![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
তুমি শালা একটা অমানুষের বাচ্চা
না আমি তোমার বাবা মাকে গালি দিচ্ছি না
তারা ভালো মানুষ। কিন্তু তুমি একটা অমানুষ
ভাবতেও পারবে না তোমাকে কতটা ঘৃনা করি।
তুমি ফকিন্নীর পোলা অথচ আজ তুমি খবরের কাগজ
হাতে না নিয়ে কমোডে বসলে তোমার হাগু হয় না
শুনলাম বাড়িও নাকি করে ফেলেছো? বেশ বেশ
তোমার বুদ্ধি আছে, তবে তা অবশ্যই দুষ্ট বুদ্ধি।
শুয়োরের বাচ্চা তুমি, সম্পূর্ন অপ্রয়োজনে অদরকারে
অমানুষের মতো আমাকে খাটিয়েছো দিনের পর দিন
আজ প্রতিনিয়ত তোমাকে অকথ্য ভাষায় গালি দেই-
প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে, আমৃত্যু গালি দিয়ে যাবো।
তোর মতো চাটুকার, দালাল, শুয়োর আর বদমাইশ
এ জন্মে আমি আর দেখি নাই, অথচ তুই সবার কাছে-
স্বচ্ছ সেজে থাকিস, ভালো সেজে থাকিস! তোর মুখোশ
আমি দেখে ফেলেছি। জেনে ফেলেছি। বুঝে ফেলেছি।
০২ রা মে, ২০২০ দুপুর ১২:৫৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ০২ রা মে, ২০২০ ভোর ৪:৪০
চাঁদগাজী বলেছেন:
ব্লগিং'এর জন্য ইহা অবশ্যই ভুল আইডিয়া
০২ রা মে, ২০২০ দুপুর ১২:৫৩
রাজীব নুর বলেছেন: ভুলে ভুলেই তো জীবন যাচ্ছে।
৩| ০২ রা মে, ২০২০ সকাল ৭:১৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: হতাশ লোকের কান্নার মতো শুনাল।প্রতিহিংসার মতো আওয়াজ,প্রতিশোধের মতো না।,আপনাকেই সে খাঁটিয়েছে দিনের পর দিন, আরকিনা তাকেই বলছেন ফকিন্নীর পোলা।লিখার সময় লজিক ঠিক রাখবেন।আরো লিখুন,ভাল লিখুন।
০২ রা মে, ২০২০ দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: ওকে।
৪| ০২ রা মে, ২০২০ সকাল ৯:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই লোকটি কে? মনে হয় খুবই খারাপ লোক। তবে এখানে বকা ঝকা করলে সে শুনবে না। তার চেয়ে বরং সরাসরি তার সামনে গিয়ে তাকে বকা দিয়ে আসুন। ভালো লাগবে। এখানে বকা পোস্ট করলে তার কিছুই হবে না। উল্টা আপনার ওজন কমবে।
০২ রা মে, ২০২০ দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: ওকে।
৫| ০২ রা মে, ২০২০ সকাল ১০:২৭
গুরুভাঈ বলেছেন: থানকুনির পাতার হিসটুরি কি?
০২ রা মে, ২০২০ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: কোনো হিস্টুরী নাই। হাতের কাছে পেলাম।
৬| ০২ রা মে, ২০২০ সকাল ১১:৪৩
পদাতিক চৌধুরি বলেছেন: ছি: ছি: ভায়ের কাছে এটা কোনো অবস্থায়ই এটা আশাকরি না। প্রতিবাদের রাস্তা আরও ভালো এবং আরও বেশি পোস্ট। এভাবে নয়। দায়িত্বশীল ব্লগারের এমন পোস্টে ব্লগের মান নামতে বাধ্য।
০২ রা মে, ২০২০ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: ওকে দাদা। এরকম পোষ্ট আর দিব না।
৭| ০২ রা মে, ২০২০ দুপুর ১২:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাবকে সজ্জন সুশীল মানুষ মনে করতাম।
তার ভিতরের অন্ধকার কানাগলির দুষিত পদার্থ
পরিবেশ নোংরা করে দিলো আজ। যদিও এর
আগেও বের হতো !! প্রতিহিংশা পরায়ন বাক্য
চয়ন আপনার আভিজাত্যকে কলংকিত করলো।
০২ রা মে, ২০২০ দুপুর ১২:৫৬
রাজীব নুর বলেছেন: হুম।
একটা পোষ্ট দিয়ে অনেক কিছু জানলাম।
৮| ০২ রা মে, ২০২০ দুপুর ১:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: হুম। একটা পোষ্ট দিয়ে অনেক কিছু জানলাম।
আপনাকে সজ্জন মানু্ষ হিসেবে জানি, তাই এই তিরস্কার।
ব্যাথিত হলে দুঃখ প্রকাশ করছি।
০২ রা মে, ২০২০ বিকাল ৪:৫২
রাজীব নুর বলেছেন: না ঠিক আছে।
এইভাবেই তো শিখছি। জানছি।
৯| ০২ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কে একজন আপনার ঈশ্বরের খোঁজে পোস্টে
থ্রেট দিলো আপনি সেখানে তার বিপক্ষের
মন্তব্য মুছে দিলেন। আমি বলছিলাম সব অশ্লীল
বাক্য সম্বলিত মন্তব্য মুছে দিতে আপনি দেন নাই।
আপনি কি তাদের ভয় পান? না পেলে আপনার
গুরুর কথা মতো সবার মন্তব্য ডিলিট করুন।
০২ রা মে, ২০২০ রাত ৯:২০
রাজীব নুর বলেছেন: ওই সব ব্যপার ভুলে গেছি। আপনিও ভুলে জান।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০২০ ভোর ৪:২৩
নেওয়াজ আলি বলেছেন: পরিপাটি লেখা ।