নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
চারিদিকে কেমন একটা হাহাকার শুনতে পাই
চারিদিকে ভীষন গভীর কুলক্ষণ দেখতে পাই
চারিদিকে নানান রকম নতুন নতুন দুশ্চিন্তা এসে মাথায় চাপে
চারিদিকে ঘুরে ফিরিছে যেন ভাইরাস, মরণ করিছে স্মরণ
চারিদিকে কত জীবন, কত রকমের জীবন
চারিদিকে সমস্ত মানুষ সুন্দর একটা সকালের অপেক্ষায়
চারিদিকে কোথাও কোনো অভাব নেই, নদীতে মাছ আছে, ক্ষেতে ধান আছে
চারিদিকে কেউ বুঝতে চায় না, আমি কাউকে বুঝিয়ে বলতেও পারি না
মৃত্যুহীন কি জীবন হয়? কখনও নয়। কখনও নয়।
১০ ই এপ্রিল, ২০২০ রাত ২:৫১
রাজীব নুর বলেছেন: আশার বানী আসছে। ২৪ ঘন্টার মধ্যে আশার বানী পাওয়া যাবে।
২| ১০ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:৩১
ইসিয়াক বলেছেন: চারিদিকে নানান রকম নতুন নতুন দুশিন্তা এসে মাথায় চাপে লাইনটা আরেকটু গুছিয়ে লিখলে ভালো হতো।
চারিদিকে ঘুরে ফিরিছে যেন ভাইরাস,মরণ করিছে স্মরণ<চারিদিকে ঘুরে ফিরছে যেন ভাইরাস,মরণ করছে স্মরণ। এরকম হলে মনে হয় ভালো হতো।
লেখা ভালো লেগেছে। শুভকামনা।
১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: সাজিয়ে গুছিয়ে কবিতা লেখা আমার পক্ষে সম্ভব না।
৩| ১০ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অবশ্যই মানুষ জয়ী হবে।
মানবতা বিজয়ী হবে।
১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: মানুষ ছাড়া অন্য অপশন কি হাতে আছে??
৪| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০৮
জাহিদ অনিক বলেছেন: কবিতা ভালো লিখেছেন রাজীব ভাইইই
১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৮
রাজীব নুর বলেছেন: আপনার মুখ থেকে এই কথা শোনার জন্য মনে মনে অপেক্ষা করে ছিলাম।
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ২:৪৪
চাঁদগাজী বলেছেন:
মানুষ মানসিকভাবে প্রস্তুত ছিলেন না, এখন হাহাকার কমে যাবে, মানুষ বাস্তবতাকে মেনে নিয়ে করোনাকে কন্ট্রোল করবেন।