নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

করোনা হতে যা শিখবে পৃথিবী

০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:০৪



১. আমেরিকা তার শ্রেষ্ঠত্ব কিছুটা হলেও হারিয়েছে!
২. চীন কোন মিশাইল খরচ না করেও যেন তৃতীয় বিশ্বযুদ্ধ জিতে গেলো!
৩. ইউরোপীয়রা আসলে অতোটা মেধাবী নয়, যতোটা তাদেরকে মনে হয়!
৪. ধনীর চেয়ে গরিবের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি!
৫. এই গ্রহে, মানুষ-ই প্রকৃত ভাইরাস, এটম বোমা নয়।
৬. সমাজে অন্য পেশার তুলনায় স্বাস্থ্য কর্মী বেশি দরকারী!
৭. ব্যবহার করতে না পারলে, সে টাকার কোন মুল্য নেই!
৮. চিড়িয়াখানায় পশু পাখির অনুভূতি কেমন হয়?
৯. প্রকৃতি চাইলে খুব দ্রুত নিজেকে সাজিয়ে গুছিয়ে নিতে পারে, মানুষের সাহায্য ছাড়াই!
১০. অধিকাংশ চাকুরী ঘরে বসে করা সম্ভব!
১১. ছোট-বড় সবাই জাংক (ফাস্ট ফুড) খাবার ছাড়া বাঁচতে পারে!
১২. ছোট ছোট দোষীদের হয়তো জেলে রাখার দরকার নাই!
১৩. স্বাস্থ্য সচেতন বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাঁচা কঠিন কাজ নয়!
১৪. রান্নাঘর শুধু মেয়েদের জন্যে না!
১৫. পৃথিবীতে এখনও বহু ভালো মানুষ আছেন!
১৬. পুলিশ চাইলেই ভালো কাজ করতে পারে।
১৭. মানুষের জন্য মানুষের মানবতাবোধই সবচেয়ে দামী।
১৮. ধর্মান্ধতা ধর্মেরই পরিপন্থী!
১৯. বিদেশে ব্যাংকে প্রচুর টাকা থাকলেও, বিপদে কাজে আসে না! ফ্লাইট বন্ধ থাকার কারণে, টাকার কাছে পৌঁছানো যায় না!
২০. বেঁচে থাকার জন্য আসলে খুব বেশি কিছুর দরকার নাই!
২১. দোকানে আড্ডা না দিয়েও সময় কাটানো যায়!
২২. নিজের পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ!
২৩. আমাদের বেশিরভাগ পরিশ্রম বিনা কারণে!
২৪. মানুষের সামর্থ খুবই সীমিত!
২৫. প্রকৃতির সামনে মানুষ কিছুই নয়, প্রকৃতি মানুষকে আশ্রয় দিয়েছে মাত্র!
২৬. মরণঘাতী রোগ হলে অনেক সম্পদ আর ক্ষমতা কোন কাজে আসে না!
২৮. কিছু মানুষ কখনও ভালো হবে না!
২৯. বেঁচে থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ!
৩০. মানুষ আসলেই সবচেয়ে দুর্বল প্রাণী!

আরোও অনেক কিছু। কিন্তু পরিশেষে… ইবাদত এর কোন বিকল্প নাই.....
আপনি কি শিখলেন?

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: করনার পরে মানুষের বদলানোর সম্ভাবনা খুব কম। মানুষ দ্রুত অতীত ভুলে যায়। ১৯৭১ এর যুদ্ধ পরবর্তী দিন যারা দেখেছেন তারা ভালো বলতে পারবেন।

০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: একদম ঠিক বলেছেন।

২| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩২

ফয়সাল রকি বলেছেন: ১৪. রান্নাঘরের নিম্ন শ্রেণীর কাজ যেমন- থালা বাটি ধোয়ার কাজগুলো খুবই ইন্টারেস্টিং!

০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: হে হে হে--

৩| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৬

মৃন্ময়ী শবনম বলেছেন: পরিশেষে ইবাদত এর কোন বিকল্প নেই।

০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: আসলেই।

৪| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৩

ক্ষুদ্র খাদেম বলেছেন: ১৯ আর ৩০ সবচেয়ে মারাত্মক B:-) /:)

০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৫| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চীনারা প্রকৃত তথ্য গোপন করে পুরো পৃথিবীবাসীকে বিপদে ফেলেছে ।
তারা শুরু থেকেই যদি প্রকৃত তথ্য সবাইকে জানাত এবং চায়না থেকে পৃথিবীর সব দেশের ফ্লাইট বন্ধ থাকতো তাহলে রোগটি চায়নাতে সীমাবদ্ধ থাকতো ,পুরো পৃথিবীতে ছড়াতে পারতো না। পুরো পৃথিবীর চায়না কে সহযোগিতা করতে পারতে।

এখন সারা পৃথিবীতে রোগটি ছড়িয়ে গেছে। সারা পৃথিবীর মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। এখান থেকে ব্যবসা করবে চায়না।
চায়নিজ জাতিটা দুনম্বরী জাতি।

০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: না এভাবে বলা ঠিক না।
চায়না জাতি পরিশ্রমী। তারা দুনিয়ার সব দেশের কথা ভাবে।

৬| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:০১

বাকপ্রবাস বলেছেন: আমরা ঠেকি কিন্তু শিখিনা

০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৯

রাজীব নুর বলেছেন: করোনায় আরো ১১২ জন নতুন আক্রান্ত, মোট ৩৩০ জন।
মৃত ১ জন।

৭| ০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫০

জাহিদ হাসান বলেছেন: ১ রাম্বার পয়েন্ট সংশোধন করুন।

বলুন- মানবজাতি তার শ্রেষ্ঠতা কিছুটা হলেও হারিয়েছে।

০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: জ্বী ঠিক বলেছেন।

৮| ০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৬

ইমরান আশফাক বলেছেন: বলুন ওয়েস্টার্ন ব্লক তাদের শ্রেষ্ঠত্ব বেশ খানিকটা হারিয়েছে। চায়না তার বিশ্বাসযোগ্যতা প্রায় সম্পূর্নভাবেই হারিয়েছে। শুনেছি যে সৌদি রাজপরিবারের দেড় শয়ের বেশী সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত, এই সুযোগে ওখানে যদি রাজতন্ত্রের অবসান ঘটে তাহলে এই অন্চলে একটা গুনগত পরিবর্তন আসবে। অর্থাৎ মধ্যপ্রাশ্চে শেখ শাসনসমুহের অবসান ঘটবে।

০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: ৌদির রাজতন্ত্রের অবসান হলেই সউদি অনেক এগিয়ে যাবে। দুবাইকেও ছাড়িয়ে যেতে পারবে।

৯| ০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:



আপনি কিছুটা ইমোশানেল হয়ে যাচ্ছেন, অনেক ভুল যোগ করেছেন; বেশীরভাগ পাঠক সঠিভাবে পড়ছেন না; তাই হয়তো, উনারা আপনাকে শোধরাতে পারবেন না।

২৩, ২৪, ২৫, ৩০ সরাসরি ভুল পর্যবেক্ষেণ। সবচেয়ে বড় কথা হলো, ১ নং'টাও ভুল; আমেরিকা একা তার সরকারের জন্য শ্রেষ্ঠ নয়, ইহা শ্রেষ্ঠ আমেরিকান মানুষদের আচরণের জন্য।

০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: ভুল গুলো শুধরে নিবো।

১০| ০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৩

ইসিয়াক বলেছেন: ১,২,৩,৪,৫,৬,৭, ৯,১০,১১,১২ ,১৩,১৪,১৫,১৬,১৭,১৮,১৯,২০,২১,২২,২৬ ,২৮,২৯,নম্বর গুলো আমার মতে সঠিক।

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: গ্রেট।

১১| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৮:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আরোও অনেক কিছু। কিন্তু পরিশেষে… ইবাদত এর কোন বিকল্প নাই.....
আপনি কি শিখলেন?

আমি শিখলাম, এত দিনে অরিন্দম কহিলা বিষাদে !!!
এত দিন লম্ফ ঝম্ফ করে আজ ফিরে এলেন লাটাইয়ের কাছে ল
সুতায় বেধে সৃষ্টি কর্তা মানুষ ঘুড়ি উড়াচ্ছেন দূনিয়াতে নাটাই
তার নিয়ন্ত্রণে, যখন তিনি টান দিবেন ঘুড়িকে ফিরে আসতেই
হবে। আর তার কাছেই হিসাব দিতে হবে। আপনি কি শিখলেন ?

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: আমাদের মানে বাবা-মা ,ভাই-বোন নিয়ে বিশাল সংসার ! শবেবরাত মানে বিশাল ব‍্যাপার ! ঘরে ঘরে নানান ধরনের হালুয়া রুটি , কসা মাংস , পোলাও আর ও কত কিছু রান্না হতো ! বাবার বিশাল সংসারে এক বেলা ২০/২৫ জনের খাবারের আয়োজন করতে হতো ! মা কে দেখেছি সারা দিন রান্না খাবারের জোগান দিতেই জীবন শেষ ! তারপর ও মা হাসি মুখে এই দিনে কত রান্না করতেন ! বিকেলে ট্রে তে সাজিয়ে বাড়ি বাড়ি দিয়ে আসতাম !

১২| ১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫১

কানিজ রিনা বলেছেন: পৃথিবীর শ্রেষ্ট ইবাদত হোল বিপদে মানুষের
পাশে দাঁড়ানো ও সাধ্যমত দান করা।
তারপর নিজের জন্য ইবাদত করা মানুষের
জন্য দোয়া করা। যদিও করোনা মানুষের
জমায়েত না করে ঘরে ঘরে দান পৌছে
দেওয়াই শ্রেয়। আমাদের এলাকায় তাই
করা হচ্ছে। ধন্যবাদ সুন্দর উপস্থাপনায়।

১৩| ১০ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.