নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
একটা ট্রাক লাশ নিয়ে নোয়াখালী থেকে বরিশাল যাচ্ছে।
পথের মধ্যে ড্রাইভার চায়ের নেশা ধরলো। তাই গাড়ি থামিয়ে ড্রাইভার ও হেলপার চা খেতে নামল। ড্রাইভার হেলপার রাস্তার পাশে একটা দোকানে বসে আরাম করে চা খাচ্ছে।
এদিকে একটা লোক বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেছে। গাড়ি না পেয়ে রাস্তায় বসেছিল। লোকটা একটা ট্রাক থেমে আছে দেখে ভাবলেন- এই ট্রাকটি খালি। ওদের না দেখিয়ে উঠে পড়ি। যেমন ভাবনা তেমনি কাজ, উঠে পড়ল ট্রাকে। ট্রাকে উঠে লাশটার ওপর বসে পড়ল। কারন, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না।
অতঃপর (ড্রাইভার ও হেলপার) চা খাওয়া শেষ করে গাড়ি চালিয়ে যাচ্ছে। হু হু করে ট্রাক চলছে।
কিছুক্ষণ পর ট্রাকে বসা লোকটা একটা সিগারেট ধরে মনের সুখে টানতে লাগলো। হঠাৎ হেলপার দেখলো পিছনে লাশটা বসে সিগারেট টানছে। হেলপার ভয়ে ভয়ে বলল। ওস্তাদ গাড়ি থামান।
ওস্তাদঃ-- কেন?
হেলপারঃ-- দেখেন লাশটা বসে সিগারেট টানছে।
ওস্তাদঃ-- দূর বেটা এইটা কেমনে হয়। ড্রাইভার পেছন দিকে তাকিয়ে দেখে আসলেই লাশ বসে বসে সিগারেট টানছে।
হেলপারঃ-- ওস্তাদ গাড়ি থামান, আমি পালাবো।
এবার দুইজনে (ড্রাইভার ও হেলপার) গাড়ি থেকে নামল দেখার জন্য যে ব্যাপারটা কি? চোখের ভুল নাতো!
লাশের ওপর বসে থাকা লোকটা সিগারেট টানতে টানতে বললঃ-- কিরে গাড়ি থামালি কেন।
এই শুনে ওস্তাদ বলল- এবার কাম সারছে। অতঃপর দূইজনে মিলে দিল খিচ্ছা দৌড়।
দৌড়ের দৃশ্য দেখে লোকটা ভাবলো- মনে হয় কোনো সমস্যা হইছে। নইলে ওরা দৌড় দিল কেন। সেও ওদের পিছনে দিল দৌড়।
হেলপার পিছনে তাকাইয়া দেখে লাশটা সিগারেট টানতে টানতে ওদের পিছনে দৌড়াইতাছে।
হেলপার বললঃ খাইছে আমারে! ওস্তাদ আজ আর রক্ষা নাই। ঐ লাশটাও আমাদের পিছনে দৌড়াচ্ছে। তাড়াতাড়ি বাচতে চাইলে খিচাইয়া দৌড় দেন।
অতঃপর, পরদিন গ্রামে গুজব ছড়িয়ে গেলো- কবরস্থান থেকে মৃত ব্যাক্তি উঠে সিগারেট খেতে খেতে দৌড়াচ্ছে।
তাই, গুজবে কান না দিয়ে সবাই সচেতন হই।
০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১৮
রাজীব নুর বলেছেন: আমি খুব অল্প খাই।
২| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩৩
নেওয়াজ আলি বলেছেন: মজা পেলাম ।
০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১৮
রাজীব নুর বলেছেন: হুম।
৩| ০৫ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:০১
চাঁদগাজী বলেছেন:
ভয়ানক অদ্ভুত হয়েছে।
০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১৮
রাজীব নুর বলেছেন: হে হে হে----
৪| ০৫ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:১৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: পড়ে বেশ মজা পেলাম।চশমার ফ্রেমটা সুন্দর।
০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১৯
রাজীব নুর বলেছেন: চশমা টা পরীর।
৫| ০৫ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:২৬
রাফা বলেছেন: কৌতুকটা ভালো হইছে।
০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ০৫ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৪২
তারেক_মাহমুদ বলেছেন: চমৎকার, বিপদের দিনের দারুণ বিনোদন।
০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৩
রাজীব নুর বলেছেন: শুকরিয়া। ভালো থাকুন।
৭| ০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৫
নতুন বলেছেন: বেশির ভাগ ভুতের গল্পের পেছনে এই রকমের কিছু ঘটনা থাকে যেই ব্যখ্যা মানুষ জানেনা তাই অলৌকিক বলে বিশ্বাস করে।
০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: ভূতের গল্প মানুষের ক্ষতি করে না। গুজব মানুষের ক্ষতি করে।
৮| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১৮
এইচ তালুকদার বলেছেন: হুমায়ুন আহমেদের আঙ্গুল কাটা জগলু উপন্যাসেও এরকম একটা ঘটনা আছে
০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩৭
রাজীব নুর বলেছেন: হুম আছে।
৯| ০৮ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:৫৮
ইসিয়াক বলেছেন: আগেও পড়েছি।
আর হ্যাঁ কিছু না বলতে চাইলেও ওকে বলবেন না দয়া করে।
০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩১
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ২:১৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহ !! আপনিওতো আমার পদাঙ্ক অনুসরণ করে
একািধিক পোস্ট প্রদান করছেন!! উন্নতি হচ্ছে
বলতে হবে। তা আজ কি রান্না হলো খাদক
সাহেবের জন্য?