।
০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: না সবাই না কেউ কেউ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৯:৩১
মুজাহিদুর রহমান বলেছেন: ঠিক বলেছেন।