নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আসুন সাধারন মানুষের চিন্তা ভাবনা গুলো জেনে নিই

০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১০



১। কবে সব ঠিক হবে!
কতদিন হয় রাস্তার ধারে দাঁড়িয়ে, ঝাল বেশি দিয়ে ফুচকা খাইনা।

২। মাননীয় প্রধানমন্ত্রী প্রকাশনা শিল্পে প্রণোদনা চাই!

৩। দিশাহীন নেতৃত্বের প্রতি জনতার হতাশার বহিঃপ্রকাশ ঘটল।

৪। ঢাকার বাইরে থেকে গাড়ি আসছে না ঢাকায়। দেখলাম মানুষ খালি ড্রামের মধ্যে বসে মালবাহী গাড়িতে চড়ে লুকিয়ে লুকিয়ে ঢাকা আসছে। অপূর্ব কৌশল।

৫। ভারত তো রাত ৯টায় টানা ৯ মিনিট 'করোনা পূজা' করে ফেলল। এবার আমাদের কিছু একটা করতে হবে না??

৬। ঈশ্বর তো এতো নিষ্ঠুর হতে পারেন না! আমরা কেউ কাউকে ছুঁতে পারবো না, হাগ করতে পারবো না, তা কিভাবে হয়!?
ঈশ্বরকে কি খুব বিরক্ত করে ফেলেছি আমরা!? তার জন্য ক্ষমা তো চাইতেই পারি।
হে আল্লাহ! আমাদের ক্ষমা করো। মুক্ত পৃথিবীর শ্বাস নিতে দাও।

৭। এই মহামারি যদি অন্য কোন দেশে না হয়ে শুধু আমাদের দেশে হইত তাহলে এতক্ষণে কত পার্সেন্ট ভিআইপি দেশে অবস্থান করত আল্লাহ জানেন।

৮। আজিব ব্যাপার। দেশে এতো এতো ধনী লোক- আজ তারা কোথায়? দেশের এই বিপদে তাদের দেখা যাচ্ছে না কেন? অমানুষের বাচ্চা গুলো, চোর, দূর্নীতিবাজ, নব্যধনী, চাটুকার কই তোরা? বের হ। কত না তোদের চেটাং চেটাং কথা শুনেছি। আজ তোরা কোথায়? এই করোনা দিনে তোদের আসল মুখোশ বের হয়ে গেল।

৯। আল্লাহ দোহায় লাগে খিলগাঁও এলাকা টা আমারা নিজেরাই লকডাউন করে রাখি। কেউ ঘর থেকে বাহির হবেন না।

১০। বাইরের খাবার না খাইতে খাইতে কেমন জানি হয়ে যাইতেছি শরীর হঠাৎ হঠাৎ কাঁপে, মাথা ঘুরায়, ফুসফুস খালি খালি লাগে, পাকস্থলী কামড়ায়, পেট মুচড়ায়, গিরায় গিরায় বেদনা আরও কতো রকম যে লাগে!

১১। সরকার, সরকার প্রধান ও সরকারের পলিসি মেকারদের উপর আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। এমনকি তারা সর্বোচ্চ মাত্রার কাণ্ডজ্ঞানহীন হলেও। আপনার?

১২। আমেরিকা যুক্তরাষ্ট্রে, বিশেষ করে নিউইয়র্কে চিকিৎসাব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। একদিনে মারা গেছে দেড় হাজার মানুষ। বড় বড় হাসপাতালগুলোর ফ্লোরে ও রোগী। অনেককে বাসায় থেকে চিকিৎসা নিতে বলা হচ্ছে। মুখ ঢাকার চিরবিরোধী মার্কিন সভ্যতা। কিন্তু এখন বলা হচ্ছে, স্কার্ফ বা একটা কাপড় দিয়ে মুখ ঢাকলেই হবে।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিরাশ হয়োনা যদি মোমমেন হও।
একদিন ঠিকই সব ঠিক হয়ে যাবে।
আমরা একটা মহামারী শতাব্দীর সাক্ষী
হয়ে থাকবো আগামী প্রজন্মের কাছে।

এখন ঘরে বসে ফুচকা খান!!

০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১:২৪

রাজীব নুর বলেছেন: ফুচকা আমি খাই না।

২| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৬

নেওয়াজ আলি বলেছেন: সব যেন তামাসা চলছে

০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১:২৪

রাজীব নুর বলেছেন: তামাশা নয় মানুষের মনের কথা।

৩| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৫৫

আমি রাছেল খান বলেছেন:

০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১:২৪

রাজীব নুর বলেছেন: হুম।

৪| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৫৮

নীল আকাশ বলেছেন: ১১ নাম্বার যেন আমার! আমার এই সরকারের উপর ১০০০০০% ভরসা আছে। আপনার নাই ভাই?

০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১:২৫

রাজীব নুর বলেছেন: আছে।

৫| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১:৪৪

চাঁদগাজী বলেছেন:



নিউইর্কে যা ঘটছে, এটা ভয়ংকর; আগের দিনের ওয়াইল্ড আমেরিকা হলে, গভর্ণরের কি হতো কল্পনা করা মুশকিল, মানুষ অফিসে গিয়ে উনাকে ধরে রাস্তায় নিয়ে আসতো।

০৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৮

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে।

৬| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নিশ্চয়ই আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সবাইকে হেফাজত করবেন।

০৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: আল্লাহ রক্ষা করবেন ভালো কথা।
কিন্তু এই বিপদে আমাদের ফেলল কে??

৭| ০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: আল্লাহ রক্ষা করবেন ভালো কথা।
কিন্তু এই বিপদে আমাদের ফেলল কে??

সবই আল্লাহ পাকের ইচ্ছা। তিনি আমাদেরকে পরীক্ষা করছেন।

০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: আমি এই পরীক্ষায় অংশ গ্রহন করতে চাই না।

৮| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫১

খায়রুল আহসান বলেছেন: সামনের দিনগুলো আরও খারাপ হবার সম্ভাবনা বেশী। স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি দ্রব্যমূল্যের মান নিয়ন্ত্রণ এবং খাদ্যদ্রব্যের সুষ্ঠু সরবরাহ ও বন্টন ব্যবস্থার প্রতি তীক্ষ্ণ নজর ও নিয়ন্ত্রণ রাখতে হবে।

০৭ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০১

রাজীব নুর বলেছেন: আশা করি সরকার এবিষয়ে সর্তক আছে।

৯| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৩:০৪

গন্ধহীন বেলী ফুল বলেছেন: ১০ নাম্বারের মতো আমার অবস্থা,বাইরের খাবার না খাইতে খাইতে.......
যাই হোক,করোনার এই ওয়াল্ড টুর এর সমাপ্তি ঘটুক....
আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন।

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৩৬

রাজীব নুর বলেছেন: আমিন।

১০| ০৮ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:৪৭

ইসিয়াক বলেছেন: সাধারণ মানুষের অসাধারণ ভাবনা............ B:-)

০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: হুম।

১১| ০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৩

ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: হুম।
হুম মানে কি?

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: জ্ঞাত হওয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.