নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সরকারী চাকরির জন্য যে প্রশ্ন ও উত্তর গুলো জেনে রাখা দরকার

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৫



১। সবচেয়ে বেশি লোক বাস করে কোন জেলায়?
উত্তরঃ ঢাকা।

২। 'মাদার তেরেসা' কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ আলবেনিয়া।

৩। সাগর কন্যা বলা হয় কোন জেলাকে?
উত্তরঃ পটুয়াখালী।

৪। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?
উত্তরঃ ১৯২১ সালে।

৫। কোন আর্ন্তজাতিক সংস্থার পতাকায় জলপাই গাছ দেখা যায়?
উত্তরঃ জাতিসংঘ।

৬। মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৬৩৬ সালে।

৭। কাকে ‘ম্যাপল পাতার দেশ’ বলা হয়?
উত্তরঃ কানাডাকে।

৮। বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে?
উত্তরঃ নিউইয়র্ক।

৯। নীরব খনির দেশ কোনটি?
উত্তরঃ বাংলাদেশ।

১০। ‘পঞ্চম ড্রাগনের’ দেশ বলা হয় কোন দেশকে?
উত্তরঃ তাইওয়ান।

১১। গোঁফ-খেজুরে' -এ বাগ্‌ধারাটির অর্থ কী?
উত্তরঃ নিতান্ত অলস।

১২। বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসের প্রধান দুটি চরিত্রে নাম-
উত্তরঃ গোবিন্দলাল ও রোহিনী।

১৩। 'বন্যেরা বনে সুন্দর,শিশুরা মাতৃক্রোড়ে'-এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে-
উত্তরঃ জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর।

১৪। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ খাজা নাজিমুদ্দীন।

১৫। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কী?
উত্তরঃ গারো।

১৬। যদি x3+hx+10=0 এর মান কত?
উত্তরঃ -9

১৭। একটি গোল মুদ্রা টেবিলে রাখা হল।এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুইপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে?
উত্তরঃ ৬

১৮। উচ্চ পর্বতের চুড়ায় ওঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে;কারণ উচ্চ পর্বত চূড়ায়-
উত্তরঃ বায়ুর চাপ কম।

১৯। অভিরাম’ শব্দের অর্থ কী?
উত্তরঃ সুন্দর।

২০। ১৭। চর্যাপদ এ কোন ধর্মমতের কথা আছে?
উত্তরঃ বৌদ্ধ ধর্ম।

২১। আগড়তলা ষড়যন্ত্র মামলা মোট আসামী কত জন?
উত্তরঃ ৩৫ জন।

২২। বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?
উত্তরঃ ফরিদপুর।

২৩। মিনস্ক কোন দেশের রাজধানী?
উত্তরঃ বেলারুশ।

২৪। কোথায় সাঁতার কাটা সহজ?
উত্তরঃ সাগরে।

২৫। ডিমে কোন ভিটামিন নেই?
উত্তরঃ ভিটামিন- সি।

২৬। প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন?
উত্তরঃ চন্দ্রাবতী।

২৭। জীবনানন্দ দাসের তিনটি কাব্যগ্রন্থের নাম কী কী?
উত্তরঃ ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি ও বনলতা সেন।

২৮। বাংলাদেশের প্রধান দু’জন কবি কে কে?
উত্তরঃ কবি শামসুর রহমান ও বেগম সুফিয়া কামাল।

২৯। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক?
উত্তর: সৈয়দ হামজা।

৩০। ইউরিয়া সারের কাঁচামাল কি?
উত্তর: মিথেন গ্যাস।

৩১। বাংলাদেশের বৃহত্তর নদী কোনটি ?
উত্তর: মেঘনা।

৩২। আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কবে?
উত্তর: ৫ জুন।

৩৩। মালদ্বীপের মুদ্রার নাম কী?
উত্তর: রুপাইয়া।

৩৪। পবিত্র ভূমি কোনটিকে বলা হয়?
উত্তর: জেরুজালেম।

৩৫। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কি?
উত্তর: বালি।

৩৬। চা পাতায় কোন ভিটামিন থাকে?
উত্তরঃ ভিটামিন কে।

৩৭। গ্রীন হাউজ কি?
উত্তরঃ কাঁচের তৈরি ঘর।

৩৮। 'প্রদীপ নিবিয়া গেল'!-এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের?
উত্তরঃ বিষাদ সিন্ধু।

৩৯। মানব দেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস কি?
উত্তরঃ শ্বসন।

৪০। চাকমা জনগোষ্ঠী বেশি বাস করে কোথায়?
উত্তরঃ রাঙ্গামাটি।

৪১। মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত আছে?
উত্তরঃ ৩ টি।

৪২। অন্যের রচনা থেকে চুরি করা কে কি বলা হয়?
উত্তরঃ কুম্ভিলকবৃত্তি।

৪৩। বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT) চালু হয় কত সালে?
উত্তরঃ ১৯৯১ সালে।

৪৪। শ্রীলংকার কোন সমুদ্র বন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লিজ দেয়া হয়েছে?
উত্তরঃ হাম্বানটোটা।

৪৫। তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার?
উত্তরঃ মৌলিক।

৪৬। বাংলাদেশের সংবিধানের তফসিল কয়টি?
উত্তরঃ ৭ টি।

৪৭। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টরে?
উত্তরঃ ১০ নম্বর।

৪৮। ডাক-হরকরা গল্পটির রচয়িতা কে?
উত্তরঃ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

৪৯। পোস্টাল কোড কী নির্দেশ করে?
উত্তরঃ পোস্ট অফিসের নম্বর।

৫০। মৌমাছি কোন সমাস?
উত্তরঃ কর্মধারয় সমাস।

মন্তব্য ৪৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৩

বিজন রয় বলেছেন: এগুলো কি টাইপ করেছেন না কপি করেছেন?

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: টাইপ করেছি।

২| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৬

বিজন রয় বলেছেন: কি দরকার ছিল এত কষ্ট করার?
এমনিতেই আপনি অনেক ব্যস্ত থাকেন।

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: আসলে এই কাজটা আমি আমার জন্যই করেছি।

৩| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৩

বিজন রয় বলেছেন: সেটাই ধারনা করেছিলাম, হয় আপনার জন্য বা আপনার নিকট কারো জন্য করেছেন, নাহলে এক কষ্ট করে টাইপ করতে যাবেন কেন।

যাইহোক, আপনার সরকারি চাকরি পাবার বয়স এখনো আছে?

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: না নাই।
তবু জেনে রাখলাম। জানাতে আনন্দ আছে।

৪| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৬

বিপ্লব০০৭ বলেছেন: ১৬ নং প্রশ্ন # x3 + hx + 10 = 0 এর মান কত?--- এই প্রশ্নটায় কি বোঝাতে চাইলেন? x = কত নাকি h = কত? পরিষ্কার না।

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: অপেক্ষা করুন।

৫| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: উত্তর গুলো কি আপনার মুখস্ত আছে?

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: জ্বী মুখস্ত।

৬| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


৫১) আপনি যেই চাকুরীর জন্য ইন্টারভিউ দিচ্ছেন, ইহা পেতে কত ঘুষ দিতে হবে?
-উত্তর ৭ লাখ টাকা

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: সামান্য সৌদি গেলে ৫/৬ ্লাখ টাকা লাগে।ৌদি গিয়ে ৯ শ' রিয়েল বেতনে কাজ করতে হয়।

ট্রাফিক বা কস্টোবলের চাকরির ্জন্য অনায়াসে ৭ লাখ টাকা দেওয়া যেতেই পারে।

৭| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ৭ লাখ টাকায় ভালো চাকরী হয় না। Constable এর চাকরিতে ৭ লাখ টাকা লাগে।

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: সত্যিকার যোগ্যতা থাকলে টাকা লাগে না।

৮| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৪

জাতির বোঝা বলেছেন:

খালি এই সমস্ত প্রশ্নের উত্তর জানলেই চাকরি হবে না ।

তদবিরের জোর থাকতে হবে।
নৈলে আপনার চাকরি হবে না।

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: আসলে চাকরির জন্য সবই লাগে।
টাকা লাগে, ক্ষমতাবান মামা চাচা লাগে।

৯| ১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৪

ক্ষুদ্র খাদেম বলেছেন: আসলেই, আপনি ৭ লাখ টাকা ঘুষ দিয়ে আগ্রহী ট্রাফিক কনস্টেবল এর চাকরি নিতে??

এই জিনিসটা আমাকে আসলেই আবারো মনে করায়, বাংলাদেশে যারা শিক্ষকতা পেশায় আছে, আর আমাদের বাবা-মায়ের যুগের লোকজন, একটা দেশ বা জাতিকে ধ্বংস করার জন্যে যথেষ্ট!!

আগামীকাল আবার বলতে আসবেন না, দুর্নীতিতে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন কীভাবে হলাম???

১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

রাজীব নুর বলেছেন: না আমি টাকা দিয়ে চাকরি নিব না।
এটা আমার মোটেও পছন্দ না।
তাছাড়া আমার টাকা নেই।

১০| ১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪০

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~

১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

রাজীব নুর বলেছেন: হুম ।

১১| ১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫০

ক্ষুদ্র খাদেম বলেছেন: যদি টাকা থাকেও, আশা করি, আপনি তা ভালো কাজেই লাগাবেন :)

১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

১২| ১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

মুহম্মদ নাজির হোসেন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে এতোগুলো প্রশ্ন সেয়ার করার জন্য।

১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।

১৩| ১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২১

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: আমার কেন যেন মনে হচ্ছে এই লেখাগুলো আপনি কপি করেছেন।

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: না ভাই।
বই পরে পড়ে নিয়েছি।
বি সি এস পরী্ক্ষার প্রশ্ন থেকে নিয়েছি।

১৪| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৬

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: ২০ নম্বর প্রশ্ন টার পর আবার দেখছি ১৭ নাম্বার শুধুমাত্র কপি করলে এ ধরনের সমস্যা হয় এজন্যই বললাম, অনুগ্রহ করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫০

রাজীব নুর বলেছেন: টাইপিং এ ভুল হতে পারে।

আর আপনার যদি মনে হয় কপি করেছি তাহলে আমাকে প্রমান দেন।

১৫| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৩

মা.হাসান বলেছেন: খুব উপকারি পোস্ট । করোনার কারনে যে কোন সময় চাকরি চলে যেতে পারে। তখন নতুন চাকরি পেতে কাজে লাগবে। সরাসরি প্রিয়তে নিয়ে নিলাম।

১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১:৫৮

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
এক মাসও হয় নাই লক ডাউন তবু কত লোকের চাকরি চলে গেল।

১৬| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আসলে এই কাজটা আমি আমার জন্যই করেছি।

আপনার সরকারী চাকুরীর বয়স নাই। ছাইয়ে ঘি ঢাললেন !!

১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১:৫৯

রাজীব নুর বলেছেন: তাতে কি---
এসব ্জেনে রাখলে ক্ষতি তো নেই।

১৭| ১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি বেশী কথা বলেন !! শিরোনামে বললেন এগুলো সরকারী চাকরির জন্য যে প্রশ্ন ও উত্তর গুলো জেনে রাখা দরকার।
আবার বলেন এগুলো আপনার জন্য। এখন বলেন যেনে রাখা ভালো। তা হলে আপনার কোন কথা বিশ্বাস করবো? সদাই
টুকরা টুকরা মিথ্যা বলেন তা কি অভ্যাস বশতঃ !!!

১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: চিবিয়ে চিবিয়ে কথা বলছেন কেন?

১৮| ১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৯

বিষাদ সময় বলেছেন: ১৬ নং প্রশ্নের উত্তরটা একটু ডিটেইল দিবেন কি?

১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: দিবো।

১৯| ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: চিবিয়ে চিবিয়ে কথা বলছেন কেন?

আপনার জং পড়া দেমাগটাকে ঝালাই করার জন্য।

১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: না জং ধরে নাই।

২০| ১৬ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৪

সুপারডুপার বলেছেন: @ ব্লগার বিপ্লব০০৭ ও বিষাদ সময়,

যদি x3 + hx + 10 = 0 এর একটি সমাধান 2 হয়, তবে h এর মান কত?

১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৬

রাজীব নুর বলেছেন: আসলে এখন অন্য কিছু নিয়ে ব্যস্ত আছি।
এটা নিয়ে মাথা ঘামতে চাচ্ছি না।

২১| ১৬ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: বঙ্গবন্ধুর আত্মজীবনীর নাম কি ? এখন এই প্রশ্ন থাকেই। বা তার লেখা গ্রন্থের নাম।

+++++ চাকরী প্রত্যাশীদের উপকারে আসবে।

২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

২২| ১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫২

খায়রুল আহসান বলেছেন: ১৬ নং প্রশ্নটিতেই ভুল হয়েছে বলে মনে হচ্ছে। ১৫ নং উত্তরটিতেও।

২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৩

রাজীব নুর বলেছেন: ওকে। ঠিক করে দিব।

২৩| ২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৯

সজল_ বলেছেন: জেনে ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য। :)

২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৩

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.