নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। আপনার কি মনে হয়, করোনার ভয়াবহতা থেকে মুনাফালোভী, সুদখোর, ঘুষখোর, নব্যধনীরা এবং ত্রাণচোররা শিক্ষা নেবে?
২। সেনাবাহিনী তাদের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছেন’ দেখেছি সংবাদ মাধ্যমে চেক দেবার ছবিতে।
দেশের সাংসদ মন্ত্রীরা কি দিলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এখোনো তা দেখতে পাইনি কিন্তু।
৩। দক্ষিণ খানে করোনাসনাক্ত হওয়া যুবক পলাতক! এলাকায় মাইকিং! আমরা একটি অনন্য সাধারণ ডাবল স্ট্যান্ডার্ড জাতি!
৪। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ১৩ লাখ ৬৫ হাজার ৪ জন। মৃত্যু ৭৬ হাজার ৫০৭ জন।
৫। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী ক্যাপ্টেন (বহিস্কৃত) মাজেদ মীরপুর থেকে গ্রেফতার।প্রতিটি চ্যানেলেই ব্রেকিং নিউজ হিসেবে দেখাচ্ছে। আমি নিজে দেখেছি। খুনি মাজেদ ২৩ বছর কলকাতায় ছিলেন। এটা কোনো বিষয় না। প্রশ্ন হলো এই খুনির স্ত্রী কীভাবে ক্যান্টনমেন্ট আবাসিক এলাকার মতো সুরক্ষিত জায়গায় বসবাস করছেন?
৬। যাদের পরিবারে একজন ডাক্তারও আছে, তারা কখনও -ই ডাক্তার নিয়ে তামাশা করবে না। কারণ, তারা জানে, কিভাবে ডাক্তারদের দিন যাচ্ছে..
৭। ঘরে মানুষ থাকতে চায়। যাদের ঘরে খাবার নেই তারাই খাবার সংগ্রহ করার জন্য বাইরে যাচ্ছে। শখ করে তো কেউ যাচ্ছে না। ক্ষুধা করোনার চেয়েও মারাত্মক।
৮। 中国で新型コロナウイルスによる感染が発生して以来、日本政府と社会各界が相次いで援助の手を差し伸べてくれたことに対し、中国は深く感謝しています。現在、新型コロナウイルス感染が日本で拡大する中、中国政府と企業、そして社会各界も日本に医療物資を寄贈しています।
৯। কৃতজ্ঞতা জানাই শহরের পরিচ্ছন্ন কর্মীদের।
ধন্যবাদ জানাই, ওয়াসা, ডেসকো, ইন্টারনেট এবং তিতাস গ্যাস কর্মীদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানের জন্য।
১০। ঢাকার মিরপুর, রামপুরা, মগবাজারসহ কয়েকটি এলাকায় সামাজিক দূরত্ব না মানায় ৫০ জনকে মোট ৪৭,৩০০ টাকা জরিমানা করেছে RAB এর ভ্রাম্যমান আদালত। এর আগে অন্যান্য এলাকা থেকে আরও বেশি জরিমানা করা হয়েছিলো।
১১। হয়ত ভ্রান্ত বিশ্বাস, কিন্তু ইদানীং আমার কেনই যেন মনে হতে শুরু করেছে যে আমি একদিন বড় শিল্পপতি হবো। বড় মানে ইয়া বড়। আমি লক্ষ্য করে দেখেছি যে কাজের শুরুতে বাধা আসে তার শেষ খুব দারুণ হয়।
১২। করোনা পরবর্তীতে অধিক মানুষ সঞ্চয়ে আগ্রহী হবে— সঞ্চয় কতটা গুরুত্বপূর্ণ, এই করোনায় মানুষ বুঝতে পেরেছে।
০৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০২
রাজীব নুর বলেছেন: রাজনীতি মানুষ নামেই চুরী করার জন্য।
২| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৪৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আট নম্বরে কি আপনার পরকীয়ার কথা
বলা হয়েছে যাতে পরীর মা বুঝতে না পারেে?
আফ্রিকান হাইফির কথা তাকে বলেছেন?
অবশ্য আপনি ইদানিং অনেক মিথ্যা কথা
বলেন যেমনঃ আপনি ১ম পুত্র সন্তানের বাবা হয়েছেন,
৫ এপ্রিল আপনার জন্মদিন ছিলো। কি মিথ্যুক !!
০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৪৮
রাজীব নুর বলেছেন: ৮ নম্বরে একজন চীনা মানুষের মন্তব্য দিয়েছি বর্তমান পরিস্থিতি নিয়ে।
না হাইফির কথাসুরভিকে বলি নি। মাথা আমার নষ্ট হয়নি। সুখের নষ্ট করবো নাকি!!
এগুলো মিথ্যা নয়। পোষ্টে আমি সাধারন মানুষের কথা গুলো তুলে ধরেছি। আপনার বুঝার ভুল।
৩| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১২:০৮
সুপারডুপার বলেছেন: দেশে করোনা এক্সপোনেনসিয়ালি বাড়া শুরু করেছে বা করোনা তার রূপ দেখানো শুরু করেছে। (উপরের চিত্র )
এখন দেশে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভালো হলে নিচের চিত্রের সবুজ কার্ভ অনুসরণ করবে , অন্যথায় লাল কার্ভ অনুসরণ করবে।
কিসের অপেক্ষায় এখন দেশের সাধারণ মানুষ, বুঝতেই পারছেন !
০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৪৯
রাজীব নুর বলেছেন: যত গর্জে তত বর্ষে না।
নিশ্চিন্ত থাকুন। আমরা এখনও ডেঞ্জার জোনে যাই নি। আর যাবোও না।
৪| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ২:২৩
সুপারডুপার বলেছেন:
৮ নং তো সিলেক্ট করে বাংলায় Google Translate করলেই তো দেখায়:
" চীন আন্তরিকভাবে কৃতজ্ঞ যে জাপানের সরকার এবং সমাজ চীনের নতুন করোনভাইরাসটি শুরু হওয়ার পর থেকে একের পর এক সহায়তা করেছে। এখন, জাপানে নতুন করোনভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার সাথে সাথে চীন সরকার, ব্যবসায় এবং সমাজ জাপানকে চিকিত্সা সরবরাহ করছে। "
চিন্তা করার অনেক বিষয় থাকলেও হুজুরের মাথায় কেন প্রথম পরকীয়ার চিন্তা আসলো ?
০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৩৫
রাজীব নুর বলেছেন: হে হে ---
ভালো থাকুন।
৫| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৩:০০
রিদওয়ান হাসান বলেছেন: চলমান সংকটে অনেকেই পুরনো পেশায় ফিরেছে। যেমন, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী ডাক্তারি পেশায়। বাংলাদেশের অনেক নেতারা ত্রাণ চুরির পেশায়।
০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৩৬
রাজীব নুর বলেছেন: কিছু ভালো মানুষ কিন্তু জান দিয়ে মানুষের সেবা করছেন।
৬| ০৮ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:৫৬
ইসিয়াক বলেছেন: ১২ নম্বর সঞ্চয় আসলেই গুরুত্বপূর্ন । বিপদের দিনের ভরসা।
৭| ০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৮| ০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৪
সুপারডুপার বলেছেন:
লেখক বলেছেন: যত গর্জে তত বর্ষে না। নিশ্চিন্ত থাকুন। আমরা এখনও ডেঞ্জার জোনে যাই নি। আর যাবোও না।
- গ্রাফ বলে, দেশ ধীরে ধীরে ডেঞ্জার জোনের দিকে যাচ্ছে।
০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩১
রাজীব নুর বলেছেন: আমরা সাবধান আছি।
ধীরে ধীরে করোনা প্রকোপ কমতে থাকবে। আর আবড়বে না।
৯| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১২
বিষাদ সময় বলেছেন: আম জনতার চিন্তা ভাবনা জানার আপনার পদ্ধতি কী?
০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩২
রাজীব নুর বলেছেন: মানুষের সাথে মিশে যাওয়া। রিকশা চালকের সাথে বসে চা খাওয়া। দায়োড়ানের সাথে বসে গল্প করা।
১০| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫০
যাযাবর জোনাকি বলেছেন: মৃত্যুর অপেক্ষায় আছি। আর আপনি?
০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:১১
রাজীব নুর বলেছেন: আমার কিছু কাজ বাকি আছে। সেগুলো শেষ করে তারপর আমিও অপেক্ষা করবো।
১১| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩২
সাড়ে চুয়াত্তর বলেছেন: ১) শিক্ষা নেয়ার প্রশ্নই আসে না। তবে এবার তারা সতর্ক থাকবে। কারণ প্রধানমন্ত্রী হুশিয়ারি করেছেন।
২) সবাই আগে আগে দিলে পরে কারা দিবে। করোনা কবে যাবে আমরা কেউ জানি না।
৩) ৬০-৭০% রোগীর কোনও লক্ষণ থাকেনা। তাই বহু রোগী অজান্তেই আমাদের মধ্যে আছে। কয়েকজনকে আটকেই তৃপ্ত হওয়ার কোনও কারণ নেই।
৪) আপনি যখন লিখছিলেন ততক্ষণে সংখ্যাটা বেড়ে গেছে।
৫) ক্যান্টনমেন্ট এলাকাতে অনেক civil বাড়ি আছে। ওনার পরিবারতো দোষী নয়।
৬) এমন মাইনকা চিপায় ডাক্তাররা বহু দশকের মধ্যে পরেনি।
৭) একমত না হয়ে পারলাম না।
৮ সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
৯) তারাও চাইলে আমাদের কৃতজ্ঞতা জানাতে পারে। কারণ ভীর কমার জন্য তাদের কাজ সহজ হয়ে গেছে।
১০) আসলে যত যাই বলেন এখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারীরা অন্য অনেক দেশের চেয়ে অনেক মানবিক আচরণ করছে। অনেক দেশে গুলি করে মারছে, কুকুরের খাঁচায় পুরছে, গায়ে ওষুধ spray করছে।
১১) শিল্পপতি হওয়ার কোনও উদ্যোগ হয়ত আপনি নিয়েছেন এবং বাধা প্রাপ্ত হয়েছেন। আশা রাখি আপনি বাধা অতিক্রম করবেন।
১২) করোনার পরে মানুষ সঞ্চয় কি জিনিস তা ভুলে যাবে কারণ মৌলিক চাহিদা মেটানোও কষ্টকর হতে পারে তাই সঞ্চয় চিন্তা অলীক কল্পনা মনে হবে (আল্লাহ না করুক)।
০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:১২
রাজীব নুর বলেছেন: সুন্দর এবং সুন্দর মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
১২| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪০
সোনালি কাবিন বলেছেন: সুপারডুপার বলেছেন:
চিন্তা করার অনেক বিষয় থাকলেও হুজুরের মাথায় কেন প্রথম পরকীয়ার চিন্তা আসলো
বদ তাই
০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:১২
রাজীব নুর বলেছেন: হে হে---
১৩| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৭
সুপারডুপার বলেছেন: লেখক বলেছেন: আমরা সাবধান আছি। ধীরে ধীরে করোনা প্রকোপ কমতে থাকবে। আর আবড়বে না।
- পরিসংখ্যান বলছে করোনা প্রকোপ বাড়তে থাকবে। এটাই বাস্তবতা। অতীতের মিথ্যা আশ্বাস জনগণকে অসতর্ক করেছে। এখন তারই ফল মেনে নিতে হবে।
১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৭
রাজীব নুর বলেছেন: চিন্তা ফেলে দিলেন।
১৪| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১৩
সুপারডুপার বলেছেন:
চিন্তার কী আছে ! উপরের চিত্রের A অথবা B এর দিকে ঘটনা মোড় নিবে। ঘটনা যেন B এর দিকে মোড় নেয়, এই জন্য আমরা নিজেরা সচেতন থাকি ও অন্যকে সচেতন করি।
১২ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫৫
রাজীব নুর বলেছেন: B 'র দিকে মোড় নিক তাই মনে প্রানে চাই।
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০০
নেওয়াজ আলি বলেছেন: দলীয় লোক গ্রামে চুরি করার সুযোগ পেল