নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রতিশোধ- ১

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১২:২১



তুমি ফকিরনির পোলা এত ভাব দেখাও ক্যান
শুয়োরের বাচ্চা, অমানুষের বাচ্চা, হারামজাদা
(আরো খারাপ গালি দিতে পারলে, ভালো লাগতো)
দুইদিন ধইরা স্মার্টফোন চালাইয়া নিজেরে শেয়ানা ভাবো
সাত শ' টাকা দামের মোবাইল, তাও রাবার দিয়া প্যাচাইয়া
ব্যবহার করতা। এখন বাইক চালাইয়া ভাব ধরো, পাকনামি করো
বাইক তো তোর না, আবার তোর লোকাল বাসে উঠতে হবে
তুই যতোই ভালো মানুষের ভাব ধরো, তুই তো একটা নর্দমার কীট
তোরে দেখলেই আমার মূখ দিয়ে গালি বের হয়। নোংরা গালি
ফাউ ফাউ খাইতে খাইতে তোমার জিববা বড় হইয়া গেছে
তুমি মানুষ ভালো না, ভালোর ভাব ধরো, তা আমি জানি
তোমার অবস্থা খুব খারাপ হইবো, কপাল চাপড়াইয়া কানবা
তোমার চেয়ে মাগির দালাল ভালো, তোমার অবস্থা খুব খারাপ হইবো
তোমার গ্রামে ফিরে যাইতে হইবে। অন্যের জমিতে চাষ করতে হইবে
আমাকে সরিয়ে দিতে আপ্রান চেষ্টা করেও বিফল হইছো বারবার, হে হে
বিফল হইছো আমার নামে অনেক গীবত ছড়াইয়া
আমি জানি, তুমি শয়তান আজীবন শয়তানই থাকবা
শয়তান কখনও ভালো হয় না। কুত্তার বাচ্চা।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩০

ব্লগার_প্রান্ত বলেছেন: কে কি মন্তব্য করলো, সেটা দেখার জন্য জন্ম জন্মান্তর আসতে থাকবো..

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩৩

রাজীব নুর বলেছেন: যা লিখেছি সত্য লিখেছি। এটুকু বিনা দ্বিধায় বলতে পারি।

২| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কে আপনার এই অজাতো শত্রু !!
যাকে নোংরা ভাষায় গালি দিয়ে
আপনার আভিজাত্যকে গুলিয়ে
দিচ্ছেন?

গালি আমাদের সমাজের এক মারাত্মক ব্যাধি। গালি দেয়া পাপের কাজ।
গালিগালাজ করা কোনো সুস্থ মানসিকতার পরিচয় নয়। মুদ্রাদোষ বা
অভ্যাসবশত অনেকেই কথায় কথায় গালি দেন, অনেকেই হাসি-তামাশা ও
ঠাট্টাচ্ছলেও অন্যকে গালি দিয়ে বসেন এসবের কোনোটিই ঠিক নয়। গালি সম্বন্ধে
হজরত রাসুলুল্লাহ [সঃ] বলেছেন, এমন দুই ব্যক্তি, যারা একে অপরকে গালমন্দ করল,
তখন ওই গালির পাপ সে ব্যক্তির ওপরই পতিত হবে, যে প্রথমে গালি দিয়েছে যে
পর্যন্ত না নির্যাতিত ব্যক্তি সীমা অতিক্রম করে। এই হাদিসের আলোকে বোঝা
যায় যে, গালির সূচনাকারী ব্যক্তি অত্যাচারী এবং দ্বিতীয় ব্যক্তি অত্যাচারিত।

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৫১

রাজীব নুর বলেছেন: মুরুব্বী, বদমাইশকে গালি দিলে পূন্য হয়। আনন্দ হয়।

৩| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৫১

চাঁদগাজী বলেছেন:


ওয়াজের প্র‌েকটিস করছেন?

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৫২

রাজীব নুর বলেছেন: এখন থেকে প্রতিদিন একজন করে বদমাইশকে নিয়ে এরকম লিখব।

৪| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৮

সোহানী বলেছেন: কাকে গালি দিচ্ছেন সেই যদি না জানলো তাহলে লিখে লাভ কি?

১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: ওকে জানানোর ব্যবস্থা করছি।

৫| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১:৫৬

সাকলায়েন শামিম বলেছেন: প্রতিশোধ এইভাবে না নিলেও হয়। এটা ভালো উপায় নয়।

১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: একটা ভালো উপায় বলেন।

৬| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:০৬

বিজন রয় বলেছেন: গালিরও একটা সৌন্দর্য আছে, না কি বলেন?

১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: জ্বী। আছে।

৭| ১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২০

জাতির বোঝা বলেছেন: এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৪০

রাজীব নুর বলেছেন: নাস্তিক হতে কলিজা লাগে। ধার্মিক হতে নির্বোধ হতে হয়।
নাস্তিক হতে অনেক পড়াশোনা করতে হয়। ধার্মিক হতে কুসংসার বিশ্বাসী হতে হয়।

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: হুম বলেছি।
চারিপাশ দেখে শুনে বলেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.