নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কয়েকটা পুরোনো দিনের ছবি (ছবি ব্লগ)

১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৯



একসময় আমি প্রতি বছর ইদের দিন স্টুডিও গিয়ে ছবি তুলতাম।
ফেসবুকে কয়েকটা পুরোনো দিনের ছবি পেলাম। সেই ছবি গুলো আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা হলো। নিশ্চয়ই কেউ কোনো তর্কে যাবেন না। আমরা তর্ক করি নিজেদের ভুলকে সঠিক প্রমাণ করতে, সত্যকে আবিষ্কার করতে নয়। করোনাকাল প্রলম্বিত হলে অথবা করোনাকাল কেটে যাবার পর একটিমাত্র সেক্টর বাংলাদেশ এবং তার মানুষদের বাঁচিয়ে রাখতে পারবে, সেই সেক্টরটি রেমিটেন্স না, গার্মেন্টসেক্টর না, একমাত্র কৃষিখাত, কৃষিসংশ্লিষ্ট খাতই বাংলাদেশের প্রাণপ্রবাহ টিকিয়ে রাখবে। আমরা হঠাৎ করেই বদলে গেছি! বদলে গেছে দৈনন্দিন জীবনযাত্রা, প্রাত্যহিক প্রতিটি কাজের ভেতর ঢুকে গেছে ভয় আর সাবধানতা! বাজার করার মতো একটি বিরক্তিকর কাজকেও অনেকটা ধর্মীয় রীতিনীতি পালন করার মতো করে করতে হচ্ছে! যাই হোক এখন ছবি দেখুন। তবে মনে রাখবেন- যারা অদৃশ্য শত্রু বলছেন, তারা না জেনেই বলছেন। করোনা ভাইরাস ইলেকট্রন মাইক্রোসকপের নিচে প্রকটভাবে দৃশ্যমান।

১।
এই লোক এভাবে কেন ছবি তুললো? এক হাতে মাছ, এক হাতে সম্ভবত তেল। মাথায় সম্ভবত রু্টি।

২।
ছবি তোলার সময় ফোটোগ্রাফার নিশ্চয়ই বলেছেন, সোজা হয়ে দাড়ান। মাথা সোজা রাখুন।

৩।
সবার ঠোটে সিগারেট কেন?

৪।
সব মানলাম। সব ঠিক আছে। কিন্তু অই লোক প্লাস্টিকের ফুল পেন্টের ভিতরে গুজে রেখেছে কেন??

৫।
বড় অদ্ভুত! কত বছর আগের ছবি? কে জানে!

৬।
একজন পা তুলে বসে আছে। আর দুইজন টাকা ধরে আছে কেন?

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২৫

সোহানাজোহা বলেছেন: আপনি সুস্থ আছেন।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৬

রাজীব নুর বলেছেন: আছি।

২| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২৯

সাকলায়েন শামিম বলেছেন: বেশ অদ্ভুত ছবিগুলো। কিন্তু কেনো এরকম করে ছবি তুলেছে আমার ধারনা নেই। আমি জানতে চাই সবগুলোর কারন।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: কারন গুলি জানলে আপনাকে জানাবো।

৩| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৭

সোহানাজোহা বলেছেন: কেনো?

১১ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩৭

রাজীব নুর বলেছেন: এখনও সুস্থ আছি।
কেনো কি??

৪| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১২:১২

আফসানা মারিয়া বলেছেন: We want more overcoming stories.

১১ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: অপেক্ষা করুন।

৫| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১২:২০

ANIKAT KAMAL বলেছেন: ধন্যবাদ ব্যত‌ক্রিমী ও স‌ঠিক ভাবনার জন্য। অার এক‌টি কথা নতুন ব্ল‌গে অাই ডি খূল‌তে পাসওয়ার্ড ও কর্নফার্ম‌ পাস ওয়ার্ড কি দিব বার বার এটা অাসছে
(we only allow alphabet and numbers)

ভাই এরুপ দি‌লে হয় না কেন যেমন পাস ওয়ার্ড C 12345678
কনফার্ম C12345678
একটু দয়া করে বল‌বেন

১১ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: আমি বিষয়ে আমি অজ্ঞ।

৬| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১২:২৭

ANIKAT KAMAL বলেছেন: ধন্যবাদ ব্যত‌ক্রিমী ও স‌ঠিক ভাবনার জন্য। অার এক‌টি কথা নতুন ব্ল‌গে অাই ডি খূল‌তে পাসওয়ার্ড ও কর্নফার্ম‌ পাস ওয়ার্ড কি দিব বার বার এটা অাসছে
(we only allow alphabet and numbers)

ভাই এরুপ দি‌লে হয় না কেন যেমন পাস ওয়ার্ড C 12345678
কনফার্ম C12345678
একটু দয়া করে বল‌বেন

৭| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১:৪০

চাঁদগাজী বলেছেন:



শেষেরগুলো আরবদের ছবি

১১ ই এপ্রিল, ২০২০ রাত ৩:০৫

রাজীব নুর বলেছেন: জ্বী।
তবে ওরা কি বাঙ্গালী?

৮| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১:৫০

কথার ফুলঝুরি! বলেছেন: কালেকশন ভালো হয়েছে =p~ কিভাবে কালেক্ট করলেন এগুলো ?

১১ ই এপ্রিল, ২০২০ রাত ৩:০৬

রাজীব নুর বলেছেন: ফেসবুকে পেয়েছি।

৯| ১১ ই এপ্রিল, ২০২০ সকাল ৭:১৯

ইসিয়াক বলেছেন: হুম

১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: ।

১০| ১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫০

ক্ষুদ্র খাদেম বলেছেন: আগের দিনের ক্রিয়েটিভ ফটোশপ B-))

১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: হুম।

১১| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪০

ইমন জামান বলেছেন: ওল্ড ইজ গোল্ড �
ভাই একটা জিজ্ঞাসা ছিল। আমি যদি ছবি দিয়ে ব্লগ লিখতে চাই এবং সেটা ছবি ব্লগ বিভাগে রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে। নীচে যে ট্যাগ/কি ওয়ার্ড অপশন আছে সেখানে ছবি ব্লগ লিখে ট্যাগ করলেই কি হবে? আমি আসলে এমনটা করেছিলাম কিন্তু ছবি ব্লগ বিষয়ভিত্তিকব্লগে সেটা পাচ্ছিনা।ছবি ব্লগ ছাড়াও ভ্রমণব্লগ ইত্যাদি বিষয়ভিত্তিক ব্লগে আমি আসলে ব্লগ লিখতে চাচ্ছি। সমাধান পেলে উপকৃত হব।অগ্রম ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.