নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
এই হাদিসটা আমার কাছে খুব ভালো লাগে।
আবদুল্লাহ বিন উমার (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের দিকে এগিয়ে এসে বলেনঃ
হে মুহাজিরগণ! তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে। তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও। যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয়। তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয়, যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি। যখন কোন জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ, কঠিন বিপদ-মুসীবত এবং যাকাত আদায় করে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয়। যদি ভু-পৃষ্ঠে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকতো তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না। যখন কোন জাতি আল্লাহ ও তাঁর রাসুলের অঙ্গীকার ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশমনকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায়-সম্পদ সবকিছু কেড়ে নেয়। যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর নাযীলকৃত বিধানকে গ্রহণ করে না, তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাধিয়ে দেন।
[সুনানে ইবনু মাজাহ-৪০১৯]
০২ রা মে, ২০২০ দুপুর ১২:৫৮
রাজীব নুর বলেছেন: জ্বী আমার নজর অই দিকেই।
২| ০২ রা মে, ২০২০ দুপুর ১:০৪
নেওয়াজ আলি বলেছেন: হাদিস ভালো লাগলে কি হবে ভাই নামাজ অবশ্যই পড়তে হবে ।
০২ রা মে, ২০২০ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: নামাজ পড়লে আল্লাহর কি লাভ বলেন তো ভাই??
আমি উঠবস করলে আল্লাহর কি লাভ বলেন? বুঝিয়ে বলেন।
৩| ০২ রা মে, ২০২০ দুপুর ১:৩৭
নেওয়াজ আলি বলেছেন: আল্লাহর কোন লাভ ক্ষতি নাই । আপনি ইসলাম মানলে নামাজ পড়বেন । না মানলে দরকার নাই ।
০২ রা মে, ২০২০ বিকাল ৪:৪৯
রাজীব নুর বলেছেন: ঠিক আছে দরকার নাই।
কিন্তু যারা নামাজ রোজা করছে তাদের লাভ কি? পরকালে বেহেশত? মানিলাম। বুঝলাম। কিন্তু তাতে আল্লাহর লাভটা কি?
৪| ০২ রা মে, ২০২০ দুপুর ২:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লেখক বলেছেন: নামাজ পড়লে আল্লাহর কি লাভ বলেন তো ভাই??
আমি উঠবস করলে আল্লাহর কি লাভ বলেন? বুঝিয়ে বলেন।
ধর্ম, সৃষ্টিকর্তা এসবই মানুষের তৈরি।
০২ রা মে, ২০২০ বিকাল ৪:৪৯
রাজীব নুর বলেছেন: মানবতা কার তৈরি?
আসল হলো মানবতা।
৫| ০২ রা মে, ২০২০ দুপুর ২:২৭
নতুন নকিব বলেছেন:
@মোহাম্মদ সাজ্জাদ হোসেন,
সত্যি, ধর্ম সৃষ্টিকর্তা সবই মানুষের বানানো?
০২ রা মে, ২০২০ বিকাল ৪:৫১
রাজীব নুর বলেছেন: দেখি সাজ্জাদ ভাই কি বলেন!!
তবে আমার ধারনা মানুষেরই বানানো। কোয়কাফ নগর থেকে এসে কেউ বানিয়ে দিয়ে যায় নি নিশ্চয়ই।
৬| ০২ রা মে, ২০২০ দুপুর ২:৫৬
চাঁদগাজী বলেছেন:
ততকালীন লোকজন পড়ালেখা জানতেন না, এসব কথা একেবারেই অর্থহীন।
০২ রা মে, ২০২০ বিকাল ৪:৫১
রাজীব নুর বলেছেন: মন্তব্যটা বুঝি নাই।
৭| ০২ রা মে, ২০২০ বিকাল ৫:০৬
কালো যাদুকর বলেছেন: জানতে ইচ্ছে করছে, হাদিসটা কেন ভাল লাগলো।
০২ রা মে, ২০২০ বিকাল ৫:৪৫
রাজীব নুর বলেছেন: হাদীস টা বর্তমান সময়ের সাথে মিলে গেছে।
৮| ০২ রা মে, ২০২০ বিকাল ৫:৫৮
সুপারডুপার বলেছেন:
অপ্রাপ্ত বয়সের মেয়ে কে বিয়ে করা, যত কিছু তত বিয়ে করা ও যুদ্ধের প্রয়োজনে বউ দান করে দেওয়া আপনার দৃষ্টিতে কেমন?
০২ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:১৩
রাজীব নুর বলেছেন: এগুলো আমি একেবারেই মানতে পারি না।
৯| ০২ রা মে, ২০২০ সন্ধ্যা ৬:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ধর্ম আমরা জন্ম সূত্রে লাভ করি। অর্থাৎ বাবা মার ধর্ম জন্ম সূত্রে সন্তানেরা লাভ করে। ধর্ম কেউ নিজের যোগ্যতায় কিংবা বুঝেশুনে নিজে গ্রহণ করে না । সেটা যদি করত তাহলে বোঝা যেত কার জ্ঞানের কতদূর। কোন ধর্মের প্রতি কার কত টান।
একটি শিশু জন্মগ্রহণ এর সাথে সাথেই কিংবা তারও আগেই তার ওপর পিতামাতা তাদের নিজেদের ধর্ম চাপিয়ে দেয়। রহস্যটা এখানে ই।
০২ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:১৫
রাজীব নুর বলেছেন: আধুনিক সমাজ হবে ধর্ম মুক্ত।
আধুনিক মানূষ হবে কুসংস্কার মুক্ত।
আশার কথা আমরা সেই দিকেই ধাবিত হচ্ছি।
১০| ০২ রা মে, ২০২০ সন্ধ্যা ৬:৪৯
সুপারডুপার বলেছেন:
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ধর্ম আমরা জন্ম সূত্রে লাভ করি। অর্থাৎ বাবা মার ধর্ম জন্ম সূত্রে সন্তানেরা লাভ করে। ধর্ম কেউ নিজের যোগ্যতায় কিংবা বুঝেশুনে নিজে গ্রহণ করে না । সেটা যদি করত তাহলে বোঝা যেত কার জ্ঞানের কতদূর। কোন ধর্মের প্রতি কার কত টান।
একটি শিশু জন্মগ্রহণ এর সাথে সাথেই কিংবা তারও আগেই তার ওপর পিতামাতা তাদের নিজেদের ধর্ম চাপিয়ে দেয়। রহস্যটা এখানে ই।
- § সহমত
০২ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:১৫
রাজীব নুর বলেছেন: সাজ্জাদ ভাই সব সময় ভালো কথা বলেন। তার কথায় লজিক থাকে।
১১| ০২ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:২০
সোনালি কাবিন বলেছেন: সুপারডুপার বলেছেন:
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ধর্ম আমরা জন্ম সূত্রে লাভ করি। অর্থাৎ বাবা মার ধর্ম জন্ম সূত্রে সন্তানেরা লাভ করে। ধর্ম কেউ নিজের যোগ্যতায় কিংবা বুঝেশুনে নিজে গ্রহণ করে না । সেটা যদি করত তাহলে বোঝা যেত কার জ্ঞানের কতদূর। কোন ধর্মের প্রতি কার কত টান।
একটি শিশু জন্মগ্রহণ এর সাথে সাথেই কিংবা তারও আগেই তার ওপর পিতামাতা তাদের নিজেদের ধর্ম চাপিয়ে দেয়। রহস্যটা এখানে ই।
- § সহমত
০২ রা মে, ২০২০ রাত ৯:১৯
রাজীব নুর বলেছেন: ভবিষ্যতে ধর্ম থাকবে না। থাকবে শুরু মানবতা।
১২| ০২ রা মে, ২০২০ রাত ৮:৩০
সুপারডুপার বলেছেন:
লেখক বলেছেন: এগুলো আমি একেবারেই মানতে পারি না।
- কিন্তু এই গুলোও হাদীস দ্বারা জায়েজ। অশ্লীলতাই একটু আঙ্গুল বাঁকা করলেই হাদীস অনুসারে হালাল হবে। যদি আপনার হাদীস ঠিক হয়, এই গুলো করলেও কি এমন সব ব্যাধির উদ্ভব হতে পারে না, যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি? কি মনে করেন ?
০২ রা মে, ২০২০ রাত ৯:১৯
রাজীব নুর বলেছেন: বর্তমান সমাজ দেশ হাদীস দ্বারা চলে না।
১৩| ০৩ রা মে, ২০২০ রাত ৮:৩৫
স্প্যানকড বলেছেন: নামাজ পড়লে হাত উঠাতে হয় কানের লতি পর্যন্ত। নাভীর উপরে ও চলে নীচে ও চলে যে যেমনে পারে। দৃষ্টি নীচের দিকে। সিজদাতে আগে নাক পরে কপাল। নাকে খত দেয়ার মতো। সোজা কথায় ফিজিক্যালি সমস্ত মাখলুকাত কে দেখানো বুজানো হলো সৃষ্টির সেরাদের কি হাল! আল্লাহ মহান। সবাই তাঁর গোলাম। মানলে মানেন, না মানলে আজাব। এই আল্লাহর লাভ!
০৩ রা মে, ২০২০ রাত ৯:১১
রাজীব নুর বলেছেন: মানি মানতে তো আর টাকা পয়সা লাগে না।
১৪| ০৪ ঠা মে, ২০২০ সকাল ১০:৩২
নতুন নকিব বলেছেন:
লেখক বলেছেন: ভবিষ্যতে ধর্ম থাকবে না। থাকবে শুধু মানবতা।
-আপনার ভবিষ্যত বাণী করার গভীর জ্ঞান দেখে অন্তরে প্রশান্তি পেলুম। শুকরিয়া, আলহামদুলিল্লাহ।
জ্ঞানের প্রশংসা না করাও এক ধরণের কার্পন্য! নিরুপায়, তাই সেই কার্পন্যটুকু অন্তত: করলুম না!
হে আল্লাহ তাআ'লা, আপনি আমাদের ক্ষমা করুন। আপনিই একমাত্র ক্ষমাকারী।
০৪ ঠা মে, ২০২০ দুপুর ১২:৪৮
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।
©somewhere in net ltd.
১| ০২ রা মে, ২০২০ দুপুর ১২:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি কি করোনাভাইরাস এর কথা বলছেন?