নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৪৩

১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৪


এই ছবিটা আমার বাড়ির ছাদের। গত বছর বেশ আম হয়েছিলো। ঝড়ে পড়ে-টড়ে ২৭ টা আম রয়ে গিয়েছিলো। এবার আম হয় নাই। সারা বছর এত যত্ন করলাম।

১। আধুনিক যুগে বসবাসরত সকলেই আধুনিক নয়।

২। আমি আদব শিখেছি বেয়াদবের কাছে।-ইমামগাজ্জালি (রাঃ)

৩। চরিত্রহীন ব্যাক্তির মাঝে কখনো ভালবাসা থাকে না, মিথ্যাবাদীর মাঝে কখনো মানবতা থাকে না। যা থাকে তা হলো ভান। লোক দেখানো ব্যাপার।

৪। দুধ দিয়ে পাউরুটি খেতে ইচ্ছা করছে। দুধে রুটি ডুবিয়ে খাবো। গতকাল চা দিয়ে পাউরুটি খেয়েছি।

৫। ঘরে শুয়ে বসে থাকতে থাকতে ফর্সা হয়ে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি। দাড়ি কামাচ্ছি না। ভাবছি রেখে দিব। মায়া পড়ে গেছে।
কপালে লেখাই ছিলো- জমিদারের মতো জীবন কাটাবো। খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি। কোমরে একটা তরয়াল গুজা শুধু বাকি।

৬। নিউ ইয়র্কের চিকিৎসক বলেছেন, যদি আমরা চোখে নাকে মুখে হাত না দিই, তাহলে করোনা না হওয়ার চান্স ৯৯.৯৯ ভাগ। কারণ আপনি দরজায় হাত দিচ্ছেন, ভাইরাস থাকতে পারে, লিফটের বোতাম টিপছেন, দোকানের ডেস্কে হাত রাখছেন, ভাইরাস থাকতে পারে। হাত চোখে মুখে নাকে দেবেন না। হ‌্যান্ড স্যানিটাইজার রাখবেন সাথে, সাথে সাথে হাত পরিষ্কার। বাসায় প্রথমে হাত ধোবেন। বাতাস থেকে ভাইরাস ইনহেল করার চান্স আসলে কম। এরপর আমরা বাইরে যাব না। গেলে মাস্ক পরব। ৬ ফুটের মধ্যে কারো কাছে যাব না। আবারো বলি, হাত ধোয়া, নাকে মুখে চোখে হাত না দেওয়াই একমাত্র কার্যকরী প্রতিরোধ।

৭। আজ চৈত্র সংক্রান্তি। বাংলা সনের শেষ দিন। বাংলা বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তিতে সব্বাইকে অনেক অনেক শুভেচ্ছা।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৯

ইসিয়াক বলেছেন: জনাব,
আপনার এই রাস্তায় পাওয়া ডায়েরী নামটা সুন্দর। আচ্ছা এই ধরনের ডায়েরী কোথায় পাওয়া যায়?

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৫

রাজীব নুর বলেছেন: জানি না তো।

২| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন: শুভেচ্ছা রাশি রাশি।

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৫

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৩| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৬

ইসিয়াক বলেছেন: ৫নং =কোমরে একটা তরয়াল গুজা শুধু বাকি । জনাব , তরয়াল মানে কি? ঠিক বুঝলাম না। বাক্যটাও ঠিক মতো বুঝলাম না। একটু বুঝায়ে দেবেন?

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: না বুঝার তো কিছু নাই।

৪| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:০১

নেওয়াজ আলি বলেছেন: এই আমেরটা দেওয়া দরকার ছিল।

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: হুম।

৫| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:২৭

পুকু বলেছেন: কোরোনা ভাইরাসের ভয়েই মনে হয় এবার আম ধরেনি গাছে !!!! যদি কেউ ছুয়ে দেয় !!!!

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: না তা না।

৬| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৭

বিজন রয় বলেছেন: আপনি কি ছাদে বাগান করেন?

আপনি আছেন কেমন?

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: ছাদে বাগান না। দুই চারটা গাছ আছে।

আমি ভালো আছি।

৭| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


সনেট কবি কোথায়? অনেক দিন ধরে নিখোঁজ।

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: না জানি না।

৮| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৯

চাঁদগাজী বলেছেন:


আজকের সায়েন্স গ্রুলের ৯ম শ্রেণীর ছাত্ররা ইমাম গাজ্জালী সাহেবদের চেয়ে শতগুণ বেশী ধারণা রাখে।

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: খুব একটা ভুল বলেন নাই।

৯| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৭

আকন বিডি বলেছেন: আপনার ২ নং দেখে মনে পড়লো যে ইমাম গাজ্জালীর(রহ) একটি বই কিছুদিন পূর্বে কিনেছি।আপনার ২ নং দেখে মনে পড়লো যে ইমাম গাজ্জালীর(রহ) একটি বই কিছুদিন পূর্বে কিনেছি।

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: পড়ে একটা রিভিউ দিয়েন।

১০| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৭

ইসিয়াক বলেছেন: চলেন আগামীকাল পহেলা বৈশাখে ঢাকার ফাঁকা রাস্তায় ঘুরতে বের হই আর আইসক্রীম খাই । পোলারের কোন আইসক্রীম আমার খুব প্রিয়।

১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৩

রাজীব নুর বলেছেন: না যাবো না।
রাষ্ট্রীয় নিয়ম মেনে চলব।

পোলার আমি খাই না। এখন খাই মাচো।

১১| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বেশি বেশি বিজ্ঞান , ইতিহাস , অর্থনীতি ও দর্শনের বই পড়া দরকার।
হুজুরদের বই পড়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না।

১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৩

রাজীব নুর বলেছেন: আমি আপনার সাথে একমত।
সমস্যা আমার বাসায় নতুন কোনো বই নেই।

১২| ১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

জাহিদ অনিক বলেছেন: চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.