নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৪৬

০৪ ঠা মে, ২০২০ দুপুর ১২:৪৬



১। বারট্রান্ড রাসেল বলেছেন- সংসারে জ্বালা-যন্ত্রনা এড়াবার প্রধান উপায় হচ্ছে, মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভিতর ডুব দেওয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, যন্ত্রনা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয়’।

২। ১৫ দিন আগে লন্ড্রীতে কোট দিলাম পরিস্কার করতে। গতকাল আনতে গেলাম। দোকানদার আমার কোট কোথাও খুঁজে পেলো না। আমাকে অন্য একটা কোট দিয়ে বলল এটা নিয়ে যান।

৩। দোকান থেকে জিনিসপত্র কেনার পর দোকানদার ছেঁড়া পঞ্চাশ টাকা নোট ফেরত দিল। একেবারেই ছেঁড়া, শুধু একটু ঝুলে আছে। আমি বললাম, এটা তো ছেঁড়া- দোকানদার বলল- কসটেপ লাগিয়ে নিবেন।

৪। সেলুনে গেলাম সেভ করতে। দেখি নাপিতের হাত কাঁপছে। দিলো ঠোটের কাছে অনেকখানি কেটে। রক্ত পড়ছে তো পড়ছেই। কোনো কিছুতেই রক্তপড়া বন্ধ হচ্ছে না। আমি এক আকাশ অবাক হয়ে নাপিতের দিকে তাকালাম, নাপিত জানালো সে আগে কখনও সেলুনে কাজ করেনি। কাজ শিখতে আসছে।

৫। যদি আপনাকে একজন বিজ্ঞানীর নাম বলতে বলা হয় তাহলে প্রথমে আপনার মনে কার নাম আসবে?

৬। পিপড়ার ভিসা পাসপোর্ট সবই আছে, সে প্রতি মাসে একবার ইন্ডিয়া যায়। এটা দেখে হাতীর শখ হইল সেও ইন্ডিয়া যাবে, যদিও তার ভিসা পাসপোর্ট নাই। সে পিপড়াকে ধরল, দোস্ত- ইন্ডিয়া যাইতে মন চায়।
পিপড়া বলল কোন সমস্যা নাই। চল ইন্ডিয়া যাই।
হাতী আর পিপড়া বর্ডার ক্রস করতেছে। এমনসময়, বিএসএফ তাদের থামাইল । হাতীর ভিসা পাসপোর্ট দেখতে চাইল।
হাতী বলল দাদা, আমার তো ওসব কিছু নাই। পিপড়ায় আমারে নিয়া যাইতাছে। ওর সাথে কথা বলেন।
পিপড়া আইসা হাতীটাকে দেখিয়ে বলল, এইবার ইন্ডিয়া গিয়া লম্বা সময় থাকতে হইব, তাই সাথে করে খাবার নিয়ে যাচ্ছি। খাবারের আবার ভিসা পাসপোর্ট কি?

৭। উপবাসী ভিক্ষুক ক্ষুধায় কাতর হয়ে প্রথমে মন্দিরের পুরোহিতের নিকট গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসে।
ভিক্ষুকটি পুনরায় আশায় বুক বেধে মসজিদ অভিমুখে অগ্রসর হয়। কিন্তু মসজিদের মোল্লা সাহেব তার কথা শুনে এবং সে নামাজ পড়েছে কিনা জিজ্ঞাসা করে। ভিক্ষুকটি 'না' বলায় মোল্লা তাকে গালি-গালাজ করে বিদায় দেয়।
ভিক্ষুকটি তখন বিধাতাকে উদ্দেশ্য করে বলে, আশিটা বছর আমি নামাজ পড়িনি কিন্তু তুমি ঈশ্বর আমার খাবার বন্ধ করনি।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০২০ দুপুর ১:০১

জুন বলেছেন: ৫ নং উত্তর - আইনেস্টাইন :``>>

০৪ ঠা মে, ২০২০ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: গ্রেট। আমিও।

২| ০৪ ঠা মে, ২০২০ দুপুর ১:২১

ইসিয়াক বলেছেন: ৬ নম্বরটা ভালো লাগলো।

০৪ ঠা মে, ২০২০ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ০৪ ঠা মে, ২০২০ দুপুর ১:৪০

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগল

০৪ ঠা মে, ২০২০ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৪| ০৪ ঠা মে, ২০২০ দুপুর ২:০৬

মীর আবুল আল হাসিব বলেছেন: পিপড়া আর হাতির জোকসটা দারুন। =p~ =p~ =p~ =p~

০৪ ঠা মে, ২০২০ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: হে হে----

৫| ০৪ ঠা মে, ২০২০ দুপুর ২:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সব্গুলোই চমৎকার । ভালো লাগলো আপনার দুরবস্থা দেখে !! =p~ =p~ =p~

৭। ৮০ বছর নামাজ পড়ে নাই তবে তার রিজিক বন্ধ করেনাই আল্লাহ
আজ কি তবে মোল্লারা ? জ্বি না বিশ্বাস করতে হবে আল্লাহ তার রিজিক
বন্ধ করেছে। মোল্লাহ নিমিত্ত মাত্র। কারন রিজিকের মালিক আল্লাহ ।

০৪ ঠা মে, ২০২০ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: দূরবস্থা দেখে আপনার ভালো লাগছে জেনে খুশি হলাম।

৬| ০৪ ঠা মে, ২০২০ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:


৬ নং:

বাংগালী পিপড়া

০৪ ঠা মে, ২০২০ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: হা হা হা----

৭| ০৪ ঠা মে, ২০২০ বিকাল ৫:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই সুন্দর।

০৪ ঠা মে, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

রাজীব নুর বলেছেন: নারে ভাই জীবন ছাড়খার।

৮| ০৪ ঠা মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

ইসিয়াক বলেছেন: সেলৃুনে যাওয়াতো নিরাপদ না। :(
আপনি কি এখনো সেলুনে সেভ করতে যান ভাইয়া?

০৪ ঠা মে, ২০২০ রাত ৯:০৯

রাজীব নুর বলেছেন: না। যাই না। এটা পুরাতন লেখা।

৯| ০৪ ঠা মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

রিদওয়ান হাসান বলেছেন: পিপড়া হয়ে হাতির দিকে হাত বাড়িয়ো না।

০৪ ঠা মে, ২০২০ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: হা হা হা হা---

১০| ০৪ ঠা মে, ২০২০ রাত ৯:১৪

ইসিয়াক বলেছেন: আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।

০৪ ঠা মে, ২০২০ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: এটা আমার দায়িত্ব।

১১| ০৫ ই মে, ২০২০ সকাল ৭:১১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: জতীয় কবির “মানুষ” কবিতা
ভূখা আছ মর গো ভাগাড়ে গিয়ে! নামাজ পড়িস বেটা?
ভিখারিন কহিল ‘না বাবা’
মোল্লা হাঁকিল—তা হলে শালা সোজা পথ দেখ।
আমি জীবনেও কোনদিন ডাইরী পড়ে পাইনি।একবার পেয়েছিলাম একটা খাতা।তাতে লিখাছিল কিছু ক্লাসের নোট আর কিছু কবিতা লেখার চেষ্টা।হয়তো কাউকে উদ্দেশ্য করে।
১,নবী মুহাম্মদ

০৫ ই মে, ২০২০ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্য করার জন্য।

১২| ০৫ ই মে, ২০২০ সকাল ৭:১৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: দুঃখিত,৫নাং উত্তর

০৫ ই মে, ২০২০ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: ওকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.