নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ৫২

১৪ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৫



আজ ঘুম থেকে উঠেছি দুপুর দুইটায়।
এত দেরী করে ঘুম থেকে উঠার কারন ঘুমিয়েছি ভোর ছয়টায়। ভোর ছয়টায় ঘুমানোর কারন বই পড়েছি, মুভি দেখেছি। বই পড়ার কারন বা মুভির দেখার কারন হলো ঘুম আসে নাই। ঘুম না এলে তো বিছানায় যাওয়ার কোনো মানে হয় না। নিত্য দিনের রুটিন বদলে গেছে। আসলে ইদানিং মন দিয়ে বই পড়া হচ্ছে না, মুভি দেখাও হচ্ছে না। বলা যায় শুধু চেয়ে থাকি। কি পড়ছি আমি জানি না। কি মুভি দেখছি জানি না। শুধু চেয়ে থাকি। এভাবে কত দিন যাবে কে জানে!



আজ সকালের নাস্তা খাইনি।
দুপুরে দাওয়াত দুইতলায় ভাবির বাসায়। ঘুম থেকে উঠে গোছল করে দোতলায় গেলাম। সময় তখন আড়াইটা। ভাবী খাবারের বিশাল আয়োজন করেছেন। দেশের এই করুন পরিস্থিতিতে এত আয়োজন। দশ রকমের ভর্তা। এর মধ্যে মটরশুটি আর শিম ভর্তাও আছে। লইটা শুটকি রান্না করেছে। লইটা শুটকিটা অসাধারন হয়েছে। শুধু মাত্র লইটা শুটকি দিয়েই এক গামলা ভাত খেয়ে ফেলা যায়। করলা ভাজিটা অতি চমতকার হয়েছে। খেতে একটুও তিতা লাগে নি। সামান্য ডাল যে এত মজা হতে পারে আমার ধারনার বাইরে ছিলো। ইলিশ মাছ ভূনা করেছে। ইলিশ মাছ ভূনায় লবন কম হয়েছে। সব মিলিয়ে দুপুরের খানাটা অসাধারন হয়েছে।



বিকেলে বাসার সবাই সাজগোছ করেছে।
সেজে-গুজে ঘরে বসে বাসার সদস্যদের নববর্ষ পালন করা। সবাই বলল তাদের ছবি তুলে দিতে- দিলাম তাদের কিছু ছবি তুলে। টানা এক ঘন্টা সবার ছবি তুলে দিলাম। সুরভি ছবি তুলতে খুব পছন্দ করে। এত আগ্রহ নি্যে খুব কম মেয়েই হয়তো ছবি তোলে। আজ রাতের খাবার খাচ্চি। রান্না হবে ছাদে মাটির চুলায়। অলরেডি তারা রান্না শুরু করে দিয়েছে। খাসির কাচ্চি হবে। এদিকে আমার চায়ের নেশা ধরেছে। সকালে চা খাওয়া হয় নাই। খুব চা খেতে ইচ্ছা করছে। সুরভি ছাদে রান্নায় ব্যস্ত। করোনার ঝামেলা না থাকলের চট করে বাইরে গিয়ে এক কাপ চা খেয়ে আসতে পারতাম। অবশ্য মন বলছে সুরভি চা করে দিয়ে যাবে।



ব্লগারদের জানাই শুভ নববর্ষ।
এরকম নববর্ষ বাঙ্গালীর আগে কখনও আসে নাই। গত বছরও তো লোকজন এই দিনে কত না আনন্দ করেছে। আগামী বছরটা কেমন হবে কে জানে! এমন দিন যেন কোন কালে না আসে। মন থেকে চাই- সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। ঘরে ঘরে পালন করুন নববর্ষ। প্রতিটা ঘরে আনন্দ বিরাজ করুক। শুভ নববর্ষ। নববর্ষে ধরিত্রী ও মানবিকতার জয় হোক। অপসংস্কৃতি দূর হোক। মানবিকতায় দূর হোক সকল অশুভ। সবার জন্য ভালোবাসা।


মন্তব্য ৪৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:


আপনাদের পরিবার যেই পরিমাণ খেয়ে যাচ্ছে, এভাবে সবাই খেলে, বাংলাদেশের সব খাবার ৩ মাসের মাঝেই শেষ হয়ে যাবে।

১৪ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৩

রাজীব নুর বলেছেন: না মানে-- খাবার সামান্যই খাই।
বেশি রান্না করা হয়, এই খাবার ফ্রিজে রেখে পরে খাওয়া যাবে।

২| ১৪ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৩

বিষাদ সময় বলেছেন: শুভ নববর্ষ। বৎসরের প্রথম দিন তাহলে বেশ ভালই কাটলো.........

১৪ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৩

রাজীব নুর বলেছেন: জোর করে ভালো কাটিয়েছি।

৩| ১৪ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৬

ভুয়া মফিজ বলেছেন: শুভ নববর্ষ!!! :)

১৪ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৫

রাজীব নুর বলেছেন: আজকের দিনটা ভালো গেছে সবার। বিশ্বাস করুন--- আগামী বছরের এই দিনটাও ভালো যাবে। ভোরের সূর্য হাসিমুখে উঁকি দিয়ে বলবে--- শুভ দিন, শুভ নববর্ষ।

৪| ১৪ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৭

নূর আলম হিরণ বলেছেন: আপনাদের সময় ভালো কাটুক। শুভ নববর্ষ।

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৫| ১৪ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২২

ওমেরা বলেছেন: করোনা আতঙ্কের মাঝে আপনারা তো বেশ আনন্দে আছেন, অবশ্য মন ভালো রাখা এসময় দরকার ।

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৩

রাজীব নুর বলেছেন: সত্য কথা বলতে কি জোর করেই ভালো আছি। মনের অবস্থা ত আর কাউকে দেখাতে পারি না।

৬| ১৪ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

জুন বলেছেন: লইট্টা শুটকি আর কাচ্চির কথা শুনে জিভের জল ফেলতে ফেলতে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে গেলাম :(

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: আপনি আমার বাসা আসবেন।
অবশ্যই আপনাকে লইটা শুটকি আর কাচ্চি খাওয়াবো।

৭| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১৬

রানা আমান বলেছেন: ভালো থাকুন সুস্থ থাকুন ।

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৮| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩৭

ঊণকৌটী বলেছেন: শুভ নববর্ষের শুভেচ্ছা রইল। ভালো থাকবেন সবাই কে নিয়ে।

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: এখন পর্যন্ত ভালো আছি।

৯| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪১

ক্ষুদ্র খাদেম বলেছেন: একটু আগে ম্যাসেঞ্জারে কথা হচ্ছিল আরও কয়েকজন বন্ধুর সাথে, তাদের কাছ থেকেও প্রায় এইরকম খাবারের বর্ণনা পেলাম। প্রথম দিন আশা করি সবারই ভালো যাচ্ছে, শুধু সামনে কী আছে বলা যাচ্ছে না /:)

সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন :)

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: সামনে ভালো দিন আসুক এটাই চাই।

১০| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫৩

সাইন বোর্ড বলেছেন: বেশ প্রাণবন্ত আয়োজন ।

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৬

রাজীব নুর বলেছেন: এরকম প্রায়ই হয় বাসায়।

১১| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫৯

Subdeb ghosh বলেছেন: ভালো থাকুন,সুস্থ থাকুন। নববর্ষের শুভেচ্ছা।

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৭

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১২| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৮

উম্মে সায়মা বলেছেন: বাহ সুন্দর! শুভেচ্ছা রইল।

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ বোন।

১৩| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫২

আমি রানা বলেছেন: আমি দুপুরে আলু ভর্তা আর ডাল, রাতে ডিম ভাজি দিয়ে খেলাম। শুভেচ্ছা নিবেন।

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: যে গরম পড়ছে, তার মধ্যে আকু ভর্তা আর ডিমই ভালো।

১৪| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৫

আমি রানা বলেছেন: আর ভাবিকে ও শুভেচ্ছা জানাবেন।

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

১৫| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৯

সাজিদ উল হক আবির বলেছেন: শুভতর নববর্ষ!

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১২:০২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।

১৬| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১২:২৪

আখেনাটেন বলেছেন: শুভ নববর্ষ পরীর পরিবারবর্গকে। ভালো কাটুক আগামীর দিনগুলি।

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৪২

রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।

১৭| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩০

কাছের-মানুষ বলেছেন: এর জন্যইতো বলি দেশে জিনিষ পত্রের দাম এত বাড়ছে কেন!! বেশী খেয়ে দাম বাড়িয়ে দিচ্ছেন!!

দেশে কথা হল, খবর পেলাম সবাই বিয়ে বাড়ির স্টাইলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, ঘরে বসে থাকে তাই খাওয়া দাওয়াটা বিনোধন হিসেবে নিয়েছে মানুষ।

শুভ নববর্ষ।

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৪২

রাজীব নুর বলেছেন: সারাদিন শুয়ে বসে থাকলে ক্ষুধাও বেশি লাগে।

১৮| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খাদক ফ্যামিলির বড় খাদক খানসাব।
ছোট বড় সব খাদকদের জানাই বাংলা
নববর্ষের শুভেচ্ছা। খেয়ো যাও কব্জি ডুবিয়ে!!

১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: না আমরা কেউই খাদক না।
আমরা সবাই সামান্য খাই।

১৯| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৩:২৬

সোহানী বলেছেন: চাঁদগাজী বলেছেন: আপনাদের পরিবার যেই পরিমাণ খেয়ে যাচ্ছে, এভাবে সবাই খেলে, বাংলাদেশের সব খাবার ৩ মাসের মাঝেই শেষ হয়ে যাবে।

হাহাহাহা............

শুভ নববর্ষ।

১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: উনি রসিক মানুষ।

২০| ১৫ ই এপ্রিল, ২০২০ সকাল ৭:০৭

ইসিয়াক বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইলো জনাব।

১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: ওকে।

২১| ১৫ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:০০

আশাবাদী মানব বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইল ভাই। যদিও একদিন পরে জানাইলাম

১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভালো থাকুন।

২২| ১৫ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৩২

বিজন রয় বলেছেন: আপনারা বেশ রোমান্টিক!

১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: তা একটু আছি।

২৩| ১৫ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: ভায়ের পহেলা বৈশাখের ডায়েরী নিঃসন্দেহে প্রশংসনীয়। এত আতঙ্কের মধ্যেও এমন করে কজন বা বাঁচতে পারে। আমাদের অবশ্য সকালে সয়াবিনের ঝোল আর রাতে রুটির সঙ্গে ডিমের ওমলেট দিয়েই পহেলা বৈশাখ সেলেব্রেশন হয়েছে। গত কয়েকদিন ধরে মাছ বাজার বন্ধ। আর মাংসের দোকান খোলা আছে কিনা খোঁজ রাখি না। তবে মাংস খাওয়ার ইচ্ছা এই মুহূর্তে উঠে গেছে।
বৈশাখী শুভেচ্ছা প্রিয় ছোটভাই ও ভাইয়ের পরিবারকে।


১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: দাদা দেশের এই অবস্থায় মন মেজাজ কারো ই ভালো নেই। জোর করে ''মন'' ভালো রাখতে হচ্ছে।

২৪| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৪

ঈশান মাহমুদ বলেছেন: শুভ নববর্ষ। :)

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.